কিভাবে ইনস্টাগ্রাম রিলস অডিও ডাউনলোড করবেন?

এই শর্ট ভিডিওর মরশুমে জনপ্রিয় প্লাটফর্ম গুলির মধ্যে একটি হল Instagram Reels যা আমরা অনেকেই ব্যবহার করি।

TikTok এর পর এটিই হল সব থেকে বেশি ব্যবহৃত প্লাটফর্ম যেখানে অনেকেই শর্ট ভিডিও বানিয়ে জনপ্রিয়তা লাভ করেছে।

তাই আপনিও যদি ইনস্টাগ্রাম ও Reels ব্যবহার করে থাকেন অর্থাৎ কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং প্রয়োজনে

এখান থেকে রিলিজ এর মিউজিক বা Audio -টি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ পোস্টটি অনুসরণ করেন।

আমরা পূর্বের আর্টিকেলে জেনেছিলাম যে কিভাবে ইনস্টাগ্রাম রিলস ভিডিও ডাউনলোড করতে হয় অনলাইনে।

আর আজ এই পোস্টে আপনাদের বলবো যে কিভাবে ইনস্টাগ্রাম থেকে শুধু রিলস বা Reels এর অডিও ডাউনলোড করা যায়।

অবশ্যই পড়ুন: কিভাবে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করতে হয়

যেভাবে অনলাইনে ইনস্টাগ্রাম রিলস অডিও ডাউনলোড করবেন

যেভাবে Instagram Reels অডিও ডাউনলোড করবেন।
যেভাবে Instagram Reels অডিও ডাউনলোড করবেন।

তো ইনস্টাগ্রাম রীল অডিও বা মিউজিক ডাউনলোড আপনি বেশ কিছু উপায়ে করতে পারেন। যেরকম অনলাইন ওয়েবসাইট দ্বারা,

আবার কিছু এন্ড্রোইড এপ্লিকেশন এর সাহায্যে অথবা Instagram Reels ভিডিও ডাউনলোড করে তা MP3 তে কনভার্ট করেও করতে পারেন।

চলুন নিচে আমি আপনাদের অনলাইন কোন ওয়েবসাইট ও এপ্লিকেশন দ্বারা রিলিস বা Reels audio download করা যায় তা বলি।

জানুন: কিভাবে ফেসবুক ও ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়

1. Download Instagram Reels Audio Using Websites

ওয়েবসাইট এর সাহায্যে রিল অডিও ডাউনলোড করার জন্য আপনি নিচের ৩টি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

ধাপ ১: সবার প্রথমে আপনি যেই Reels ভিডিওটির অডিও ডাউনলোড করতে চান সেই রিল ভিডিওটিতে যান এবং

সেখানে ৩টি ডট বা বিন্দু দেখতে পাবেন তার ওপর ক্লিক করে > Copy link ক্লিক করুন।

ধাপ ২: এরপর ওপরের দেওয়া যেকোন একটি ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে কপি করা ইনস্টাগ্রাম রীল ভিডিওর

লিংকটি পেস্ট করে নিচে ডাউনলোড বাটানে ক্লিক করলেই ওয়েবসাইটটি অটোমেটিক সেই ভিডিও থেকে অডিও ফেচ করে।

আপনার সামনে ডাউনলোড করার জন্য অপশন প্রদর্শিত করে দেবে।

২. এপ্লিকেশন দ্বারা Reels Audio Download

ধাপ ১: ইনস্টাগ্রাম রিলস অডিও ডাউনলোড করার জন্য এখানে আমরা একটি এন্ড্রোয়েড app এর সাহায্যে তা ডাউনলোড করবো।

তো সবার প্রথমে আপনার ফোন থেকে Play Store খুলুন এবং সেখানে “Audio Maker & Audio downloader

লিখে সার্চ করে এপ্লিকেশনটি ডাউনলোড করেনিন।

ধাপ ২: এরপর যেই ইনস্টাগ্রাম Reels ভিডিওটার অডিও আপনি ডাউনলোড করতে চান সেই ভিডিওটিতে গিয়ে

৩টি ডট বা বিন্দুতে ক্লিক করে > Copy link ক্লিক করে ভিডিওটির লিংকটি কপি করেনিন।

ধাপ ৩: Reels এর লিংকটি কপি করার পর “Audio Maker & Audio downloader” app টি ওপেন করে সেখান থেকে > Download Audio অপশনে ক্লিক করুন।

ধাপ ৪: এরপর > Paste and Download ক্লিক করুন দেখবেন সেই রীল ভিডিওটির অডিও ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।

আরো পড়ুন: ৬টি ফ্রি ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপস

আমাদের শেষ কথা,

তো এই হল উপায় Instagram Reels Audio বা ইনস্টাগ্রাম রিলস অডিও ডাউনলোড করার ওয়েবসাইট ও এপ্লিকেশন এর সাহায্যে।

তবে এখানে একটি বিষয় জানিয়ে রাখবো যে আপনি যদি Instagram থেকে ডাউনলোড করা রিল অডিও ইনস্টাগ্রাম ছাড়া,

অন্য কোন শর্ট ভিডিও প্লাটফর্ম এর মধ্যে ব্যবহার করেন ইউটিউব শর্টস ইত্যাদি। সেই ক্ষেত্রে কপিরাইট ক্লেম করা হবে।