Meesho অ্যাপ থেকে কিভাবে রিসেলিং করে আয় করবেন

আজকের এই আর্টিকেলে আমরা একটি রিসেলিং এপ্লিকেশন যার নাম Meesho অ্যাপ (Meesho app) তার সম্পর্কে বিস্তারিত জানবো।

আমরা জানবো যে অ্যাপটি কি, ডাউনলোড ও ইনস্টল কিভাবে করবেন এবং পরিশেষে কিভাবে অ্যাপটি ব্যবহার করতে হয়।

অর্থাৎ কিভাবে মিশো অ্যাপ ব্যবহার করে আপনি বাড়িতে বসে অনলাইনে রিসেলিং করে টাকা আয় করতে পারবেন।

Meesho app বা মিশো অ্যাপ কি?

মিশো হল একটি ভারতীয় সোশ্যাল কমার্স প্লাটফর্ম যা ২০১৫ সালে আইআইটি গ্রাডুয়েটস বিদিত এবং সঞ্জীভ নামক দুই বেক্তি শুরু করেছিলেন।

এখানে কোনো বেক্তি বা কোনো ছোট বিসনেস তাদের অনলাইন স্টোর খুলে বিভিন্ন সোশ্যাল চ্যানেলের মাধ্যমে তাদের পণ্য বিক্রয় করতে পারে।

অর্থাৎ একজন হোলসেলার, রিটেলর ও ম্যানুফ্যাকচারার এখানে নিজের অনলাইন স্টোর খুলে পণ্য বিক্রয় করতে পারে।

এবং তার পাশাপাশি কোন বেক্তি এখান থেকে সেই পণ্য নিয়ে বিভিন্ন সোশ্যাল চ্যানেলের মাধ্যমে তা পুনর্বিক্রয় বা রিসেলিংও করতে পারে।

তবে আজকে এই আর্টিকেলে আমরা শুধু মিশো অ্যাপ থেকে রিসেল করে কিভাবে টাকা আয় করা যায় সেই বিষয় নিয়েই জানবো।

আপনি যদি একজন গৃহবধূ অথবা স্কুল ও কলেজ ছাত্র হন তাহলে খুব সহজেই এর মাধ্যমে বাড়িতে বসে অর্থ উপার্জন করতে পারবেন।

আর আপনি যদি একজন চাকুরিজীবীও হন যিনি এক্সট্রা অর্থ উপার্জন করতে চান বারতি সময়ে তাহলেও অ্যাপটি ব্যবহার করতে পারেন।

তাহলে চলুন এখন জেনেনি কিভাবে meesho app download এবং ব্যবহার করতে হয় সেই বিষয়ে আমরা জেনেনি।

অবশ্যই পড়ুন: রিসেলিং বা রিসেলার বিজনেস কি এবং কেন করবেন?

মিশো বা Meesho কিভাবে কাজ করে?

যেরকমটি আমি আগেই বললাম যে মিশো হল একটি অনলাইন মোবাইল রিসেলিং এপ্লিকেশন যেখানে একদল গোষ্ঠী সাপ্লাই বা যোগান দেয়।

এবং অন্য দিকে আমার ও আপনার মতো লোকেরা সেখান থেকে প্রোডাক্ট নিয়ে পুনর্বিক্রয় বা রিসেলিং করে বিভিন্ন মাধ্যমে।

এছাড়াও অবশ্যই আপনি নিজের বা পরিবারের ব্যবহারের উদ্দেশ্যেও এখন থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন।

তাহলে চলুন এই এপ্লিকেশনটি কিভাবে কাজ করে বা এই রিসেলিং এর পক্রিয়াটি ঠিক কিভাবে হয় তা জেনেনি,

  1. সবার প্রথমে এখানে একটি নিজের রিসেলিং একাউন্ট তৈরি করতে হয় যা আমরা নিচে সম্পূর্ণ বিষয়টি জানবো।
  2. তারপর এখান থেকে যেই প্রোডাক্ট নিয়ে আপনি রিসেলিং বা বিক্রয় করতে চান তা আপনাকে নির্বাচন করতে হবে। (এখানে আপনি প্রায় সমস্ত ধরণের প্রোডাক্টই পেয়ে যাবেন)
  3. আপনি যেই প্রোডাক্টই নির্বাচন করুন না কেন প্রতিটি প্রোডাক্টের নিচে বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মের শেয়ার বাটন ও ক্যাটালগ ডাউনলোড বাটন যুক্ত আছে।
  4. ফলে আপনি খুব সহজেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে সেই ক্যাটালগ আপনার কাস্টমারকে পাঠাতে পারবেন।
  5. এবং যখন কোনো কাস্টমার আপনার শেয়ার করা ক্যাটালগ থেকে পণ্য পছন্দ করে এবং তা ক্রয় করার ইচ্ছা প্রকাশ ও দ্রব্যের দাম জিজ্ঞাসা করে।
  6. তখন আপনি মিশো প্রোডাক্ট বা পণ্যের দামের সাথে নিজের লাভ যোগ করে ক্রেতাকে একটি দাম বলেন।
  7. এবং যখন ক্রেতা ওই দামে রাজি হয়ে যায় তখন ক্রেতার ঠিকানাতে আপনাকে মিশো থেকে তার অর্ডার প্লেস করে দিতে হয়। আর meesho তা নির্দিষ্ট দিনের মধ্যে ক্রেতার কাছে প্রোডাক্ট ডেলিভার্ড করে দেয়।
  8. প্রোডাক্ট একবার ডেলিভার্ড হয়ে গেলে মিশো আপনার প্রফিট মার্জিন প্রতি মাসের ১০, ২০ এবং ৩০ তারিখে আপনারই প্রদান করা ব্যাঙ্ক একাউন্টে তা পাঠিয়ে দেয়।

যেভাবে মিশো অ্যাপ ডাউনলোড ও একাউন্ট তৈরি করবেন

ধাপ ১: সবার প্রথমে প্লে স্টোর থেকে মিশো এপ ডাউনলোড ও ইনস্টল করার জন্য সরাসরি এখানে ক্লিক করুন

ধাপ ২: এপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড ও ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটিতে ক্লিক করে ওপেন করে নিন।

দেখবেন সেখানে আপনার মোবাইল নম্বর প্রদান করতে বলা হচ্ছে, তো এখন সেখানে আপনার সক্রিয় মোবাইল নম্বরটি লিখে “Send OTP” তে ক্লিক করুন।

Meesho অ্যাপ ডাউনলোড ও একাউন্ট তৈরি

এরপর আপনার প্রদান করা ফোন নম্বরের মধ্যে একটি ৬ ডিজিটের OTP আসবে এবং যদি নম্বরটি আপনার ওই ফোনেই থাকে তাহলে তা অটোমেটিক ডিটেক্ট করে নেবে।

আর যদি প্রদান করা নম্বরটি অন্য ফোন ব্যবহার হয় বা কোনো কারণে অটোমেটিক ডিটেক্ট না করে তাহলে OTP ম্যানুয়ালি প্রদান করে “Continue” ক্লিক করুন

ধাপ ৩: OTP ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে একটি ভিডিও টিউটোরিয়াল দেখানো হবে যা আপনি দেখতে পারেন।

অথবা নিচে “No, I already know how Meesho works“-এ ক্লিক করে ভিডিওটি স্কিপ করে দিতে পারেন।

এরপর আপনার প্রোফাইল তৈরির জন্য আপনাকে আরো কিছু ইনফরমেশন প্রদান করতে হবে যেরকম,

meesho বা মিশো অ্যাপ account creation
  • আপনার বয়স
  • জেন্ডার বা লিঙ্গ
  • পেশা ইত্যাদি।

এই বিষয়গুলি প্রদান করার পর নিচে আবারও “Continue” বাটানে ক্লিক করুন।

Continue বাটানে ক্লিক করার পর দেখবেন যে আপনার একাউন্টটি তৈরি হয়ে গেছে এবং আপনি মিশো এপের মধ্যে প্রবেশ করে গেছেন।

মিশো এপের হোম পেজ

Meesho বা মিশো অ্যাপ যেভাবে ব্যবহার করবেন

মিশো এখন আপনার ফোনে ইনস্টল হয়ে গেছে চলুন এবার আমরা জেনেনি কিভাবে মিশো এপ থেকে রিসেল করে আয় করতে হয়।

অর্থাৎ মিশো এপ থেকে রিসেলিং করার সম্পূর্ণ প্রক্রিয়াটা কি চলুন আমরা জেনেনি।

ধাপ ১: প্রোডাক্ট বা পণ্য নির্বাচন

সবার প্রথমে আপনার মোবাইল থেকে এপটি ওপেন করুন, ওপেন করার পর দেখবেন আমাজন ও ফ্লিপকার্টের মতোই বিভিন্ন পণ্য আপনার সামনে দেখানো হচ্ছে।

Meesho অ্যাপ থেকে টাকা আয়

এখন আপনি যেই প্রোডাক্ট বা পণ্যটি কাস্টমারের কাছে বিক্রয় বা রিসেল করতে চান তা সবার প্রথমে খুঁজে বার করুন।

আপনি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী অথবা ওপরের সার্চ বাক্স থেকে পণ্যের নাম লিখেও পণ্য সার্চ করে খুঁজে বার করতে পারেন।

তারপর সেই পণ্য বা ক্যাটালগটির ওপর ক্লিক করুন পণ্যের সাইজ, কালার, রিভিউ এবং অন্যান্য বিষয় ইত্যাদি দেখার জন্য।

ধাপ ২: পণ্যের ক্যাটালগ শেয়ার

এখন আপনি যেই প্রোডাক্টটি নির্বাচন করেছেন তার ক্যাটালগের নিচে “Share Now” একটি হোয়াটসঅ্যাপ আইকন থাকবে সেখানে ক্লিক করুন।

মিশো থেকে প্রোডাক্ট বিভিন্ন মাধমে শেয়ার করা

ক্লিক করার পর আপনার হোয়াটসঅ্যাপ কন্টাক্ট পেজ সামনে আসবে যেখান থেকে আপনি যে বেক্তি অথবা গ্রূপের মধ্যে

সেই প্রোডাক্ট বা প্রোডাক্টের ক্যাটালগটি শেয়ার করতে চান তা সিলেক্ট করে হোয়াটসঅ্যাপ সেন্ড বাটনে ক্লিক করে পাঠিয়ে দিন।

এছাড়াও আপনি ক্যাটালগ ডাউনলোড ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও শেয়ার করার অপসন ওখানেই পেয়ে যাবেন।

ধাপ ৩: কাস্টমারের জন্য প্রোডাক্ট অর্ডার

বিভিন্ন বেক্তিকে এবং গ্রূপে শেয়ার করা প্রোডাক্ট ক্যাটালগ থেকে যদি কেউ কোনো প্রোডাক্ট ক্রয় করতে ইচ্ছুক হয় তাহলে।

যেভাবে মিশো বা Meesho অ্যাপ থেকে প্রোডাক্ট নিয়ে রিসেলিং করবেন

১. প্রথমে আপনার মোবাইল থেকে Meesho অ্যাপটি ওপেন করুন এবং তারপর ডান দিকে নিচে “Account” বাটানে ক্লিক করুন।

২. এরপর সেখান থেকে “My Shared Catalogs” অপশনটিতে ক্লিক করলে আপনার শেয়ার করা সমস্ত ক্যাটালগ গুলি দেখতে পাবেন।

৩. এখন যে ক্যাটালগের প্রোডাক্ট কাস্টমার ক্রয় করতে চায় তা আপনার শেয়ার করা ক্যাটালগগুলি থেকে খুঁজে বার করুন।

৪. এবং তারপর সেই ক্যাটালগের ওপরে ক্লিক করুন।

Meesho অ্যাপ যেভাবে ব্যবহার করবেন

৫. ক্যাটালগ থেকে নির্দিষ্ট যে প্রোডাক্টটি কাস্টমার ক্রয় করতে চায় তাতে ক্লিক করুন এবং সেখানে পণ্যের সাইজ সিলেক্ট করে “Add to cart” ক্লিক করুন।

৬. এবং তারপর ওই একই জায়গায় >>”Checkout” বাটানে ক্লিক করুন

৭. তারপর আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করুন, পরামর্শ দেবো যে সর্বদা ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথড সিলেক্ট করার।

এবং তারপর বাকি ইনফরমেশন যেরকম কোয়ান্টিটি ও সাইজ ইত্যাদি আরো একবার দেখে নিয়ে >> “PROCEED” ক্লিক করুন।

