ব্লগার নাকি ওয়ার্ডপ্রেস

ব্লগার নাকি ওয়ার্ডপ্রেস? কোনটি থেকে শুরু করবেন?

আপনি কি নতুন ব্লগ সাইট শুরু করার কথা ভাবছেন? কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কোন প্ল্যাটফর্ম থেকে শুরু করবেন, ব্লগার নাকি ওয়ার্ডপ্রেস?

কোনো সমস্যা নেই আজকে এই আর্টিকেলের মাধমে আমি আপনাকে সাহায্য করবো আপনার জন্য সঠিক ব্লগিং প্লাটফর্ম নির্বাচন করতে।

ব্লগিং শুরু করার জন্য অবশ্যই আমরা প্রথমে রিসার্চ করি আর তার মধ্যে যেই জনপ্রিয় দুটি প্লাটফর্মের নাম বেশি পাই তাহলো ওয়ার্ডপ্রেস আর ব্লগার।

হ্যাঁ এটা সত্যি যে ইন্টারনেট দুনিয়ার মধ্যে ওয়ার্ডপ্রেস আর ব্লগার হল সব থেকে জনপ্রিয় ও শ্রেষ্ঠ দুটি ব্লগিং প্লাটফর্ম।

আপনি এই দুটি প্লাটফর্ম থেকেই ব্লগ সাইট তৈরী করতে পারলেও এদের নিজের আলাদা বৈশিষ্ট্য, পার্থক্য এবং তার সাথে কিছু সুবিধা ও অসুবিধা আছে।

আর আজকে আমরা এই দুটি প্লাটফর্মের মধ্যে পার্থক্য ও সুবিধা অসুবিধা টেনে দেখাবো, যার মাধ্যমে আপনি বুছতে পারবেন আপনার জন্য কোন প্লাটফর্মটি আদর্শ হবে, ব্লগার নাকি ওয়ার্ডপ্রেস?

সবার প্রথমে আমাদের জানতে হবে ব্লগিং প্লাটফর্ম নির্বাচন করার জন্য কোন বিষয়গুলি দেখতে হবে অর্থাৎ পার্থক্যের বিষয়গুলি কি।

অবশ্যই পড়ুন:- ব্লগিং শুরু করার আগে যে বিষয়গুলি আপনার জানা দরকার

ব্লগিং প্লাটফর্ম নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলি বিবেচনা করতে হবে?

ব্লগার ও ওয়ার্ডপ্রেস এর মধ্যে পার্থক্য করার আগে, আমরা জেনে নেবো এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা কোন ব্লগ প্লাটফর্ম নির্বাচনের আগে আমাদের বিবেচনা করতে হবে।

আর ওই বিষয়গুলির ওপর ভিক্তি করেই আমরা ব্লগস্পট ও ওয়ার্ডপ্রেসের মধ্যে পার্থক্য রেখা টানবো যাতে আপনি বুছতে পারেন।

যে ব্লগার নাকি ওয়ার্ডপ্রেস আপনার জন্য কোন ব্লগ প্লাটফর্মটি ভালো হবে আপনার প্রথম ব্লগ সাইট শুরু করার জন্য।

  • ব্লগার ও ওয়ার্ডপ্রেস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।
  • প্লাটফর্ম মালিকানা স্বত্ব।
  • ব্যবহারে সহজ।
  • নিয়ন্ত্রণ ও নমনীয়তা।
  • সাইট ডিসাইন।
  • নিরাপত্তা বা সিকিউরিটি।
  • প্লাটফর্ম সাপোর্ট।
  • প্লাটফর্ম মূল্য।

তো চলুন এবার ব্লগার ও ওয়ার্ডপ্রেসের মধ্যে পার্থক্য করে জেনেনি যে ব্লগ সাইট শুরু করার জন্য কোন ব্লগ প্লাটফর্মটি থেকে শুরু করবেন।

১. ব্লগার ও ওয়ার্ডপ্রেস – সংক্ষিপ্ত আলোচনা

ওয়ার্ডপ্রেস ও ব্লগার হল পৃথিবীর শ্রেষ্ঠ ও সব থেকে বেশি ব্যবহৃত ব্লগ প্লাটফর্ম যা আমরা আগেই ওপরে আলোচনা করেছি।

কিন্তু আপনি কি জানেন যে ইন্টারনেটে যত ওয়েবসাইট বা ব্লগ সাইট আছে তার মধ্যে ৩৫% এরও বেশি সাইট ওয়ার্ডপ্রেস থেকে তৈরী করা হয়েছে।

আর ঠিক ওয়ার্ডপ্রেসের পরেই স্থান আছে ব্লগার ডট কমের।

ব্লগার কি?

