ব্লগ কি?- জানুন ব্লগ, ব্লগিং ও ব্লগার সম্পর্কিত তথ্য।

আজকে আমরা এখানে বৃস্তিত আলোচনা করবো ব্লগিং ও ব্লগ সাইট নিয়ে। তো এখানে আমরা যারা আছি তারা হয়তো ব্লগ সম্পর্কে

কিছুটা জানি বা একদমই জানিনা। তাই ব্লগ নিয়ে গভীর ভাবে আলোচনা করার আগে চলুন জেনেনি যে ব্লগ শুরুতে কি ছিল ?

একদম শুরুরতে ব্লগ ছিল একটি বেক্তিগত ডাইরির থেকেও কিছু বেশি যা তখন অনলাইন ব্লগাররা শেয়ার করে থাকতেন।

এবং কিছু বছর পর তখন যারা ব্লগিং করতো তারা বুছতে পারলো যে কোনো তথ্যকে একটি নতুন মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার

এটি একটি সুবর্ণ সুযোগ বা উপায়। এবং তার পর থেকেই এই সুন্দর ব্লগিং লাইফ শুরু হলো ও আসতে আসতে সবার মধ্যে চাহিদা বাড়তে থাকলো

তো এই হল ব্লগিং জগতের শুরুর ইতিহাস যা আমি আপনাদের খুবই ছোট করে বলে রাখলাম। এবার চলুন আমরা জেনেনি যে,

ব্লগিং কি, কিভাবে ব্লগিং শিখব এবং অনলাইন ব্লগ সাইট শুরু বা তৈরি করে কিভাবে ইনকাম করতে পারব, এই সমস্ত বিষয় গুলি।

ব্লগ কি?

ব্লগের সংজ্ঞা। (What is Blog)

ব্লগ হলো একটি অনলাইন জার্নাল বা তথ্য সাইট যেখানে বিপরীত কালানুক্রমিক ভাবে তথ্য প্রদর্শন করা হয় অর্থাৎ,

নতুন তথ্য গুলি সবার প্রথমে প্রদর্শন করা হয় এবং ক্রমে ক্রমে এগুলির আগে আবার যখন কোনো নতুন তথ্য পাওয়া যায় আবার

সেই নতুন তথ্য সবার প্রথমে প্রদর্শন করা হয়। এটি এমন একটি প্লাটফর্ম যেখানে কোনো লেখন বা একদল কিছু লেখক একটি পৃথক বিষয়ে তাদের মতামত ভাগ করে নেন।

ব্লগের উদেশ্য কি? (Purpose of Blog)

এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটি ব্লগের অনেক গুলি উদেশ্য এবং কারণ আছে। সে আপনি একটি

পার্সোনাল ব্লগ বলুন বা বিসনেস ব্লগের ক্ষেত্রেই বলুন, একটি ব্লগ গড়ে তোলার পেছনে নানান কারণ থাকে। যেরকম,

কেউ নিজের বিসনেস, প্রজেক্ট বা প্রকল্পকে সবার কাছে তুলে ধরতে চায় এবং অন্যান্য ব্লগের ক্ষেত্রে মুখ্য উদেশ্য হয়ে থাকে

ব্লগের ট্রফিক বা অডিয়েন্স বাড়িয়ে গুগলে রেঙ্ক করে অর্থ উপার্জন করা। আর অন্য দিকে একটি পার্সোনাল ব্লগে কোনো লেখক

বা একদল কিছু লেখক তারা তাদের নির্দিষ্ট কিছু দক্ষতা সবার সাথে শেয়ার করে, যদিও পার্সোনাল ব্লগের মাধমেও এখন সবাই অর্থ উপার্জন করে থাকেন।

আগে একজন ব্যবসায়ী তার পণ্য বা দ্রব্য বিক্রয় পক্রিয়া পর্যায়ক্রমে চালিয়ে যেতেন যাতে তার বিক্রয় পক্রিয়া সচল থাকে।

আর এখন নতুন ব্যবসা গুলি ব্লগের সাহায্য নেয় আরো বেশি ভোক্তা বা ক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য এবং তাদের মনোযোগ আকর্ষণ করে

ক্রেতাদের কাছে বিক্রয় বাড়ানোর জন্য। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাতে যদি আপনি ব্লগিং না করেন তাতে

আপনার ওয়েবসাইট সবের কাছে অদৃশ্য হয়েই থাকবে আর অন্য দিকে আপনি যদি ব্লগিং করেন তাহলে আপনার ব্যবসা

আরো বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবে, আর ব্যবসাকে অনুসন্ধানযোগ্য ও প্রতিযোগিতামূলক করে তুলতে পড়বেন।

তো একটি ব্লগের মূল উদেশ্য হলো বিভিন্ন দর্শক বা অডিয়েন্স এর সাথে যুক্ত হওয়া। এবং আরেকটি উদেশ্য হলো

আপনার ওয়েবসাইটে ট্রাফিক বুস্ট করা এবং আপনার ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমান বা গুণমান লিড নিয়ে আসা।

আপনি আপনার ব্লগে যত বেশি ঘন ঘন পোস্ট করবেন এবং আপনার কনটেন্ট কোয়ালিটি যত বেশি ভালো ও গুণমান সম্পন্ন হবে,

আপনার সব সময় সুযোগ থাকবে বেশি ট্রাফিক পেতে এবং আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইট দ্বারা বেশি লোকের কাছে পৌঁছে যেতে।

ব্লগের গঠন (Blog Structure)

যেহেতু আমরা ব্লগ সম্পর্কে শুরু থেকে জানছি, আর আপনি যদি একদমই নতুন হন। সেই বিষয় মাথায় রেখে চলুন আমরা জেনেনি

যে একটি ব্লগ সাইট এর গঠন কিরকম হয় বা কেমন দেখতে হয়। কারণ আপনিও যদি ব্লগিং শিখে নিজের ব্লগ সাইট তৈরি করতে চান।

সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ব্লগ সাইট এর গঠন কেমন হয় তা জেনে রাখতে হবে।

ব্লগের গঠন বলতে একটি ব্লগ সাইট কিরকম দেখতে হয় সেটাকেই বোঝায়। প্রথম দিকে ব্লগের গঠন একদমই সাধারণ ছিল

কিন্তু সময়ের সাথে সাথে ব্লগের গঠনও পরিবর্তন হয়েছে। সাধারণত একটি ব্লগের যেই গঠন গুলি থাকে বা একটি ব্লগ সাইট যেরকম দেখতে হয়:

ব্লগিং কি ও কিভাবে ব্লগ সাইট তৈরি করে অনলাইন আয় করা যায়।
  • একটি হেডার থাকে যেখানে কিছু নেভিগেশন মেনু থাকে যার মাধ্যমে আপনি নির্দিষ্টি কোনো ব্লগ পেজে বা পোস্টে যেতে পারবেন।
  • মেইন কনটেন্ট এরিয়া বা প্রধান ব্লগের জায়গাটি, যেখানে সর্বশেষ বা নতুন পোস্টগুলি থাকে।
  • সাইড বার যেখানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল সহ আরো বিভিন্ন বিষয় গুলো যুক্ত থাকে।
  • এবং সব শেষে ফুটার বার থাকে যেখানে ব্লগের প্রাইভেসী পলিসি, ব্লগ ব্যবহারের টার্মস ও কন্ডিশনস ইত্যাদি যুক্ত থাকে।

ব্লগ ও ওয়েবসাইট (Difference between Blog & Website)

এবার চলুন আমরা জেনেনি যে একটি ব্লগ সাইট ও একটি ওয়েবসাইট কি একই? নাকি এদের মধ্যেও কিছু পার্থক্য আছে.

আমরা এরকম অনেকেই আছি যারা হয়তো এটা ভাবি যে ব্লগ এবং ওয়েবসাইট একই যিনিস, কিন্তু আসলে সেটা একদমই না।

অনেক ক্ষেত্রে ব্লগ এবং ওয়েবসাইট এর মিলবন্ধন থাকলেও সুম্পূর্ণ ক্ষেত্রে ব্লগ এবং ওয়েবসাইট এক হয় না। যদিও এক্ষেত্রে

সহজ ভাবে এদের মধ্যে পার্থক্য টানা যায় না কারণ এখন প্রায় সব কোম্পানি তারা তাদের ওয়েবসাইটে ব্লগের কাজগুলি করানোর জন্য

ব্লগ ফাঙ্কশনটি তাদের ওয়েবসাইট যুক্ত করছে। তো চলুন জানা যাক ব্লগ এবং ওয়েবসাইটের মধ্যে যেসব পার্থক্য গুলি হয়ে থাকে সেগুলি কি কি?

  • সাধারণত ব্লগ এর ক্ষেত্রে ব্লগে নিয়মিত এবং ঘন ঘন পোস্ট আপডেট করা হয় যেরকম উদাহরণ স্বরূপ ফুড বা নিউস ব্লগ। আর ওয়েবসাইটের ক্ষেত্রে সাধারণ অনেক কম এবং দরকার পড়লে তবেই সেখানে কোন পোস্ট আপডেট করা হয়।
  • ব্লগ পোস্টগুলি পাঠকদের জন্য সর্বদা নতুন এবং আপডেটেড পোস্ট দেয় যাতে সর্বদা ব্লগে ট্রাফিক বা পাঠকদের ব্লগের মধ্যে ব্যাস্ত রাখতে পারে ও পাঠকরাও সেখানে সুযোগ পায় কিছু শেখার জন্য ও ওই নির্দিষ্ট ব্লগে কমেন্ট করে নিজেদের মতামত জানানোর জন্যেও। অন্য দিকে ওয়েবসাইট গুলি স্ট্যাটিক বা স্থির হয় যেখানে এসবের বিশেষ কোনো সুযোগই থাকেনা।
  • সাধারণত ব্লগ পোস্টে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো পোস্টে তার লেখকের নাম, সময় ও দিন, ট্যাগ, বিভাগ এবং রেফারেন্স উল্লেখ করা থাকে। অন্য দিকে স্ট্যাটিক বা স্থির ওয়েবসাইটে সেগুলি উল্লেখ থাকেনা।

ব্লগিং কি?

ব্লগ কি সেটা নিয়ে তো আমরা ওপরে মোটামোটি বিস্তারিত ভাবে জানলাম, চলুন এবার জেনে নেবো ব্লগিং কাকে বলা হয়।

ব্লগিংয়ের সংজ্ঞা (What is Blogging)

ব্লগিং হলো এমন কিছু দক্ষতার সেট যা ব্লগ চালাতে বা নিয়ন্ত্রণ করতে সাহার্য্য করে। যেরকম ব্লগ লেখাতে, ব্লগ পোস্টিং, লিঙ্কিং, বিভিন্ন বিভাগ গঠন ও ওয়েবপেজের সরঞ্জামগুলির সাথে সজ্জিত করার কাজকে বা করাকে ব্লগিং করা বলে।

ব্লগিং এতো জনপ্রিয় কেন?

দিন দিন ব্লগিং আরো বেশি জনপ্রিয় হয় উঠছে এবং অনেকেই ব্লগিং শিখে নিজের ব্লগ সাইট শুরু করে অনলাইন আয় করতে চাইছে।

যদিও এই বিষয়ে আমাদের অনেকেরই জানা আছে, তাও আমাদের জনপ্রিয়তার কারণ গুলি তুলে ধরা অব্যশই দরকার।

  • সংবাদ পরিষেবাগুলি তাদের প্রচার এবং মতামত গঠনের এক আদর্শ মাধ্যম পেয়েছিলো। এবং যা পরে শুধু সংবাদ পরিষেবাগুলিই না আস্তে আস্তে ব্লগের ব্যবহার আরো বিস্তিত হতে থাকে।
  • ব্যাবসায়িক সংস্থা গুলি ব্লগটিকে একটি আদর্শ মাধ্যম হিসাবে গ্রহণ করে কারণ ব্যবসা গুলি তাদের গ্রাহকদের সন্তুষ্টি স্তরের উন্নতি করার জন্য এটি একটি ভালো উপায় পেয়েছেন। শুধু তাই না এর মাধ্যমে তারা তাদের গ্রাহক এবং ক্লায়েন্টদের আপ টু ডেট রাখতে পারে অর্থাৎ যার ফল স্বরূপ ব্যবসা গুলির সুনাম এবং সংস্থাগুলির ওপর গ্রাহকদেড় বিশ্বাসও বাড়ে।
  • পার্সোনাল এবং নিস (Niche) ব্লগারদের কাছে একটি বড় সুযোগ হয় তাদের নির্দিষ্ট বিষয়ে আগ্রহী এরকম আরো বেশি লোকদের কাছে পৌঁছানোর জন্য।
  • এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে আপনি এখান থেকে একটি মোটা অংকের টাকাও রোজগার করতে পারবেন। একবার আপনার ব্লগে যথেষ্ট পরিমান ট্রাফিক বা অডিয়েন্স আস্তে শুরু করলে আপনি আপনার ব্লগসাইটিকে নগদীকরণ (Monetize) করে অর্থ উপার্জন করতে পারেন। ব্লগের মাধ্যমে আপনি আপনার নিজের কোনো দ্রব্য বা পরিষেবা পৃথিবীর সর্বত্র বিক্রি করেও আপনি অর্থ উপার্জন করতে পারেন। এরকম আরো বিশেষ কারণের জন্য এর জনপ্রিয়তা দিন দিন আর বেড়ে চলেছে।

ব্লগার কি? (What is Blogger)

ব্লগার নামটি তো অবশ্যই শুনে থাকবেন আর আপনি এই পোস্টটি পড়ছেন তাই অবশ্যই কৌতহল অবশ্যই থাকবে যে,

কিভাবে ব্লগার হওয়া যায় কারণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্লগাররা অনেক খ্যাতি পাচ্ছেন। অনেকেই ব্লগিংকে ক্যারিয়ার হিসাবে গ্রহণ করছে।

ব্লগার কাদের বলা হয়?

ব্লগার বলতে তাকে বোঝানো হয় যে কোনো নির্দিষ্টি ব্লগকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। ব্লগার হলো সেই ব্যক্তি বা কিছু সংখক ব্যক্তিবর্গ যারা তাদের মতামত ও পরামর্শ নিজেদের ব্লগের মাধ্যমে সবার কাছে ভাগ করেনেন।

ব্লগাররা ব্লগিং করে কি কোনো অর্থ উপার্জন করতে পারে?

আপনি এই পোস্টটি পড়ছেন তো অবশ্যই হয়তো আপনি একজন ব্লগার বা ব্লগিং শুরু করতে চান বা বলতে পারি যে

এতদূর আপনি এই পোস্টটি পড়েছেন আপনার মনে অবশ্যই এই প্রশ্ন আসবে যে ব্লগিং করে কি কোনো টাকা উপার্জন করা যায় বা,

একজন ব্লগার কি কি ভাবে তার ব্লগ সাইট থেকে রোজগার বা আয় করে থাকেন। তো চলুন এবার সেই বিষয়গুলি দেখা যাক:

তো আপনার প্রশ্নের প্রথম উত্তর হলো হ্যাঁ, ব্লগিং করে সত্যি একটি মোটা অংকের টাকা উপার্জন করা যায় কিন্তু তার মানে কখনোই এটা না

যে আপনি এক রাত্রিতে বড়লোক হয়ে যাবেন। একটি ভালো ব্লগ সাইট গড়ে তুলতে যথেষ্ট পরিশ্রম ও সময় লাগে।

এবং আপনার ব্লগ সাইটে যথেষ্ট পরিমান ট্রাফিক বা অডিয়েন্স থাকলেই তবেই আপনার সাইটটি Monetize করে একটি নির্দিষ্ট পরিমান টাকা অর্জন করতে পারবেন।

তবে আপনার কোনো ব্লগ থাকলে বা ব্লগিং শুরু করার কথা ভেবে থাকলে অবশ্যই সবের প্রথমে পর্যাপ্ত ভালো কোয়ালিটি যুক্ত কনটেন্ট লিখুন

এবং পোস্ট করার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখুন এবং যথেষ্ট পরিমান ট্রাফিক বা অডিয়েন্স আসার পরেই আপনার ব্লগ সাইটটি Monetize করুন।

তো একজন ব্লগার কি কি মাধ্যমে তার ব্লগ সাইট থেকে অর্থ উপার্জন করে বা কিভাবে ব্লগিং করে টাকা আয় করা যায় ?

  • বিজ্ঞাপন প্রদর্শন করে যেরকম Google AdSense এর মাধ্যমে।
  • একজন এফিলিয়াতে মার্কেটের হিসাবে।
  • নিজের কোনো নরমাল ও ডিজিটাল প্রোডাক্ট বিক্রয় করে।
  • কোনো মেম্বারশিপ বিক্রয় করে।
  • কোনো ব্যবসার মাধ্যম হিসাবে ব্যবহার করে।

আরো জানুন: ৬টি সেরা গুগল এডসেন্স এর বিকল্প (AdSense alternatives)

সাম্প্রতিকালে ব্লগিংকে অনেকেই নিজেদের পেশা বানিয়ে নিয়েছেন আপনার মধ্যেও যদি এরকম কোনো দক্ষতা

বা ইচ্ছা থাকে তাহলে অবশই আপনাকে স্বাগতম জানবো ব্লগিং জগতে। শুধু যে পেশা হিসাবেই ব্লগিং করা যায় সেরকম একদমই না।

আপনার যদি ইচ্ছা বা শখ থাকে যে অন্যদের সাথে নিজের মতামত বা পরামর্শ ভাগ করে নেওয়ার, সেই ক্ষেত্রেও

আপনিও শুরু করতে পারেন। এরকমও অনেক ব্লগ সাইট আছে যেখানে আপনি একদম ফ্রিতে নিজের ব্লগ সাইট খুলতে পারবেন।

তাদের মধ্যে কিছু বিশেষ পরিচিতি সাইট দুটি হলো – Blogger.com এবং WordPress.Com। আপনি ব্লগ সাইট দেখার জন্য আমাদের সাইটটি দেখতে পারেন।

জেনেনিন: কিভাবে ব্লগার থেকে একটি ফ্রি ব্লগ সাইট তৈরী করবেন

আমাদের শেষ কথা,

সর্বশেষে আশা করছি যে ব্লগ সম্পর্কে অল্প কিছু হোক ধারণা আপনার কাছে পৌঁছাতে পেরেছি। এই সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেক্শনে জানাবেন।

এবং এই ব্লগ সাইট শুরু ও তৈরী করতে কোন কোন জিনিস লাগবে, আপনাকে কোন বিষয় গুলি জানতে হবে এবং কিভাবে ব্লগ লিখবেন,

এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ দিকনির্দেশনা বা টিউটোরিয়াল আমাদের সাইটে উপস্থিত আছে তাই অবশ্যই সেগুলি দেখে ও পরে নেবেন।