৬টি ফ্রি অনলাইন ইমেজ কনভার্টার ওয়েবসাইট

চলুন জেনেনি সেরা ৬টি ফ্রি অনলাইন ইমেজ কনভার্টার ওয়েবসাইট (6 best online image converter sites) সম্পর্কে।

আজকাল আমাদের মধ্যে ছবি বা ইমেজ এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা অনেক বেশি তা সে কোনো অফিসিয়াল কাজে হোক

অথবা কেউ ছবি তুলতে ভালোবাসে। আর সমস্ত প্রয়োজনের মধ্যেই আমার অনেক সময় আমাদের কাছে থাকা

ফটো বা ইমেজ গুলি অন্য ফরমেট বা ফরম্যাট -এ কনভার্ট করার প্রয়োজন পরে। যেরকম PNG, JPG, JPEG WebP ইত্যাদি।

তাই যদি আমার কাছে একটি JPG format image বা photo থাকে তাহলে কিভাবে jpg থেকে png তে কনভার্ট করবো বা কিভাবে png to jpg convert করবো ?

তো এই প্রশ্নের উত্তরে আমি আপনাদের জানিয়ে রাখবো যে এরকম অনলাইন বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনি কাজটি করতে পারেন।

আর তাদের মধ্যে থেকেই আজ আমি আপনাদের সেরা ৬টি ফ্রি photo converter websites সম্পর্কে বলবো।

সেরা ৬টি ফ্রি ছবি বা ফটো কনভার্টার সাইট গুলি হল

6 free online image or photo converter websites
6 Best free online image converter sites

১. Convertio.co

জনপ্রিয় অনলাইন ইমেজ বা ফটো কনভার্টার সাইট গুলির মধ্যে একটি হল এই Convertio.co যা আমার মতে খুবই হেল্পফুল একটি সাইট।

আপনি এখানে যেকোন Image কে ২০ টিরও বেশি ফরমেটে কনভার্ট করার সুযোগ পাবেন একদমই ফ্রিতে ও কোনো রকমের একাউন্ট ছাড়াই।

অর্থাৎ নিঃসন্দেহে বলাই যায় যে এটি আপনার কাছে একটি ওয়ান স্টপ সল্যুশন এর মতো যা সত্যিই বুকমার্ক করে রাখার মত।

২. img2go.com

আমাদের লিস্টের দ্বিতীয় free image converter site হল এই img2go. এটি খুবই সহজ কিন্তু ছবি কনভার্ট করার ক্ষেত্রে

আপনাকে আরো বেশি কাস্টোমাইজেশন প্রদান করে। আর এখানে আপনি শুধু ইমেজ বা ফটোর ফরমেট কনভার্টই না,

Photo বা image সংক্রান্ত সমস্ত এডিটই আপনি এই জায়গা থেকে অনলাইন ও সম্পূর্ণ ফ্রিতে করে নিতে পারেন।

৩. freeconvert.com

এটিও খুবই সিম্পল ও সহজ একটি সাইট যেখানে অনলাইন ছবি কনভার্ট করার জন্য ১০ টিরও অধিক ফরম্যাট উপলব্ধ আছে।

আপনাকে শুধু ক্লিক এন্ড ড্র্যাগ পদ্ধতি অথবা সিলেক্ট অপসন দ্বারা যেই ফটোর ফরমেট পরিবর্তন করতে চান তা নির্বাচন করতে হবে এবং

তারপর কোন ফরমেটে তা পরিবর্তন করবেন নির্বাচন করে Convert বাটনে প্রেস করলেই আপনার ছবির ফরমেট পরিবর্তন হয়ে যাবে।

৪. jpg2png.com এবং png2jpg.com

ওয়েবসাইট দুটি দেখেই বুছতে পারছেন যে একটি JPG to PNG এবং ওপর সাইটর ক্ষেত্রে PNG to JPG ইমেজ কনভার্ট করার জন্য।

যেহেতু ফটো বা ইমেজ এর ক্ষেত্রে এই দুটি ফরমেটই সব থেকে বেশি ব্যবহার করার হয় তাই আলাদা ভাবে এদের উল্লেখ করলাম।

অবশ্যই জানিয়ে রাখবো যে এই দুটি সাইট থেকেই আপনি আরো ফরমেটে অনলাইন ফটো কনভার্ট করার সুবিধা পেয়ে যাবেন।

৫. Cloudconvert.com

আমাদের লিস্টের প্রথম উল্লেখিত সাইটটির মতোই আরো একটি পাওয়ারফুল ফ্রি অনলাইন ফটো কনভার্টার ওয়েবসাইট হল Cloudconvert.

এটি একটি মাল্টিপেল ক্লাউড বা ওয়েব বেসড ফাইল ফরমেট কনভার্টার সাইট যেখানে আপনি ২০০ ও বেশি ফাইল ফরমেট

কনভার্ট করতে পারবেন। হাই কোয়ালিটি ফটো কনভার্ট করার জন্য অবশ্যই এই সাইটটি ব্যবহার করার পরামর্শ দেবো।

৬. Zamzar

আমাদের লিস্টের শেষ ফ্রি অনলাইন ছবি কনভার্টার ওয়েবসাইট হল Zamzar যেটি বেশ জনপ্রিয় ও পুরানো একটি সাইট।

এখানে আপনি একদম সহজ ও সিকিউর উপায়ে ১০ টির অধিক ইমেজ ফরমেটে ছবি কোনভার্শন করতে পারবেন।

এই সাইটটির আরো একটি ভালো দিক হলো এখানে আপামনি 50 MB এর মতো বড় সাইজ এর ছবিও convert করতে পারবেন।

আমাদের শেষ কথা,

এই হল সেই ছয়টি ওয়েবসাইট অনলাইন ইমেজ বা ফটো কনভার্ট করার জন্য তা সেই JPG to PNG হোক অথবা PNG to JPG বা অনান্য ফরমেট।

আপনার দৈনিন্দন কাজের জন্য অবশ্যই এর মধ্যে নিজের পছন্দের online Image or photo convert সাইটটি বুকমার্ক করেনিন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার ও মন্তব্য করতে ভুলবেন না আর আরো এরকম পোস্ট ও আপডেটস এর জন্য আমাদের সাইট অনুসরণ করুন।