সেরা ৫টি অনলাইন রিসেলিং অ্যাপস ২০২২

আজকে এই আর্টিকেলে আমরা জানবো ৫টি সেরা অনলাইন রিসেলিং বা রিসেলার মোবাইল অ্যাপস সম্পর্কে, অনলাইন আয় করার জন্য।

আপনি যদি রিসেলিং বা রিসেলার ব্যবসা সম্পর্কে অল্প হোক কিছু শুনে বা জেনে থাকেন, তাহলে এই বিষয়েও জেনে থাকবেন যে,

রিসেলিং বিসনেস একটি ভালো মুনাফা যুক্ত বিজনেস মডেল, এবং আজ এই ব্যবসার জন্য বিভিন্ন মোবাইল অ্যাপও উপলব্ধ আছে ,

যাদের দ্বারা অনেক স্কুল বা কলেজ পড়ুয়া, হাউস ওয়াইফ এমনকি চাকুরিজীবীরাও এক্সটা আয়ের জন্য এই সমস্ত

মোবাইল অ্যাপস দ্বারা বিভিন্ন ক্যাটাগরি বা ধরণের প্রোডাক্ট মানুষের কাছে রিসেল করে বেশ মোটা টাকা আয় করছেন।

মোবাইল দ্বারা বাড়ি থেকে অনলাইন ইনকামের একটি সেরা ও জেনুইন উপায় বা রাস্তা হল এই রিসেলিং বা রিসেলার বিসনেস।

আমি পূর্বে আপনাদের বলেছি যে রিসেলার বা রিসেলিং বিজনেস কি, কেন আপনার এই ব্যবসা করা উচিত এবং কিভাবে তা শুরু করবেন।

তাই আমি আপনাদের অবশ্যই পরামর্শ দেবো Reselling বা Reseller ব্যবসা সম্পর্কে আপনার যদি ধারণা না থেকে থাকে

তাহলে অবশ্যই আমাদের সাইটে পূর্বে পাবলিশ করা আর্টিকেলটি দেখেনিন এতে আপনার এই বিষয়ে জানতে আরো সুবিধা হবে।

চলুন তাহলে এবার আমরা নিচে দেখেনি এই মুহূর্তের সেরা এবং বিশ্বস্ত ৫টি অনলাইন রিসেলিং অ্যাপ গুলির নাম।

৫টি রিসেলিং বা রিসেলার মোবাইল অ্যাপস গুলি হল

সেরা ৫টি অনলাইন রিসেলিং অ্যাপস টাকা আয়ের জন্য

১. Meesho

মিশো বা Meesho শুধু আমার এই তালিকায় না, ভারতের সমস্ত রিসেলিং অ্যাপস এর তালিকার শীর্ষ স্থানে আছে।

এমনকি এন্ড্রোইড বা মোবাইল দ্বারা ইনকামের জন্য অনলাইন ইনকাম অ্যাপস এর তালিকাতেও এক শীর্ষস্থানে মানা হয়।

হাজার হাজার না, লাখো লাখো মানুষকে মিশো সুযোগ করে দিয়েছে বাড়িতে বসে এক্সট্রা টাকা আয় করার জন্য।

ভারতের বিভিন্ন অনলাইন ইনকাম অ্যাপ গুলির তালিকার মধ্যে Meesho খুবই বিশ্বস্ত একটি মোবাইল ইনকাম এপ।

Meesho কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে মিশোতে নিজের একাউন্ট তৈরী করে রিসেলিং করে আয় করবেন তা জানতে নিচের পোস্টটি পড়ুন।

২. GlowRoad Reselling App

মিশোর মতোই আরো একটি ট্রাস্টেড রিসেলিং মোবাইল এপ্লিকেশন হল এই GlowRoad, এবং যা এই মুহূর্তে Meesho-র টক্করের প্রতিযোগী।

প্লে স্টোরে Meesho এর মতোই এরও একই, ৪.৪ (4.4) রেটিং আছে এবং তার সাথে অনেক পজেটিভ কাস্টমার রেভিউস।

GlowRoad আপনি ১০০ ও বেশি ক্যাটাগিরির ওপর হাই কোয়ালিটি প্রোডাক্টস পেয়ে যাবেন, যা কিছু দিক থেকে Meesho প্রোডাক্টস এর থেকেও ভালো।

এমনকি আপনি যদি GlowRoad এর এক্সক্লুসিভ মেম্বারশিপ নেন, তাহলে GlowRoad এর মধ্যে থেকেই নিজে ই-কমার্স স্টোর তৈরী করতে পারবেন।

এবং সরাসরি GlowRoad থেকে প্রোডাক্টস নিজের স্টোরে যুক্ত করে, একে বাড়ে সেখানেই নিজের কাস্টমারদের পাঠাতে পারবেন।

ছাত্র থেকে শুরু করে, কর্মরত মানুষ, হাউস ওয়াইফ, মহিলা উদ্যোক্তা, বিউটিশিয়ান এবং ব্যবসায়ীরাও GlowRoad সাথে আজ যুক্ত হয়েছে।

৩. ResellMall

অনলাইন রিসেলিং অ্যাপ গুলির মধ্যে ResellMall নতুন, তবে এদের বক্তব্য যে এরা এই ফিল্ডে নতুন হলেও, এটা

ভারতের ফাস্টেস্ট বা দ্রুত বর্ধমান Reselling apps এবং সবচে বিশ্বস্ত সোশ্যাল ই-কমার্স এপ্লিকেশন বা প্লাটফর্ম।

বাকি রিসেলিং বা রিসেলার মোবাইল অ্যাপস গুলির মতো এখানেও আপনি বিভিন্ন ক্যাটাগরির ওপর, আপনার পছন্দের

