৫টি ফ্রি অনলাইন এন্টিভাইরাস ওয়েবসাইট বা টুল

অনলাইন কর্মক্রিয়া যত দিন দিন বাড়ছে, তার সাথে বেড়ে চলেছে ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়ার, হ্যাকিং ইত্যাদি বিভিন্ন অনলাইনথ্রেট।

তাই এই সমস্যা সমাধানের জন্য আমাদের সবার পিসি বা কম্পিউটারেই একটি করে এন্টিভাইরাস টুল সর্বদা ইনস্টল থাকে।

যা আমাদের কম্পিউটার এবং সেখানে থাকা গুরুত্বপূর্ণ ফাইল ও বেক্তিগত তথ্য গুলোকে এই সমস্ত ভাইরাস থেকে সুরক্ষা দেয়।

তবে আপনি কি জানেন? এন্টিভাইরাস সফটওয়্যার ছাড়াও ইন্টারনেটে এরকম বিভিন্ন অনলাইন ফ্রি ভাইরাস স্ক্যানিং টুল,

বা অনলাইন এন্টিভাইরাস ওয়েবসাইট আছে যারা আমাদের একই ভাবে নিজেদের গুরুত্বপূর্ণ ফাইলস সুরক্ষিত রাখতে সাহায্য করে।

আর যা আমি আপনাদের এই পোস্টের মধ্যে এরকমই ৫টি সেরা ও ফ্রি অনলাইন ভাইরাস স্ক্যানিং ওয়েবসাইট বা টুল সম্পর্কে বলবো।

যা আপনারা কম্পিউটার যদি কোন ক্ষতিকারক ও মালিসিয়াস ভাইরাস থাকে তা ডিটেক্ট করে রিমুভ করতে সাহায্য করবে।

তার পাশাপাশি আপনার কম্পিউটার যাতে কোন রকমের ভাইরাস বা ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত না হয় তার ব্যবস্থা আগাম নিতে পারবেন।

অবশ্যই পড়ুন: সেরা ৫টি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার For PC

৫টি ফ্রি অনলাইন এন্টিভাইরাস ওয়েবসাইট বা স্ক্যানার টুল

শুরুতেই আপনাদের জানিয়ে রাখব যে, যেহেতু এখানে অনলাইন ভাইরাস স্ক্যানিং ওয়েবসাইট নিয়ে উল্লেখ করা হচ্ছে।

তাই আপনি রিয়েল টাইম স্ক্যান যা এন্টিভাইরাস সফটওয়্যার দিয়ে থাকে তা পাবেন না। আপনাকে ওয়ান টাইম বা,

ম্যানুয়াল ভাবে স্ক্যানিং করতে হবে। এবং নিচের উল্লেখিত ফ্রি অনলাইন এন্টিভাইরাস ওয়েবসাইট গুলির মধ্যে,

সবগুলিই ব্রাউজার এর মধ্যে কাজ করবে না আর যা স্বাভাবিক। কারণ আপনার কম্পিউটারের ভাইরাস ডিটেক্ট করার জন্য,

অবশ্যই কম্পিউটারের মধ্যেই এন্টিভাইরাস টুলটি থাকা প্রয়োজন তো কিছু ক্ষেত্রে ছোট সফটওয়্যার ডাউনলোড করতে হতে পারে আর যা অবশ্যই ফ্রি, ছোট এবং ইনস্টলেশন এর প্রয়োজন নেই।

সেরা ৫টি ফ্রি অনলাইন ভাইরাস স্ক্যানিং বা স্ক্যানার ওয়েবসাইট
৫টি ফ্রি অনলাইন ভাইরাস স্ক্যানিং ওয়েবসাইট

১. VirusTotal

ভাইরাসটোটাল বা Virustotal সম্পূর্ণ ফ্রি ও ওপেন সোর্স একটি অনলাইন ভাইরাস, ম্যালওয়্যার ও ইউআরএল স্ক্যানিং সার্ভিস।

আমি নিজে এই সাইটটি সর্বদা ব্যবহার করি আর সেই বিশ্বাসেই বলছি যে এটি একটি সেরা অনলাইন ভাইরাস স্ক্যানিং সাইট।

এখানে আপনি কোন সাস্পেসিয়াস ফাইল বা ইউআরএল স্ক্যান করলে এখানের ইন্টিগ্রেটেড বিভিন্ন জনপ্রিয় এন্টিভাইরাস টুল গুলি

আপনার সেই ফাইল অথবা ইউআরএলটি স্ক্যান করে জানিয়ে দেবে যে কোন ভাইরাস, ম্যালওয়্যার বা ক্ষতিকর কিছু বিষয় আছে কিনা।

