গুগল আমি এখন কোথায় আছি ? আমার লোকেশন দেখাও ?

অনেক সময় নতুন বা অপরিচিত কোনো জায়গায় থাকলে আমরা জানতে চাই আমি এখন কোথায় আছি বা আমার লোকেশন কোথায়

তো এই প্রশ্নের উত্তর আপনি সহজেই নিজের ফোন থেকেই পেয়ে যাবেন ইন্টারনেট এর মাধ্যমেই। আপনাকে কোনো লোক খুঁজতে হবে না।

আর আজকের এই পোস্টের মধ্যে আমি আপনাকে দুটি উপায় বলে দেবো আপনার বর্তমান লোকেশন কোথায় জানার জন্য।

অথবা হয়তো আপনি জানেন ইন্টারনেটে ami akhon kothay achi সার্চ করতে নিজের লোকেশন জানার জন্য।

কিন্তু কোনো কারণ বসত তা হয়তো সঠিক সার্চ রেজাল্ট দেখাচ্ছে না। সেই ক্ষেত্রেও একদমই সমস্যা নেই, কারণ নিচে

আমি আপনাকে যে দুটি উপায় দেখাবো তার মধ্যে আপনাকে ব্রাউজার খুলে সার্চ ও করতে হবে না আমি কোথায় আছি লিখে

তাহলে আর বেশি সময় ব্যয় না করে এখনই চলুন আমরা জেনেনি যেকোন জায়গা থেকে নিজের বর্তমান লোকেশন কিভাবে জানা যায়।

জানুন: কিভাবে ছবি থেকে পিডিএফ ফাইল তৈরি করবেন – Image to PDF

আমি এখন কোথায় আছি বা আমার লোকেশন কোথায় যেভাবে জানবেন

যেরকমটি আপনাদের আগেই বলেছি যে আমরা দুটি উপায় দেখে নেবো আমি এখন কোথায় আছি লোকেশন জানার জন্য।

1. Google Map দ্বারা আমি এখন কোন জায়গায় আছি জানুন

ধাপ ১: সবার প্রথমে আপনার মোবাইল ফোন এর Notification Bar -টি নিচে নামিয়ে > Mobile Data এবং তারপর > Location এই দুটি On করেনিন।

আমি কোথায় আছি

ধাপ ২: এরপর নিজের ফোন থেকে Google Maps এপ্লিকেশনটি ওপেন করুন এবং নিচে ডানদিকে গোল Blue আইকন এর মধ্যে ক্লিক করুন।

এখন আপনার মোবাইল স্ক্রিন এর মাঝামাঝি একটি গোলাকার Blue বৃত্ত এবং একটি ছোট Blue বিন্দু আসবে, সেটিই হলো আপনার বর্তমান লোকেশন

তো এই ভাবেই আপনি আমি কোন জায়গায় আছি তা এই গুগল ম্যাপ দ্বারা সহজেই জেনে নিতে পারবেন। এবার চলুন দ্বিতীয় উপায়টি জেনেনি।

আরো জানুন: ৬টি সেরা AI Text to Image Generator ওয়েবসাইট

2. আমি কোন জায়গায় আছি গুগল অ্যাসিস্ট্যান্ট দ্বারা জেনেনিন

নিজের বর্তমান লোকেশন জানার জন্য সব থেকে সহজ উপায় হল এটি। আপনি সরাসরি Google Assistant কেই

জিজ্ঞাসা করলে আপনাকে তৎক্ষণাৎ বলে দেবে যে আপনি এখন কোন জায়গায় দাঁড়িয়ে বা বসে আছে। তাহলে চলুন জেনেনি।

ধাপ ১: প্রথমত অবশ্যই আপনার ফোনের মোবাইল ডাটা বা ইন্টারনেট অন থাকতে হবে এর পর ফোনটি নিজের মুখের কাছে নিয়ে এসে

হাই গুগল বা হ্যালো গুগল বলুন, দেখবেন Google Assistant অন হয়ে গেছে এখন বলুন গুগল আমি এখন কোথায় আছি

সাথে সাথে গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস দ্বারা আপনাকে বলে দেবে আপনার একদম সঠিক লোকেশন কোথায় আছে এই মুহূর্তে।

আর যদি Google Assistant না থাকে তাহলে জেনেনি কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিং ও ল্যাংগুয়েজ চেঞ্জ করবেন ?

তো এই ভাবেই আপনি হ্যালো গুগল আমি এখন কোথায় আছি বলে অ্যাসিস্ট্যান্ট দাড়াও নিজের সঠিক লোকেশন জানতে পারেন।

আমাদের শেষ কথা,

আশা করছি এখন আপনারা জেনেই গেছেন যে আমি এখন কোথায় আছি কিভাবে দেখবেন। এছাড়া আপনি যদি,

কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন সেখানেও গুগল থেকে আপনি ami akhon kothay achi বা আমার লোকেশন কোথায় সার্চ করলেও আপনি তা পেয়ে যাবেন।

আর সব থেকে ভালো বিষয় হলো Google assistant কেই গুগোল আমি কোথায় আছি জিজ্ঞাসা করলেও সেই নিজে আপনাকে জায়গার নাম বলে দিবে।

তো আপনাদের যদি এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথেও শেয়ার করুন এবং এরকম

আরো পোস্ট, অনলাইন টিপস ও গাইড এর জন্য আমাদের সাইট অনুসরণ করতে একদম ভুলবেন না।