ব্লগার হল গুগলের একটি ফ্রি ব্লগ হোস্টিং প্লাটফর্ম যেখানে আপনি ব্লগস্পট সাবডোমিনের সাথে একটি ফ্রি ব্লগ সাইট খুলতে পারবেন।

ব্লগস্পট সাবডোমেইন বলতে আপনার ফ্রি ডোমেইন টি এরকম: Yourname.logspot.Com, হবে।

তবে আপনি চাইলে অবশ্যই একটি কাস্টম ডোমেইনও ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনাকে তা ক্রয় করতে হবে।

কিন্তু, যেহেতু ব্লগার ডট কম গুগলের একটি ফ্রি ব্লগ হোস্টিং সাইট তাই এখানে আপনার সাইট হোস্ট করার জন্য কোনো খরচ দিতে হবে না।

ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস হল একটি বৈশিষ্ট্যপূর্ণ ফ্রি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা CMS যেখানে থেকে ওয়েবসাইট, ব্লগ সাইট ও অনলাইন স্টোর তৈরি করা যায়।

এটি একটি ফ্রি বা ওপেন সোর্স প্রোগ্রাম তবে ওয়ার্ডপ্রেস সাইটে ব্লগ তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে একটি হোস্টিং ও ডোমেইন ক্রয় করতে হবে।

২. প্লাটফর্ম মালিকানা স্বত্ব

কোনো ব্লগ সাইট প্লাটফর্ম নির্বাচনের ক্ষেত্রে সেই প্লাটফর্মের মালিকানা স্বত্বের দিক বা বিষয়টি অবশ্যই নজর রাখা উচিত।

কারণ আপনি তখনি আপনার ব্লগ সাইটি সম্পূর্ণ স্বাধীনভাবে ব্যবহার ও পরিচালনা করতে পারবেন যখন আপনার তা করার অধিকার থাকবে বা দেওয়া হবে।

ব্লগার – এর ক্ষেত্রে মালিকানা স্বত্ব

আমরা আগেই জেনেছি যে ব্লগার হল গুগলের একটি ব্লগ হোস্টিং পরিষেবা, যা সম্পূর্ণ ফ্রি একটি ব্লগ সাইট তৈরি ও কন্টেন্ট পাবলিশের জন্য।

অর্থাৎ এটি ফ্রি ব্লগ হোস্টিং সাইট যেখানে আপনি খুব সহজেই কম সময়ের মধ্যে একটি ব্লগ সাইট তৈরি ও কনটেন্ট পাবলিশ করতে পারেন।

কিন্তু অবশ্যই মনে রাখবেন যে এর মালিকানা গুগলের, আপনার না।

তাই গুগল চাইলে যখন খুশি আপনার ব্লগ সাইট বন্ধ করে দিতে পারে তাও আবার আপনাকে কোনো রকম বিজ্ঞপ্তি না দিয়ে।

ওয়ার্ডপ্রেস – এর ক্ষেত্রে মালিকানা স্বত্ব

অন্যদিকে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনাকে হোস্টিং ক্রয় করতে হচ্ছে ওয়ার্ডপ্রেসে আপনার সাইটটি হোস্ট করার জন্য।

তাই এই ক্ষেত্রে আপনি আপনার হোস্টিং ও সাইট ব্যবহার, পরিচালনার ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে সম্পূর্ণ ভাবে স্বাধীনতা পাচ্ছেন।

অর্থাৎ আপনার ব্লগ সাইটটি আপনি কত দিন চালু রাখবেন বা কত দিন পর বন্ধ করে দিবেন তা সম্পূর্ণ আপনার হাতে।

৩. ব্যবহারে সহজ

যারা নতুন ব্লগ সাইট শুরু করতে চায় তাদের মধ্যে বেশিরভাগ লোক কেউই ওয়েব ডেভলাপার বা ওয়েব সাইট তৈরিতে দক্ষ না।

তাই যেকোনো ব্লগিং প্লাটফর্ম অবশ্যই ব্যবহারে সহজ হাওয়া উচিত যাতে সবরকমের ইউসার তা খুব সহজে বুছতে ও ব্যবহার করতে পারে।

ব্লগার – এর ক্ষেত্রে ব্যবহারে সহজলভ্যতা

ব্লগার খুবই সহজ ও সাধারণ একটি ব্লগ প্লাটফর্ম আপনি একটি গুগল একাউন্টের সাহায্যে কিছু মিনিটের মধ্যেই এখানে একটি ব্লগ সাইট খুলতে পারবেন।

আপনাকে শুধু ব্লগার ডট কম সাইটে গিয়ে একটি গুগল একাউন্ট সাহায্যে সাইন উপ করে “Create a new blog” বাটানে ক্লিক করতে হবে।

তার আপনার পছন্দের সাইট নাম ও ডোমেইন নাম প্রদান করুন এবং একটি থিম বা টেম্পলেট সিলেক্ট করুন আপনার সাইটের জন্য।

বাস আপনার ব্লগ সাইট তৈরি হয়ে গেলো। এরপর আপনাকে শুধু কিছু সেটিংস, লে-আউট ও পেজ সজ্জিত করতে হবে।

তার পর আপনি সম্পূর্ণভাবে আপনার ব্লগ পোস্ট লেখা ও পাবলিশ করার জন্য তৈরি হয়ে যাবেন।

ওয়ার্ডপ্রেস – এর ক্ষেত্রে ব্যবহারে সহজলভ্যতা

একটি ওয়ার্ডপ্রেস সাইট সেটআপ করাও খুবই সহজ ও দ্রুত পক্রিয়া। এবং এই ক্ষেত্রেও আপনার ওয়েব ডেভলাপার বা কোডিং জানার দরকার নেই।

তবে একটু টেকনিক্যাল নলেজের দরকার পরে আর তা জানা থাকলে ৩০ মিনিটের মধ্যেই আপনি একটি ওয়ার্ডপ্রেস সাইট সেটআপ করে নিতে পারবেন।

আপনাকে শুধু হোস্টিংয়ের সাথে আপনার ডোমেইন নাম সংযুক্ত করতে হবে এবং তারপর হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে।

এবং অল্পকিছু সেটআপ ও সাইন আপ পক্রিয়ার পর আপনাকে একটি থিম সিলেক্ট করতে হবে এবং আপনার পছন্দ মতো তা সজ্জিত করতে হবে।

আপনি চাইলে ওয়ার্ডপ্রেসে আপনার পছন্দের যেকোন প্লাগিন্স ইনস্টল করে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগকে আরো বৈশিষ্ট্যপূর্ণ করে তুলতে পারেন।

সবশেষে যা পরে থাকে তা হল আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ব্লগ পোস্ট তৈরি করা, আর যা অনেক সহজ ও ব্লগারের তুলনায় বেশি ফিচারস যুক্ত।

৪. সাইট নিয়ন্ত্রণ ও নমনীয়তা

আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস যা আপনাকে বিবেচনা করতে হবে তা হল আপনার ব্লগ সাইট নিয়ন্ত্রণ ও তার নমনীয়তা।

আপনার ব্লগ সাইট কি আপনাকে তার ডিসাইন এবং কার্যকারিতা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে দেয়? আপনি কি আপনার ব্লগে নতুন বৈশিষ্ট্য যুক্ত করতে সক্ষম?

চলুন ব্লগস্পট ও ওয়ার্ডপ্রেসের মধ্যে এই বিষয়টি নিয়ে পার্থক্য করে জেনেনি যে তারা কি এই ক্ষমতা প্রদান করছে?

ব্লগার-এর ক্ষেত্রে সাইট নিয়ন্ত্রণ ও নমনীয়তা

ব্লগার একটি সহজ ও সাধারণ ব্লগ প্লাটফর্ম যা আপনাকে অল্প কিছুই ব্লগিং টুল বা ফিচারস প্রদান করে আপনার সাইটের নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য।

অর্থাৎ আপনার ব্লগস্পট ব্লগ সাইটে আপনি যে সমস্ত জিনিসগুলি করতে পারবেন তা সীমিত এবং তা প্রসারিত করার সেরকম কোনো উপায় নেই।

যদিও আপনি ব্লগারের মধ্যে ইন বিল্ট কিছু গ্যাজেট পেয়ে যাবেন যেরকম অ্যাড, ফীচার পোস্ট, HTML/JS, লেবেল ও সাবস্ক্রিপশন ফর্ম ইত্যাদি।

কিন্তু এদের কার্যকারিতা অনেক কম আর আপনি এদের কোনো বিকল্প গ্যাজেটও ব্লগস্পটে ব্যবহার করতে পারবেন না।

এবং বহুল ব্যবহৃত ওয়েবসাইট ফিচারসগুলি আপনি কোনো ভাবেই এখানে যুক্ত বা ব্যবহার করতে পারবেন না। তাই নিয়ন্ত্রণ ও নামনীয়তার দিক থেকে ব্লগার অনেক সীমিত।

ওয়ার্ডপ্রেস-এর ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও নমনীয়তা

যেখানে ব্লগারের ক্ষেত্রে ফীচারস ও নিয়ন্ত্রণ ক্ষমতা সীমিত তার সাথে নতুন কোনো ফিচারস যুক্ত করারও কোন সম্ভাব্যতা নেই।

সেখানে ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স প্রোগ্রাম হওয়ায় আপনি এখানে খুব সহজেই নতুন যেকোনো ফিচারস যুক্ত ও পরিবর্তন করতে পারবেন।

আপনি এখানে খুব সহজেই ফ্রি ও প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস প্লাগিনসের মাধ্যমে আপনার সাইটের যে কোনো বিশিষ্ট্য পরিবর্তন বা নতুন কোনো ফিচারস ও বৈশিষ্ট্য যুক্ত করতে পারবেন।

ওয়ার্ডপ্রেস আপনাকে পূর্ণ স্বাধীনতা দেয় আপনার সাইট আপনার মতো ভাবে পরিবর্তন ও বৈশিষ্ট্যপূর্ণ করা তোলার।

৫. সাইট ডিসাইন

কোনো ব্লগ সাইটের ডিসাইন সত্যিই গুরুত্বপূর্ণ ভিমিকা পালন করে ভিসিটর্সদের সেই সাইটে বেশি সময় ব্যয় করানোর জন্য।

কারণ যখন কোন ভিসিটর্স প্রথম কোনো সাইটে ভিসিট করে তখন সে প্রথম যে জিনিসটির প্রতি আকৃষ্ট হয় তা হলো সাইটের ডিসাইন।

তাই একটি সাইটের ভালো ডিসাইন বেশি ভিসিটর্স নিয়ে আসতে, সাইটের বাউন্স রেট কমাতে ও ইউসারদের সাইটে বেশি সময় ব্যয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ব্লগার – এর ক্ষেত্রে ডিসাইন বিকল্প

ব্লগার বা ব্লগস্পটের মধ্যে ডিফল্ট যে সমস্ত থিম বা টেম্পলেট আছে তা সীমিত ও খুবই সাধারণ থিম যা প্রায় প্রত্যেকে ব্যবহার করে।

এবং আপনি এখানে থিম গুলির মধ্যে সীমিত কিছু বৈশিষ্ট্যই পরিবর্তন করতে পারবেন যেরকম থিম লে-আউট, রং ও অন্যান্য সাধারণ বৈশিষ্ট্য।

যদিও আপনি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ব্লগার থিম ডাউনলোড করে ব্যবহার করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে তা ক্রয় করতে হবে।

কিন্তু সেই সমস্ত থিমগুলির কোয়ালিটি ভালো হয়না বা নিম্ন মানের হয়ে থাকে।

ওয়ার্ডপ্রেস – এর ক্ষেত্রে ডিসাইন বিকল্প

অন্যদিকে আপনি ওয়ার্ডপ্রেসে হাজার হাজার প্রিমিয়াম ও ফ্রি থিম বা টেম্পলেট পেয়ে যাবেন আপনার সাইটে ব্যবহার করার জন্য।

আপনি এখানে প্রায় সমস্ত রকম ওয়েবসাইট বা ব্লগ সাইটের জন্য থিম পেয়ে যাবেন এবং যা কোয়ালিটি ও ডিসাইনের দিক থেকে অনেক উন্নত।

শুধু তাই না আপনি থিমের জন্য এরকম কিছু প্লাগিন ব্যবহার করে আপনার সাইটের ডিসাইনকে আরো এলিগেন্ট ও প্রফেসনাল লুক দিতে পারবেন।

আপনার ওয়ার্ডপ্রেস সাইটে থিম ব্যবহারের জন্য আপনি পাঁচ হাজারের বেশি থিম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও থার্ড পার্টি সাইট থেকেও আপনি কেন প্রিমিয়াম থিম কিনে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ সাইটে ব্যবহার করতে পারেন।

অবশ্যই মনে রাখবেন প্রতিটি ওয়ার্ডপ্রেস থিম কাস্টোমাইজ বা পরিবর্তনে আপনি ব্লগারের থেকে অধিক সুযোগ পাবেন।

৬. নিরাপত্তা বা সিকিউরিটি

ব্লগিং প্লাটফর্ম নির্বাচনের ক্ষেত্রে সেই প্লাটফর্ম ব্যবহারে নিরাপত্তা বা সিকিউরিটির বিষয়টি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়।

ব্লগার – এর ক্ষেত্রে নিরাপত্তা বা সিকিউরিটি

ব্লগার বা ব্লগস্পট ব্যবহারের একটি সুবিধা হল যে যেহেতু এটি গুগলের একটি সার্ভিস তাই সিকিউরিটির বিষয়টি না ভাবলেই চলে।

অর্থাৎ আপনাকে সার্ভার, আপনার সাইটের বিভিন্ন রিসোর্স এবং সাইটের ব্যাকআপ নিয়ে কোনো দুশ্চিন্তাই করতে হবে না।

ওয়ার্ডপ্রেস – এর ক্ষেত্রে নিরাপত্তা ও সিকিউরিটি

নিঃসন্দেহে ওয়ার্ডপ্রেসও একটি সিকিউর ব্লগ প্লাটফর্ম কিন্তু যেহেতু এটি একটি সেল্ফ হোস্টিং সার্ভিস তাই ব্যাকআপ ও নিরাপত্তার দিকগুলি আপনাকেই খেয়াল রাখতে হবে।

এরকম অনেক ওয়ার্ডপ্রেস প্লাগিন আছে যাদের সাহায্যে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে সিকিউর বা নিরাপত্তা দিতে পারবেন।

৭. প্লাটফর্ম সাপোর্ট

কোন ব্লগ প্লাটফর্ম নির্বাচনের জন্য সেই প্লাটফর্মের কাছ থেকে ভবিষ্যতে কোনো কারণ বসত সাপোর্ট পাওয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করা উচিত।

তাই আপনার প্রয়োজন মতো আপনাকে সাহায্য করার জন্য একটি নির্ভরযোগ্য সাপোর্ট সিস্টেম সেই প্লাটফর্ম দিচ্ছে কিনা অবশ্যই যাচাই করুন।

ব্লগার – এর ক্ষেত্রে প্লাটফর্ম সাপোর্ট

ব্লগারের মধ্যে সাপোর্ট সিস্টেম অনেক সীমিত এবং ব্লগারের যে সমস্ত ফোরাম সাইট গুলি আছে তও খুব সাধারণ।

যেহেতু এটি গুগলের একটি ফ্রি পরিষেবা তাই গুগলের পক্ষে সমস্ত ব্লগ ব্যবহারকারীদের জন্য পৃথক ভাবে সাপোর্ট সরবরাহ করা সম্ভব না।

অর্থাৎ সাইটের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে তা নিজে থেকেই তার প্রতিকার বের করতে হবে।

ওয়ার্ডপ্রেস – এর ক্ষেত্রে সাপোর্ট সিস্টেম

ওয়ার্ডপ্রেসের যে সমস্ত কমিউনিটি সাপোর্ট সিস্টেম গুলি আছে তা অনেক একটিভ ও দ্রুত। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি দ্রুত তাদের সাহায্য পাবেন।

প্রতিটি ওয়ার্ডপ্রেস প্লাগিনের ক্ষেত্রেও সাপোর্ট সিস্টেম অনেক ভালো ও সহজলভ্য। প্লাগিন সংক্রান্ত যেকোন সমস্যয় তারা আপনাকে দ্র্রুত সাহায্য করবে।

