HDD ও SSD কি এবং এদের মধ্যে পার্থক্য ?

আজকে এই পোস্টে আমরা জানবো এইচডিডি ও এসএসডি (HDD ও SSD) কি এবং এদের মধ্যে কি পার্থক্য আছে।

আমরা জানি যে কম্পিউটারের মেইন বা মুখ্য স্টোরেজ ডিভাইস হলো হার্ডডিস্ক ও এসএসডি এই দুটি স্টোরেজ ডিভাইস।

তবে দুটি স্টোরেজ ড্রাইভ হলেও অর্থাৎ কিছু সমতা থাকলেও এরা সম্পূর্ণ ভাবে এক না এবং এদের মধ্যেও কিছু বিশেষ বৈসাদৃশ্য এবং সুবিধা অসুবিধা আছে।

এবং এই দুটির মধ্যে থেকে একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে যে শুধু স্টোরেজ ক্ষমতা ও ক্রয় মূল্যের পার্থক্য থাকে তাও কিন্তু না।

কারণ আপনার কম্পিউটার এর জন্য সঠিক স্টোরেজ ড্রাইভ এর ওপর নির্ভর করে কম্পিউটার পারফর্মেন্স, পাওয়ার ইউসেজ ও নির্ভরযোগ্যতা।

এইচডিডি বনাম এসএসডি বা এদের পার্থক্য এর মধ্যে আসার আগে আমরা সবার প্রথমে জেনে নেবো যে HDD বা হার্ডডিস্ক কি ও কাকে বলে,

এবং এসএসডি বা SSD কি ও সংক্ষেপে এদের কাজ। তাহলে চলুন এবার নিচে আমরা তা খুব সহজ ভাবে জেনেনি।

জানুন: কিভাবে কম্পিউটারে বাংলা লেখা যায় (বাংলা টাইপিং সফটওয়্যার)

HDD (এইচডিডি) বা হার্ডডিস্ক কি ও এর কাজ ?

Hard Disk (HDD) বা এইচডিডি কি ও এর কাজ
হার্ড ডিক্স বা Hard Disk কি?

HDD যার পুরো অথ হল Hard Disk Drive, এটি হল কম্পিউটার এর ট্রাডিশনাল স্টোরেজ যার মধ্যে একটি প্লেটার বা

ঘুরন্ত ডিস্ক এবং একটি Read ও Write “Head” আছে যা ওপর দিক থেকে ঘুরন্ত ডিস্ক (platter) এর সাথে সংস্পর্শিত থাকে ডাটা রিডিং ও রাইটিং এর জন্য।

Platter বা ভেতরের Disk টি যত বেশি ঘরে হার্ড ডিস্ক ততটাই দ্রুত পারফর্ম করতে পারে যার জন্য আপনি বিভিন্ন RPM এর HDD শুনে থাকবেন।

আপনি কি জানেন এই এইচডিডি কে অস্থির (non-volatile) এবং legacy technology হিসাবে বিবেচিত করা হয়।

Non-volatile বলার কারণ HDD এর পাওয়ার সোর্স বিচ্ছিন্ন করার পরেও তা ডাটা রিড ও রাইট করতে সক্ষম।

আর legacy technology বলা হয় এটি SSD এর থেকেও অনেকে আগে এসেছে এবং আকারেও দীর্ঘ যা ৩.৫ ডেস্কটপ কম্পিউটারে ব্যবহৃত হয়।

এবং ২.৫ আকার এর হার্ড ডিস্ক ল্যাপটপ ও ছোট ডিভাইস গুলি ব্যবহৃত হয়ে থাকে।

এসএসডি বা SSD কি ও এর কাজ ?

এসএসডি বা SSD কি ও এর কাজ
এসএসডি বা SSD মানে কি ?

SSD এর পুরো নাম হল Solid State Drive এবং এটিও একটি non-volatile স্টোরেজ তবে HDD এর মতো এখানে

চলমান পার্টস যেরকম Platter বা Disk, Read/Write করার Head থাকে না। এই ড্রাইভ ডাটা স্টোর করার ক্ষেত্রে

নিজেস্ব সার্কিট বোর্ড ব্যবহার করে আর এই সমস্ত বিষয় গুলির জন্যই এসএসডি, এইচডিডি তুলনায় আকারে ছোট ও কয়েক গুন্ ফাস্ট বা দ্রুত হয়।

আপনি তাই SSD ভিন্ন আকারের দেখে থাকবেন যার মধ্যে ২.৫ ইঞ্চি এবং গাম স্টিক সাইজ যা M.2 হল কম্পিউটারের জন্য।

এছাড়া হার্ড ডিস্ক এর থেকে SSD গরম কম হয় আর পাওয়ার এনার্জিও কম গ্রহণ করে। যা ল্যাপটপ এর মত ডিভাইস এর ক্ষেত্রে খুবই উপযোগী।

এবার চলুন আমরা নিচে SSD vs HDD অর্থাৎ Hdd এবং ssd এর মধ্যে পার্থক্য ঠিক কি কি আছে তা সংক্ষেপে জেনেনি।

অবশ্যই পড়ুন: কিভাবে পিসি থেকে মোবাইলে ফাইল শেয়ার বা ট্রান্সফার করবেন

Hard Disk (HDD) ও SSD পার্থক্য

Hdd এবং ssd এর মধ্যে পার্থক্য
এইচডিডি বনাম এসএসডি (HDD এবং SSD পার্থক্য)
HDD (Hard Disk বা হার্ড ডিস্ক)SSD (এসএসডি )
HDD এর পুরো অর্থ হল Hard Disk DriveSSD এর পুরো অর্থ হল Solid State Drive
হার্ড ডিস্ক এর মধ্যে মেকানিক্যাল পার্টস
যেরকম প্লেটার বা ডিস্ক ও চলমান পার্টস
ইত্যাদি উপস্থিত।
এসএসডি মধ্যে মেকানিক্যাল পার্টস নেই।
নিজের ইলেকট্রনিক সার্কিট আছে।
HDD এর ডাটা Read ও Write সময় বেশি। SSD এর Read ও Write সময় কম বা দ্রুত।
এইচডিডি এর latency বা লেটেন্সি বেশি হয়। এসএসডি এর ল্যাটেন্সি তুলনামূলক ভাবে অনেক কম হয়।
হার্ড ডিস্ক এর বাজার মূল্য SSD তুলনায় কম। SSD এর দাম সাধারণত HDD এর তুলনায়
বেশি হয়ে থাকে।
এটি ট্রাডিশনাল বা বেশ পুরানো স্টোরেজ
ডিভাইস।
এটি তুলনামূলক নতুন এবং ভবিষৎমুখী।
মেকানিক্যাল পার্টস এর উপস্থিতির কারণে
হার্ড ডিস্ক এর মধ্যে শব্দ শোনা যায়।
এসএসডিতে মেকানিকাল পার্টস না থাকায়
কোনো শব্দ শোনা যায় না।
এইচডিডি আকারে বড় এবং ওজনে
ভারী হয়ে থাকে।
SSD আকারে ছোট হয় এবং মেকানিকাল
পার্টস না থাকায় হালকা হয়।
HDD এর পারফরমেন্স SSD এর তুলনায়
ধীর বা Slow
SSD হার্ড ডিস্ক এর থেকে অনেক দ্রুত
পারফর্ম করে।
হার্ড ডিস্ক এর Power Consumption বেশি হয়। এসএসডি এর Power Consumption
অনেকেই কম।
হার্ড ডিস্ক এর নির্ভরযোগ্যতা SSD এর তুলনায় কম। Solid State Drive বেশি নির্ভরযোগ্য এবং
গোলযোগ হওয়ার সম্ভবনা কম থাকে।
হার্ডডিস্ক এর স্টোরেজ ক্যাপাসিটি অধিক।
যেরকম 250 GB থেকে 14 TB
স্টোরেজ ক্যাপাসিটি কম উপস্থিত।
যেমন 120 GB থেকে 4 TB
সেকেন্ড প্রতি I/O অপারেশন কম। সেকেন্ড প্রতি I/O অপারেশন বেশি হয়।

তো ওপরে আমরা সংক্ষেপে এসএসডি এবং হার্ডডিস্ক এর মধ্যে পার্থক্য জানলাম। চলুন এবার নিচে এদের মধ্যে কিছু সুবিধা ও সুবিধা গুলি দেখেনি।

আরো জানুন: ১০+ ফ্রি কম্পিউটার সফটওয়্যার যা অবশ্যই ইনস্টল করা উচিত

Hard Disk (HDD) সুবিধা ও অসুবিধা

হার্ড ডিস্ক এর সুবিধা (Advantages of Hard Disk or HDD)

  • দাম বা মূল্য কম হয়ে থাকে।
  • স্টোরেজ ক্যাপাসিটি বেশি উপলব্ধ
  • সমস্ত রকমের ফাইল স্টোরের জন্য উপযোগী।
  • প্রটেবেল ও যেকোন জায়গায় বাহনযোগ্য হয়।
  • ভারী ও দীর্ঘ সময়ের জন্য ফাইল স্টোর যেরকম ব্যাকআপ এর জন্য সব থেকে ভালো।

হার্ড ডিস্ক এর অসুবিধা (disadvantages of Hard Disk or HDD)

  • SSD এর তুলনায় হার্ড ডিস্ক এর ডাটা রিড অনেক ধীর।
  • হার্ড ডিস্ক ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভবনা বেশি থাকে।
  • ডাটা রিকভারিতে সমস্যা হয় বা জটিল।
  • পাওয়ার কন্সাম্পশন বেশি হয়ে থাকে যার ফলে ল্যাপটপ এর মত ডিভাইসে বেটারী সমস্যা হয়।

এসএসডি বা SSD এর সুবিধা ও অসুবিধা

SSD এর সুবিধা ( Advantages of SSD or Solid State Drive)

  • এসএসডি অনেক দ্রুত হয়।
  • আকার ছোট ও ওজনে অনেক হালকা।
  • হার্ড ডিস্ক থেকে বেশি দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য।
  • পাওয়ার কন্সাম্পশন অনেকেই কম। ল্যাপটপ এর মত ডিভাইস এর জন্য উপযোগী।

SSD এর অসুবিধা (disadvantages of SSD)

  • দাম বেশি হয়ে থাকে।
  • স্টোরেজ ক্যাপাসিটি কম।
  • পুরানো ডাটা রিকভার করার ক্ষেত্রে জটিলতা বেশি।
  • ডাটা রিডিং সীমিত ইত্যাদি।

অবশ্যই পড়ুন: ল্যাপটপ বা কম্পিউটারে ওয়াইফাই সংযোগ করার উপায়

আমাদের শেষ কথা,

তো আপনারা এখন HDD ও SSD কি ? এবং এদের মধ্যে পার্থক্য ও সুবিধা অসুবিধা গুলি জানতে পেরেছেন। আপনি এই পোস্ট থেকে

কোনো সহায়তা পেয়ে থাকলে অবশ্যই আপনার মন্তব্য নিচে শেয়ার করুন এবং এরকম আরো পোস্ট এর জন্য আমাদের সাইট অনুসরণ করুন।