জেনে নেবো সেরা ৫টি এন্ড্রয়েড ভয়েস রেকর্ডিং অ্যাপস (Android voice recorder apps) হাই কোয়ালিটি সাউন্ড রেকর্ড ও এডিট করার জন্য।
আমাদের স্মার্ট ফোনে ক্যামেরার পাশাপাশি আরো একটি খুবই দরকারি ফিচারস হল ভয়েস বা অডিও রেকর্ডিং অপশন।
যার দ্বারা আমরা খুব সহজেই নিজের ভয়েস এর পাশাপাশি ক্লাস নোটস, মিটিং, পাবলিক ইভেন্টস এবং ভিডিও ভয়েস ক্যাপচার করতে পারি।
তবে আমরা সবাই জানি যে আমাদের মোবাইল এর বিল্ট ইন যে মাইক্রোফোন আছে তা কিন্তু অনেক ফিচারস থেকেই বহির্ভুত।
যেরকম ধরুন আপনি শুধু প্লে ও স্টপ বাটনই পাবেন, ভয়েস ট্রিম বা কাট করার কোনো অপসন পাবেন না। এছাড়া,
আরো একটি গুরুত্বপূর্ণ ফিচারস হল নয়েস ক্যানসিলেশন যা আমাদের ডিফল্ট মাইক্রোফোন অ্যাপের মধ্যে একদমই থাকে না।
আর রেকর্ড করা অডিও এডিট ইত্যাদির কথা তো একদমই ছেড়েই দিলাম। তা আপনি কোন ফোনের বিল্ট ইন মাইক্রোফোনেই পাবেন না।
কিন্তু প্লে স্টোরে এরকম বেশ কিছু থার্ড পার্টি ভয়েস বা সাউন্ড রেকর্ডিং অ্যাপস আছে যা আপনার ফোনের সাধারণ
মাইক্রোফোনকেও প্রফেশনাল ভাবে ভয়েস রেকর্ড করতে সাহায্য করবে এবং নিজের পছন্দ অনুযায়ী তা এডিটও করতে পারবেন।
তাহলে চলুন আমরা এরকমই ৫টি সেরা ও ফ্রি এন্ড্রয়েড ভয়েস রেকর্ডিং অ্যাপস সম্পর্কে নিচে জেনেনি।
অবশ্যই পড়বেন:
৫টি সেরা মোবাইল ভয়েস রেকর্ডিং অ্যাপস (Free Voice Recorder Apps For Android)

নিচে আমরা যে ভয়েস রেকর্ডিং এপপ্স গুলি সম্পর্কে জানবো তাদের মধ্যে এক্সট্রা ফিচারস গুলি তো পাবেনই। তবে তার সাথে
এই mobile sound or voice recording apps গুলির দ্বারা আপনি হাই কোয়ালিটির ভয়েস রেকর্ড ও এডিট করতেও সমর্থন হবেন।
যা আপনি নিজের ভিডিও প্রজেক্ট, ভয়েস ওভার এবং নিজের ভিডিও কনটেন্ট ক্রিয়েট বা তৈরির জন্যেও ব্যবহার করতে পারবেন।
১. Voice Recorder (By quality apps)
আমাদের লিস্টের প্রথম অ্যাপটির নামই Voice Recorder যেটি খুবই সিম্পল ও সহজ একটি ভয়েস রেকর্ডিং এপ্লিকেশন।
তবে অ্যাপটি সিম্পল ও সহজ হলেও বেশ কিছু দরকারি ফিচারস আপনি এখানে পেয়ে যাবেন। যেরকম মাইক্রফোন এর
সাউন্ড বা ডেসিবেল (decibels) অ্যাডজাস্টমেন্ট অথবা বুস্ট, স্টেরিও অথবা মনো সহ রেকর্ডিং, সাউন্ড কোয়ালিটি চেঞ্জ,
ভয়েস এর MP3 ও WAV ফাইল টাইপ নির্বাচন করা এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে, আপনি নিজের ভয়েস রেকর্ড করার পরে
তা এডিট যেরকম ট্রিম ও আপনার প্রয়োজন অনুযায়ী ভলিউম এডজাস্টও করতে পারবেন।
২. Dolby On
যারা ষ্টুডিও ও রেডিও টাইপ ডিপ ভয়েস চান তাদের ক্ষেত্রে Dolby On একটি অসাধারন অডিও রেকর্ডার প্রমাণিত হবে।
কারণ এখানে ভয়েস স্টাইল এর বিভিন্ন প্রিসেট পেয়ে যাবেন, নিজের ভয়েস থেকে নয়েস রিমুভ করতে পারবেন। আপনার
অডিও বা ভয়েস ট্রিম ও ভলিউম বুস্ট করতে পারবেন এবং আরো দরকারি একটি বিষয় ভয়েস টোন পরিবর্তন করার অপশনও আপনি এর মধ্যে পেয়ে যাবেন।
বেক্তিগত ভাবে আমার এটি খুবই পছন্দের মোবাইল অডিও রেকর্ডার অ্যাপস যা আমার ফোনেও এখনো ইনস্টল আছে।
তো আপনিও যদি একদম পিসিতে রেকর্ড করা প্রফেশনাল মাইক এর মত সাউন্ড বা ভয়েস কোয়ালিটি চান তাহলে অবশ্যই এটি ব্যবহার করুন।
অবশ্যই পড়ুন: সেরা ৬টি মোবাইল ওয়ালপেপার ডাউনলোড করার ওয়েবসাইট
৩. Smart Recorder
আমাদের লিস্টের আরো একটি খুবই সাধারণ এবং হালকা মোবাইল সাউন্ড রেকডিং অ্যাপ হল স্মার্ট রেকর্ডার বা Smart Recorder.