যেকোন পণ্য বা প্রোডাক্ট নিয়ে তাতে নিজের প্রফিট মার্জিন যুক্ত করে বিভিন্ন কাস্টমারকে তাদের পছন্দের পণ্য বিক্রয় করতে পারবেন।

ResellMall সাধারণ রিসেলারদের সাথে সাথে, রিটেলার, ট্রেডার্স হোলসেলার এবং উৎপাদককারীদেরও সরাসরি সুযোগ দেয়

এই প্লাটফর্মে তাদের পণ্য বা প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার, অর্থাৎ ফ্রিতে এবং খুবই সহজেই একদমই লজিস্টিক প্রোসেস,

এর মতোই নিজের ব্যবসাকে রূপ দিতে পারবেন যদি আপনি একজন উৎপাদক, রিটেলার বা হোলসেলারও হয়ে থাকেন।

আরো জানুন: অনলাইন ইনকাম করার ৭টি সহজ উপায় ২০২০

৪. Shop101 Reseller App

Shop101 হল আরো একটি সেরা অনলাইন মোবাইল রিসেলিং ও ইকমার্স প্লাটফর্ম বা অ্যাপস যা বাড়ি-ভিক্তিক উদ্যোক্তাদের

অর্থাৎ যারা বাড়ি থেকে তাদের অনলাইন ব্যবসা শুরু করতে চান তাদের এই প্লাটফর্ম অনেক সুযোগ প্রদান করেছে।

আপনি একজন রিসেলার হিসাবে শূন্য (Zero) ইনভেস্টমেন্টে যুক্ত হয়ে এখান থেকে প্রোডাক্ট নিয়ে অনলাইন, WhatsApp, Facebook,

এবং Instagram এর মত্ বিভিন্ন প্লাটফর্মে প্রোডাক্ট বিক্রয় করতে পারবেন। এছাড়াও এই Shop101 আপনাকে এখান থেকে

নিজের অনলাইন স্টোর খোলারও সুযোগ দেয় যার দ্বারা আপনি নিজের কাস্টমারকে সরাসরি নিজের স্টোর থেকেই প্রোডাক্ট বিক্রয় করতে পাঠাতে পারবেন।

৫. Earnkaro

বন্ধুরা Earnkaro একটি ইকমার্স মোবাইল প্লাটফর্ম তবে ঠিক রিসেলিং বা রিসেলার অ্যাপ না, এটাকে আপনি রেফারিং বা এফিলিয়েট অ্যাপ বলতে পারেন।

কারণ এখানে আপনি প্রোডাক্ট এর পরিবর্তে সরাসরি সেই প্রোডাক্ট এর লিংক বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মের দ্বারা শেয়ার করতে পারেন।

এবং যখন কেউ আপনার সেই শেয়ার করা লিংকে ক্লিক করে সেই প্রোডাক্ট ক্রয় করে, তার পরিবর্তে আপনি কিছু প্রফিট বা কমিশন পেয়ে থাকেন।

তবে Earnkaro আপনাদের কাছে তুলে ধরার আমার প্রধান কারণ হল, এই যে আপনি Amazon, Flipkart, Myntra,

TataCLIQ সহ আরো বিভিন্ন সব জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম থেকে লিংক নিয়ে Earnkaro অ্যাপ থেকে সেই লিংকটিকে

“Profit Link” হিসাবে জেনারেট করে শেয়ার করতে পারেন, এবং যেই প্রোডাক্ট এর লিংক শেয়ার করছেন সেখানেই

উল্লেখ করা থাকবে যে আপনি কত প্রফিট পাবেন এবং যথারীত পণ্যটি বিক্রয় করতে পারলে আপনি সেই প্রফিট সরাসরি নিজের ব্যাঙ্ক একাউন্টে পেয়ে যাবেন।

অর্থাৎ আমার মূল বক্তব্য হল আপনি Amazon, Flipkart এবং Myntra মতো প্লাটফর্ম থেকে প্রোডাক্ট লিংক শেয়ার করার সুযোগ পাচ্ছেন,

যারা হল অনেক জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম, ফলে কাস্টমারদের কাছে আরো দ্রুত বিক্রয়ের সুবিধা এবং অধিক লাভ পাওয়ার সুযোগ পাচ্ছেন।

অবশ্যই পড়ুন: ৬টি অনলাইন বিজনেস আইডিয়া মহিলাদের জন্য

আমাদের শেষ কথা,

আপনাদের অবশ্যই জানিয়ে রাখব যে বাকি সমস্ত ব্যবসা বা বিসনেস এর মতোই রিসেলিং বা রিসেলার পক্রিয়াও হল একটি খুবই জনপ্রিয় এবং লাভজনক বিজনেস মডেল।

এটা শুধু কোন সাধারণ মোবাইল রেফারিং প্রসেস না, তার থেকেও আথিক কিছু। আর তাই আজ স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে

হাউস ওয়াইফ ও অন্যান্য ব্যবসায়ীরাও এতে নিযুক্ত হয়ে প্রতি মাসে হাজার হাজার আবার কেউ লাখে ইনকাম করছেন।

শেষে একটাই বলবো যে, যেহেতু আমাদের এই সাইটের সাথে প্রচুর বাংলাদেশী পাঠক ও পাঠিকাও যুক্ত আছে তাদের যদি

ভারতে কোনো বন্ধু বা আত্মীয় থেকে থাকে তাহলে তাদের সাহায্য নিতে পারলে, আপনি ওপরের সমস্ত অনলাইন রিসেলিং অ্যাপস গুলিই ব্যবহার করে আয় করতে পারবেন।

আপনাদের যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করূন এবং কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান।