আজ আমরা জানবো যে কিভাবে মোবাইল বা ট্যাবলেট এর মতো ছোট স্ক্রিন এর ডিভাইস দ্বারাও ব্লগিং করবেন।
তবে শুরুতেই আপনাদের জানিয়ে দেবো যে আমি আজ স্টেপ বাই স্টেপ ব্লগিং গাইড বা টিউটোরিয়াল দেবোনা। (কারণ আগে থেকেই আর্টিকেল দেওয়া আছে )
আমি শুধু আপনাদের একটি দারুন উপায় বা সুযোগ বলে দেবো যার দ্বারা আপনি মোবাইল বা ফোন থেকেও ব্লগিং শুরু করতে পারবেন।
অনেকেই আছে যারা ব্লগিং শুরু করতে চায় তা সে লেখালেখি ভালোবাসে বলেই হোক অথবা অনলাইন অর্থ উপার্জন এর জন্য।
কিন্তু বাড়িতে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার না থাকার কারণে এবং কম বাজেট এর কারণে তা হয়ে ওঠেনা।
আর অনেকেই আছে যারা আমায় বিভিন্ন প্লাটফর্ম ও ফোরাম সাইটে জিজ্ঞাসাও করেছে যে ফোন থেকে কি ব্লগিং করা যাবে।
তো এই সমস্ত ব্লগিং প্রেমীদের জন্য আজকের এই আর্টিকেলটি খুবই হেল্পফুল হবে যা তাদের ফোন থেকেই ব্লগিং করার প্রতি কনফিডেন্ট বাড়িয়ে দেবে।
তো আর বেশি সময় ব্যয় না করে চলুন নিচে আমরা দেখিনি কোন জিনিস বা মাধ্যমটি ব্যবহার করে মোবাইল ফোন থেকেও আমরা খুবই সহজে ব্লগিং শুরু করতে পারি।
অবশ্যই পড়ুন:
- কিভাবে ব্লগার থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে মুভ করবেন
- ৯টি সেরা ওয়ার্ডপ্রেস প্লাগিন (WordPress Plugins) ২০২২
যেভাবে ফোন বা মোবাইল থেকে সহজে ব্লগিং শুরু করতে পারবেন

শুরুতেই যেমনটি বলেছিলাম যে আজ এখানে আপনাদের ব্লগিং শুরুর কোনো গাইড দেবোনা এই আর্টিকেলের মধ্যে।
আপনারা মোবাইল দ্বারাও ব্লগিং শুরু করতে পারবেন এর একটি উপায় বলে দেবো যার ফলে খুবই সহজে ফোন থেকেই Blogging শুরু করতে পারবেন।
আর সেই উপায়টি হল একটি কীবোর্ড বা Keyboard, জানি যে অনেকেই চমকে গেছেন বা ভাবছেন এসব আবার কি!
