কিভাবে ব্লগার থেকে একটি ফ্রি ব্লগ সাইট তৈরী করবেন

আজকে আমরা জানবো যে কিভাবে ব্লগার (Blogger) বা ব্লগস্পট থেকে একটি ফ্রি ব্লগ সাইট তৈরী করতে হয়।

ব্লগার থেকে ব্লগ সাইট তৈরী করার আগে আমরা জেনে নেবো যে ব্লগার কি এবং কেনই বা আপনি এখন থেকে ব্লগ সাইট বানাবেন।

তো চলুন এবার আর বেশি দেরি না করে আসল বিষয়ে আসা যাক।

ব্লগার (Blogger) বা ব্লগস্পট কি?

যদি একদম সহজ ভাষায় বলি তাহলে ব্লগার বা ব্লগস্পট হল গুগলের একটি ফ্রি ব্লগ প্রকাশন পরিষেবা।

যেখানে, যেকেউ যার একটি গুগল একাউন্ট আছে Blogger.com এ গিয়ে একটি একাউন্ট খুলে ফ্রিতে একটি ব্লগ সাইট তৈরী করতে পারবে।

এখানে আপনাকে একটি সাব ডোমেইন প্রদান করা হবে, সাব ডোমেইন বলতে আপনার সাইটের নামের পরে .blogspot.com থাকবে সরাসরি .com থাকবে না।

.com টি হল মেইন ডোমেইন যা আপনি অবশ্যই ব্লগারে ব্যবহার করতে পারেন কিন্তু তার জন্য আপনাকে টাকা দিয়ে তা কিনতে হবে।

অর্থাৎ ব্লগারে যে একটি ফ্রি ব্লগ সাইট খুলবে, তার সাইটের নাম যদি bangla দিতে চায় তাহলে তার ডোমেইন নাম হবে bangla.blogspot.com

যা Blogger.com এর সাব ডোমেইন। আশা করছি এবার ভালোভাবে বুছতে পেরেছেন সাব ডোমেইন কি।

ব্লগার (Blogger) বা ব্লগস্পট কেনো ব্যবহার করবেন?

এবার আমরা জানবো যে কেন আমরা ব্লাগর বা ব্লগস্পট ব্যবহার করবো আমাদের ব্লগ সাইট তৈরী করার ক্ষেত্রে।

এর উত্তরে আমি আপনাদের বলতে পারি যে,

  • এটি হল গুগলের একটি ফ্রি পরিষেবা এবং এখন থেকে আপনি ফ্রিতে নিজের ব্লগ সাইট খুলতে পারছেন।
  • আপনার শখ বা ইচ্ছা যাই হোকনা কেন আপনি ফ্রিতে ব্লগ সাইট বানিয়ে তা অনলাইন নিয়ে যেতে পারছেন।
  • আপনাকে ডোমেইন নাম এবং হোস্টিংয়ের জন্য ৪ থেকে ৫ হাজার টাকা ব্যয় করতে হচ্ছেনা।
  • আপনি যদি একজন নতুন বা শিক্ষানবিস হয়ে থাকেন তাহলে ব্লগ সাইট খুলে ব্লগিং সম্পর্কে ফ্রিতে জ্ঞান অর্জন করতে পারছেন।
  • এবং আপনি আপনার ব্লগারের ফ্রি ব্লগ সাইটে Google Adsense যুক্ত করে আপনার সাইটে Ad দেখিয়ে ফ্রিতে অর্থ উপার্জন করতে পারবেন।

গুগলের মতো পরিষেবা যেখান থেকে আপনি ফ্রিতে ব্লগ সাইট খুলতে পারছেন এবং অর্থও উপার্জন করতে পারছেন এটাই অনেক বড় কারণ।

একজন নতুন বা শিক্ষানবিস যে ব্লগিং সম্পর্কে জানতে বা শিখতে চায় এবং নিজের ক্যারিয়ার শুরু করতে চায় তার জন্য ব্লগারের কোনো বিকল্প হয়না।

কারণ এখান থেকে থেকে সে ফ্রিতে ব্লগ সাইট তৈরী করে ব্লগ লেখার ও শেখার সাথে সাথে কিছু অর্থও উপার্জন করতে পারছে।

এরকম আরো কিছু অন্যান্য ফ্রি ব্লগিং প্লাটফর্ম আছে কিন্তু আপনি সেখানে Google Adsense ব্যবহার করে ad দেখতে পারবেন না।

তাই সেখানে থেকে আপনি কোনো অর্থ উপার্জন করতেও পারবেন না।

কিন্তু অর্থ উপার্জন যদি আপনার একমাত্র উদেশ্য হয়ে না থাকে তাহলে আপনি এরকম আরো অন্য ফ্রি ব্লগিং ফ্লাটফর্ম ব্যবহার করতে পারেন।

কিছু সর্বাধিক জনপ্রিয় ফ্রি ব্লগিং প্লাটফর্ম সম্পর্কে একটি আর্টিকেল আমাদের সাইটে আছে যা আপনি নিচের লিংকে ক্লিক করে দেখতে পারেন।

কিভাবে ব্লগার থেকে একটি ফ্রি ব্লগ সাইট তৈরী করতে হয়

এবার আমরা জানবো যে কিভাবে ব্লাগর বা ব্লগস্পট থেকে একটি ব্লগ সাইট তৈরী করতে হয়।

ব্লগার থেকে একটি ব্লগ সাইট খুলতে অবশ্যই আপনার একটি গুগল একাউন্ট থাকা দরকার, তা যদি না থাকে অবশ্যই তা আগে বানিয়ে নিন।

চলুন এবার স্টেপ বাই স্টেপ দেখেনি কিভাবে ব্লগস্পট থেকে একটি ব্লগ সাইট খুলতে হয়।

১. সবার প্রথমে আপনার পছন্দের যেকোনো ব্রাউসারের URL বারে গিয়ে Blogger.com লিখে সার্চ করুন।

২. তারপর আপনার সামনে নিচে দেখানো ফটোটির মতো একটি পেজ আসবে। তারপর ক্লিক করুন >”Create Your Blog”

ব্লগার থেকে একটি ফ্রি ব্লগ সাইট তৈরী
blogger.com

৩. Create Your Blog এ ক্লিক করার পর আপনার সামনে গুগলের sign in পেজ আসবে যেখানে আপনাকে ইমেইল আইডি এবং পাসওয়ার্ড প্রদান করে Log in করে নিতে হবে।

ব্লগার সাইন ইন পেজ
blogger sign in page

আপনার গুগল ইমেইল আইডি এবং পাসওয়ার্ড প্ৰদান করে “Next” বাটানে ক্লিক করে Sign in করে নিন।

৪. Sign in করার পর আপনার সামনে “Create a new blog” বলে পেজ আসবে। যেরকমটি নিচে দেখানো হয়েছে ,

সেখানে আপনি আপনার ব্লগ সাইটের যা নাম দিতে চান তা প্রদান করুন। অবশ্যই মনে রাখবেন এটি আপনার ব্লগ URL না।

ব্লগার create a new blog বা ক্রিয়েট এ নিউ ব্লগ পেজ
blogspot create a new blog page

নাম বা ব্লগ টাইটেল (Title) প্রদানের পর “Next” বাটানে ক্লিক করুন।

৫. এবার আপনার সামনে “Create a new blog” আরেকটি পেজ আসবে যেখানে আপনাকে আপনার ওয়েবসাইট URL প্রদান করতে হবে।

ব্লগস্পট সাব ডোমেইন সিলেক্ট
blogger domain name selection

URL প্রদান করার পর “Next” বাটানে ক্লিক করুন।

6. এর পর আপনার সামনে “Blogger profile” বলে একটি পেজ আসবে।

এখানে আপনার কাছ থেকে Display name চাওয়া হবে যা আপনি নিজের বা আপনার সাইটের নাম দিতে পারেন এটি বিশেষত ইউসার নামের মতো কাজ করে।

ব্লগার ইউসার নাম
blogger display name

আপনার Display name প্রদান করার পর এই বার “Finish” বাটানে ক্লিক করুন।

৭. অভিনন্দন আপনি ব্লগার বা ব্লগস্পট থেকে আপনার ফ্রি ব্লগ সাইটে খুলতে সক্ষম হয়েছেন।

আপনার সামনেও ঠিক নিচে দেখানো ফটোটির মতোই একটি পেজ আসবে যখন আপনার ব্লগার একাউন্টটি সম্পূর্ণ তৈরী হয়ে যাবে।

blogger dashboard বা ব্লগার ফ্রি ব্লগ সাইট ড্যাশবোর্ড
blogger dashboard

ব্লগার যেভাবে ব্যবহার করবেন

তো চলুন এবার আমার জেনেনি যে কিভাবে ব্লাগর বা ব্লগস্পট ব্যবহার করতে হয়।

১. ওপরের ফোটাটিতে যেরকম দেখানো হয়েছে আপনি যদি আপনার সাইটে নামে ক্লিক করেন তাহলে ওখান থেকে আপনি আরো একটি ব্লগ সাইট তৈরী করার বাটান পাবেন।

২. ঠিক তার নিচে যদি “View your blog” ক্লিক করেন তাহলে আপনি আপনার ব্লগ সাইটে ভিসিট করে ব্লগ সাইটটি দেখতে পাবেন।

৩. একদম নিচে দেন দিকে যেই যোগ বা plus আইকনটি দেখতে পাচ্ছেন সেটির মাধ্যমে আপনি আপনার নতুন ব্লগ পোস্ট বা আর্টিকেল লিখতে পারবেন।

৪. Posts- এখানে আপনি আপনার সমস্ত পাবলিশ বা প্রকাশিত ব্লগ পোস্ট বা আর্টিকেলগুলি দেখতে ও এডিট করতে পারবেন।

৫. Stats- এখান থেকে আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইট সম্পর্কে বিশ্লেষিত ভাবে জানতে পারবেন।

  • যে কতগুলি পোস্ট এবং পেজ আছে এবং ওই পোস্ট ও পেজগুলি কত জন দেখেছেন।
  • আপনার ব্লগ সাইটে আজ, কাল বা গত এক মাসে কত ভিসিটর্স এসেছে ইত্যাদি সমস্ত বিষয় জানতে পারবেন।

৬. Comments- এখান থেকে দেখতে পারবেন আপনার কোন ব্লগ পোস্টে কতগুলি কি কমেন্টস এসেছে এবং তার রিপ্লাইও দিতে পারবেন।

৭. Earnings- এখান থেকে আপনি আপনার ব্লগ সাইটটি গুগল এডসেন্স একাউন্টের সাথে যুক্ত করতে পারবেন এবং সেখান থেকে উপার্জিত টাকা দেখতে পারবেন।

৮. Pages- আপনি এখানে আপনার সাইটের জন্য পেজ তৈরী করতে পারবেন যেরকম Terms & conditions, About us এবং Contact us ইত্যাদি।

৯. Layout- এখান থেকে আপনি আপনার থিমটির বিভিন্ন অংশ পরিবর্তন ও যুক্ত করতে পারবেন।

১০. Theme- এই ফাঙ্কশনটি থেকে আপনি আপনার ব্লগ সাইটের সম্পূর্ণ থিম বা টেমপ্লেটটি পরিবর্তন করতে পারবেন।

১১. Setting- এখান থেকে আপনি আপনার ব্লগার একাউন্ট এবং সাইট সম্পর্কিত বিভিন্ন কাজকর্ম করতে পারবেন।

ব্লগস্পট বা ব্লগার ব্যবহারে খুবই সহজ আপনার ১-২ ঘন্টা লাগবে ব্লগার সম্পর্কে মোটামোটি একটি ধারণা পেতে বা জানতে।

আমাদের শেষ কথা:

তো বন্ধুরা আজকে আমরা জানলাম যে ব্লগার বা ব্লগস্পট কি? কেনই বা আমরা এটি ব্যবহার করবো এবং কিভাবে ব্লগার থেকে একটি ফ্রি ব্লগ সাইট তৈরী করতে হয়।

আশা করছি যে এখন থেকে আপনারা কিছুটা হোক সাহায্য পেয়েছেন এবং খুব সহজেই এবার নিজেদের একটি ব্লগ সাইট খুলতে সক্ষম হবেন।

এই আর্টিকেল সম্পর্কে বা ব্লাগর ব্যবহার করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমায় কমেন্ট করে জানান আমি আপনাদের সাহায্য করবো।