একটি ব্লগ সাইট বা ইউটিউব চ্যানেলের জন্য ইমেজ বা ছবি এবং ভিডিও একটি সত্যিই প্রয়োজনীয় উপাদান তা আমরা জানি।
যা একটি ব্লগ সাইটে এবং ইউটিউব চ্যানেলের থাম্বনেইল, ফিচার্ড ইমেজ এবং ব্লগ ও ভিডিও বানাতে বিভিন্ন রিসোর্স হিসাবে কাজে লাগে।
কিন্তু এখানে সমস্যা হল এরকম বহু ব্লগার ও ইউটিউবার আছে যারা সরাসরি গুগল থেকে ফটো ডাউনলোড করে তাদের ইউটিউব ভিডিও বা ব্লগ পোস্টে ব্যবহার করে।
আর তারা এখানেই না জেনে সব থেকে বড় ভুলটি করে থাকে।
কারণ সরাসরি গুগল থেকে তারা যে ফটোগুলি ডাউনলোড করে ব্লগ বা ইউটিউব ভিডিওতে ব্যবহার করে সেগুলি বেশিরভাগ কপিরাইট যুক্ত হয়ে থাকে।
কপিরাইট বলতে ওই ফটো বা ছবিগুলির ওপর অন্য বেক্তির মালিকানা বা অধিকার থাকে যা শুধু ওই বেক্তি ব্যতীত অন্য কেউ ব্যবহার করতে পারবেনা।
যদি না আপনি ওই ফটো বা ছবি ক্রয় করে থাকেন। অর্থাৎ আপনি যদি ফটোগুলি কেনেন তাহলেই একমাত্র ব্যবহার করার অধিকার পাবেন।
কিন্তু এসব বিষয় অনেকেই না জেনে সরাসরি গুগল থেকে ওই কপিরাইট যুক্ত ছবি ডাউনলোড করে তারা ইউটিউব এবং ব্লগে ব্যবহার করে।
আর এর ফল স্বরূপ গুগল ওই সমস্ত ব্লগ সাইট এবং ইউটিউব চ্যানেলে কপিরাইট কনটেন্ট ব্যবহারের জন্য স্ট্রাইক ফেলে।
ব্লগ সাইট বলুন বা ইউটিউব চ্যানেল কপিরাইট স্ট্রাইক পরা কখনোই ভালোনা এতে আপনার ব্লগ সাইট বা ইউটিউব চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে।
তাই আজ আমরা এরকম ৭টি ওয়েবসাইট সম্পর্কে জানবো যেখান থেকে আপনি ফ্রিতে কপিরাইট ফ্রি ইমেজ ও ভিডিও ডাউনলোড করতে পারবেন।
তো চলুন এবার আমরা সেই ওয়েবসাইটগুলি জেনেনি।
৭টি ওয়েবসাইট কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার জন্য
নিচে যে সমস্ত ওয়েবসাইটগুলি আমরা জানবো আপনি সেই প্রতিটি ওয়েবসাইট থেকেই সম্পূর্ণ ফ্রিতে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবেন।
১. Pexels

কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার জন্য Pexels একটি অত্যন্ত জনপ্রিয় ফ্রি স্টক ফুটেজ এবং ভিডিও ওয়েবসাইট।
আপনি এখান থেকে বিভিন্ন ধরণের কপিরাইট ফ্রি ইমেজ, ইলাস্ট্রেটর এবং ভিডিও ফুটেজ ফ্রিতে ডাউনলোড ও ব্যবহার করতে পাবেন।
বহু জনপ্রিয় ব্লগার ও ইউটিউবার তাদের ব্লগ এবং ভিডিওর জন্য এই ওয়েবসাইটটি ব্যাবহার করে থাকেন।
এখান থেকে সরাসরি আপনি কোনো ফটো বা ভিডিও ফুটেজ ডাউনলোড করতে পারবেন এর জন্য একাউন্ট তৈরির কোনো দরকার নেই।
২. Pixabay

কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার জন্য আরেকটি বিপুল সম্ভার স্টক যুক্ত ওয়েবসাইট হল পিক্সাবে (Pixabay)
এখান থেকে আপনি শুধু কপিরাইট মুক্ত ফটোই না তার সাথে ভিডিও, ইলাস্ট্রেশন, ভেক্টরস গ্রাফিক্স এবং মিউজিকও ডাউনলোড করতে পারবেন।
একজন ব্লগার এবং ইউটিউবারের কপিরাইট ফ্রি বিভিন্ন স্টক ফুটেজের জন্য অবশ্যই এটি একটি ওয়ান স্টপ শপ বলতে পারেন।
আপনাকে এখানে কোনো একাউন্ট তৈরি করতে হবেনা কোনো ফ্রি স্টক ডাউনলোড করার ক্ষেত্রে।
৩. Unsplash

আমাদের তৃতীয় কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করার ওয়েবসাইটটির নাম হল Unsplash .
Unsplash শুধু কপিরাইট ফ্রি ইমেজের একটি সাইট। এটি হাই কোয়ালিটির কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার শ্ৰেষ্ঠ একটি ওয়েবসাইট।
শুধু তাইনা এখান থেকে আপনি যেকোনো ডিভাইসের জন্য হাই কোয়ালিটির ওয়ালপেপারও ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে।
এখানে আপনি ব্লগ বা ইউটিউব ভিডিওর জন্য বিভিন্ন রিসোলিউশনের হাই কোয়ালিটি কপিরাইট ফ্রি ইমেজ এবং ওয়ালপেপার পেয়ে যাবেন।
৪. Canva

Canva শুধু কোনো কপিরাইট ফ্রি স্টক ইমেজের ওয়েবসাইট না এটি একটি ফ্রি অনলাইন ফটো এডিটর তবে এর প্রিমিয়াম ভার্সনও আছে।
ক্যানভা একটি অত্যান্ত পাওয়ারফুল এবং জনপ্রিয় ফ্রি অনলাইন ফটো এডিটিং টুল ব্লগার এবং ইউটিউবারদের জন্য।
তবে ক্যানভা ফ্রি স্টক ফোটোর সাইট না হলেও আপনি এখান থেকে ফটো এডিটি করার সময় ক্যানভার ফ্রি স্টক ইমেজগুলি ব্যবহার করতে পারবেন যা কপিরাইট ফ্রি হয়ে থাকে।
আপনি এখান থেকে খুব সহজেই ইউটিউব থাম্বনেইল এবং ব্লগ পোস্টের ফিচার্ড ইমেজ ইত্যাদি তৈরি করতে পারবেন।
আপনি যদি ক্যানভার সম্পর্কে এর আগে না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার এখনই এই ওয়েবসাইটটি চেক করা উচিত।
৫. Stocksnap

হাই কোয়ালিটির কপিরাইট ফ্রি ছবির জন্য আরেকটি ভালো ওয়েবসাইট হল Stocksnap এখানেও আপনি Unsplash এর মতো শুধু কপিরাইট ফ্রি ইমেজ পাবেন।
Stocksnap-এ আপনি বিভিন্ন ক্যাটাগরির ফ্রি স্টক ইমেজ পাবেন। আপনি প্রায় ৮০টির বেশি ফটো ক্যাটাগরি এখানে দেখতে পাবেন।
অর্থাৎ আপনি এই ওয়েবসাইট থেকে সমস্ত রকমের বা বিভাগের কপিরাইট ফ্রি ইমেজ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
৬. Freepik

কপিরাইট ফ্রি ফটোর সাথে সাথে আপনি যদি কপিরাইট ফ্রি ভেক্টর গ্রাফিক্স এবং ইলাস্ট্রেশনের ফ্রি বিপুল সম্ভার চান তাহলে Freepik আপনার জন্য সেই ওয়েবসাইট।
আপনি এখানে ফটোর সাথে সাথে কপিরাইট ফ্রি ভেক্টর ইমেজ এবং লোগোও ডাউনলোড করতে পারবেন।
শুধু তাই না আপনি চাইলে কোনো লোগো বা ভেক্টর ইমেজের PSD অর্থাৎ ফটোশপের Raw ফাইলটিও ডাউনলোড করতে পারবেন।
এছাড়াও আপনি যদি Freepik এর প্রিমিয়াম ভার্সন কিনলে এর সমস্ত প্রিমিয়াম ফটো, লোগো এবং ভেক্টর ইমেজ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।
৭. Freerange

Freerange ব্লগারদের জন্য একটি জনপ্রিয় কপিরাইট ফ্রি স্টক ইমেজ ওয়েবসাইট। Lifehacker ও Makeuseof এর মতো বড় ব্লগ সাইটগুলি এই সাইটটি ব্যবহার করেন।
এই সাইটের প্রতিটি ফটোতে একিউরেট ভাবে কিওয়ার্ড এবং ডেসক্রিপশন প্রদান করা হয়েছে ব্লগ সাইতে ব্যবহার করার জন্য।
তবে এখান থেকে কোনো ফটো ডাউনলোড করার আগে অবশ্যই আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে।
আমাদের শেষ কথা:
তো বন্ধুরা আজকে আমরা জানলাম এরকম কিছু ওয়েবসাইট যেখান থেকে আমরা কপিরাইট ফ্রি ছবি ফ্রিতে ডাউনলোড ও ব্যবহার করতে পারবো।
এবং এই ক্ষেত্রে আমাদের আর কপিরাইট কনটেন্ট ক্লেম বা স্ট্রাইকের কোনো চিন্তাও করতে হবেনা।
আপনাদের যদি এই ব্লগ পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন এবং কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করুন।