৭টি সেরা কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউব চ্যানেল

আজ আমরা দেখে নেবো ৭টি সেরা কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউব চ্যানেল সম্পর্কে যেখান থেকে আপনি নিজের

ইউটিউব চ্যানেল এর বিভাগ বা ক্যাটাগরি অনুযায়ী সঠিক Copyright free background music বেছে নিতে পারেন।

তো আপনিও যদি একজন ইউটিউবার অথবা অনলাইন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং নিজের ভিডিও এর ব্যাকগ্রাউন্ড মিউজিক চান

তাও আবার কোনো রকমের কপিরাইট স্ট্রাইক বা ক্লেম ছাড়া তাহলে অবশ্যই জেনে থাকবেন যে ইউটিউব এর মধ্যে

এরকম বেশ কিছু Copyight free background music ইউটিউব চ্যানেল আছে যারা অন্যান্য ইউটিউবারদের

ফ্রিতে কপিরাইট মুক্ত মিউজিক প্রদান করে থাকে শুধুমাত্র Music credit or attributes এর বিনিময়ে এবং কোনো রকমের অর্থ ছাড়াই।

কিন্তু ফ্রিতে মিউজিক পাওয়া গেলেই হবেনা। কারণ বিভিন্ন ইউটিউব চ্যানেল ভিন্ন ক্যাটাগরির ওর হয়ে থাকতে পারে,

সেই ক্ষেত্রে আপনার ভিডিও বা কনটেন্ট এর জন্য ও অনুযায়ী সঠিক মিউজিক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাই নিচে এরকম ৭টি সেরা কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউব চ্যানেল উল্লেখ করবো যেখান থেকে আপনি সঠিক মিউজিক নির্বাচন করতে পারবেন আপনার কনটেন্ট অনুযায়ী।

আরো পড়ুন: ৭+ সেরা কপিরাইট ফ্রি স্টক ভিডিও সাইট

৭টি কপিরাইট ফ্রি মিউজিক এর ইউটিউব চ্যানেল গুলি হল

সেরা কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউব চ্যানেল
সেরা ৭টি ইউটিউব চ্যানেল কপিরাইট ফ্রি মুসজিক এর জন্য

১. Audio Library — Music for content creators

YouTube এর মধ্যে জনপ্রিয় সমস্ত কপিরাইট ফ্রি মিউজিক চ্যানেল গুলির মধ্যে একটি হল এই Audio Library.

4.5 M এরও বেশি সাবস্ক্রাইব প্রাপ্ত এই চ্যানেলটিতে আপনি বিভিন্ন রকম বা genres এর ব্যাকগ্রাউন্ড সাউন্ড পেয়ে যাবেন।

এখানে আপনি বিশেষ করে Happy, chill, soft, ukulele,fun, upbeat এর সাথে সাথে pop ও vocal এর মিউজিক পেয়ে যাবেন।

২. NCS – NoCopyrightSounds

NCS সম্পর্কে আপনারা অনেকেই জেনে থাকবেন কিন্ত তাও যদি এই লিস্টের মধ্যে যুক্ত না করা হয় তাহলে লিস্টটি অসম্পূর্ন হবে।

এছাড়াও যারা ইউটিউব এর মধ্যে নতুন বা NCS সম্পর্কে জানেনা তাদের ক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখবো যে এই NCS হল

ইউটিউবে উপলব্ধ সব থেকে জনপ্রিয় ও বেশি Subscribed কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউব চ্যানেল যার এখন 32.6M subscribers আছে।

এখানে বিশেষ করে আপনি High bass, pop ও dance ইত্যাদি electronic গেনেরস background music পাবেন আর যা কোয়ালিটি অনুযায়ী সত্যিই অসাধারণ।

আরো জানুন: সেরা ৭টি ওয়েবসাইট কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার জন্য

৩. Vlog No Copyright Music

আমাদের লিস্টের তৃতীয় সেরা কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউব চ্যানেলটি হল এই Vlog No Copyright Music

এটিও বেশ জনপ্রিয় ও ভালো একটি চ্যানেল যেখানে এখন 2.32M subscribers বা এরও বেশি সাবস্ক্রাইব আছে।

আপনি এক নম্বরের Audio Library — Music for content creators এর মতোই প্রায় এখানেও একই বিভাগের কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন।

অর্থাৎ প্রায় সমস্ত ক্যাটাগরির ইউটিউব চ্যানেল এর জন্যই আপনি এখান থেকে অডিও নিয়ে ব্যবহার করতে পারবেন

৪. BreakingCopyright

এই BreakingCopyright channel এর মধ্যে আপনি বিশেষ করে পপ, ডান্স, মেটেল ও ইলেকট্রনিক টাইপ এর মিউজিক পাবেন।

এছাড়াও এখানে আপনি Soft, cinematic, epic, seasonal, country based সহ আরো বিভিন্ন geners এর কপিরাইট মুক্ত সাউন্ড পেয়ে যাবেন।

যদিও আপনি বিভিন্ন টাইপস এর ইউটিউব ভিডিও বা কনটেন্ট তৈরির জন্যে এখানে মিউজিক পেয়ে যাবেন। তবে

যারা বিশেষ করে Vlog ও সিনেমাটিকে ধরণের কনটেন্ট তৈরি করে থাকেন তাদের অবশ্যই এই চ্যানেলটি চেক আউট করতে বলবো।

৫. Background Music Without Limitations

এটি খুব বেশি জনপ্রিয় ও পুরানো YT channel না হলেও কপিরাইট মুক্ত বিভিন্ন রকমের অর্থাৎ বিভাগের অডিও মিউজিক পেয়ে যাবেন।

এখানে আপনি Happy, chill, upbeat, inspiring, relaxing, uplifting and ambiant এর মতো আরো বিভিন্ন

ধরণের অডিও পেয়ে যাবেন। এই চ্যানেলটির সাবস্ক্রাইব সংখ্যা হল 148K এর বেশি আর অবশ্যই আপনার Subscribe লিস্টে একে রাখা উচিত।

৬. No Copyright Background Music

এটি এমন একটি YouTube channel যে এর মধ্যেই সমস্ত রকমের বিভাগের অডিও ও সমস্ত রকমের ইউটিউব চ্যানেলেই ব্যবহার করা যাবে,

সেরকমই একটি সেরা স্থান হল এই ইউটিউব চ্যানেলটি। এখানে আপনি ওপরের উল্লেখিত সমস্ত চ্যানেল এর মতোই

এবং তাদের সব মিলিয়ে যে সমস্ত copyright free background audio পাবেন তা এখানেও পেয়ে যাবেন যেখানে সত্যিই খুব ভালো কালেকশন আছে।

৭. Prod. Riddiman

সম্প্রতি lofi type এর মিউজিক বেশ জনপ্রিয় এবং অনেকেই আছেন এই ধরণের মিউজিক শুনে থাকেন আর যা ইউটিউবে অনেক আছেও।

তো আপনিও যদি নিজের ইউটিউব ভিডিও অথবা অন্য কোনো কনটেন্ট এর মধ্যে লফি মিউজিক ব্যবহার করতে চান

সেই ক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলটি ভিসিট করুন ও সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার অবশ্যই পছন্দ হবে এর copyright free background musics গুলি।

এখানে আপনি রক, পপ, হিপহপ, চিল, হ্যাপি ও ভোকাল সহ বেশ ভালো ভালো অডিও lofi version -এ পেয়ে যাবেন যা আমার বেক্তিগত ভাবে খুবই ভালো লাগে।

জানুন: ৬টি সেরা কপিরাইট ফ্রি মিউজিক সাইট (ফ্রি ডাউনলোড)

আমাদের শেষ কথা,

তো এই হলো আজকে আমাদের সেরা ৭টি কপিরাইট ফ্রি মিউজিক এর ইউটিউব চ্যানেল নাম। আর যার প্রতিটি চ্যানেলই আপনার সাবস্ক্রাইব করে রাখা উচিত।

এখানে একটি বিষয় অবশ্যই আপনাদের প্রত্যেককেই জানিয়ে রাখবো যে উল্লেখিত চ্যানেল এর সমস্ত মিউজিকই কপিরাইট মুক্ত

অর্থাৎ Free to use তবে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে, যেই চ্যানেল এর মিউজিক আপনি নিজের ভিডিওতে

ব্যবহার করবেন তার Music credit or atribuites অবশ্যই নিজের সেই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রদান করবেন।

অথবা আপনি যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান তার ডেসক্রিপশন বক্সে প্রবেশ করে ব্যবহার সংক্রান্ত নিয়ম পড়েনিন।

আর এই best copyright free music YouTube channel গুলি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।