১০টি সবচেয়ে সহজ ফ্রিল্যান্সিং কাজ বা জব ২০২৩

আজকের এই আর্টিকেলে আমরা জানবো এরকম ১০টি সবচেয়ে সহজ ফ্রিল্যান্সিং কাজ বা জব (freelancing job) সম্পর্কে যা যে কেউ করতে পারবে।

পূর্বে আমরা জেনেছি যে ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হাওয়া যায়, যা আপনি চাইলে এখনো দেখতে পারেন।

আর আপনি যদি আগেই আমাদের পূর্বের আর্টিকেলটি পরে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য আরো গুরুত্বপূর্ণ হবে।

আমরা জানি যে অনলাইনে ইনকাম উপায় গুলির মধ্যে এই সময়ে ফ্রিল্যান্সিং একটি অত্যন্ত জনপ্রিয় ইনকাম উপায়।

আর যাতে বিভিন্ন লোক তাদের সফল ক্যারিয়ার গড়ে তুলতে পেরেছে এবং আরো বিভিন্ন নবীনরা এর মধ্যে তাদের ক্যারিয়ার শুরু করতে চাইছে।

তবে সমস্ত কাজের মতোই এই ফিল্ডেও যথেষ্ট প্রতিযোগিতা আছে তাই এখানে নিজেকে প্রতিষ্ঠিত করা ও সাফল্য পাওয়াও কঠিন।

তবে সঠিক দক্ষতা, কৌশল এবং পরিশ্রমের মাধ্যমে আপনিও আপনার পছন্দের কাজে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন।

কিন্তু এরকম অনেকেই আছে যাদের সেরকম বিশেষ কোনো স্কিল না থাকায় এখানে সাফল্য পায় না এবং ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেয়।

তবে এই আর্টিকেলে নিচে যে ১০টি সবচেয়ে সহজ ফ্রিল্যান্সিং কাজ বা জব ক্যাটাগরি (Freelancing job) সম্পর্কে আপনি জানবেন।

তার জন্য আপনার সেরকম কোনো বিশেষ দক্ষতা থাকার প্রয়োজন নেই, আপনি সম্পূর্ণ শিক্ষানবিস হয়েও তা করতে পারবেন।

তো চলুন তাহলে আর বেশি সময় ব্যয় না করে আমরা জেনেনি সেই ১০টি সহজ ফ্রিল্যান্সিং জবগুলি কি?

১০টি সব থেকে সহজ ফ্রিল্যান্সিং কাজ বা জব
Top 10 best and easy freelance jobs

সেরা ১০টি সহজ ফ্রিল্যান্সিং কাজ (Freelancing job)

আপনাদের সুবিধার্তে নিচের প্রতিটি ফ্রিল্যান্স জব ক্যাটাগরির সাথে আমি এও উল্লেখ করে দেবো যে আপনি কিভাবে তা সহজে করতে পারবেন।

যাতে আপনি যদি এই ফিল্ডে একদম নতুন হলেও খুব তারাতারি অ্যাকশন নিতে পারেন এবং আপনার জার্নি শুরু করতে পারেন।

১. Branding

এখানে আপনাকে বিভিন্ন নতুন কোম্পানি বা সংস্থার জন্য আকর্ষণীয় ট্যাগলাইন, স্লোগান এবং ব্র্যান্ডের নাম আইডিয়া তৈরি করতে হবে।

এর জন্য আপনার বিশেষ কোনো দক্ষতা বা স্কিলের প্রয়োজন নেই আপনি একটু ক্রিয়েটিভ হলেই এই কাজগুলি করতে পারবেন।

এছাড়াও অনলাইন রিসার্চ ও বিভিন্ন অনলাইন টুল থেকে খুব সহজেই পারেন ব্র্যান্ড নাম ও স্লোগান আইডিয়া তৈরি করতে।

ইন্টারনেটে এরকম বিভিন্ন ব্র্যান্ড নাম এবং স্লোগান জেনারেটার সাইট আছে যেগুলি আপনি এই ক্ষেত্রে কাজে লাগাতে পারেন।

২. YouTube Intro & Outro

ইউটিউব সম্পর্কে আমরা সবাই জানি আর এর বিষয়েও জানি যে প্রায় প্রতিটি ইউটিউব ভিডিওর শুরুতে ইন্ট্রো এবং শেষে আউট্র থাকে।

আর আপনি এরকম অনেক ক্লায়েন্ট ফ্রিল্যান্স সাইটে পেয়ে যাবেন যারা তাদের ইউটিউব ভিডিওর জন্য ইন্ট্রো এবং আউট্র মেকার খুঁজে থাকে।

এখানে আপনাকে সম্পূর্ণ ৫-১০ মিনিটের ভিডিও এডিট করতে হয়না, ইন্ট্রো এবং আউট্র গুলির ডিউরেশন ৫-১০ সেকেন্ডের হয়ে থাকে।

আপনার যদি খুব অল্পও ভিডিও এডিটিং দক্ষতা থাকে তাহলে তা কাজে লাগিয়ে আপনি এই সহজ ফ্রিল্যান্সিং কাজটি করতে পারেন।

ইউটিউব ভিডিও Intro এবং outro বানানোর জন্য প্লে স্টোরে আপনি অসাধারণ সমস্ত এপ্লিকেশন পেয়ে যাবেন।

এছাড়া এরকম বিভিন্ন অনলাইন ইন্ট্রো মেকার ও ভিডিও এডিটিং সাইট আছে যা আপনি গুগলে সার্চ করলে খুব সহজেই পেয়ে যাবেন।

৩. Photo Background Removal

আমাদের তৃতীয় সহজ ফ্রিল্যান্সিং কাজ হল ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ক্লাইন্টদের পরিষেবা দেওয়া।

আর যা চাইলে যে কেউ করতে পারবে কারণ এর জন্য আপনার সেরকম কোনো বিশেষ স্কিল বা দক্ষতার প্রয়োজন পরে না।

প্রথমত কোনো ফটো থেকে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সেরা ও পরিচিত টুল হল ফটোশপ যা প্রতিটি কম্পিউটার ইউসারের কাছেই থাকে।

তবে আপনি এই একই কাজ কিছু ফ্রি ফটো এডিটিং সফটওয়্যার ও অনলাইন এডিটর যেরকম Remove.bg থেকেও করতে পারেন।

৪. Transcription writer

ট্রান্সক্রিপশন রাইটার হিসাবে আপনাকে অডিও ফাইল শুনে তা টেক্সট বা শব্দে লিখে টেক্সট ফাইলে কনভার্ট করতে হবে।

আবার অন্নদিকে বিভিন্ন কমার্শিয়াল এর অডিওর জন্য ট্রান্সকিপ্ট লিখতে হয় ইয়া অডিও তৈরি করার জন্য। আপনি যদি একজন ভালো শ্রোতা হন তাহলে এটি দিয়ে শুরু করতে পারেন।

ক্লায়েন্ট আপনাকে একটি অডিও ফাইল প্রদান করবে এবং আপনাকে সঠিক ভাবে প্রতিটি কথা শুনে তা শব্দে রূপান্তর করতে হবে।

৫. Translator

Translator বা অনুবাদক সম্পর্কে নিশ্চই পরিচিত, এখানে আপনাকে কোন একটি ভাষার ওয়ার্ড ডকুমেন্টস প্রদান করা হয়।

এবং আপনাকে তা ক্লায়েন্টর প্রয়োজন অনুযায়ী অন্যান্য ভাষাতে অনুবাদ করতে হয়।

আজকের দিনে পুরো পৃথিবীতে ৭,১১৭ টি ভাষায় কথা বলা হয় আর বিভিন্ন ক্লায়েন্ট কোনো না কোনো ভাষা অনুবাদ করার জন্য অনুবাদক খুঁজছেন।

আর আপনিও যদি বেশ কিছু ভাষা জেনে থাকেন তাহলে তা এই ফিল্ডে কাজে লাগিয়ে খুব সহজেই অর্থে রূপান্তর করতে পারেন।

৬. Social Media Ad Banner

সোশ্যাল মিডিয়া সাইট যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট ও অন্যান্য সাইটের অ্যাড সম্পর্কে নিশ্চই পরিচিত আপনি।

এই ক্ষেত্রেও আপনাকে ঠিক সেরকমই একই বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের জন্য ডিজিটাল স্টিল অথবা এনিমেটেড অ্যাড ব্যানার ডিসাইন করতে হয়।

আর যা আপনি এরকম বিভিন্ন অনলাইন অ্যাড ব্যানার ডিসাইনার সাইট থেকে কিছু মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন।

এরকমই কিছু অনলাইন অ্যাড মেকার সাইট হল ক্যানভা, ক্রেল, ফটোর এবং ব্যানারস্ন্যাক যাদের আপনি ব্যবহার করতে পারেন।

৭. Photo Retouching

ফাইভার ডট কম এর নাম তো নিশ্চই শুনেছেন ওখানে এই ফটো রিটাচিং ও ফটো মেকআপ একটি হাইস্ট পেইড সহজ ফ্রিল্যান্সিং কাজ বা জব ক্যাটাগরি।

আপনারও যদি ফটোশপ অথবা অন্য কোনো ফটো এডিটরের মাধ্যমে ফটো রিটাচিং ও এডিটিং জানা থাকে তাহলে অবশ্যই তা কাজে লাগান।

কারণ এখানে আপনাকে সম্পূর্ণ ফটো এডিট বা ম্যানিপুলেট করতে হচ্ছেনা আপনি শুধু একটু রিটাচ দিচ্ছেন, যাতে ফটোটি আরো সুন্দর দেখায় কোনো ভুল থাকলে সেগুলি কার্রেক্ট করা হয় ইত্যাদি।

এছাড়াও আপনি এই কাজ আপনার মোবাইল ফোন থেকেও করতে পারেন প্লে স্টোর থেকে বিভিন্ন ফ্রি ফটো রিটাচিং অ্যাপস ডাউনলোড করে।

তবে আমি পরামর্শ দেবো এই কাজটি আরো দক্ষতার সাথে করার জন্য ইউটিউবে এই সংক্রান্ত কিছু ভিডিও টিউটোরিয়াল দেখে নেওয়ার।

৮. Blog writer

আপনি যদি লেখালেখি ভালোবাসেন ও যথেষ্ট সৃজনশীল ভাবে লেখার দক্ষতা থাকে তাহলে এই কাজটি অবশ্যই আপনারই জন্য।

কোনো এক বা একাধিক বিষয়ে যদি আপনার জ্ঞান থাকে তাহলে তা আপনার লেখার দক্ষতার সাথে কাজে লাগিয়ে বিভিন্ন,

ব্লগ সাইট বা ওয়েবসাইটের জন্য লেখালেখি করে একজন ফ্রিল্যান্স ব্লগ রাইটার হিসাবে কাজ করে আয় করতে পারেন।

উদাহরণ হিসাবে আমাকেই ধরতে পারেন যেরকম আমার প্রযুক্তি বিষয়ক জিনিস গুলি ভালো লাগে ও জ্ঞান আছে তার সাথে লেখালেখিও আমার পছন্দ।

আর আমি নিজের ব্লগ সাইটের পাশাপাশি বিভিন্ন ব্লগ সাইট বা ওয়েবসাইটের জন্যও অর্থের বিনিময়ে বা কখনো ফ্রিতে লিখে থাকি।

৯. T-Shirt Designer

অনেকেই আছে যারা ফটোশপ ও ইলাস্ট্রেটর ব্যবহার করতে জানে এবং তাদের তৈরি ডিসাইন গুলি বিভিন্ন সোশাল মিডিয়াতে শেয়ার করে থাকে।

তাদের জন্য এটি একটি আদর্শ ফ্রিল্যান্সিং কাজ বা জব (Easy freelancing job) কারণ টিশার্ট ডিসাইনের জন্য আপনার প্রফেশনালদের মতো গ্রাফিক্স ডিসাইন জানার দরকার নেই।

আপনি একটু ক্রিয়েটিভ ও ডিসাইন সম্পর্কে অল্প একটু জ্ঞান থাকলেই খুব সহজেই টিশার্ট ডিসাইন করতে পারবেন।

আর এখনতো অসাধারণ সমস্ত ফ্রি এন্ড্রইড ডিসাইন এপ্লিকেশন ও অনলাইন গ্রাফিক্স ডিসাইন টুল ইন্টারনেটে উপলব্ধ আছে।

১০. YouTube Thumbnail Artist

আমাদের লিস্টের শেষ সহজ ফ্রিল্যান্সিং কাজ বা জব ক্যাটাগরি হল কাস্টম ইউটিউব থাম্বনেইল আর্টিস্ট হিসাবে কাজ করা।

এখানে আপনাকে বিভিন্ন ইউটিউবারদের জন্য সুন্দর ও আকর্ষণীয় ভিডিও থাম্বনেইল তৈরি করে দিতে হয় আর যা আমার মতে যেকেউ পারবে।

ইউটিউবে প্রতিদিন কি পরিমান ভিডিও আপলোড করা হয় তা আমরা জানি, আর তাই ফ্রিল্যান্স সাইটে এই কাজের চাহিদাও প্রচুর।

গুগল প্লেস্টোরে আপনি বিভিন্ন থাম্বনেইল মেকার এপ পেয়ে যাবেন যাদের সাহায্যে ফোন থেকেও আপনি এই কাজ করতে পারেন।

আর ইন্টারনেটে কম্পিউটার ইউসারদের জন্য অনলাইন ফ্রি ও পেইড গ্রাফিক ডিসাইন ওয়েবসাইট ও থাম্বনেইল মেকার টুল উপলব্ধ আছে যা আপনি এই উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন।

আমাদের শেষ কথা:

ওপরের প্রতিটি freelancing job সহজ হওয়ার সাথে সাথে প্রতিযোগিতাও অনেক কম ফলে একজন বিগেনারের জন্য আদর্শ প্রমাণিত হবে।

এছাড়াও আপনি নিশ্চই বুছতে পেরেছেন যে শুরু করার জন্য এই কাজগুলির ক্ষেত্রে আপনার বিশেষ কোন স্কিল না থাকলেও চলবে।

তবুও আমি পরামর্শ দেবো এর মধ্যে কোনো কাজ আপনি যদি করতে চান তাহলে সেই সম্পর্কে ইউটিউব ও ইন্টানেট থেকে আরো জ্ঞান অর্জন করে নিন।

এতে আপনি আরো আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারবেন। এবং চেষ্টা করুন যেকোনো একটি কাজে সীমাবদ্ধ না থেকে দু-তিনটি কাজে সক্রিয় থাকার।

তো বন্ধুরা এই ১০টি সবচেয়ে সহজ ফ্রিল্যান্সিং কাজ বা জব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন।

তার সাথে আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে তাহলে আমায় কমেন্ট করে জানান।