৮. এখন আপনাকে প্রফিট মার্জিন বা Customer final price দিতে হবে অর্থাৎ আপনার লাভ রেখে কাস্টমারকে যে দামে প্রোডাক্ট বিক্রয় করতে চাইছেন।

ধরুন Meesho অ্যাপ এর মধ্যে প্রোডাক্টের দাম আছে ১০০ টাকা এবং আপনি লাভ রাখতে চাইছেন ৫০ টাকা তাহলে সর্বমোট দাম লিখবেন ১৫০ টাকা।

আপনার সঠিক লাভ রেখে Customer final price প্রদান করার পর >> PROCEED বাটানে ক্লিক করুন।

যেভাবে মিশো থেকে অর্ডার করবেন

৯. এখন আপনাকে ডেলিভারি ঠিকানা প্রদান করতে হবে তাই “ADD NEW ADDRESS” ক্রেতার ঠিকানা দিয়ে আবারও >> PROCEED বাটানে ক্লিক করুন।

১০. PROCEED ক্লিক করার পর আপনার কাছে শেষ একটি পেজ আসবে সেখানে নিচে “PLACE ORDER” ক্লিক করুন।

PLACE ORDER ক্লিক করার পর আপনার অর্ডার কমপ্লিট হয়ে যাবে এবং ওখানে উল্লেখিত তারিখের মধ্যে কাস্টমারের কাছে পণ্য ডেলিভার্ড হয়ে যাবে।

এবং প্রতি মাসের ১০, ২০ এবং ৩০ তারিখে আপনার বিক্রিত দ্রব্যের লাভ বা প্রফিট মার্জিন আপনার প্রদান করা ব্যাঙ্ক একাউন্টে মিশো পাঠিয়ে দেবে।

মিশো থেকে প্রোডাক্ট নিয়ে কোথায় বিক্রি করবেন?

এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে মিশো থেকে প্রোডাক্ট নিয়ে কোথায় এবং কাদের কাছে রিসেলিং করবো।

তাহলে বলবো যে মিশো থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রয় শুরু করার জন্য সব থেকে আদর্শ এবং সেরা ক্রেতা হবে আপনার আত্মীয় ও বন্ধু-বান্ধবরা।

এবং তারপর আপনি আসতে আসতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পাল্টফর্মের মাধ্যমে আপনার ব্যবসা আরো দীর্ঘ করতে পারেন। যেরকম,

  • WhatsApp গ্রূপ
  • ফেসবুক পেজ ও গ্রূপ
  • ফেসবুক মার্কেটপ্লেস
  • ইনস্টাগ্রাম পেজ
  • টেলিগ্রাম চ্যানেল ইত্যাদির মাধ্যমে।

অবশ্যই পড়ুন: ySense থেকে অনলাইন সার্ভে করে আয় করুন

আমাদের শেষ কথা:

মহিলা হোক কিংবা পুরুষ, বাড়িতে বসে রিসেলিং করে আয় করার জন্য Meesho অসাধারণ একটি অ্যাপ যা আপনার অবশ্যই ব্যবহার করা উচিত।

আপনি যদি অল্প একটু সময়ও এর মধ্যে ইনভেস্ট করেন তাহলে খুব সহজেই প্রতি মাসে এর মাধ্যমে ১০ থেকে ১৫ হাজার টাকা ইনকাম করতে পারেন।

আপনি হয়তো বিশ্বাস করবেন না যে এরকম বহু গৃহবধূ এবং স্কুল ও কলেজ পড়ুয়া আছে যারা এর মাধ্যমে অনায়াসে মাসে ২৫,০০০ টাকারও বেশি আয় করছে।

তবে এই meesho অ্যাপ শুধু মাত্রা ভারতীয়দের জন্য উপলব্ধ। আর যেহেতু আমার অনেক বাংলাদেশী বন্ধু পাঠকরা আমার আর্টিকেল পরে।

তাই তাদের জন্য আমি ঠিক একই বিষয়ে অন্য একটি আর্টিকেল নিয়ে আসবো যা বাংলাদেশেও সক্রিয় ও ব্যবহার করা যাবে।

তো বন্ধুরা যদি এই আর্টিকেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে আমায় কমেন্ট করে জানান।