দুটি উপায়েই স্লো কম্পিউটার ফাস্ট করুন

আজ আমরা জেনে নেবো খুব সহজে মাত্র দুটি উপায়েই কিভাবে স্লো বা ধীর কম্পিউটার ও ল্যাপটপ কে ফাস্ট করার উপায়।

এই দ্রুত এগিয়ে চলা আধুনিক টেকনোলজির যুগে স্লো বা ধীর বিষয়টি আমাদের কারোরই পছন্দ না। যার মধ্যে একটি হল এই স্লো ডেস্কটপ বা ল্যাপটপ।

আমাদের বেশিরভাগ যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তা হল লো স্পেকস এর। সে কম বাজেট এর জন্য হোক বা,

অনেকে আগে কেনা পুরানো মেশিন এর জন্যই হোক। আমাদের অনেক কেই এই ধীর কম্পিউটার এর সমস্যার মধ্যে পরতে হয়।

এবং এই কম্পিউটার ধীর হয়ে যাওয়ার পেছনের কারণ গুলি সম্পর্কেও আমরা জানি যেরকম লো স্পেকস, অতিরিক্ত ফাইল ও ভারী সফটওয়্যার, জাঙ্ক ফাইল, পুরানো কম্পিউটার এবং ইত্যাদি ইত্যাদি।

কিন্তু এই সমস্যা গুলি না থাকার সর্তেও যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ স্লো হয়ে যায় বা আপনার মনে হচ্ছে,

যে আপনার পিসি -র কনফিগ ভালো আছে কিন্তু কম্পিউটার স্লো তাহলে অবশ্যই নিচের এই দুটি উপায় প্রয়োগ করে দেখুন।

এছাড়াও আপনি আপনার পুরানো বা নতুন লো স্পেকস ডেস্কটপ বা ল্যাপটপে এর ক্ষেত্রে এই দুটি ট্রিকস ব্যবহার করতে পারেন।

আমি নিশ্চিত আপনার ল্যাপটপ বা কম্পিউটার পারফরমেন্স এর মধ্যে আপনি অবশ্যই পার্থক্য দেখতে পাবেন এবং অবশ্যই পারফরমেন্স বুস্ট পাবে।

অবশ্যই পড়ুন: ৭টি ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড ওয়েবসাইট

যে দুটি উপায়ে ধীর বা স্লো কম্পিউটার ফাস্ট করবেন

উপায় ১

ধাপ ১: সবার প্রথমে আপনার উইন্ডোস সার্চ বার থেকে ‘”Edit power plan” লিখে সার্চ করে তা ওপেন করেনিন।

আপনার সামনে ঠিক নিচে দেখানো ছবিটির মতোই একটি উইন্ডো খুলবে। এখন সেখানে “Change advance power settings” ক্লিক করুন।

কিভাবে ল্যাপটপ বা ডেস্কটপ ফাস্ট করবো
কম্পিউটার পারফরমেন্স পরিবর্তন।

ধাপ ২: Change advance power settings এর মধ্যে ক্লিক করার পর আপনার সামনে আরো একটি উইন্ডো ওপেন হবে।

যেখানে সবার প্রথমে ড্রপ ডাউন মেনু থেকে “High performance” অথবা এর অধিক যেরকম “Ultimate performance” অপশন থাকে তা সিলেক্ট করেনিন।

এরপর > “Processor power management” অপশন টি থেকে

  • Minimum processor state: 0% এবং,
  • “Maximum processor state: 100%
স্লো কম্পিউটার দ্রুত করার উপায়
পারফরমেন্স পরিবরতন করে কম্পিউটার ফাস্ট করুন।

করে নিচে >Apply ও তারপর Ok এর মধ্যে ক্লিক করে পরিবর্তিত সেটিংসটি গুলি সেভ করেনিন।

আরো পড়ুন: মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার নিয়ম

উপায় ২

ধাপ ১: Windows টাস্কবার বা Windows আইকন এর মধ্যে রাইট ক্লিক করে। অথবা Ctrl+Shift+Esc শর্টকাট কী প্রেস করে Task manager ওপেন করুন।

Task manager উইন্ডোটি ওপেন হওয়ার পর সেখান থেকে > Startup ট্যাব এর মধ্যে যান বা অপশনটিতে ক্লিক করুন।

স্লো কম্পিউটার দ্রুত বা ফাস্ট করার উপায়
অপ্রয়োজনীয় স্টার্টআপ এপ্লিকেশন গুলি বন্ধ করুন।

ধাপ ২: Startup এর মধ্যে আপনি বেশ কিছু এপ্লিকেশন দেখতে পাবেন যা কিনা উইন্ডোজ বা কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে,

এই এপ্লিকেশনগুলি বাই ডিফল্ট চালু হয়ে যায় এবং ব্যাকগ্রাউন্ড এর মধ্যে রানিং বা সর্বদা চলমান থাকে। তো এখানের,

আপনার যেই এপ্লিকেশন গুলি স্টার্টআপ এর সাথে সাথে চালু হওয়ার প্রয়োজন নেই সেগুলিতে ক্লিক করে নিচে >Disable এর মধ্যে ক্লিক করুন।

এতে পরবর্তী সময় থেকে আর অটোমেটিক আপনার কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে এপ্লিকেশন গুলি অন হবেনা এবং ব্যাকগ্রাউন্ড এর রানিং ও থাকবে না।

ধাপ ৩: এখন আপনাকে যা করতে হবে তা হল, এই সেটিংস গুলি করার পর আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যা আছে তা Restart করুন।

দেখবেন আপনার কম্পিউটার রিস্টার্ট এর পর আরো ভালো পারফরমেন্স দেবো যা আপনি নিজে থেকে বুছতে পারবেন।

আরো জানুন: কিভাবে কম্পিউটারে বাংলা লেখা যায় (বাংলা টাইপিং সফটওয়্যার)

আমাদের শেষ কথা,

ডিফল্ট সেটিংস অনুযায়ী আমাদের পিসি পারফরমেন্স মোড Balanced থাকে যাতে কম Power ও bettery consume করে।

এবং আমাদের অজান্তেই কিছু এপ্লিকেশন Startup এপ্লিকেশন হিসাবে চালু হয়ে যায় ফলে সঠিক পারফরমেন্স পাইনা।

তাই আপনি যদি এই সেটিংস গুলি ওপরের উল্লেখিত উপায়ে পরিবর্তন করেন তাহলে অব্যশই পারফরমেন্স বুস্ট পাবে।

অর্থাৎ আপনার স্লো বা ধীর ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার অনেকেটাই দ্রুত বা ফাস্ট হয়ে যাবে যা আপনি নিজেই বুঝে যাবেন।