কিভাবে যেকোন ওয়েবসাইট ব্লক করবেন (২টি উপায়ে)

দুটি উপায়ে আজ আমরা জেনে নেবো কিভাবে যেকোন ওয়েবসাইট যেরকম সোশ্যাল মিডিয়া বা অ্যাডাল্ট সাইট ব্লক করতে হয়।

নিঃসন্দেহে ইন্টারনেট, কম্পিউটার ও ফোন বা স্মার্টফোন একটি নতুন বিপ্লব এনে আমাদের জীবনে আমূল পরিবর্তন ঘটিয়েছে।

আজ আমাদের হাতে হাতে একটি করে স্মার্টফোন আর তাতে ইন্টারনেট। যা অবশ্যই আমাদের জীবন যাপন বা লাইফস্টাইল অনেক সহজ করে দিয়েছে।

তবে যেকোন জিনিসের যেরকম ভালো দিক থাকে, তার ঠিক সেই পরিমান খারাপ দিকও থাকে। আর ইন্টারনেট, ফোন ও কম্পিউটারও তার বেতিক্রম না।

আর এগুলি সব থেকে বেশি ক্ষতি করছে ছোটদের। তারা ইন্টারনেট ও মোবাইল এর প্রতি আসক্তি বা এডিক্টেড হয়ে উঠছে।

তার সাথে বিভিন্ন উপায়ে স্মার্টফোন ও ইন্টারনেট এর অপব্যাবহারও করছে। সব মিলিয়ে আমাদের সবার জীবনেই খুবই বাজে প্রভাব ফেলছে।

তাই আপনি যদি এরকমই বিশেষ কিছু কারণের জন্য যেকোন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া সাইট ইত্যাদি ব্লক করতে চান।

তাহলে চলুন আমরা নিচে এরকম ২টি সহজ উপায় দেখেনি যেকোন ওয়েবসাইট তা সে সাধারণ সাইট, সোশ্যাল মিডিয়া সাইট,

ভিডিও স্ট্রিমিং সাইট অথবা অ্যাডাল্ট সাইট যাই হোকনা কেন। আপনি তাদের ব্লক করতে পারবেন অনলাইন এক্সেস থেকে।

অবশ্যই পড়ুন: কিভাবে কম্পিউটারে বাংলা লেখা যায় (বাংলা টাইপিং সফটওয়্যার)

দুটি সহজ উপায় কোন ওয়েবসাইট ব্লক করার

উপায় ১: কম্পিউটার ও মোবাইলে ওয়েবসাইট ব্লক

ক) কম্পিউটার থেকে যেভাবে কোন সাইটকে ব্লক করবেন

কম্পিউটার থেকে কোন সাইট এর এক্সেস ব্লক করার জন্য এখানে আমরা কম্পিউটারের হোস্ট বা Host ফাইল এর সাহায্য নেব।

হোস্ট ফাইল দ্বারা কোন সাইট ব্লক করলে তা আপনি যেকোন ব্রাউজার থেকে চেষ্টা করলেও সেই সাইট আর ভিসিট করতে পারবেন না।

ধাপ ১: সবার প্রথমে আপনার কম্পিউটারে সার্চ বার থেকে Notepad সার্চ করে তা Run as administrator করে ওপেন করুন।

নোটপ্যাড ওপেন হওয়ার পর File > Open এবং তার পর নিচের লোকেশনটিতে লোকেট করুন। আপনি লোকেশনটি কপি পেস্টও করতে পারেন এড্রেস বারের মধ্যে।

"C:\Windows\System32\Drivers\etc" এখানে যান। 

ওখানে নিচে ফাইল টাইপ All Files করলেই আপনি Host ফাইল দেখতে পাবেন। এখন তার ওপর ক্লিক করে ওপেন করেনিন।

তো এখানে আমরা হোস্ট ফাইল এডিট করবো। তাই সবার প্রথমে হোস্ট ফাইলটি এডিট করার আগেই কপি করে একটি জায়গায় সেভ করেনিন।