এছাড়া এরকম বহু ওয়ার্ডপ্রেস কমিউনিটি সাইট ও ফোরাম সাইট আছে যেখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস সংক্রন্ত বিভিন্ন সহায়তা পেয়ে যাবেন।

৮. প্লাটফর্ম মূল্য

ব্লগার নাকি ওয়ার্ডপ্রেস? কোন প্লাটফর্মটি সব থেকে ভালো তা নির্বাচন করার জন্য এদের মধ্যে পার্থক্যের টানার শেষ বিষয়টি হল প্লাটফর্ম মূল্য।

ব্লগার থেকে ব্লগ সাইট শুরু করতে যা খরচ

আমরা প্রথমেই জেনেছি যে ব্লগার বা ব্লগস্পট হল গুগলের একটি ফ্রি ব্লগ হোস্টিং পরিষেবা এবং যা বলতে গেলে সম্পূর্ণ ফ্রি।

অৰ্থাৎ ব্লগার ফ্রিতে আপনাকে ব্লগ হোস্টিং ও সাব ডোমেইন প্রদান করছে ব্লগ সাইট শুরু করার জন্য, এর সাথে থিম ও বিভিন্ন গ্যাজেট গুলিও ব্যবহারের সুযোগ দিচ্ছে।

কিন্তু আপনি যদি চান আপনার ব্লগার সাইটের জন্য সাব ডোমেইনের পরিবর্তে অবশ্যই একটি কাস্টম ডোমেইন ক্রয় করে ব্যবহার করতে পারেন।

অবশ্যই মনে রাখবেন ব্লগার থেকে আপনি প্রায় সম্পূর্ণ ফ্রিতে নিজের ব্লগ সাইট শুরু করতে পারলেও ব্লগার বিভিন্ন দিক থেকে অনেকেই সীমিত।

ওয়ার্ডপ্রেস থেকে ব্লগ সাইট শুরু করতে যা খরচ

ওয়ার্ডপ্রেস সফটওয়্যার বা প্রোগ্রামটি সম্পূর্ণ ফ্রি কিন্তু তা ব্যাবহারের জন্য আপনার একটি হোস্টিং ও ডোমেইন নাম অবশ্যই লাগবে।

অর্থাৎ ওয়ার্ডপ্রেস থেকে ব্লগ সাইট শুরু করতে গেলে আপনাকে ডোমেইন ও হোস্টিং ক্রয় জনিত ব্যয় ওঠাতেই হবে।

তবে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনি ব্লগিং করার জন্য সম্পূর্ণ স্বাধীনতা পাবেন সব দিক থেকে।

আমাদের শেষ কথা:

ওয়ার্ডপ্রেস ও ব্লগার দুটিই জনপ্রিয় ও বহুল ব্যবহৃত দুটি ব্লগ প্লাটফর্ম কিন্তু প্রশ্ন হল শুরু করবো কোনটি থেকে ব্লগার নাকি ওয়ার্ডপ্রেস?

যেহেতু আমাদের এর মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে পারি যে।

আপনার যদি বাজেট না থাকে, এবং আপনি শুধু লেখালেখি বা ব্লগিংয়েই গুরুত্ব দিতে চান ও ব্লগ থেকে কোনো ভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্য না থেকে থাকে।

সেই ক্ষেত্রে অবশ্যই ব্লগার বা ব্লগস্পট আপনার জন্য শ্রেয় হবে।

অন্যদিকে আপনার উদ্যেশ্য যদি একটি প্রফেশনাল ব্লগ সাইট তৈরী মাধ্যমে অর্থ উপার্জন করা হয়ে থাকে তার সাথে ব্লগিংয়ের পূর্ণ স্বাধীনতা পেতে চান।

সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস আপনার জন্য আদর্শ ব্লগ প্লাটফর্ম।

আপনি ওয়ার্ডপ্রেস সাইটে এফিলিয়েট মার্কেটিং, গুগল এডসেন্স, অনলাইন স্টোর এবং সাইট মেম্বারশিপ এর মতো আরো বিভিন্ন উপায়ে আয় করতে পারবেন।

তো আসা করছি যে ব্লগার নাকি ওয়ার্ডপ্রেস? কোন প্লাটফর্মটি আপনার জন্য সব থেকে ভালো হবে তা এবার নির্বাচন করতে পারবেন।

আপনার যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে এবং আর্টিকেল সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানান।