৫টি ফ্রি AI Text to Video Generator ওয়েবসাইট

AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টি এখন ট্রেন্ডিং আর আমরা অল্প বেশি তা সবাই জানি। আর আজকের এই পোস্টের মধ্যে

আমরা ৫টি Free AI Text to Video Generator ওয়েবসাইট সম্পর্কে জানবো যেখান থেকে আপনি শুধু টেক্সট

অথবা স্ক্রিপ্ট লিখে বা আপলোড করেই ভিডিও তৈরি করে ফেলতে পারবেন এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাইট গুলির সাহায্যে।

আপনাকে ভিডিওর সামনে আসতে হবে না, নিজের মুখ দেখাতে হবে না। এর মধ্যেই থাকবে Artificial মানুষ যা মহিলা ও পুরুষ

উভয়ই আছে এবং সেই AI Avatar একদম মানুষের মতো প্রদর্শনী নিয়ে এবং মানুষ অর্থাৎ আমাদের মতোই কথা বলে আপনার

ভিডিও কিছু মিনিট এর মধ্যে তৈরি করে দেবে। নিচের ভিডিওটি চালিয়ে দেখলে আপনার বুঝতে আরো সুবিধা হবে।

Synthesia’s AI Avatar video

এছাড়াও কোনো অবতার বা Avatar ছাড়াও আপনি যদি আপনার Text বা script এর প্রাসঙ্গিক ভিডিও তৈরি করতে চান

সেই ক্ষেত্রেও তার একদম সহজেই একটি ক্লিকে তা জেনারেট এবং এডিটও হয়ে যাবে যা স্বাভাবিক ভাবে আমাদের

তৈরি করতে বেশকিছু দিন বা ঘন্টা লেগে যেতো যা এখন এই AI টেক্সট টু ভিডিও মেকার সাইট গুলি দ্বারা নিমেষেই হয়ে যাচ্ছে।

তাহলে চলুন আমরা নিচে জেনেনি এরকম ৫টি ফ্রি এআই ভিডিও মেকার বা ai text to video generator free সাইট সম্পর্কে।

জানুন: ৭টি অসাধারণ AI ওয়েবসাইট যা আপনি বিশ্বাস করবেন না

৫টি Free AI text to video generator websites

১. Veed.io

আমার মতে এই মুহূর্তে text to video ai free সাইট এর কথা যদি বলেন সেই ক্ষেত্রে veed.io সেরা, তাই এক নম্বরে রাখলাম।

এটি একটি অনলাইন ভিডিও সুইট প্লাটফর্ম যেখানে আপনি ভিডিও সংক্রান্ত একাধিক কাজ এখান থেকে করতে পারেন।

আপনি Video Editor, Subtitles & Transcription এবং Screen Recorder এবং এর মধ্যে সংযুক্ত সমস্ত ফিচারস এখানে পেয়ে যাবেন।

আর যেহেতু আজকে আমরা AI text to video সংক্রান্ত আর্টিকেল পড়ছি তাই নিচে চলুন জেনেনি এই,

Veed.io AI Features:

  • AI Avatars
  • AI Image Generator
  • AI Video Editor
  • Eye Contact Correction
  • Video Background Remover
  • Auto Subtitle
  • Text to Speech and more

২. Flexclip.com

AI Text to Video মেকার ওয়েবসাইট এর কথা বললে তাওআবার ফ্রি তাহলে Veed.io এর পাশাপাশি বা প্রথমেই আমি আপনাদের Flexclip ট্রাই করতে বলব।

এটি একটি অনলাইন ভিডিও মেকার সাইট আর এর AI ফিচারস গুলি জানার পর আপনিও এটি ব্যবহার করতে শুরু করবেন।

এছাড়াও এর মধ্যে ভিডিও এডিটিং সংক্রান্ত আরো যাবতীয় Non – AI টুলসও পেয়ে যাবেন। আর এর প্রিমেড টেম্প্লেটস যেরকম,

মার্কেটিং, ইন্ট্রো, ট্রেইলার, ওয়েডিং, বার্থডে, স্লাইডশো ইত্যাদি আরো বিভিন্ন ভিডিও ফিচারস গুলি এখানে আপনি পেয়ে যাবেন।

Flexclip AI Features:

  • AI Text to Video
  • AI Video Script
  • AI Image Generator
  • AI Text to Speech
  • AI Auto Subtitle
  • AI Background Remove

এই সমস্ত ফিচারস গুলি পেয়ে যাবেন। তবে এর মধ্যে আপনি AI Avatar ফিচারসটি পাবেন না।

আরো পড়ুন: ৬টি ফ্রি ইনস্টাগ্রাম রিল ভিডিও এডিটর অ্যাপ (Reels Editing Apps)

3. Kapwing.com

আমাদের এই তৃতীয় ai video generator ওয়েবসাইট Kapwing এর মধ্যে আপনি এরকম কিছু AI ফিচারস পাবেন

যা আপনি যদি একজন অনলাইন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে একাধিক ভাবে এর সুবিধা নিতে পারবেন।

এখানে আপনি AI video editor, Video generator, Text to speech, Auto subtitle, Clean audio এবং Document to video এর মতো আরো এয়াই টুল পেয়ে যাবেন।

এবং এখানেই শেষ না এআই ছাড়াও আপনি সাধারণ ভিডিও, অডিও, ইমেজ এবং সাবটাইটেল বা টেক্সট টুল পেয়ে যাবেন একই জায়গায়।

Kapwing AI Features:

  • AI video editor
  • Video generator
  • Text to speech
  • Auto subtitle
  • Clean audio
  • Smart cut
  • AI Image generator

4 Synthesia.io

AI video maker সাইট গুলির মধ্যে Synthesia বেশ জনপ্রিয় এবং লেডিংয়ে চলছে বললেও একদম যে ভুল হবে তাও না।

এছাড়াও আপনি ওপরের ভিডিওটি প্লে করে দেখলে যে AI Avatar গুলি দেখতে পাবেন তা এই সাইট এর থেকেই তৈরী করা।

এটি খবুই পাওয়ারফুল একটি এআই ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন অবতার, বাংলা, হিন্দি, ইংলিশ ছাড়াও আরো বিভিন্ন ভাষা সহ সাপোর্ট করে।

এছাড়াও এখানে আপনি কাস্টম Avatar, Text to video, video templets ও AI voice এর মতো ফিচারস পেয়ে যাবেন।

Features:

  • 150+ AI avatars
  • Text-to-speech
  • Custom AI avatars
  • 120+ languages and accents
  • Avatar gestures
  • Voice cloning and more

5. Runwayml.com

রানওয়েএমএল বা Runwayml হল এমন একটি পাওয়ারফুল এয়াই প্লাটফর্ম এবং যেখানে এরকম কিছু AI Tool আছে

যা আপনি অন্য কোনো প্লাটফর্ম এর মধ্যেই পাবেন না। তাই এটি শুধু এয়াই ভিডিও জেনারেটার বা ভিডিও মেকার হয়তো না।

আপনি যদি ইনস্টাগ্রাম রিলিস বা ইউটিউব শর্ট এর মধ্যে রিয়ালিস্টিক এনিমেটেড বা কার্টুন অবতার ভিডিও গুলি দেখে থাকেন

তাহলে সেগুলি এই সাইট থেকেই বেশির ভাগ তৈরি বা জেনারেট করা হয়েছে। Runwayml এর মধ্যে আপনি যেসমস্ত

AI features গুলি পাবেন:

  • Text to Video
  • Video to Video
  • Text to Image
  • Text to Color Grade
  • Super-Slow Motion
  • Automatically split your footage into clips
  • Clean Audio
  • Transcript

এবং এরকম আরো অনেক অনেক টুল বা ফিচারস এর মধ্যে আপনি পেয়ে যাবেন।

জেনেনিন: ৭+ সেরা কপিরাইট ফ্রি স্টক ভিডিও সাইট

আমাদের শেষ কথা,

শেষ করার আগে আপনাদের অবশ্যই জানিয়ে রাখবো যে AI আসার পর অবশ্যই এখন থেকেই অনেক কাজ সহজ হতে শুরু করেছে,

এবং ভবিষ্যতে তা আরো হবে। এবং যারা যারা এই কৃত্রিম বুদ্ধিমত্তা বলুন অথবা Artificial intelligence (AI) অনলাইন আমাদের কাছে নিয়ে এসেছে

এবং আরো নতুন নতুন টুল নিয়ে আসবে সেও টুল গুলি কখনই সম্পূর্ণ ভাবে ফ্রি হবে না আর যার যথেষ্ট কারণও আছে।

এবং এই পোস্টে উল্লেখিত ওপরের সাইট গুলিও এর ব্যাতিক্রম নয়। তাই, এখানে বেছে বেছে আপনাদের জন্য

এরকম ৫টি free ai text to video generator সাইট উল্লেখ করেছি যাদের ফ্রি ভার্শন আছে তবে কোন না কোন ভাবে তা সীমিত ।

যেরকম ধরুন কম রিসোলিউশন বা 720P এক্সপোর্ট, আবার text to video ai free without watermark হবে না।

কম ভিডিও সময়সীমা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত সীমা বাধ্যতা গুলি আপনি free text to video ai site গুলির মধ্যে দেখতে পাবেন।

2 thoughts on “৫টি ফ্রি AI Text to Video Generator ওয়েবসাইট”

  1. অনেক ধন্যবাদ এতো সুন্দর আর্টিকেল আমাদের উপহার দেওয়ার জন্য।

Comments are closed.