চলুন আজকে আমরা জেনেনি যে কিভাবে অনলাইনে Bajaj Finserv EMI Card বা বাজাজ ফিনসার্ভ কার্ড তৈরি করতে হয়।
অটোমোবাইল থেকে শুরু করে ইলেকট্রনিকস জিনিসপত্র ইএমআই বা EMI অথবা চলতি কোথায় কিস্তিতে কেনার জন্য
সব থেকে জনপ্রিয় ও সহজলভ্য উপায় হল এই বাজাজ এর ইএমআই কার্ড। যার দ্বারা আপনি অনলাইন ও অফলাইন
যেকোনো রকমের ইন্টারেস্ট বা সুদ ছাড়াও পণ্য ক্রয় করতে পারেন কিস্তিতে যাকে আমরা No Cost EMI বলে থাকি। বাজাজ এর ৬০০০০ এরও বেশি পার্টনার স্টোর আছে
এবং আপনি এখানে সর্বোচ্চ ২ লক্ষ্য টাকার প্রাক বা অগ্রিম অনুমোদিত লোন গ্রহণ ও তা ব্যবহার করতে পারেন ডিজিটাল ভাবে।
যদিও হয়তো আপনি এই Bajaj EMI card সম্পর্কে পূর্বেই জেনে থাকবেন। তাই চলুন নিচে আমরা এখন জেনেনি যে,
কিভাবে অনলাইন Bajaj Finserv EMI Card বানাবেন ও তা ব্যবহার করবেন আপনার ফোন অথবা কম্পিউটার থেকে।
আরো পড়ুন: কিভাবে আধার কার্ড এর সাথে মোবাইল নম্বর লিংক বা আপডেট করবেন
How to apply for Bajaj Finserv EMI Card ?
প্রথমেই আপনাদের জানিয়ে রাখবো যা Bajaj এর এই ইএমআই কার্ড আপনি দুই রকমের দেখতে পারেন Insta EMI Card ও EMI Network Card,
তবে এই দুটি কার্ডই এক, শুধুমাত্র একটির রেজিস্ট্রেশন অনলাইন আর ওপরটির অফলাইন এবং কিছু অধিক অফার এর পার্থক্য।
অর্থাৎ কার্ড একটিই হয় কিছু বিশেষ অফার এর জন্য নাম ভিন্ন হবে এতে গুলিয়ে যাওয়ার কোনো বিষয় নেই এখানে।
চলুন সবার আগে আমরা জেনেনি যে Bajaj EMI card তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে বা হতে পারে।
Bajaj Finserv EMI Card এর জন্য আপনার থাকা চাই:
- Bank A/C
- Pan Card
- Aadhaar Card
- A Cancelled Cheque (for offline)
- Duly Signed ECS Mandate (for offline)
এছাড়াও আপনার রেগুলার সোর্স অফ ইনকাম ও ২১ থেকে ৬০ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
অবশ্যই পড়ুন: কিভাবে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করবেন (How to link Pan with Aadhaar)
Bajaj EMI Card করার ধাপগুলি হল
ধাপ ১: সবার প্রথমে আপনার ব্রাউজার খুলুন এখানে আপনাদের Chome ব্যবহার করার পরামর্শ দেবো। এরপর
ব্রাউজার থেকে Google এর মধ্যে গিয়ে অথবা সরাসরি সার্চ বার থেকে Bajaj Insta EMI Card লিখে সার্চ করুন।
এখন সবার প্রথমে আপনার সামনে যে Bajaj এর ওয়েবসাইট লিংকটি আসবে তার ওপর ক্লিক করুন।
ধাপ ২: এখন আপনার সামনে নিচের ছবিটির মত একটি পেজ খুলবে যেখানে “Verify your mobile number”
এর মধ্যে নিজের মোবাইল নম্বর প্রদান করুন (এর মধ্যে OTP আসবে) এবং তারপর > GET IT NOW ক্লিক করুন।

এখানে অবশ্যই একটি বিষয় জেনে রাখুন যে এই Bajaj Insta EMI Card -টি করার জন্য আপনাকে ৫৩০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে।
GET IT NOW ক্লিক করার পর আপনার প্রদান করা মোবাইল নম্বর এর মধ্যে OTP আসবে এখন তা প্রদান করে > SUBMIT OTP ক্লিক করুন।
ধাপ ৩: OTP সাবমিট করার পর আপনার সামনে নতুন একটি পেজ খুলবে যেখানে কিছু Personal Details প্রদান করতে হবে।

- Full Name – আপনার সম্পূর্ণ নাম দিন এখানে
- PAN – আপনার Pan Card এর নম্বর প্রদান করুন
- Date of Birth – আপনার জন্ম তারিখ দিন
- Residential Pin Code – আপনার বাড়ির বা এলাকার পিন কোড দিন
- Employment type – নিজের সঠিক কর্মসংস্থান নির্বাচন করুন
- Salaried – যদি প্রাইভেট বা পাবলিক যেকোন কোম্পানির অধীনে কাজ করেন সেই ক্ষেত্রে।
- Self Employed – যদি নিজের ব্যবসা বা ফ্রিলেন্সার এর মত কাজ করেন সেই ক্ষেত্রে এটি নির্বাচন করুন।
- Gender – নিজের লিঙ্গটি সিলেক্ট করুন।
এই সমস্ত তথ্য গুলি সঠিক ভাবে প্রদান করার পর নিচে > PROCEED আইকন বা বাটানে ক্লিক করুন।
ধাপ ৪: PROCEED ক্লিক করার পর আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে আপনার Bajaj EMI Card টি হয়ে গেছে।

এবং সেখানেই আপনার লোন বা কার্ড এর লিমিট ইত্যাদি বেশ কিছু বিষয় দেখিয়ে দেবে। তো এখন আপনাকে KYC verify করতে হবে আর তার জন্য নিচে > PROCEED বাটানে ক্লিক করুন।
ধাপ ৫: এখন আপনার আধার কার্ড এর মধ্যে যা ঠিকানা আছে তা আপনার সামনে প্রদর্শিত করা হবে KYC verify এর জন্য আর.
তা যদি ঠিক থাকে তাহলে নিচে > Confirm ক্লিক করুন। অথবা আপনি চাইলে Update KYC তে ক্লিক করে তথ্য পরিবর্তনও করতে পারেন।
ধাপ ৬: Adderess ও KYC verify হয়ে যাওয়ার জন্য যেরকমটি পূর্বে বলেছিলাম আপনাকে এই Bajaj Finserv EMI Card এর জন্য ₹530 টাকা অনলাইন প্রদান করতে হবে।

তো বাজাজ ইন্সটা ইএমআই কার্ড EMI Card এর ফী প্রদান করার জন্য > Pay Now ক্লিক করুন এবং নিজের সুবিধা অনুযায়ী মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করেনিন।
আরো পড়ুন: কিভাবে অনলাইন ই-আধার কার্ড ডাউনলোড করবেন?
ধাপ ৭: পেমেন্ট করার পর আপনার সামনে Payment successful এর একটি পেজ খুলবে যার অর্থ আপনার কার্ড এর পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে।

এখন আপনাকে Bajaj EMI Card -টি একটিভ করার জন্য শেষ ধাপ E-Mandate রেজিস্টার করতে হবে যার অর্থ,
আপনা কার্ড এর সাথে ব্যাঙ্ক একাউন্ট যুক্ত করতে হবে। তো E-Mandate বা কার্ডটি একটিভ করার জন্য নিচে > ACTIVE NOW ক্লিক করুন।
ধাপ ৮: এখন আপনাকে নিজের Bank details গুলি এখানে প্রদান করতে হবে। যেরকমটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন।

- Account Holder Name
- IFSC
- Account No.
- Account Type
- Pick a suitable Registration mode – এখানে আপনার ব্যাঙ্কটি ভেরিফাই করার জন্য যে মাধ্যমটি আপনার চালু থাকবে তা নির্বাচন করেন। যেরকম OTP, Net Banking or Debit Card.
- Terms & Conditions
তো ওপরের সমস্ত তথ্যগুলি প্রদান করার পর নিচে > PROCEED বাটনে ক্লিক করুন এবং ভেরিফাই এর জন্য বাকি ধাপগুলি অনুসরণ করুন।
ধাপ ৯: Bank বা E-Mandate verify হয়ে যাওয়ার পর আপনার সামনে দেখিয়ে দেওয়া হবে যে E-Mandate successful.
তো এখন আপনার এই No cost Bajaj Finserv EMI Card বা Insta EMI অথবা Network card -টি সুম্পূর্ন ভাবে Active ও ব্যবহার করার জন্য প্রস্তুত।
আপনি Play Store এর মধ্যে থেকে Bajaj Finserv এপ্লিকেশনটি ডাউনলোড করে লগ ইন করলেই সেখানে নিজের কার্ডটি দেখতে পাবেন।
জানুন: অনলাইন আধার কার্ড রেশন কার্ড লিংক কিভাবে করবেন?
আমাদের শেষ কথা,
তো এই হলো উপায় অনলাইন Instant Bajaj Finserv EMI Card এর জন্য apply, active ও ব্যবহার করার যা আপনি জেনেই গেছেন।
বাজাজ এর এই ইন্সটা ইএমআই কার্ড সম্পূর্ণ অনলাইন প্রসেস ও সাথে সাথেই একটিভ এর সুবিধা দেয়। আপনি
যদি অনলাইন কোনো প্রোডাক্ট এই কার্ড দ্বারা EMI হিসাবে করতে চান তাহলে সেখানেই Payment অপশন এর মধ্যে
Bajaj Finserv EMI Card টি পেয়ে যাবেন যা সিলেক্ট করে আপনার কার্ড ডিটেইলস প্রদান করে EMI -এ প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন।