কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ নেবেন?

আমাদের সবার বাড়িতেই এরকম বহু দরকারি ও মূল্যবান জিনিসপত্র থাকে আর যাদের নিরাপত্তার ব্যাপারে আমরা খুবই সচেতন।

ঠিক সেরকম ভাবেই আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে তারও নিরাপত্তার ব্যাপারে আপনাকে বেশ সজাগ থাকতে হবে।

কারণ ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যেরকম হ্যাকিং, হোস্টিং দ্বারা কোনো ভুল এবং খারাপ থিম বা প্লাগিন ইত্যাদি ইনস্টল।

এরকম বিভিন্ন কারণের জন্য আপনার সাইটের সম্পূর্ণ তথ্য নষ্ট হয়ে যাবে আর আপনি তা কখনোই ফেরত পাবেনা না।

আর ওয়েবসাইটের নিরাপত্তার কথাটি যখন আসে তখন সর্ব প্রথম করণীয় বিষয়টি হল সম্পূর্ণ ওয়েবসাইট ব্যাকআপ রাখা।

কারণ সাইটের ব্যাকআপ যদি আপনার কাছে থাকে তাহলে ভবিষ্যতের কোনো দুর্ঘটনাতে আপনার সাইটের তথ্য নষ্ট হয়ে গেলেও আপনি তা আবার রিস্টোর বা পুনরুদ্ধার করতে পারবেন।

আর আজকে আমরা ঠিক এই বিষয় নিয়েই জানবো যে কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নিতে পারবেন।

কেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ রাখা উচিত

আপনার ওয়েবসাইট নতুন হোক বা পুরানো আর তা যে কোনো বিষয়ের ওপরেই হোক না কেন তবে তার ব্যাকআপ রাখা অতি গুরুত্বপূর্ণ।

কারণ ওয়েবসাইটের ওপর সাইবার এটাক বা হ্যাকিং অনেক বেড়ে গেছে তাই ওয়েবসাইট হ্যাক হওয়ার সম্ভাবনা থেকেই যায়।

যদি না আপনি সেই সংক্রান্ত প্রতিরোধমূলক ব্যবস্থা আগে থেকে আপনার ওয়েবসাইটের জন্য নিয়ে থাকেন।

এছাড়াও ত্রূটিপূর্ণ ওয়েবসাইট থিম ও প্লাগিন ইনস্টল করলে ও হোস্টিং সার্ভরের কোনো ত্রূটির কারণেও অনেক সময় আপনার সাইট ডাউন হওয়ার সম্ভাবনা থাকে।

আর যার ফলে আপনার ওয়েবসাইটের সমস্ত তথ্য নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে।

শুধু তাই না এতে আপনার ওয়েবসাইট ভিসিটর্স বা কাস্টমারদের ইউসার এক্সপিরিয়ান্সের ওপর অনেকেই বাজে প্রভাব পরে।

এবং আপনার রেভিনিউ ও সাইট রেঙ্ক এর মধ্যেও অনেক প্রভাব ফেলবে আর যা কোনো ওয়েবসাইট মালিকই চাইবে না।

চলুন তাহলে আমরা এবার জেনেনি কিভাবে আপনি আপনার সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকআপ নিতে পারেন।

কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নিতে হয়

এখন এরকম বহু হোস্টিং প্রোভাইডার আছে যারা কিছু হোস্টিং প্লানের সাথেই সাইট ব্যাকআপ করার সুযোগ দিয়ে থাকে।

কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই তা আপনার সাইটের ডেটাবেস গুলিই শুধু ব্যাকআপ হয়ে থাকে আপনার সম্পূর্ণ সাইট না।

আপনি যদি ডেটাবেস, থিম, প্লাগিন্স এবং ইমেজ ইত্যাদি সম্পূর্ণ ব্যাকআপ রাখতে চান তাহলে তা দু-রকম ভাবে করতে পারেন।

