তো আজকে আমরা জানবো বা শিখবো যে কিভাবে ফ্রিতে নিজের সিভিল স্কোর বা CIBIL Score Check করতে পারব।
এখন কেউ যদি না জেনে থাকেন যে CIBIL score কি? তাদের জন্য ও সবার জানার জন্য অবশ্যই আপনাদের জানিয়ে রাখবো যে
এর পুরো অর্থ হল Credit Information Bureau (India) Limited (CIBIL) যা RBI দ্বারা লাইসেন্সড এবং এটি লোন বা ঋণ এবং
অন্যান্য আর্থিক বিষয় ও তার পরিসংখ্যান বা রিপোর্ট জানতে ও প্রদান করতে সাহায্য করে। খুব সহজ ভাব বললে
সংখ্যার মাধ্যমে সিবিল স্কোর দেখানো হয় এবং যা আমাদের Loan বা ঋণ নেওয়ার জন্য খুবই জরুরি। অর্থাৎ আপনার
সিবিল স্কোর যত বেশি হবে তা ভালো সেই ক্ষেত্রে আপনার ঋণ বা লোন সহজে ও এর পরিমানও বেশি পাওয়ার সম্ভবনা থাকে।
যদিও এরকম আরো বিষয় এর সাথে সম্পর্কিত আছে তো আপনি যদি বিশদে জানতে চান তাহলে এখানে ক্লিক করুন।
তো আপনার মনেও যদি এরকম প্রশ্ন থাকে আমার Cibil Score বা Credit score কত। বা যদি লোন নেওয়ার কথা ভাবছেন
আর তার জন্য নিজের সিভিল স্কোর বা Credit score চেক করে নিতে চান তাহলে চলুন নিচে একদম ফ্রি উপায়ে অনলাইনে CIBIL Score Check করেনি।
কিভাবে ফ্রিতে Cibil Score বা Credit Score Check করবেন ?

সিবিল স্কোর চেক করার জন্য ইন্টারনেটে অনেক ফ্রি ও পেইড ফ্লাটফর্ম আছে এবং এই ক্ৰেডিট স্কোর জানার জন্য
নিজের কিছু পার্সোনাল তথ্যও প্রদান করতে হয় সেই বিষয়টিও অবশ্যই মনে রাখবেন। তবে আজকে আমরা একদম ফ্রি মাধ্যমে
এবং বিশ্বাসযোগ্য কিছু প্লাটফর্ম ব্যবহার করবো একদম সরল ভাবে ক্রেডিট স্কোর দেখার জন্য।
উপায় ১: CRED Website ও App দ্বারা
ধাপ ১: সবার প্রথমে Cred সাইটে প্রবেশ করার জন্য এখানে ক্লিক করুন cred.club/check-your-credit-score
ধাপ ২: সাইটটিতে প্রবেশ করার পর > Check credit score ক্লিক করুন। এবং সেখানে আপনার নাম, ইমেইল, ফোন নম্বর (ব্যাঙ্ক রেজিস্ট্রেটেড) চাইবে তা প্রদান করে নিচে > Confirm ক্লিক করুন।
ধাপ ৩: এরপর আপনার প্রদান করা মোবাইল নম্বরের মধ্যে একটি OTP আসবে তা এখন প্রদান করতে বলা হবে।
তো নিচের বক্সে তা দিয়ে > Confirm ক্লিক করুন।
ধাপ ৪: এখন আপনার সামনে একটি QR Code আসবে যা স্ক্যান করে আপনাকে Cred App -টি ডাউনলোড এবং তা ওপেন করতে হবে নিজের CIBIL Score জানার জন্য।
তো ওপরের ধাপ গুলিতে আপনি Cred এর একাউন্ট তৈরি করলেন এখন আপনার জেনারেট করা QR -টি স্ক্যান করে এপ্লিকেশনটি ডাউনলোড ও ওপেন করলেই Credit or CIBIL Score দেখতে পাবেন।
আর আপনি যদি তাহলে এই ওপরের সমস্ত ধাপ গুলি স্কিপ করে Play Store বা App Store থেকে CRED App ডাউনলোড করে সরাসরি ওখান থেকেও দেখতে পারেন।
উপায় ২: CIBIL.Com এবং Bajajfinserv দ্বারা
অনলাইনে ফ্রিতে সিভিল স্কোর চেক করার জন্য আরো বেশি জনপ্রিয়, বিশ্বাসযোগ্য এবং ব্যবহৃত দুটি প্লাটফর্ম হলো।
Cibil.com এবং Bajajfinserv যেখানে আপনি প্রায় একই উপায়ে ফ্রিতে CIBIL score চেক করতে পারবেন যেরকম উপায় ১ আমরা জানলাম।
আমার মতে CRED ব্যবহার করে আপনি আরো সহজে এবং ছোট জলদি নিজের ক্রেডিট স্কোর দেখতে পারেন তাই সেই উপায় এখানে দেখিয়েছি।
Credit বা CIBIL Score কত হলে ভালো বা খারাপ
নিচে একটি ক্রেডিট স্কোর এর চার্ট প্রদান করছি যা দ্বারা সমস্ত ক্রেডিট ব্যুরো বিভিন্ন ব্যক্তির ক্রেডিট স্টেটাস চিহ্নিত করে থাকে।
Score | Status |
---|---|
300-580 | Poor |
581-670 | Fair |
671-740 | Good |
741-800 | Very Good |
800-900 | Exceptional or Super |
ভালো ক্রেডিট স্কোর থাকার সুবিধা গুলি কি কি?
- সহজে লোন এর অনুমোদন পেতে পারেন
- Credit Card পেতে সুবিধা হবে
- লোন এর ওপর কম ইন্টারেস্ট রেট প্রদান করা সুযোগ বেড়ে যায় বা থাকে
- Pre-approved লোন এর সুযোগ পাওয়া যায়
- বিভিন্ন রকমের ঋণ সংক্রান্ত ডিসকাউন্ট ও ছাড় পাওয়া যাও ইত্যাদি।
কিভাবে ক্রেডিট বা সিভিল স্কোর বৃদ্ধি বা ভালো করবেন ?
- আপনার ক্রেডিট লিমিট এর সমস্ত পরিমান কখনোই ব্যবহার করবেন না
- সঠিক সময় মত আপনার লোন এর EMI বা ইএমআই পেমেন্ট করুন
- সময় মত ক্রেডিট বিল পেমেন্ট করুন
- কোনো বকেয়া বিল থাকলে তা অবশ্যই আগে চুকিয়ে দিন
- অযথা বা অপ্রয়োজনীয় ভাবে লোন ও ক্ৰেডিট কার্ড এর জন্য এপলাই করা থেকে বিরত থাকুন
আমাদের শেষ কথা:
তো এখন জানতে পারলেন যে কিভাবে অনলাইন ফ্রিতে Credit Score বা Cibil Score check করতে হয় বা পারবেন।
তার সাথে কত ক্রেডিট স্কোর ভালো ও খারপ এবং এও জানলেন যে ভালো সিবিল স্কোর এর সুবিধা কি কি এবং কিভাবে
CIBIL Score বৃদ্ধি করতে পারবেন অথবা ভালো রাখতে পারবেন। তো আপনাদর যদি পোস্টটি ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই বাকিদের সাথেও শেয়ার করুন এবং এরকম আরো অনলাইন টিপস ও গাইড এ জন্য আমাদের সাইট অনুসরণ করুন।