এটি খুবই সিম্পল একটি এপ্লিকেশন যেখানে আপনি অডিও এডিট করার কোনো ফিচারস হয়তো পাবেন না। তবে
এই রেকর্ডারটি আপনাকে কোনো রকমের এক্সট্রা অটো এফেক্ট ছাড়াই আপনার নিজের ভয়েস একদম হাই কোয়ালিটিতে রেকর্ড করতে সাহায্য করবে।
অর্থাৎ আপনি একদমই ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস রেকর্ড করে সরাসরি সেভ অথবা যে কাউকে শেয়ার করতে পারেন।
৪. AudioLab – Audio Editor Recorder & Ringtone Maker
অডিওলেব যে শুধু একটি অডিও রেকর্ডিং এপ্লিকেশন না, তার থেকেও অধিক কিছু তা আপনি এর নাম দেখেই বুছতে পারবেন।
এটি কিছুটা প্রফেশনাল অডিও এডিটিং সফটওয়্যার এর মোবাইল ভার্শন এর মত। কারণ এখানে আপনি সাউন্ড রেকর্ড,
করার সাথে সাথে তা ট্রিম, মিক্সিং, মার্জ, নয়েস রিমুভ, ইকুয়ালাইজার, ভয়ে চেঞ্জ, রিভার্স অডিও, স্পিড চেঞ্জ সহ আরো অনেক ফিচারস এর মধ্যে পেয়ে যাবেন।
তার সাথে আপনি যদি নিজের পছন্দ ভয়েস বা অডিও থেকে রিংটোন করতে চান তার সুবিধাও এর মধ্যেই পেয়ে যাবেন।
অর্থাৎ যদি অল ইন ওয়ান একটি ভয়েস রেকর্ডিং ও এডিটিং অ্যাপ চান তাহলে AudioLab আপনার কাছে সব থেকে সেরা Voice reorder হবে।
আরো পড়ুন: ৬টি ফ্রি রিংটোন ডাউনলোড ওয়েবসাইট
৫. WaveEditor for Android
এই এপ্লিকেশনটি এই লিস্টে যুক্ত করার আমার মূল উদ্দেশ হল যারা অডিও রেকর্ড এর সাথে এডিটিং ওপরও বেশি গুরুত্ব দিতে চায় তাদের জন্য।
অবশ্যই আপনি এর মাধ্যমে সাউন্ড বা ভয়েস রেকর্ড করতে পারবেন কিন্তু সাউন্ড এডিটিং এর জন্য এর তুলনা হয়না।
আপনি যদি Audacity কম্পিউটার সফটওয়্যারটির নাম শুনে থাকেন। যাকিনা একটি পিসি সাউন্ড রেকর্ডিং ও এডিটিং সফটওয়্যার।
তার সাথে এই এন্ড্রয়েড ভয়েস রেকর্ডিং অ্যাপটির অনেক সমতা খুঁজে পাবেন। এর মধ্যে আপনি একদম কম্পিউটার
ইউসারদের মত ম্যানুয়ালি ধরে ধরে নিজের অডিও এডিট করতে পারবেন এবং একই সব ইফেক্ট নিজের অডিওতে ব্যবহারও করতে পারবেন।
আরো জানুন: ৬টি ফ্রি মোবাইল ভয়েস চেঞ্জার অ্যাপ ডাউনলোড
আমাদের শেষ কথা,
এই লিস্টে আমি কম ও বেশি ফিচারস সম্পন্ন ৫টি সেরা ও ফ্রি মোবাইল ভয়েস রেকর্ডিং অ্যাপস (android voice recording apps ) তুলে ধরলাম যা আপনি,
নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী নির্বাচন করতে পারেন। তবে আমার দীর্ঘ বিশ্বাস এখানে উল্লেখিত প্রতিটি এপ্লিকেশনই আপনাদের পছন্দ হবে।
তো পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথেও শেয়ার করুন এবং এই সাইটে আরো এরকম পোস্ট পড়তে অবশ্যই আমাদের সাইট সাবস্ক্রাইব করুন।