  1. ম্যানুয়ালি cPanel দ্বারা ব্যাকআপ।
  2. ওয়ার্ডপ্রেস প্লাগিন দ্বারা অটোমেটিক ব্যাকআপ।

ম্যানুয়াল পদ্ধতিতে আপনাকে cPanel এর মধ্যে থেকে বার বার নিজেকেই ব্যাকআপ তৈরি করতে হবে এবং যা একটু জটিল।

এবং ম্যানুয়াল পদ্ধতিতে ব্যাকআপ নিতে গিয়ে ডেটাবেসের মধ্যে কোনো ভুলভ্রান্তি খোটলে আপনার সাইটটি ডাউন হয়ে যেতে পারে।

তাই আমরা এখানে ওয়ার্ডপ্রেস প্লাগিন দ্বারা আমাদের ওয়েবসাইট ব্যাকআপ করা জানবো কারণ এটি সহজ এবং অটোমেটেড।

আপনার ঠিক করা সময় অনুযায়ী ওয়ার্ডপ্রেস প্লাগিন আপনার সাইটের সম্পূর্ণ ব্যাকআপ তৈরি করে ডাউনলোড করে রাখবে।

অবশ্যই পড়ুন: ৯টি সেরা ওয়ার্ডপ্রেস প্লাগিন (WordPress Plugins) ২০২০

ওয়ার্ডপ্রেস প্লাগিন দ্বারা ওয়েবসাইট ব্যাকআপ

আমরা এখানে ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নেওয়ার জন যেই প্লাগিনটি ব্যবহার করবো তা হল UpdraftPlus WordPress Backup Plugin.

ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগিন্স গুলির মধ্যে এটি সব থেকে শ্রেষ্ঠ ও জনপ্রিয় প্লাগিন যার সর্বমোট ব্যবহারকারী হল ৩ মিলিয়নেরও বেশি।

এই প্লাগিনটি ৫ ষ্টার প্রাপ্ত এবং যা আমি নিজের ওয়েবসাইট ব্যাকআপের জন্যেও এই প্লাগিনটিই ব্যবহার করি।

তো চলুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনেনি কিভাবে UpdraftPlus WordPress Backup Plugin ব্যবহার করবো।

১. সবার প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর মধ্যে লগ ইন করুন।

২. তার পর বাম দিকের ট্যাব থেকে Plugins >> Add New ক্লিক করুন।

৩. এরপর ডানদিকে প্লাগিন সার্চ বক্সের মধ্যে “UpdraftPlus” লিখে সার্চ করুন এবং সার্চ রেজাল্ট আসার পর “Install” ক্লিক করে ইনস্টল করুন।

UpdraftPlus ওয়েবসাইট ব্যাকআপ প্লাগিন

৪. ইনস্টল হয়ে যাওয়ায় পর “Active” এর মধ্যে ক্লিক করুন। একটিভ হয়ে গেলে আপনি অটোমেটিক “Installed Plugins” ট্যাবের মধ্যে চলে যাবেন।

UpdraftPlus ইনস্টল ও একটিভ পক্রিয়া

৫. এখন আপনাকে “UpdraftPlus” প্লাগিনটি সেটআপ বা কনফিগার করতে হবে। তার জন্য “Press here to start” অথবা “Settings” ক্লিক করুন।

UpdraftPlus সেটিংস

৬. এরপর আপনার কাছে নিচে দেখানো ফোটোটির মতোই একটি পেজ আসবে সেখানে “Backup Now” একটি অপসন দেখতে পাবেন যা আপনি চাইলে ক্লিক করে এখনই আপনার সাইটের একটি ব্যাকআপ নিতে পারেন।

UpdraftPlus ওয়েবসাইট ব্যাকআপ

৭. অথবা আপনি যদি আপনার সাইটের অটোমেটিক ব্যাকআপ নিতে চান তাহলে “Settings” এর মধ্যে ক্লিক করুন ঠিক নিচে দেখানো ফোটোটির মতো।

UpdraftPlus schedule

এখানে আপনি যত ঘন্টা, দিন, সপ্তাহ এবং মাস অন্তর আপনার সাইটের Files এবং Database অটোমেটিক ব্যাকআপ করতে চান তা Schedule করতে পারবেন।

৮. এরপর একটু নিচে স্ক্রল করলে “Choose your remote storage” অপশনটি দেখতে পাবেন।

যেখানে ওয়েবসাইটের ব্যাকআপ ফাইলটি আপনি কোন রিমোট স্টোরেজের মধ্যে শেভ করতে চান তা সিলেক্ট করতে হবে।

আপনি আপনার পছন্দের যেকোনো একটি রিমোট স্টোরেজ বা ক্লাউড স্টোরেজ সিলেক্ট করতে পারেন যা আপনি ব্যাবহার করেন।

শুধু সিঙ্গেল ক্লিক করে সিলেট করুন এবং নিচে অল্প স্ক্রল করুন। আমি এখানে Google Drive সিলেক্ট করছি।

UpdraftPlus রিমোট স্টোরেজ সেটআপ

৯. এরপর আপনি ঠিক কোন কোন ফাইল ও ডেটাবেস গুলি ব্যাকআপ নিতে চান বা ব্যাকআপ হাওয়া থেকে বাদ দিতে চান তা সিলেক্ট করতে পারবেন।

ওয়েবসাইট ফাইল এবং ডেটাবেস ব্যাকআপ

১০. তারপর একদম নিচে স্ক্রল করে আসুন এবং সমস্ত সেটিংস সেভ করার জন্য “Save Changes” ক্লিক করুন।

১১.Save Changes” ক্লিক করার পর আপনার সামনে নিচে দেখানো ফোটোটির মতোই একটি নতুন সেকশন আসবে।

এখানে আপনি সাইট ব্যাকআপ ফাইল স্টোর করার জন্য যে রিমোট স্টোরেজ সিলেক্ট করেছেন তার সাথে “UpdraftPlus” লিংক বা কানেক্ট করতে বলা হবে।

তা করার জন্য যেই লিংকটি এই সেকশনের মধ্যে প্রদান করা হচ্ছে সেখানে ক্লিক করুন।

১২. এরপর আপনি যেই রিমোট স্টোরেজ সিলেক্ট করেছেন তার একটি উইন্ডো ওপেন হবে যেখানে রিমোট স্টোরেজের এক্সেস চাওয়া হবে।

সেখানে আপনার ক্লাউড বা রিমোট স্টোরেজের আইডি দিয়ে লগ ইন করুন বা একাউন্ট না থাকলে নতুন বানান এবং এক্সেস প্রদান করুন।

১৩.UpdraftPlus” আপনার সিলেক্ট করা রিমোট স্টোরেজের সাথে কানেক্ট ও অনুমোদন পাওয়ার পর এরকম একটি উইন্ডো ওপেন হবে সেখানে >> Complete Setup এর মধ্যে ক্লিক করুন।

UpdraftPlus ব্যাকআপ প্লাগিন complete setup

১৪. “Complete Setup” এর মধ্যে ক্লিক করার পর আপনি অটোমেটিক আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর মধ্যে রিডাইরেক্ট হয়ে ফিরে আসবেন।

অভিনন্দন এখন আপনি আপনার সাইটের অটোমেটিক ব্যাকআপ প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

আপনার ওয়েবসাইটের সমস্ত ফাইল ও ডেটাবেসে এখন আপনার সেট করা সেটিংস অনুযায়ী অটোমেটিক ব্যাকআপ হয়ে রিমোট স্টোরেজের মধ্যে সেভ হয়ে যাবে।

আমাদের শেষ কথা:

তো বন্ধুরা দেখতে পেলেন যে কত সহজে একটি প্লাগিন ব্যবহার করে আপনি আপনার সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ নিতে পারেন।

আশা করছি আপনাদের এই আর্টিকেলটি ভালো লেগেছে এবং এখন আপনিও আপনার সাইটের ব্যাকআপ নিতে পারবেন।

আপনাদের যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমার কমেন্ট করে জানান।