অনলাইন ভোটার কার্ড এর সাথে আধার কার্ড লিংক পদ্ধতি

আজ আমার জানবো আপনি কিভাবে বাড়িতে বসে নিজের স্মার্টফোন দ্বারা ওয়েস্ট বেঙ্গল -এ ভোটার কার্ড আধার কার্ড লিংক করবেন।

আপনারা হয়তো শুনে বা জেনে থাকবেন যে ইলেকশন বা নির্বাচন কমিশন দ্বারা বলা হয়েছে এই আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক

করার ফলে একাধিক বা একই নির্বাচনী এলাকায় একাধিকবার ভোটারের নিবন্ধন সনাক্ত কারণে সাহায্য করবে।

আপনাদের অবশ্য জানিয়ে রাখবো যে এই Voter ID Aadhaar card link করা যে বাধ্যতামূলক সেরকম কিছু এখনো জানানো হয়নি।

তো আপনি যদি চান বা যদি মনে হয়ে করিয়ে রাখলে ভালো তাহলে অবশ্যই নিচের ধাপ গুলি অনুসরণ করুন একদম সহজ।

আরো জানুন:

যেভাবে ভোটার কার্ড আধার কার্ড লিংক অনলাইন ওয়েস্ট বেঙ্গল -এ করবেন

কিভাবে অনলাইনে ভোটার আইডি ও আধার কার্ড লিংক করতে হয় ওয়েস্ট বেঙ্গল
অনলাইন আধার কার্ড ভোটার কার্ড লিংক ওয়েস্ট বেঙ্গল

Online Voter ID link with Aadhaar Card পক্রিয়া শুরু করার আগে আপনার যে জিনিস গুলি প্রয়োজন হবে তা হল,

  • একটি স্মার্টফোন এবং যার মধ্যে অবশ্যই ইন্টার সংযোগ থাকতে হবে।
  • একটি সক্রিয় ইমেইল আইডি
  • আপনার আধার কার্ড এর সাথে লিংক থাকা সক্রিয় মোবাইল নাম্বারটি।
  • এবং অবশ্যই আপনাকে নিজের কাছে আধার কার্ড ও ভোটার আইডি রাখতে হবে।

তো এখন আপনি আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করার জন্য প্রস্তুত। এবার নিচের ধাপ গুলি মনোযোগ সহকারে অনুসরণ করুন।

ধাপ ১: অনলাইনে আধার কার্ড এর সাথে ভোটার আইডি লিঙ্ক পক্রিয়ার জন্য ভারতীয় নির্বাচন কমিশন একটি মোবাইল অ্যাপ বার করেছেন,

যার সাহায্যে আপনি এই কাজটি করতে পারবেন। তো সবার প্রথমে Google Play Store অথবা iPhone এর জন্য App Store খুলে

সেখানে Voter Helpline অ্যাপটি সার্চ করে তা নিজের মোবাইল ফোনে ডাউনলোড ও ইনস্টল করেনিন।

ধাপ ২: Voter Helpline অ্যাপটি আপনার ফোনে ইনস্টল হয়ে যাওয়ার পর তা ওপেন করুন। এখন খোলার সাথে সাথে

একটি DISCLAIMER আসবে তো নিচে দেখুন > I Agree আছে সেটি চেক বা টিক মার্ক করে তার পাশে > Next প্রেস করুন।

ধাপ ৩: এবার এপ্লিকেশনটি ব্যবহার করার জন্য ভাষা নির্বাচন এর পেজ আসবে তো নিজের সুবিধা মত ভাষা নির্বাচন করে নিচে > Get Started ক্লিক করুন।

ধাপ ৪: এখন আপনার সামনে Voter Helpline অ্যাপটির মূল বা প্রধান পেজটি খুলবে যেখান থেকে > Voter Registration ক্লিক করে

তারপর > Click on Electoral Authentication Form (Form 6B) অপ্শনটি নির্বাচন করুন।

ধাপ ৫: তো এখন আপনার সামনে আরো একটি পেজ আসবে সেখানে নিচে > Let’s Start ক্লিক করুন।

ধাপ ৬: এবার আপনার কাছ থেকে Mobile No চাওয়া হবে তো আপনাকে নিজের আধার কার্ড এর সাথে লিংক থাকা মোবাইল নম্বর প্রদান করে নিচে > Send OTP ক্লিক করতে হবে।

Send OTP ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ খুলবে যেখানে OTP চাওয়া হবে আর সাথে সাথে আপনার

প্রদান করা মোবাইল নম্বরের মধ্যে মেসেজ দ্বারা একটি OTP আসবে তো এখন OTP বক্সে সেই ওটিপি প্রদান করে নীচে > Verify ক্লিক করুন।

আরো পড়ুন: কিভাবে অনলাইন স্বাস্থ্য সাথী ফর্ম ডাউনলোড করবেন ?

ধাপ ৭: ক্লিক করার পর আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে যে আপনার ভোটার আইডি আছে কি নেই।

  • Yes, I Have Voter ID No. (এটি নির্বাচন করুন)
  • No, I Don’t Have Voter ID No.

তো, Yes, I Have Voter ID No. অপশনটি নির্বাচন করে নিচে > Next বাটনে টাচ করুন।

ধাপ ৮: এই বার যে পেজটি আসবে সেখানে নিজের Voter ID প্রদান করুন এবং তার ঠিক নিচে State (West Bengal) নির্বাচন করে একদম নিচে > Fetch Details অপসন এর মধ্যে টেপ করুন।

Fetch Details ক্লিক করার সাথে সাথে আপনাকে নিজের ভোটার আইডির সম্পূর্ণ তথ্য প্রিভিউ করে দেখানো হবে। তো এখন তা

যাচাই করে নিচে > Next আইকনে ক্লিক করুন।

ধাপ ৯: এবার আপনাকে Form 6B Preview দেখানো হবে তো অবশ্যই সম্পূর্ণ তথ্য সঠিক ভাবে যাচাই করে নিচে > Confirm আইকনে টেপ করুন।

এখন আপনি নিজের বাড়িতে বসে অনলাইন অ্যাপ দ্বারা ভোটার কার্ড আধার কার্ড লিংক করতে সক্ষম হয়েছেন সম্পূর্ণ ভেবে।

অবশ্যই জানুন:

আমাদের শেষ কথা,

তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ পক্রিয়া বা ধাপ বাড়িতে বসে নিজের স্মার্টফোন দ্বারা একদম সহজ উপায়ে আধার কার্ড ভোটার কার্ড লিংক Voter Helpline অ্যাপ দ্বারা।

আপনাদের যদি পোস্টটি ভালো ও কিছুটা হোক কাজে এসে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরও সাহায্য করুন।

আর এরকমই আরো অনলাইন গাইড, টিপস ও ট্রিকস সহ অনলাইনে আপডেটস এর জন্য অবশ্যই আমাদের সাইট অনুসরণ করুন।