আজকের এই আর্টিকেলে আমরা হানিগেইন বা Honeygain অ্যাপ রিভিউ করবো অর্থাৎ অ্যাপটি কি, কিভাবে কাজ করে সেই বিষয়ে জানবো।
আচ্ছা কখন কি ভেবে দেখেছেন যদি এরকম হত, যে কিছু না করেই শুধু মাত্র ফোন ঘেটে অনলাইন সার্ফিং করে আয় করা যেত।
অর্থাৎ আমরা সবাই যেরকম প্রতিদিন ফোন ও কম্পিউটার ব্যবহার করি এবং যে সমস্ত অনলাইন একটিভিটি করে থাকি।
তা করার জন্যই যদি আয় করা যায় ঠিক বিষয়টি কিরকম হত? আপনি এখন ভাবছেন যে কি বলছেন মশাই এটাও কি আদেও সম্ভব।
আপাতত হানিগেইন অ্যাপটি সেটাই দাবি করছে যে আপনি শুধু অনলাইন এক্টিভিটিস চালু রাখলেই তারা আপনাকে পে (pay) করবে।
তবে এর সাথে বিভিন্ন প্রশ্ন এখন এসেই যায় যেরকম হানিগেইন অ্যাপটি কি, কিভাবে কাজ করে এবং অ্যাপটি কি লিগাল বা বৈধ।
তাহলে চলুন এই প্রশ্নের উত্তর গুলি আমরা নিচে জেনেনি,
Honeygain কি এবং কিভাবে কাজ করে?
Honeygain হল একটি মোবাইলে ও কম্পিউটার এপ্লিকেশন যা আপনাকে ডেটা শেয়ারিং এর জন্য অর্থ প্রদান করে থাকে।
অর্থাৎ আপনার অব্যবহৃত ইন্টারনেট ডেটা ও নেট সার্ফিংয়ের বা ব্যবহারের সময় সেখান থেকে কিছু ডেটা এরা কালেক্ট করে থাকে।
এদের মতে এরা সেই শেয়ার করা ইন্টারনেট ডেটা তাদের ক্লায়েন্টদের বিভিন্ন কোয়ারিস বা প্রশ্নের জন্য ব্যবহার করতে দেয়।
আর আপনার সেই অব্যবহৃত ডেটা শেয়ার করার ফলে আপনাকে এরা পে (pay) করবে যখনই আপনি সর্বনিম্ন ২০ ডলার অর্জন করে নেবেন।
Honeygain কি লিগাল বা বৈধ?
যেরকমটি ওপরে জানলাম যে অ্যাপটি আপনার অব্যবহৃত ইন্টারনেট ডেটা শেয়ার করার পরিবর্তে অর্থ প্রদান করে থাকে।
এবং এখানে ডেটা বলতে হানিগেইন শুধুমাত্র আপনার ইন্টারনেট ডেটাই কালেক্ট করে থাকে কোনো রকমের পার্সোনাল ডেটা না।
এছাড়াও হানিগেইন আপনার মোবাইল বা কম্পিউটার প্রসেসর পাওয়ার ব্যবহার করে না কোনো রকমের বিটকয়েন মাইনিং করার জন্য।
Trustpilot যেটি একটি জনপ্রিয় কনসিউমার রিভিউ সাইট সেখানে বিভিন্ন হানিগেইন ব্যবহারকারীদের অনেকেই পসিটিভ রিভিস আছে।
যা দেখে বলতে পারি যে অবশ্যই অ্যাপটি বা কোম্পানিটি একটি বৈধ বা লিগ্যাল।
- অবশ্যই জানুন: ৫টি সেরা অনলাইন ইনকাম অ্যাপস ২০২০
কিভাবে Honeygain অ্যাপ ডাউনলোড ও ব্যবহার করবেন?
আমরা সবার প্রথমে কিভাবে হানিগেইন একাউন্ট তৈরি করতে হয় এবং সঙ্গে সঙ্গে একাউন্টে $৫ ডলার অ্যাড করতে পারি তা জানবো।
এবং তারপরে কিভাবে Honeygain app ডাউনলোড ও ইনস্টল করতে হয় সেই বিষয়ে জানবো।
Honeygain Account Creation
ধাপ ১: সবার প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারে থেকে হানিগেইন একাউন্ট তৈরির জন্য এখানে ক্লিক করুন।
আপনি যদি ওপরের লিংকে ক্লিক করে একাউন্ট তৈরি করেন তাহলে $৫ ডলার ফ্রিতে আপনার একাউন্টে পাবেন।
ফলে আপনার ইনকাম সেই $৫ ডলাররের পর থেকে শুরু হবে এবং আরো তারাতারি টাকা উত্তলোন বা উইথড্র করতে পারবেন।
ধাপ ২: লিংকে ক্লিক করার পর আপনার সামনে ঠিক নিচের ফটোটির মতো একটি পেজ ওপেন হবে সেখানে “Claim $5 Now” ক্লিক করুন।

ধাপ ৩: এখন আপনার সামনে একাউন্ট তৈরি বা সাইন আপ পেজ আসবে সেখানে আপনার ইমেইল আইডি ও পাসওয়ার্ড প্রদান করুন।
এবং তারপর নিচে “Sign Up” বাটনে ক্লিক করুন।

ধাপ ৪: Sign up ক্লিক করার পর একাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনার সামনে হানিগেইন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে।
এখন আপনি যে ইমেইল আইডি দ্বারা একাউন্ট তৈরি করেছেন তা ভেরিফাই করতে হবে। তা করার জন্য ড্যাশবোর্ড থেকে “Confirm Email” ক্লিক করুন।

কনফার্ম ইমেইলে ক্লিক করার পর আপনার একাউন্টে ব্যবহার কর ইমেইল আইডিতে একটি মেইল যাবে সেই মেইলটি ওপেন করুন।
এবং সেখান থেকে “Verify Email” ক্লিক করুন। এরপর আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে এবং আপনি হানিগেইন থেকে আয় করা শুরু করতে পারবেন।
Download Honeygain For Android or PC

হানিগেইন ডাউনলোড ও ইনস্টল করা খুবই সহজ আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগল গিয়ে download honeygain লিখে সার্চ করুন।
অথবা সরাসরি এখানে ক্লিক করুন এবং ডাউনলোড পেজে ভিসিট করে আপনি যে ডিভাইসের জন্য ডাউনলোড করতে চান, করে নিন।
এবং ইনস্টল এর ক্ষেত্রে আপনি যেরকম ভাবে কোন মোবাইল এপ্লিকেশন অথবা কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করেন সেই একই প্রসেস।
আর যেহেতু আপনার আগেই একাউন্ট তৈরি করা করা আছে তাই ইনস্টল হয়ে যাওয়ার পর সরাসরি “Sign in” এ ক্লিক করে আপনার একাউন্ট লগ ইন করে নিন।
- অবশ্যই পড়ুন: ySense থেকে অনলাইন সার্ভে করে আয় করুন
আমাদের শেষ কথা:
অবশ্যই পরামর্শ দেবো যে আপনার যদি কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে, ফোনের সাথে সাথে সেখানেও Honeygain অ্যাপ ব্যবহার করুন।
তার সাথে আপনার রেফারেল লিংকের মাধ্যমে আপনার বন্ধুদেরও অ্যাপটি ব্যবহার করতে বলুন এতে আপনি আরো বেশি আয় করতে পারবেন।
কিছু না করে শুধুমাত্র মোবাইল বা কম্পিউটারে নেট ঘেটে ও নিজের অব্যবহৃত ডেটা কাজে লাগিয়ে যদি মাসে ২০-৩০ ডলার আয় করতে চান তাহলে অবশ্যই অ্যাপটি ব্যবহার করতে পারেন।
তো বন্ধুরা আপনাদের যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না।
তার সাথে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ এই আর্টিকেল সম্পর্কে থেকে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানান।
দাদা, বাংলাদেশ, থেকে পরছি, ভাল লাগলো।
একটা প্রশ্ন ছিল, বাংলাদেশ থেকে অ্যামাজন ইন্ডিয়াতে আফিলয়েট / রিভিউ লিখে আয় করতে পারব?
হ্যাঁ, অবশ্যই পারবেন। তবে পরামর্শ দেবো যে বাংলাতে এফিলিয়েট পোস্ট বা রিভিউ না লিখে ইংরেজিতে কনটেন্ট লিখে আমাজন এফিলিয়েট করার চেষ্টা করুন তাহলে বেশি লাভবান হবেন।