এছাড়াও এর নিজের কমিউনিটি আছে যেখানে কোন ম্যালওয়্যার বা ভাইরাস ডিটেক্ট হলে তা অটোমেটিক শেয়ার হয়ে যায়।

ফলে অন্যরাও যদি সেই ইউআরএল বা ফাইল স্ক্যান করে তাতে রিয়েল লাইভ রিভিউ ও ভাইরাস সংক্রান্ত আপডেট আগাম পেয়ে যায়।

তাহলে এখন থেকে কোন ফাইল অনলাইন ডাউনলোড করলে বা ওয়েবসাইট ও ইউআরএল ভিসিট করার আগে অবশ্যই VirusTotal থেকে তা স্ক্যান বা যাচাই করে নেবেন।

২. ESET Online Scanner

ESET একটি জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোম্পানি যা হয়তো আপনাদের মধ্যেই অনেকে জেনে বা শুনে থাকবেন।

আর এরাই একটি অনলাইন ফ্রি সার্ভিস প্রদান করছে যা ESET Online Scanner নামে পরিচিত। যাএকটি জনপ্রিয়

ফ্রি অনলাইন এন্টিভাইরাস ওয়েবসাইট টুল গুলির মধ্যে সেরা একটি। এখানে আপনাকে কোন ফাইল আপলোড করে স্ক্যান করতে হয় না।

আপনাকে শুধু ছোট একটি ফাইল ডাউনলোড করতে হয় যা অবশ্যই ইনস্টলেশন ছাড়াই আপনি কম্পিউটারে রান করতে পারবেন।

টুলটি রান করার সাথে সাথেই আপনার কাছে অপশন দেওয়া হবে কম্পিউটার স্ক্যান এর জন্য। যেখানে আপনি

ফুল পিসি স্ক্যান, কুইক স্ক্যান এবং কাস্টম স্ক্যান এর অপশন গুলি পেয়ে যাবেন ঠিক একটি এন্টিভাইরাস সফটওয়্যার এর মতোই।

আপনার ডেস্কটপ বা ল্যাপটপ এর মধ্যে ভাইরাস ও ম্যালওয়্যার স্ক্যান করার জন্য অবশ্যই এটি সেরা ফ্রি অনলাইন ভাইরাস স্ক্যানার টুল।

অবশ্যই মনে রাখবেন যে এই টুলটি কাজ করা জন্য আপনার ইন্টারনেট সংযোগ অবশ্যই ঠকতে হবে না হলে ব্যবহার করতে পারবেন না।

আরো পড়ুন: Revo Uninstaller Review – সেরা উইন্ডোজ আনইনস্টলার

৩. Google Chrome Antivirus

আমরা জানি যে কিছু ফাইল ক্রোম ব্রাউজার দ্বারা ডাউনলোড করার পর ক্রোম তা স্ক্যান করে এবং কিছু সন্দেহজনক

বুছতে পারলে তা Harmful বলে দেখায় এবং আর যদি ক্লিন হয় তবেই আমাদের কম্পিউটারে স্টোর করার পারমিশন দিয়ে থাকে।

তবে আপনি কি জানেন, আপনি এই ক্রোম এন্টিভাইরাস টুল বা ক্রোম ব্রাউজারটি আপনার সম্পূর্ণ পিসি স্ক্যান করার জন্য ব্যবহার করতে পারেন।

হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। আর তা ব্যবহার করার জন্য ক্রোম ব্রাউজার এর ইউআরএল বারে “chrome://settings/cleanup” লিখে সার্চ করুন।

তারপর > Find বাটানে ক্লিক করুন দেখবেন ক্রোম আপনার পিসি বা কম্পিউটারের মধ্যে harmful software আছে কিনা স্ক্যান করা শুরু করে দেবে।

যদিও এটি সরাসরি একটি অনলাইন এন্টিভাইরাস টুল বা ওয়েবসাইট না। তবে এটি গুগল নিজেই, আর যা আমরা অবশ্যই ভরসা করতে পারি।

৪. MetaDefender

VirustTotal এর মতোই আরো একটি সেরা অনলাইন ফাইল ও ইউআরএল স্ক্যানিং টুল বা সাইট হল MetaDefender.

কোন ওয়েবসাইটে ভিসিট করার আগে বা কিছু ডউনলোড করার আগে সেই ইউআরএল এখানে স্ক্যান করে আপনি জানতে পারবেন,

যে সাইটটি আপনার জন্য সেফ হবে কিনা। এছাড়াও অনলাইন কোন সন্দেহজনক ফাইল ডাউনলোড করে থাকলে তা এখানে

আপলোড করে খুব সহজেই জেনে যাবেন ফাইলটি সেফ ও ক্লিন নাকি, এর মধ্যে ভাইরাস, ম্যালওয়্যার বা অ্যাডওয়্যার আছে।

এই সাইটটিও অনেকটা ভাইরাসটোটাল এর মতোই। কারণ এখানেও আপনি কমিউনিটি সাপোর্ট পেয়ে যাবেন যেকোন অজানা ফাইল বা সাইট এর জন্য।

এখান থেকে ফাইল, ইউআরএল, আইপি এড্রেস, ডোমেইন, হ্যাশ এবং সিভিই ইত্যাদি স্ক্যান করার সুযোগ পেয়ে যাবেন।

৫. Kaspersky Threat Intelligence Portal

আমাদের তালিকার শেষ সেরা ফ্রি অনলাইন ভাইরাস স্ক্যানিং টুল বা ওয়েবসাইট হল জনপ্রিয় এন্টিভাইরাস কোম্পানি

Kaspersky এরই একটি ফ্রি অনলাইন পরিষেবা। Kaspersky সম্পর্কে বিশেষ কিছু বলার প্রয়োজন যে নেই তা আমি জানি।

কারণ আমরা অনেকেই এই জনপ্রিয় সাইবার সিকিউরিটি ও এন্টিভাইরাস প্রোভাইডার এর প্রোডাক্ট ব্যবহার করেছি বা করছি।

Kaspersky এর বেশ কিছু ফ্রি পরিষেবার মধ্যে একটি হল এই Kaspersky Threat Intelligence Portal. যা আপনাকে,

কোন ফাইল, ওয়েবসাইট বা ডোমাইল, ইউআরএল, আইপি এড্রেস এবং হ্যাশ লুকআপ বা স্ক্যান করার সুবিধা প্রদান করে।

যার দ্বারা আপনি খুব সহজেই আপনার কম্পিউটারকে ভাইরাস বা ম্যালওয়্যার দ্বারা ক্ষতি হওয়ার হাত থেকে আগাম রক্ষা করতে পারেন।

এর অ্যাডভান্স থ্রেট ডিটেকশন ইন্টেলিজেন্স টুল আপনাকে সব রকম ভাবে সাহায্য করে ভাইরাস যুক্ত ফাইল বা ইউআরএল থেকে,

আগাম সচেতন হওয়ার ক্ষেত্রে। আমি অবশ্যই আপনাদের বলবো Kaspersky Threat Intelligence Portal -টি নিজের বুকমার্ক করে রাখার জন্য।

আরো জানুন: ৬টি ওয়েবসাইট ফ্রিতে কম্পিউটার গেম ডাউনলোড করার

আমাদের শেষ কথা,

আমরা সবাই প্রচুর পরিমান ইন্টারনেট ব্যবহার ও সার্ফিং করি। আর এর জন্য বিভিন্ন জানা ও অজানা ওয়েবসাইট ভিসিট করি,

এবং সেই সমস্ত সাইট গুলি থেকে বিভিন্ন রকমের ফাইল ডাউনলোড করি এই বিষয়ে না ভেবে যে সেখানে কোন ভাইরাস,

ম্যালওয়্যার অথবা অ্যাডওয়্যার ইত্যাদি থাকতে পারে। আর এই কারণের জন্যই আমাদের অজান্তেই কম্পিউটারে ভাইরাস প্রবেশ করে,

কম্পিউটার এর ক্ষতি করে, দরকারি ও গোপনীয় ফাইল নষ্ট ও চুরি করে আর যা আমরা একদমই রিকোভার করতে পারিনা যদি না পূর্বে ব্যাকআপ নেওয়া থাকে।

আর ঠিক এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি কোন অনলাইন এন্টিভাইরাস ওয়েবসাইট বা টুল এর সাহায্য নেন তাহলে,

খুব নিজের কম্পিউটারকে ভাইরাস দ্বারা আক্রমণ হওয়া থেকে আপনি পূর্বেই সাবধানতা অবলম্বন করতে পারেন।

তাই আমি অবশ্যই পরামর্শ দেবো যে অজানা কোন ওয়েবসাইট বা ইউআরএল দ্বারা ফাইল ডাউনলোড করার আগে

ওপরের উল্লেখিত যেকোন অনলাইন ভাইরাস স্ক্যানিং বা স্ক্যানার সাইট গুলি থেকে তা যাচাই করে নিতে একদমই ভুলবেন না।