৬টি সেরা কপিরাইট ফ্রি মিউজিক সাইট (ফ্রি ডাউনলোড)

অনলাইন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য পূর্বে আমরা বেশকিছু কপিরাইট ফ্রি ইমেজ এবং কপিরাইট ফ্রি স্টক ভিডিও সাইট সম্পর্কে জেনেছি।

আর আজকে আমরা এরকম ৬টি সেরা কপিরাইট ফ্রি মিউজিক সাইট সম্পর্কে জানবো যা অনলাইন কনটেন্ট যেরকম ইউটিউব,

ফেসবুক অথবা অন্যান্য প্লাটফর্মের এর সাথে সাথে অফলাইনে কনটেন্ট তৈরি করার ক্ষেত্রেও আপনি এই সাইট গুলি থেকে সম্পূর্ণ ফ্রিতে,

copyright free music ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন জেনেনি সেই ৬টি রয়ালটি (রয়্যালটি) ফ্রি গান ডাউনলোড করার ওয়েবসাইট।

কপিরাইট ফ্রি মিউজিক ওয়েবসাইট ফেসবুক ও ইউটিউব এর জন্য

১. Mixkit

আপনি যদি টেকনোবং এর পূর্বের কপিরাইট ফ্রি স্টক কনটেন্ট সম্পর্কিত আর্টিকেল গুলি পরে থাকেন তাহলে নিশ্চই জেনে থাকবেন যে,

আমি Mixkit ওয়েবসাইটটি সম্পর্কে আগেও বহু বার বলেছি যে এটি অনলাইন কনটেন্ট ক্রিয়েটদের জন্য অনন্য একটি রয়ালটি ফ্রি স্টক সাইট।

যেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কপিরাইট মুক্ত কনটেন্ট পাবেন যা আপনি বেক্তিগত এবং ব্যাবসায়িক দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন।

এখানে আপনি স্টক ভিডিও, ফটো, টেম্প্লেটস এবং আজকের আমাদের যে বিষয় সেই মিউজিক বা গানও পেয়ে যাবেন যা অবশ্যই,

ডাউনলোড এবং কপিরাইট লাইসেন্স দুই থেকেই সম্পূর্ণ ফ্রি। তাই একজন কনটেন্ট ক্রিয়াটার হিসাবে আপনার অবশ্যই এখানে ভিসিট করা উচিত।

২. Unminus

আনমাইনাস বা unminus হল একটি ১০০% copyright free music ওয়েবসাইট যেখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে মিউজিক ডাউনলোড,

এবং তা নিজের বেক্তিগত এবং কমের্শাল দুই উদ্দেশ্যেই ব্যবহার করতে পারেন আর এর জন্য কোন রকমের ক্রেডিট দেওয়ারও দরকার পড়েনা।

ইউটিউব ও ফেসবুক কনটেন্ট এর জন্য আপনি যদি ফ্রি মিউজিক খুঁজে থাকেন তাহলে এটি আপনার জন্য আদর্শ একটি প্লাটফর্ম।

এছাড়াও আপনি যদি একজন ভিডিওগ্রাফার অথবা ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে আপনার পরবর্তী সমস্ত প্রজেক্টের জন্য,

বিভিন্ন জেনার মিউজিক এখানে পেয়ে যাবেন যা আপনি নিজে এই সাইট ভিসিট না করলে একদমই বুছতে পারবেন না।

৩. Bensound

কপিরাইট ফ্রি মিউজিক সাইট এর লিস্ট এর মধ্যে bensound যুক্ত না থাকলে এই আর্টিকেল এর লিস্টটি সত্যিই অসম্পূর্ন থেকে যাবে।

কারণ অনলাইন কনটেন্ট ক্রিয়েট এর জন্য, বিশেষ করে যারা ইউটিউব এবং ফেসবুক ভিডিও তৈরী করে থাকে তাদের মধ্যে এটি খুবই জনপ্রিয়।

বেশিরভাগ ইউটিউব এবং ফেসবুক কনটেন্ট ক্রিয়েটররা যারা পেইড মিউজিক এফোর্ড করতে পারেন না তাদের জন্য এটি ওয়ান স্টপ প্লেস।

আপনি এখানে আপনার সমস্ত ধরণের ভিডিওর জন্য বা ভিডিও অনুযায়ী গান পেয়ে যাবেন, আর কপিরাইট লাইসেন্স থেকে মুক্ত,

এবং ফ্রি টু ডাউনলোড তবে আপনি যদি bensound থেকে রয়্যালটি ফ্রি গান ডাউনলোড করে ফ্রিতে কমের্শাল কাজে ব্যবহার করতে চান।

সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই bensound কে ক্রেডিট দিতে হবে অর্থাৎ আপনি যে এখন থেকে মিউজিক নিয়ে ব্যবহার করছেন তা উল্লেখ করতে হবে।

৪. CCHound

bensound এর মতোই cchound একটি ক্রিয়েটিভ কমনস মিউজিক ওয়েবসাইট যা কনটেন্ট ক্রিটোরদের জন্য ফ্রিতে মিউজিক সম্পাদন করে থাকে।

এখানেও আপনি বিভিন্ন জেনারের বিপুল গানের সম্ভার পেয়ে যাবেন, তবে আপনি যে মিউজিকই নিজের কনটেন্ট এর মধ্যে ব্যবহার করুন না কেন,

আপনাকে অবশ্যই এই ওয়েবসাইট অর্থাৎ cchound সাইটটিকে ক্রেডিট বা Attribution দিতে হবে, সেই গান ফ্রিতে ব্যবহার করার জন্য।

তবে ক্রেডিট বা Attribution বিষয়টি এখানে ততটা গুরুত্বের বিষয় হবে না বিষয় করে যখন এখান থেকে ইউনিক এবং কোয়ালিটি মিউজিক,

ফ্রিতে ডাউনলোড করে কমের্শাল এবং বেক্তিগত ক্ষেত্রে ব্যবহার করতে পারছেন আর যা অবশ্যই সম্পূর্ণ রূপে কপিরাইট মুক্ত মিউজিক।

৫. Incompetech

আপনি যদি ইউটিউব, ফেসবুক অথবা অন্য কোন প্লাটফর্মের জন্য ক্রিয়েটিভ কনটেন্ট তৈরী করে থাকেন এবং তার জন্য ক্রিয়েটিভ মিউজিক চান,

যা আপনার চাহিদা এবং ভিডিওর সাথে ম্যাচ করবে, তাহলে Incompetech হল সেই সাইট যেখানে আপনি সেই সমস্ত ক্রিয়েটিভ এবং ইউনিক মিউজিক গুলি পাবেন।

আপনি যদি শর্টফিল্ম অথবা এই জাতীয় কনটেন্ট তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে থাকেন তাহলে অবশ্যই এই সাইটটি ব্যবহার করুন।

অবশ্যই জেনে রাখুন যে এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে মিউজিক ডাউনলোড করতে পারবেন আর যা কপিরাইট ফ্রি এবং,

তা আপনি কমের্শাল উদ্দেশ্যেও ব্যবহার করতে পারবেন তবে ওয়েবসাইট এর ক্রেডিট আপনার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া বাধ্যতামূলক।

৬. Free-stock-music

আমাদের আজকের আর্টিকেলের কপিরাইট ফ্রি মিউজিক সাইট এর তালিকার মধ্যে শেষ সাইটটি হল free-stock-music.com

এটি ইউটিউব, ফেসবুক, ব্লগ, ভলগ, পডকাস্ট এবং বিভিন্ন সোশ্যাল সাইটগুলিতে ব্যবহার জন্য একটি জনপ্রিয় এবং বিশিষ্ঠ একটি সাইট।

যেখান থেকে আপনি ১০০% royelty free music ফ্রিতে ডাউনলোড করে তা বেক্তিগত এবং ব্যাবসায়িক দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন।

তবে এখান থেকে মিউজিক ডাউনলোড করে তা নিজের ভিডিওতে ব্যবহার করলে আপনাকে এই সাইটের ক্রেডিট বা attribution দিতে হবে।

#বোনাস: YouTube এবং Facebook অডিও লাইব্রেরি

আপনি কি জানেন ফেসবুক এবং ইউটিউবের নিজেস্ব অডিও লাইব্রেরি বা কালেকশন আছে যেখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে,

অডিও গান ডাউনলোড করে তা নিজের ভিডিওতে ব্যবহার করতে পারেন? আর এই সমস্ত অডিও গুলি ১০০% কপিরাইট মুক্ত,

এবং যা ব্যবহার করার জন্য কোন রকমের ক্রেডিট বা attribution দেওয়ার প্রয়োজন পড়েনা।

তাই যদি এই বিষয়ে না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার এখানের অর্থাৎ যদি ফেসবুকের জন্য কনটেন্ট তৈরী করেন তাহলে,

ফেসবুক অডিও কালেকশন এবং ইউটিউবের জন্য করে থাকলে ইউটিউব অডিও লাইব্রেরি চেক করা উচিত।

আমাদের শেষ কথা,

ওপরের উল্লেখিত প্রতিটি সাইটই কপিরাইট ফ্রি সাইট যেখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে মিউজিক ডাউনলোড করতে পারবেন।

এবং ওপরের উল্লেখিত প্রতিটি সাইট থেকে ডাউনলোড করা মিউজিক গুলি বেক্তিগত এবং কমার্শিয়াল বা ব্যাবসায়িক ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।

তবে যেরকম আমি প্রতিটি সাইট সম্পর্কেই বলেছি যে কিছু সাইট থেকে মিউজিক ডাউনলোড করে ব্যবহার করলে ক্রেডিট দিতে হবে না।

আবার এরকম কিছু সাইটও আছে যেখান থেকে আপনি কপিরাইট মুক্ত মিউজিক ডাউনলোড করে ব্যবহার করতে পারলেও সেই সাইট এর ক্রেডিট অবশ্যই দিতে হবে।

তো বন্ধুরা আশা করছি যে আজকের আর্টিকেলটি আপনার ভালো লাগবে এবং কিছুতা হলেও সাহায্য এখান থেকে পাবেন।

আপনাদের যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান।