৬টি ফ্রি গুগল ফটো বিকল্প অ্যাপস (Google Photos)

আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো সেরা ৬টি ফ্রি গুগল ফটো বিকল্প অ্যাপস (Free Google Photos alternatives) সম্পর্কে।

সম্ভবত গুগল ফটো (Google Photos) হল মোবাইল এর জন্য সব থেকে সেরা ফটো গ্যালারি এবং ফটো অর্গানাইজেশন অ্যাপ।

যেখানে আপনি ফটো অর্গানাইজ এর পাশাপাশি গুগল ফটোস এর মধ্যে থাকা ফটো ও ভিডিও গুলি অনলাইন ব্যাকআপও রাখতে পারেন।

এবং প্রয়োজন অনুযায়ী যখন ইচ্ছা আপনার সেই ব্যাকআপ রাখা ফটো ও ভিডিও গুলি ডাউনলোডও করে নিতে পারেন।

এছাড়াও গুগল ফটোস এর আর একটি বড় সুবিধা বা গুন্ হল এটি ফ্রি এবং আপনি এখানে আনলিমিটেড ফটো ব্যাকআপ রাখতে পারেন।

তবে এই সুবিধা Google আমাদের আর বেশি দিন দিচ্ছে না। কারণ Google ঘোষণা করে দিয়েছে যে ২০২১, June 1 থেকে,

তারা গুগল ফটোস এর মধ্যে আনলিমিটেড ফটো স্টোর করার সুবিধা বন্ধ করে দিচ্ছে, এবং আপনি শুধু গুগল ড্রাইভের,

ফ্রি একাউন্টের সাথে দেওয়া 15 GB এর মধ্যেই আপনাকে ফটো স্টোর করতে হবে এবং ১৫ জিবির বেশি স্টোরেজ ব্যবহার করার জন্য,

আপনাকে অর্থ ব্যয় করে গুগল এর কাছ থেকে গুগল ফটোস স্টোরেজ আপগ্রেড করতে হবে।

আর ঠিক এই কারণের জন্যই, অনেকেই আজ গুগল ফটো এর মতোই ফ্রি অনলাইন ফটো স্টোরিং বা ব্যাকআপ বিকল্প অ্যাপস খুঁজছেন।

তাই এই আর্টিকলে আমি আপনাদের এরকম ৬টি free Google Photos alternatives অ্যাপস সম্পর্কে বলবো।

যেগুলি প্রায় প্রায় একদমই গুগল ফটোস এর মতোই এবং কিছু অ্যাপস গুগল ফটোস এর থেকেও অধিক ভালো ও স্টোরেজ প্রদান করে।

আরো জানুন: ৬টি ফ্রি মোবাইল ভয়েস চেঞ্জার অ্যাপ ডাউনলোড

ফ্রি গুগল ফটো বিকল্প (Free Google Photos Alternatives)

ডাউনলোড ফ্রি গুগল ফটো বিকল্প অ্যাপস

১. OneDrive

গুগল ড্রাইভ এর সাথে মাইক্রোসফট ওয়ানড্রাইভ (OneDrive) এর সেরকম বিশেষ কোন পার্থক্য নেই, শুধু ভিন্ন মালিকানা ছাড়া।

আর ওয়ানড্রাইভ যে গুগল ফটো এর সেরা একটি বিকল্প ক্লাউড অ্যাপ সে বিষয়েও কোন সন্দেহ নেই। তাই OneDrive কে,

আমি এই লিস্টের শীর্ষস্থানে রাখলাম। আপনি যদি কম্পিউটার ইউসার হয়ে থাকেন সে ক্ষেত্রে অবশ্যই ওয়ানড্রাইভ আপনার কাছে পরিচিত।

এটি মাইক্রোসফট এর ক্লাউড স্টোরেজ সার্ভিস যেখানে আপনি ফটো, ভিডিও এবং আরো অন্যান্য ফাইল সংরক্ষণ করতে পারেন।

আর যা আপনি কম্পিউটার ও মোবাইল এই দুই ডিভাইস থেকেই ব্যবহার করতে পারেন।

এখানে আপনি ফ্রি 5 GB ক্লাউড স্টোরেজ পাবেন এবং চাইলে মাস প্রতি 100 GB স্টোরেজ ২ ডলার এর কমেও ক্রয় করতে পারেন।

২. Degoo

Degoo হচ্ছে এই লিস্টের সব থেকে বেশি ফ্রি স্টোরেজ দেওয়া Google Photos alternative ক্লাউড স্টোরেজ প্রোগ্রাম।

এখানে আপনি ফ্রি একাউন্ট এর মধ্যেই 100 GB ফ্রি ক্লাউড স্টোরেজ পেয়ে যাবেন যেখানে যেকোনো ধরণের ফাইল স্টোর করতে পারবেন।

আর যদি প্রাইভেসী ও সিকিউরিটির সন্দেহ থাকে তাহলে বলে রাখি Degoo খুবই জনপ্রিয় ও বিশ্বস্ত একটি পরিষেবা,

যে তার সমস্ত ইউসারদের end-to-end encryption প্রদান করছে। এছাড়াও আপনি এখানে প্রতি রেফারেল 5GB করে স্টোরেজ বাড়াতে পারেন সর্বোচ্চ 500 GB পর্যন্ত।

আপনি যদি অনলাইন ফটো স্টোর বা ব্যাকআপ এর জন্য এরকম হিউজ এমাউন্ট এর স্টোরেজ চান তাহলে Degoo হল সের গুগল ফটো বিকল্প বা অল্টারনেটিভ।

অবশ্যই পড়ুন: ৬টি ফ্রি রিংটোন ডাউনলোড ওয়েবসাইট

৩. Flickr

এটি হল একটি মার্কিন ফটো ও ভিডিও হোস্টিং পরিষেবা যার সম্পর্কে হয়তো আপনি খুব কমই বা একদমই না শুনে থাকবেন।

তবে এটি অনেক পুরানো একটি সার্ভিস যা অনলাইন ফটো ও ভিডিও স্টোর বা ব্যাকআপ এর জন্য বেশ জনপ্রিয়।

এবং Flickr এর ব্যবহার প্রফেশনাল ফটো ও ভিডিওগ্রাফাররা বেশি করে থাকেন তাদের ফটো ও ভিডিও স্টোর করার ক্ষেত্রে।

আপনি Flickr এর ফ্রি ভার্সন এর সাথে সর্বোচ্চ ১০০০ টি ফটো স্টোর করার সুযোগ পাবেন হাই রিসোলিউশন এবং আনলিমিটেড সাইজ সহ।

হতে পারে যে ফ্রি একাউন্টের সাথে পাওয়া ১০০০ ফটো সংখ্যা সবার জন্য পর্যাপ্ত না, তবে সিলেক্টিভ কিছু ফটো যদি

কোন রকমের রিসোলিউশন কম্প্রোমাইস না করার জন্য ফটো বা ভিডিও স্টোর করতে চান তাহলে নিঃসন্দেহে ব্যবহার করুন।

৪. Mega

শুধু গুগল ফটো না, Mega হল গুগল ড্রাইভ এরও সের একটি বিকল্প প্লাটফ্রম, কারণ এখানে আপনি ফটো থেকে শুরু করে,

আরো বিভিন্ন টাইপস এর ফাইলও স্টোর করে রাখতে পারেন। মেগা হল ক্লাউড স্টোরেজ ও ফাইল হোস্টিং পরিষেবা।

Mega আপনাকে ফ্রি একাউন্ট এর সাথে 50 GB ফ্রি স্টোরেজ প্রদান করবে, তবে আপনি যদি আরও স্টোরেজ বাড়াতে চান,

সে ক্ষেত্রেও অবশ্যই আপনি স্টোরেজ আপগ্রেড করতে পারেন তাও আবার অনেক সাশ্রয় মূলক বিভিন্ন প্রো প্ল্যান দ্বারা।

তবে শুধু ফটো ইত্যাদি স্টোর বা ব্যাকআপ করার ক্ষেত্রে মেগার ফ্রি একাউন্টের সাথে পাওয়া ৫০ জিবি স্টোরেজটিও যথেষ্ট।

অবশ্যই বলে রাখবো যে Mega এর আপনি এন্ড্রোইড, আইওএস এবং উইন্ডোজ ভার্সন সফটওয়্যার ও এপ্লিকেশন ও পেয়ে যাবেন।

৫. Yandex.Disk

যেহেতু আমরা এখানে ফ্রি গুগল ফটো বিকল্প (Google Photos free alternatives) এর কথা বলছি, অর্থাৎ ফটো স্টোরেজ এর।

সেই দিক থেকে Yandex.Disk মোবাইল এপ্লিকেশনটি তাদের জন্য সব থেকে সেরা Google Photos বিকল্প হবে,

যারা আনলিমিটেড ফটো স্টোরেজ খুঁজছে, কারণ Yandex.Disk ফ্রি ইউসারদের Unlimited ফটো ব্যাকআপ এর সুবিধা দিচ্ছে।

এর সাথে 10 GB স্টোরেজও ফ্রিতে পেয়ে যাচ্ছেন ফটো ব্যতীত অন্যান্য ডকুমেন্টস ও ভিডিও ইত্যাদি ফাইল স্টোর করে রাখার জন্য।

Yandex.Disk একটি সেফ এবং সিকিউর ক্লাউড ফটো স্টোরেজ app , প্লে স্টোরে 4.8 রেটিং সহ 3,07,365 রিভিউ আছ।

আরো জানুন: ৫টি ফ্রি বাংলা গান ডাউনলোড করার ওয়েবসাইট

৬. Amazon Photos

আমাজন বা Amazon যা কিনা বিশ্বের No.1 ই-কমার্স কোম্পানি তার সম্পর্কে তো নতুন করে কিছুই বলার দরকার নেই।

তবে আপনি কি জানেন Amazon এরই একটি ক্লাউড পরিষেবা Amazon Photos যেখানে আপনি Unlimited ফটো স্টোর করতে পারেন।

তাও আবার ফুল রিসোলিউশন এই, অর্থাৎ যেখানে গুগল ফটোস এর মধ্যে ফটো স্টোর করার ক্ষেত্রে ফটো কোয়ালিটি কমে যাওয়ার চান্স থাকে।

অন্যদিকে Amazon Photos আপনাকে Full-resolution ফটো ব্যাকআপ এবং ডাউনলোড করার সুবিধা প্রদান করছে।

তবে বন্ধুরা Amazon Photos এর মধ্যে আনলিমিটেড ফটো স্টোর করার জন্য অবশ্যই আপনাকে Amazon Prime মেম্বার হতে হবে।

আর যেহেতু এখন বেশির আমাজন ইউসাররাই প্রাইম মেম্বারশিপ ব্যবহার করছে তাই তাদের ক্ষেত্রে এটি খুবই বড় একটি সুবিধা।

তবে নিরাশ হওয়ার একদমই দরকার নেই, কারণ আপনার যদি Amazon Prime নাও থাকে, সেই ক্ষেত্রেও আপনি ফ্রি 5 GB স্টোরেজ পাবেন।

আমাদের শেষ কথা,

শেষে আপনাদের অবশ্যই বলে রাখবো যে ওপরের ৬টি Google Photos বিকল্প অ্যাপস গুলিই মোবাইল ও কম্পিউটার দুই ডিভাইস ক্ষেত্রেই উপলব্ধ আছে।

তো বন্ধুরা আপনাদের আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানান এবং অন্যদের সাথেও আর্টিকেলটি শেয়ার করুন।