আমি এও জানি যে আপনারা কীবোর্ড কি তা জানেন তবে এখানে আমি যেই কীবোর্ড এর কথা বলছি তা হলো Bluetooth বা ওয়্যারলেস কীবোর্ড
যা আপনি এন্ড্রয়েড স্মার্টফোন, আইফোন এবং পরবর্তী সময় যদি পিসি হয় সেখানেও কানেক্ট করতে পারবেন।
আর এই কীবোর্ড এর মধ্যেই নিজের স্মার্টফোন ও ট্যাবলেট রাখার বা সেট করার জায়গা আছে যার ফলে অনায়াসে আপনি লেখালেখি করতে পারবেন।
তো আপনি যদি কোনো বিষয়ে পটু হন, লেখালেখি করতে ভালোবাসনে অথবা যেকোনো কারণেই ব্লগিং ও নিজের ওয়েবসাইট শুরু করতে চান।
সেই ক্ষেত্রে বিশ্বাস করুন এটি খুবই হেল্পফুল এবং মোবাইল থেকে ব্লগিং শুরু করার সমস্যার সমাধান এর সব থেকে বড় টুল প্রমাণিত হবে।
জানুন:
কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস যা আমি বোঝাতে চাইছি
- স্মার্টফোন স্ক্রিন ল্যাপটপ বা পিসি এর থেকে অনেকই ছোট কিন্তু আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করতেও অভ্যস্ত যেখানে ছোট ও বড় টেক্সট বা লেখা পড়তেও পারি আর লিখতেও পারি।তাই একটু অভ্যাস ও ধৈর্য দিলে আপনার একদমই সমস্যা হবে না।
- যদি ইচ্ছা থাকে আর শুধুমাত্র নিজের পিসি বা ল্যাপটপ নেই বলে ও বাজেট কমের জন্য যদি এখনো ব্লগিং শুরু করতে না পারেন। তাহলে বলবো এটা সুবর্ণ সুযোগ ও সব থেকে ভালো সময়।
- জনপ্রিয় দুটি ব্লগিং প্লাটফর্ম Blogger ও WordPress এদের নিজেস্ব মোবাইল এপ্লিকেশন আছে যাদের দ্বারা খুব সহজেই নিজের সাইট ম্যানেজ, আর্টিকেল বা ব্লগ পোস্ট লেখা ও পাবলিশ করতে পারবেন।এবং ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে প্লাগিনস ও থিম ইত্যাদি সমস্ত কিছুই এই এপ্লিকেশন দ্বারা পিসি উজারদের মতোই ব্যবহার করতে পারবেন।
- এছাড়াও আপনি চাইলে পিসি ইউসারদের মতোই ওয়ার্ডপ্রেস ও ব্লগার ড্যাশবোর্ড ক্রোম ব্রাউজার খুলে সেখানে Desktop মোড অন করে ব্যবহার করতে পারবেন।
তো মজা করেই আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছে যে, এবার আপনার এক্সকিউস বা অজুহাত কি ফোন থেকে ব্লগিং শুরু কোনো না পারার।
তো নিচে আমি এরকম কিছু ওয়্যারলেস কীবোর্ড যুক্ত করছি যা আপনি চাইলে ব্যবহার করে মোবাইল থেকে ব্লগিং এর জন্য ব্যবহার করতে পারবেন।

২. Amazon Basics Wireless Bluetooth Multi-Device Keyboard
৩. Logitech K400 Plus Wireless Touch Keyboard
৪. Zebronics ZEB-K5000MW Bluetooth Wireless Keyboard
এফিলিয়েট দাবিত্যাগ
ওপরে ব্যবহৃত কিছু লিংক এফিলিয়েট লিংক অর্থাৎ যার দ্বারা আপনি যদি কোনো প্রোডাক্ট ক্রয় করেন সেই ক্ষেত্রে আমরা কিছু অর্থ কমিশন হিসাবে গ্রহণ করতে পারি।
আমাদের শেষ কথা,
এ বিষয় একে বারেই এড়িয়ে যাওয়ার মত না যে কিছু কিছু জিনিস এর ক্ষেত্রে আপনার অল্প সমস্যা হবে মোবাইল থেকে ব্লগিং এর জন্য।
তবে সেগুলি যদি প্লানিং ও ম্যানেজ করে করেন সেই ক্ষেত্রে প্রথম দিকে অসুবিধা হলেও পরে বিশেষ অসুবিধা হবে না।
আশা করছি যারা নিজের ফোন থেকেই blogging শুরুর কথা ভেবেছেন বা ভেবেছিলেন তাদের এই পোস্টটি হেল্পফুল হবে।
যদি পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাকিদের সাথেও শেয়ার করতে একদম ভুলে যাবেন না।
আর এফিলিয়েট লিংক দেখে একদমই এরকম ভাবেনা না যে শুধু পণ্য প্রমোট করার উদ্দেশ্যে এই পোস্ট।
তা কিন্তু একদমই আমাদের প্রধান ও প্রাথমিক উদ্দেশ্য না এই সাইট সর্বদা চাইবে আপনাদের সঠিক গাইড ও সাহায্য করার। হ্যাপি ব্লগিং !
khub valo hoyeche, onek helpful
Thanks