কিভাবে আধার কার্ড প্যান কার্ড লিংক স্ট্যাটাস চেক করবেন (Aadhaar Pan Link Status)

প্রত্যেকটি ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড এবং প্যান কার্ড দুটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তা আমরা জানি।

এবং এই প্যান কার্ড এর সাথে আধার কার্ড লিংক থাকা বা লিঙ্ক করানও এখন বাধ্যতামূলক ভারত সরকারের নির্দেশ অনুসারে।

আর এই দুটি ডকুমেন্টস এর মধ্যে লিংক করাটা খুবই সহজ যার আপনি অনেক ইউটিউব ভিডিও ও আর্টিকেল পায়ে যাবেন।

তবে Aadhaar card pan card link করানোর আগে আমাদের অবশ্যই আধার কার্ড প্যান কার্ড লিংক স্ট্যাটাস চেক করে নিতে হবে।

কারণ হতেই পারে যে আগে থেকে লিঙ্ক আছে। অথবা আপনি ভাবছেন যে লিংক আছে কিন্তু নাও থাকতে পারে। তাই সেই

নিশ্চয়তা পাওয়ার জন্য আধার কার্ড এর সাথে প্যান কার্ড এর লিংক আছে কিনা কিভাবে চেক করবেন সেই সংক্রান্ত পদক্ষেপগুলি আমরা আজ জানবো।

আরো পড়ুন: অনলাইন ভোটার কার্ড এর সাথে আধার কার্ড লিংক পদ্ধতি

যেভাবে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক স্ট্যাটাস দেখবেন

আপনাদের জানিয়ে রাখবো যে Aadhar card and pan linking status আপনি দুটি উপায়ে চেক করতে পারবেন।

একটি হল অনলাইন ওয়েবসাইট দ্বারা এবং অপরটি হল এসএমএস বা SMS দাড়া। নিচে উভয় উপায়ই আপনাদের বলবো।

Income Tax e-filing portal দ্বারা প্যান-আধার লিংক স্টেটাস চেক

ধাপ ১ : আধার কার্ড প্যান কার্ড লিংক স্ট্যাটাস দেখার জন্য সবার প্রথমে আপনার ফোন অথবা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।

ধাপ ২ : এরপর গুগল থেকে অথবা সরাসরি ইউআরএল বার থেকে www.incometax.gov.in এটি সার্চ করুন বা এই লিংকেই ক্লিক করুন।

আপনার সামনে এখন Income Tax ওয়েবসাইট এর e-Filling সাইটটি খুলবে। দেখুন বামদিকে > Link Aadhaar Status আছে এর মধ্যে ক্লিক করুন।

অনলাইন আধার প্যান লিংক স্টেটাস

ধাপ ৩ : এখন আপনার সামনে যে পেজটি খুলবে সেখানে,

  • Pan No
  • Aadhaar No

এই বক্স গুলি নির্দিষ্ট বিষয় গুলি প্রদান করে নিচে ডানদিকে > View Link Aadhaar Status এর মধ্যে ক্লিক করুন।

আধার কার্ড পান কার্ড লিংক স্টেটাস চেক

তো এখন যদি আপনার আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক থাকে তাহলে “Your PAN is already linked to given Aadhaar” এটি দেখাবে।

জেরকমটি নিচের ছবিতে দেখতে পাচ্ছেন

জপিডি আধার কার্ড এর সাথে প্যান লিংক থাকে

আরো যদি প্যান কার্ড আধার কার্ড লিংক না থাকে তাহলে “PAN not linked with Aadhaar. Please click on ‘Link Aadhaar’ to link your Aadhaar with PAN

বলে দেখাবে বা নিচের ছবিতে যা দেখতে পাচ্ছেন সেরকম একটি মেসেজ বক্স আপনাকে দেখানো হবে।

প্যান কার্ড কার্ড এর সাথে যদি আধার কার্ড লিঙ্ক না থাকে

আরো জানুন: কিভাবে অনলাইন ই-আধার কার্ড ডাউনলোড করবেন?

SMS দ্বারা যেভাবে Aadhaar card and pan card link status চেক করবেন

এসএমএস দ্বারা আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক স্ট্যাটাস দেখা খুবই সহজ। তো এর জন্য,

ধাপ ১ : সবার প্রথমে আপনার ফোন এর SMS খুলে সেখানে UIDPAN <12 digit Aadhaar number> < 10 digit PAN number> এভাবে এসএমএসটি পাঠান।

অর্থাৎ, UIDPAN লিখে স্পেস দিয়ে আপনার Aadhaar নম্বর দিন, তারপর আবার স্পেস দিয়ে আপনার Pan No দিন।

ধাপ ২ : এরপর SMS – টি ‘567678’ অথবা ‘56161’ এর নম্বরে পাঠিয়ে দিন। তারপর পর কিছু সময় অপেক্ষা করুন।

যদি আধার কার্ড প্যান কার্ড লিংক থাকে তাহলে “Aadhaar is already associated with PAN (number) in ITD database” মেসেজটি আসবে।

আর যদি লিংক না থাকে সই ক্ষেত্রে আপনার কাছে যে মেসেজটি আসবে তা হল “Aadhaar is not associated with PAN (number) in ITD database.

জেনেনিন:

আমাদের শেষ কথা,

আশা করছি আপনি এই পোস্টটি থেকে এখন জানতে পেরেছেন যে কিভাবে আধার কার্ড প্যান কার্ড লিংক স্ট্যাটাস চেক করতে হয়।

পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করুন এবং তাদেরও জানার সুযোগ করে দিন।

আর নিচে এরকম কিছু প্রশ্নের উত্তর সংক্ষেপে প্রদান করছি যা হয়তো আপনার জানার থাকবে এই aadhar card and pan linking নিয়ে।

আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক না করলে কি হবে?

আয়কর আইনের ১৩৯ এএ (139AA) ধারা অনুযায়ী সমস্ত কর দাতাদের অবশ্যই আধার কার্ড এর সাথে প্যান কার্ড লিংক করতে হবে ৩০ জুন ২০২৩ এর মধ্যে। এবং যদি তা না করায় তাহলে সেই ব্যক্তির প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে, ITR ফাইল করতে পারবে না, ট্যাক্স রিফান্ড পরিষেবা পাবে না, নতুন ব্যাঙ্ক একাউন্ট এবং ডিমেট একাউন্ট ইত্যাদি খুলতে পারবে না।

আধার কার্ড এর সাথে প্যান কার্ড লিংক করা কি বাধ্যতামূলক?

এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমার তো আয়কর দেওয়ার প্রয়োজন হয় না, তো সেই ক্ষেত্রেও কি লিংক করতে হবে।
তাহলে জেনে রাখুন যে সেই ক্ষেত্রেও আপনাকে অবশ্যই আধার কার্ড প্যান কার্ড লিংক করতে হবে। কারণ তা না করলে আপনার প্যান কার্ডটিই এখানে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।
এবং কর ব্যতীত অন্যান্য কাজের ক্ষেত্রে আপনার প্যান কার্ড ব্যবহার হতেই পারে। আর লিংক না করার ফলে তা যদি নিষ্ক্রিয় হয়ে যায় সেই ক্ষেত্রে সমস্যায় পরবেন।

আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক বা লিংক করতে কত টাকা লাগবে?

৩১ মার্চ ২০২২ এর আগে পর্যন্ত প্যান কার্ড আধার কার্ড লিংক সিম্পুর্ন ফ্রি ছিল। তারপর ৩১ মার্চ ২০২২ এর পর এবং ৩০ জুন ২০২২ এর মধ্যে যারা লিংক করেছে তাদের 500 টাকা জরিমানা করা হয়েছে।
আর এখন ৩০ জুন ২০২৩ এর মধ্যে আমাদের ১০০০ টাকা জরিমানা বা fees ধার্য করা হচ্ছে।
অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড লিংক করতে আপনাকে ১০০০ টাকা দিয়ে করতে হবে।

কিভাবে প্যান কার্ড আধার কার্ড লিংক করবো?

আধার কার্ড প্যান কার্ড লিংক আপনি ২টি উপায়ে করতে পারেন।
১. নিজে অনলাইন Income Tax e-filing portal দ্বারা।
২. অথবা নিকটবর্তী Pan card সেন্টার এর মধ্যে গিয়ে।