আজ টেকনোলজির উন্নতির সাথে সাথে মানুষের ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহারের পরিমাণ অনেকেই বৃদ্ধি পেয়েছে।
আর আমাদের প্রত্যেকের হাতেই এখন একটি করে সুন্দর স্মার্ট ফোন আছে যা আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকি।
কিন্তু আপনি কি জানেন আপনার এই মোবাইল ব্যবহারের পাশাপাশি কিছু Android Apps দিয়ে টাকা আয় করতে পারবেন।
তবে অনেকেই হয়তো এরকম ভাবেন বা চিন্তাধারা রাখেন যে আদেও কি কোনো মোবাইল অ্যাপস এর মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব।
তাহলে তাদের ক্ষেত্রে বলে রাখি হ্যাঁ সম্ভব। হয়তো আপনি এই সমস্ত অ্যাপস গুলি থেকে ইনকাম করে বড়লোক হতে পারবেন না।
কিন্তু একটি নির্দিষ্ট বা পর্যাপ্ত পরিমান টাকা অবশ্যই উপার্জন করতে পারবেন যা আপনার পকেট মানি ও মাসিক মোবাইল রিচার্জ এর খরচ উঠিয়ে দেবে।
তো আজকের এই আর্টিকেলের মধ্যে আমি আপনাদের এরকমই ৫টি সেরা অনলাইন ইনকাম অ্যাপস সম্পর্কে জানাবো।
তো আর বেশি সময় নষ্ট না করে চলুন আমরা জেনেনি সেই ৫টি টাকা আয় করার Apps গুলির নাম কি।
- অবশ্যই পড়ুন: অনলাইন ইনকাম করার ৭টি সহজ উপায় ২০২০
৫টি অনলাইন ইনকাম অ্যাপস এর নাম
প্রথমেই আপনাদের বলে রাখি যে নিচের আলোচিত প্রতিটি অ্যাপসই আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন।
১. Rakuten Insight

আমাদের প্রথম অ্যাপটির নাম হল Rakuten Insight এই অ্যাপটির মাধ্যমে আপনি বিভিন্ন সার্ভে করে টাকা আয় করতে পারবেন।
অ্যাপটির প্লে স্টোরে সর্বমোট ডাউনলোড আছে ৫০ হাজারেরও বেশি এবং ১ হাজারেরও বেশি ৪ ষ্টার রেটিং যুক্তি রিভিউ আছে।
আপনি খুব সহজেই শুধু মাত্র সার্ভে কমপ্লিট করে প্রতি মাসে কম করে ৫০০ থেকে ৮০০ টাকা আয় করতে পারবেন।
আপনি ১৫ দিন অন্তর Paytm, Amazon Gift Voucher এবং FlipKart সহ আরো অন্যান্য মাধ্যমে টাকা তুলতে পারবেন।
আপাতত এই অ্যাপটিতে শুধুমাত্র একটি মাধ্যমেই আয় করার উপায় আছে যা হল সার্ভে কমপ্লিট করে তবে ভবিষ্যতে অন্যান্য মাধ্যম আসতে পারে।
২. TSU – Social That Pays

কখনো কি ভেবে দেখেছেন যে যদি কোনো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বা সাইটে কনটেন্ট শেয়ার করেই আয় করা যেত।
তাহলে আপনার এই ধারণা সত্যি হবে এই TSU এপ্লিকেশনটির মাধ্যমে এটি হল ফেইসবুক ও ইনস্টাগ্রামের মতোই একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।
যেখানে আপনি আপনার নিজের কনটেন্ট যেরকম ফটো, ভিডিও ইত্যাদি শেয়ার বা আপলোড করার মাধমে আয় করতে পারবেন।
ঠিক যেরকম ভাবে আমরা ফেইসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটেরর মতোই সোশ্যাল মিডিয়া সাইটে নিজেদের ফটো এবং ভিডিও কনটেন্ট শেয়ার করি।
এখানে আপনি যখন কোনো ফটো বা ভিডিও আপলোড করেন Like, Share এবং Comment ছাড়াও Support Me এখানে একটি অপশন থাকে।
এবং এই Support Me অপশনে যখন কেউ ক্লিক করে তাকে বিজ্ঞাপন বা অ্যাড দেখানো হয় যার ফলে আপনি আয় করতে পারেন।
অর্থাৎ এখানে আপনার পোস্ট যত বেশি ভাইরাল, শেয়ার এবং সাপোর্ট পাবে তাতোই বেশি আপনার আয় করার সম্ভাবনা বেড়ে যাবে।
অ্যাপসটি শুধুমাত্র ইনভাইট করা ইউসাররাই ব্যবহার করতে পারবে তাই আপনি যদি এই অ্যাপসটি ব্যবহার করতে চান তাহলে এখানে ক্লিক করুন।
৩. Shutterstock Contributor