ধাপ ২: হোস্ট ফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর এখন আপনি সেই ওয়েবসাইট ব্লক করতে চান সেটিকে হোস্ট ফাইল এর মধ্যে

127.0.0.1 www.facebook.com” এই ভাবে লিখে সেভ করেনিন। আপনি চাইলে একসাথেই একাধিক ওয়েবসাইট

হোস্ট ফাইল এর মধ্যে যুক্ত করতে পারেন তবে তাদের আগে অবশ্যই 127.0.0.1 দেবেন এবং তারপর সেভ করে নেবেন।

আর আপনি যদি কোন ওয়েবসাইট Unblock করতে চান তাহলে তা হোস্ট ফাইল থেকে সরিয়ে দিলেই আপনি পুনরায় সাইটটির এক্সেস পেয়ে যাবেন।

আরো পড়ুন: কিভাবে পিসি থেকে মোবাইলে ফাইল শেয়ার বা ট্রান্সফার করবেন

খ) মোবাইল ফোন থেকে কোন ওয়েবসাইট ব্লক করার উপায়

মোবাইল ফোন থেকে আপনি কোন ওয়েবসাইট অনেক গুলি উপায়ে ব্লক করতে পারেন তাদের মধ্যে সহজ দুটি উপায় হল।

Digital wellbeing and parental controls

আপনার ফোনের সেটিংস মেনু থেকে আপনি এই অপশন বা ফিচারসটি সার্চ করে সেটআপ করতে পারেন। এটি বিশেষত

বাচ্চাদের মোবাইল ব্যবহারে সীমিত কিছু এক্সেস দেওয়ার জন্য দেওয়া হয়েছে। আপনি এই ফিচারসটি দ্বারা সহজেই আপনার মোবাইল

এর ব্যবহার সীমিত করতে পারবেন। তার সাথে আপনি সমস্ত কিছু মনিটরও করতে পারবেন যে এই মোবাইল থেকে কি কি একটিভিটি করা হচ্ছে।

আপনি যদি ছোট কারো জন্য সাইট ব্লক করার উপায় খুচ্ছেন তাহলে অবশ্যই এই ফিচারসটি ব্যবহার করুন।

Firewall apps বা Website block apps

এছাড়াও আপনি প্লে স্টোরে এরকম অনেক Firewall বা Website block করার এপ্লিকেশন পেয়ে যাবেন যার দ্বারা খুব সহজেই

আপনি নির্দিষ্ট কোন ওয়েবসাইট আপনার ফোন থেকে এক্সেস করার জন্য বিরত বা ব্লক করে রাখতে পারেন এবং চাইলে আবার খুলে দিতে পারেন।

উপায় ২: Browser Extension দ্বারা Website Block

কম্পিউটার ব্যবহারকারী বা ইউসারদের ক্ষেত্রে যেকোন রকমের ওয়েবসাইট ব্লক করার আরো একটি সহজ উপায় হল ব্রাউসার এক্সটেনশন।

আর আমার মতে এটি হল সেরা জিনিস ওয়েবসাইট ব্লক করার। কারণ আপনি যখন খুশি সহজে ব্লক ও আনব্লক করতে পারেন।

Chrome, Firefox বা Opera আপনি যেই ব্রাউজারই ব্যবহার করুন না কেন Block site একটি extension পেয়ে যাবেন।

এই সমস্ত ব্রাউজার এক্সটেনশন স্টোর থেকে এক্সটেনশনটি ব্যবহার করে খুব সহজেই আপনার ইচ্ছামত যেকোন সাইট ব্লক করতে পারেন।

আরো জানুন: মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার নিয়ম

আমাদের শেষ কথা,

তো এই হল সব থেকে সহজ দুটি উপায় কম্পিউটার ও মোবাইল উপভোয় ডিভাইস থেকেই কোন ওয়েবসাইট ব্লক করার জন্য।

আপনাদের যদি পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের স্তাহে শেয়ার করুন আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান।