কিভাবে সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি করবেন ?

এখন আমাদের হাতে স্মার্টফোন এবং ডিজিটাল ক্যামেরা থাকলেও একটা সময় স্মার্টফোন ছিলোনা। যদিও ক্যামেরা ছিল

তবে আমাদের অথবা আমাদের বাবা-দাদুদের সময়ের ফটো গুলি তোলা হত সাদা-কালো কারণ তখন কালার ফটোর প্রচলন আসেনি বা কম ছিল।

তাই দেখবেন আমাদের বাড়িতে আমাদের বাবা ও ঠাকুরদাদের বা ঠাম্মা ও দিদার মত বাড়ির অন্যান্য সদস্যের কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট বা সাদা কালো ফটো পাওয়া যায়।

আর আজকের পোস্টে আমরা এটাই জানবো যে কিভাবে অনলাইনে সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি এডিট বা রূপান্তর করা যায়।

আর এখন তো AI এসে গেছে তাই আমাদের কাজটি আরো সহজ হয়ে যাবে। তো আপনি যদি এরকম কিছু ভেবে থাকেন

সাদাকালো ছবিতে কি কালার দেওয়া যায় কিনা ?

তাহলে চলুন জেনেনি এরকম কিছু অনলাইন AI photo colorizer ওয়েবসাইট সম্পর্কে যেখান থেকে আপনি সহজেই

যেকোনো সাদা কালো ফটোকে রঙিন ফটো বানাতে পারবেন।

ছবি কালার করার অ্যাপস এবং ওয়েবসাইট গুলি হল ( AI Online Photo Colorizer)

অনলাইন সাদা কালো ছবি থেকে রঙ্গিন ছবি করার উপায়

১. Hotpot.ai

হটপট AI হল এমন একটি সাইট যেখানে আপনি মাল্টিপল এআই টুল পেয়ে যাবেন। যার মধ্যে থেকে একটু হল এই Colorize old photos.

এটি একটি ফ্রি ওয়েবসাইট যেকোন থেকে আপনি একটি ক্লিক যেকোনো ব্লেক এন্ড হোয়াইট ছবিকে কালার করে নিতে পারবেন।

সবার প্রথমে আপনি এই hotpot সাইটে প্রবেশ করুন। এরপর সেখান থেকে > Colorize old photos অপশনটি বেছেনিন,

তারপর আপনাকে Upload এর মধ্যে ক্লিক করে সাদা কালো ছবিটি নির্বাচন করে নিচে > Colorize এর মধ্যে ক্লিক করুন।

দেখবেন কিছু সময়ের মধ্যে আপনার সামনে একদম ন্যাচারাল এবং পারফেক্ট কালার ফটো তৈরী হয়ে যাবে Black and white image থেকে।

২. Palette.fm

Palette হল আমাদের তালিকার দ্বিতীয় AI Photo Colorizer সাইট যেখান থেকে আপনি ফ্রিতে black and white to color photo করতে পারেন।

এটি সম্পূর্ণ ফ্রি একটু ওয়েবসাইট যেখানে আপনি 21+ Color filters পেয়ে যাবেন সাদা কালো ইমেজকে কালার করার জন্য।

এখানে আপনি ফ্রিতেই আনলিমিটেড ফটো কালার করতে পারবেন তবে HD তে ডাওনলোড করার জন্য আপনাকে Credit ক্রয় করতে হবে।

কিন্তু নিঃসন্দেহে এটি সত্যিই খুবই ভালো সাইট B&W photos color করার জন্য যা আমি আপনাদের অবশ্যই ব্যবহার করার পরামর্শ দেবো।

৩. img2go.com

এটি একটি জনপ্রিয় অনলাইন ইমেজ এডিটিং ওয়েবসাইট যেখানে আপনি একাধিক টুল বা ফিচারস পেয়ে যাবেন।

আমি এই সাইটটি নিজে প্রচুরবার ব্যবহার করেছি বিশেষ করে Photo Resize করার জন্য। আর যেহেতু এখন AI এসে গেছে

তাই এই সাইট এর মধ্যেও AI based ফটো কালারাইজ টুলটি অ্যাড করা হয়েছে যার দ্বারা ফ্রিতে সাদা কালো ছবি কালার করা যাচ্ছে।

এবং আপনি সেই ফটো হাই কোয়ালিটি PNG ফরমেটেই ডাউনলোড করতে পারবেন আর যার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না।

৪. Cutout.pro

Cutout আরো একটু অসাধারণ AI powered platform যেখানে আপনি মাল্টিপল এআই টুল পেয়ে যাবেন। আর,

যাদের মধ্যে একটি হল এই online photo colorize করার জন্য। আপনি ওয়েবসাইট এর মধ্যে প্রবেশ করুন এবং সেখান এর

Menu বার থেকে Products > Photo Colorizer অপশনটি নির্বাচন করুন। এরপর নিজের সাদা-কালো ফটোটি

Upload বাটনে ক্লিক করে আপলোড করেদিন। দেখবেন কিছু সেকেন্ডের মধ্যে সাদা-কালো ফটোটি কালার বা রঙিন হয়ে গেছে।

এছাড়াও এখানে আপনি Photo enhencer, Photo Background remove, Video Backhround remove, Old Photo restore এর মতো আরো টুলস পেয়ে যাবেন।

৫. Repairit.wondershare.com

এটি হল আমাদের লিস্টের শেষ Online AI Photo Colorizer ওয়েবসাইট। এটি Wondershare এর একটি প্রোডাক্ট বা সার্ভিস।

এখানে আপনি পুরানো ছবি আপলোড করে একে বারে যদি ছবি খারাপ বা নষ্ট থাকে তা Repair করতে পারবেন।

এবং সাথে সাথে সেই Black and White photo color করে নিতে পারবেন একদম কিছু সময়ের মধ্যে এবং একটি ক্লিকে।

আর তা খুব সহজেই ডাউনলোড করে নিজের ফোন বা কম্পিউটারে সেভ করে নিতে পারবেন এবং চাইলে ফটো ষ্টুডিও থেকে ফ্রেমও করে নিতে পারেন।

আমাদের শেষ কথা,

এই হল ছবি কালার করার অ্যাপস বা সাইট। এই ৫টি অপসন আপনাদের জানিয়ে রাখলাম অবশ্যই বুকমার্ক করে রেখেদিন।

আর এর মধ্যে কোন black and white to color photo online site -টি আপনার সব থেকে পছন্দ হল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।

এবং এরকম আরো AI সংক্রান্ত এবং অনলাইন টিপস ও গাইড পোস্ট এর জন্য অবশ্যই আমাদের সাইট অনুসরণ করুন।