অনেকেই আছেন যারা ফোটোগ্রাফি করতে ভালোবাসেন তা সে মোবাইল ফটোগ্রাফি হোক বা দামি কোনো ক্যামেরা দ্বারা।
আপনিও যদি তাদের মধ্যে একজন হন আর যথেষ্ট ভালো ফটোগ্রাফি করে থাকেন তাহলে অবশ্যই আপনার এই অ্যাপসটি ব্যবহার করা উচিত।
Shutterstock Contributor হল একটি স্টক ফটো সাইট যেখানে আপনি আপনার মোবাইল বা ক্যামেরা থেকে তোলা ফটো বিক্রি করে টাকা আয় করতে পারবেন।
আপনি যদি একজন ভালো অর্থাৎ প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে হাজার বা দু-হাজার টাকা না এখান থেকে প্রতি মাসে ১০,০০০ থেকে ২০,০০০টাকাও আয় করতে পারেন।
৪. Google Opinion Rewards

Google Opinion Rewards হল গুগলেরই নিজেস্ব একটি এপ্লিকেশন যেখানে আপনি ছোটো খাটো সার্ভে কমপ্লিট করে রিওয়ার্ড জিততে পারেন।
এখানে আপনি সার্ভে প্রতি ৩০ টাকা পর্যন্ত জিততে পারেন আর সার্ভে গুলিও অনেকেই ছোট হয় ১০ সেকেন্ড থেকে ১ মিনিটের মধ্যে।
তবে এখান থেকে জেতা টাকা আপনি ট্রান্সফার করতে পারবেন না আপনাকে গুগলেরই কোনো প্রোডাক্ট ক্রয় করাতে ব্যয় করতে হবে।
যেরকম কোনো গেম বা ইন গেম কনটেন্ট ক্রয় করতে, কোনো বই, এপ্লিকেশন এবং মুভি ইত্যাদিতে ওই টাকা খরচ করতে পারবেন।
৫. Zareklamy

আমাদের শেষ অনলাইন ইনকামের অ্যাপটির নাম হল Zareklamy আর এই অ্যাপটি সত্যিই একটি অসাধারণ এপ্লিকেশন।
এই অ্যাপটিকে এতো ভালো বা অসাধারণ বলার কারণ হল এখানে আপনি শুধু একটি না বিভিন্ন উপায়ে আয় করার সুযোগ পাবেন। যেরকম:
- বিজ্ঞাপন দেখে টাকা আয় করতে পারবেন।
- বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের পোস্ট Like, Share এবং Follow করে আয় করতে পারবেন।
- রিভিউ ও কমেন্ট করে আয় করার সুযোগ পাবেন।
- ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন।
- শুধু তাই না, সার্ভে এবং আরো বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে।
যেহেতু এখানে ইনকামের সুযোগ বেশি তাই আপনি খুব সহজেই প্রতিদিন ২ থেকে ৫ মার্কিন ডলার পর্যন্ত উপার্জন করতে পারেন।
আর আপনি যখন ২৫ ডলার ইনকাম করে নেবেন তখন খুব সহজেই ব্যাঙ্ক ট্রান্সফার, পেপাল, পেওনার ইত্যাদির মাধ্যমে টাকা উত্তলোন করে নিতে পারবেন।
অবশ্যই সবাইকে পরামর্শ দেবো এই এপ্লিকেশনটি ব্যবহার করার জন্য যদি একটি অ্যাপ থেকেই মাল্টি টাস্ক কমপ্লিট করে উপার্জন করতে চান।
আমাদের শেষ কথা:
ওপরের উল্লেখিত প্রতিটি অ্যাপস একদমই জেনিউন এবং পেমেন্টের দিক থেকেও কোনো সমস্যা হবে না আর প্রতিটি অ্যাপসেরি যথেষ্ট ভালো রেটিংস ও রিভিউ আছে।
তো বন্ধুরা আশা করছি আপনাদের এই ৫টি সেরা অনলাইন ইনকাম অ্যাপস সম্পর্কে আজকের আর্টিকেলটি ভালো লেগেছে।
আপনি যদি মোবাইল থেকে টাকা আয় করার উপায় খুঁজে থাকেন তাহলে অবশ্যই ওপরের উল্লেখিত অ্যাপসগুলি ব্যবহার করুন।
আর এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে থাকলে আমার কমেন্ট করে জানান।