৬টি সেরা AI Text to Image Generator ওয়েবসাইট

AI এখন ট্রেন্ডিং একটি বিষয় আপনি ইউটিউব, ফেইসবুক অথবা ইনস্টাগ্রাম বা টিকটক খুললেই AI নিয়ে কিছু ভিডিও অবশ্যই দেখতে পাবেন।

আর আজকের পোস্টে আমরা এরকমই ৬টি সেরা এবং ফ্রি কিছু এয়াই বা AI text to image free Generator ওয়েবসাইট সম্পর্কে দেখবো।

যেখানে আপনি নিজের পছন্দ বা কল্পনাকে টেক্সট বা শব্দে লিখে তা ইমেজ বা Text to art এ কনভার্ট করে নিতে পারবেন একটি ক্লিকে।

বিষয়টি খুবই মজাদার তাই না। সত্যি বলতে শুনতে যতটাই ভালো লাগছে আসলে তা আরো বেশি উত্তেজনাপূর্ণ একটি বিষয়

যা না নিজে ট্রাই করে দেখলে বিশ্বাসই হবে না। তাহলে চলুন আর কোনো সময় ব্যয় না করে আমরা নিচে এরকম টেক্সট থেকে ইমেজ বা আর্ট বানানোর সাইট গুলি দেখেনি।

৬টি Text to Image AI ওয়েবসাইট ( টেক্সট টু ইমেজ কৃত্রিম বুদ্ধিমত্তা সাইট )

ai text to image generator online free

আপনাদের জানিয়ে রাখবো যে নিচের সাইট গুলি অবশ্যই ফ্রি তবে কিছু সাইট সম্পূর্ণ রূপে ফ্রি না আপনি কিছু ক্রেডিট বা সীমিত সংখক ব্যবহার করতে পারবেন।

কারণ এই (AI) এখন সমস্ত মার্কেটকে খুবই প্রভাবিত করেছে আর সবাই AI ব্যবহার করতে চাইছে তাই স্বাভাবিক ভাবেই এদের ক্রিয়েটররা পেইড করে দিচ্ছে।

যাই হোক তবে নিচের সাইট গুলি ব্যবহার করার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না ফ্রী এবং পেইড উভয় ভাবেই ব্যবহার করতে পারবেন।

1. Dall-E (Open AI)

ওপেন এই বা Open AI সম্পর্কে তো আপনি শুনেই থাকবেন। যদি না শুনে থাকেন তাহলে ChatGPT সম্পর্কে অবশ্যই শুনবেন।

ChatGPT Open AI এর একটি সার্ভিস বা পরিষেবা আর সেরকমই একটি এই আর্ট জেনারেটার সাইট হল এই Dall-E.

এটি একটি ফ্রি এবং খুবই জনপ্রিয় AI সাইট Text to Art অথবা Text to Image জেনারেট করার জন্য আর ব্যবহারেও সহজ।

আপনি ওপরের লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন এবং তার গুগল অথবা ইমেইল দিয়ে সাইন আপ বা সাইন ইন করার পর,

একটি টেক্সট বাক্স দেখতে পাবেন সেখানে যা জেনারেট করতে চান তা লিখে Enter মারলেই আপনার সামনে AI ইমেজ বা আর্ট তৈরী হয়ে যাবে।

2. Fotor AI

ফটোর বা Fotor একটি মাল্টি প্লাটফর্ম ফটো এডিটিং সফটওয়্যার বা সার্ভিস যা মোবাইল, কম্পিউটার এবং অনলাইন উপলব্ধ আছে।

তবে AI এর ট্রেন্ড আসার পর এরাও তাদের একটি এই Text to Image with AI সার্ভিস নিয়ে আসে যা বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এখানে থেকে আপনি টেক্সট টাইপ করে 3D, Realistic, illustration, Cartoon, Cyberpunk, and Oil Painting generate করতে পারবেন।

অবশ্যই জানিয়ে রাখবো যে, এটি সম্পূর্ণ ভাবে ফ্রি না ফ্রিতে ব্যবহার করার জন্য আপনাকে কিছু কয়েন বা টোকেন বা ক্রেডিট দেওয়া হবে।

এছাড়াও Fotor এর আরো বেশ কিছু অসাধারন এআই টুল আছে যা চেক বা ব্যবহার করতে একদম ভুলবেন না কিন্তু।

3. Deep AI

আমাদের লিস্টের তৃতীয় আর্ট বা ইমেজ তৈরি করার কৃতিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইটটি হল Deep AI.

এটি একটি Free to use প্লাটফর্ম যেখানে দুর্দান্ত কিছু ফটো বা আর্ট আপনি তৈরী করে নিতে পারবেন একদম ফ্রিতে।

AI Art বা Photo এর পাশাপাশি Deep AI দ্বারা আপনি AI Text Generator এবং AI Colorize Photos এর মতো আরো বেশ কিছু ফিচারস

এই একটি ওয়েবসাইট এর মধ্যে পেয়ে যাবেন। এবং প্রতি মাসে মাত্র ৫ ডলার ব্যবহার করে DeepAI PRO ভার্সন ও ব্যবহার করতে পারেন।

4. Gencraft

এই লিস্টের আরো একটি সেরা এবং পাওয়ারফুল AI ইমেজ জেনারেটার সাইট হল এই Gencraft, আর শুধু ইমেজ, আর্ট, বা ফটোই না,

আপনি এর মধ্যে থেকে নিজের ইমাজিনেশন দ্বারা AI video -ও জেনারেট করবেন পারবেন। এছাড়াও এটির আপনি

ওয়েব বেসড এর সাথে সাথে এন্ড্রোয়েড এবং আইওএস ডিভাইস এর জন্য এপ্লিকেশন ও পেয়ে যাবেন মোবাইলে ব্যবহার করার জন্য।

আপনি সহজেই গুগল অথবা ফেসবুক একাউন্ট দ্বারা লগ ইন করে নিতে পারবেন এবং ফ্রি একাউন্ট এর সাথে ১০ Prompts প্রতিদিন পাবেন।

৫. Runwayml

এই Runwayml হল আপনার কাছে ওয়ান স্টপ সল্যুশন এর মতো। কারণ এখানে আপনি একাধিক AI টুল পেয়ে যাবেন

নিজের ক্রিয়েটিভিটি এই AI দ্বারা তৈরি করার জন্য। আর এটা বলার কারণ হল আপনি এখানেই Image to Art, Image to Image,

Video to video, Text to Image, Background remove, Super slow motion, Clean audio সহ আরো বিভিন্ন AI Tools পেয়ে যাবেন।

তাই Runwayml -কে নিয়ে সেরকম বিশেষ কিছুই বলবো না, শুধু এটাই বলবো এখনো যদি ব্যবহার না করে থাকেন তাহলে অবশ্যই এখনাই ট্রাই করুন।

৬. Dreamstudio

আমাদের লিস্টের সেরা AI text-to-image বা Art Generator সাইটটি হল DreamStudio. এটি পার্টিকুলারলি

টেক্সট থেকে ইমেজ জেনারেট করার জন্য এবং এর আরো একটি ভালো বৈশিষ্ট্য বা ফিচারস হল আপনি AI generated Image গুলিও আবার

এডিট করার সুযোগ পাবেন। এডিট বলতে আপনি নিজের ক্রিয়েটিভিটি অনুযায়ী ইমেজকে জেনারেট করে তা আরো এক্সপেন্ড করতে পারবেন বিভিন্ন ভাবে।

আমাদের শেষ কথা,

তাহলে আর দেরি কেন এখনই ট্রাই করুন এই ৬টি AI Text to Image Generator ওয়েবসাইট আর এর মধ্যে থেকে

আপনার যেগুলি সব থেকে ভালো মনে হচ্ছে তা এখনই ব্রাউজার এর মধ্যে বুকমার্ক করেনিন। তো আশা করছি

এই AI ট্রেন্ড এর সময় এই সাইট গুলি অবশ্যই আপনার কাজে আসবে তা আপনি একজন ফটো ও ভিডিও এডিটর হন

বা ডিসাইনার হন অথবা শুধু ট্রাই করে দেখতে চান। পোস্টটি ভালো লাগলে অবশ্যই বাকিদের সাথেও শেয়ার করুন।

আর এরকম আরো পোস্ট এর জন্য আমাদের সাইট সাবস্ক্রাইব বা অনুসরণ করতে এবং ডেইলি ভিসিট করতে ভুলবেন না কিন্তু।