কম্পিউটার হার্ডওয়ার এর আরো একটি পোস্ট বা আর্টিকেলে আজ আমরা জানবো গ্রাফিক্স কার্ড কি বা Graphics Card কাকে বলে?
এবং তার সাথে এও জানবো যে কত প্রকার এর গ্রাফিক্স কার্ড হয়, তাদের বৈশিষ্ট্য কি এবং তাদের কাজ ও ব্যবহার কি একটি কম্পিউটার এর মধ্যে।
আমরা এই গ্রাফিক্স কার্ড সম্পর্কে তো অল্প বেশি অবশ্যই শুনেছি। বিশেষ করে যাদের কম্পিউটার আছে অথবা
কম্পিউটার নেওয়ার কথা ভাবছে তারা এদিক ওদিক থেকে শুনে থাকবেই। এছাড়াও এখন কার আমাদের ফোন এর মধ্যেও গ্রাফিক্স আসছে।
তো এই সমস্ত কিছুর উত্তর আজকে আপনি এই আর্টিকেলের মধ্যে পেয়ে যাবেন। তাহলে চলুন আর বেশি সময় ব্যয় না করে বিষয় গুলি জেনেনি।
আরো পড়ুন: কিভাবে কম্পিউটারে বাংলা লেখা যায় (বাংলা টাইপিং সফটওয়্যার)
গ্রাফিক্স কার্ড কি বা কাকে বলে? (What is Graphics Card?)

Graphics Card হল একটি কম্পিউটার হার্ডওয়্যার যাকে আমরা ছোট বা short form -এ GPU বলে থাকি এবং
এই GPU বা Graphics card এর পুরো নাম বা full form হল Graphics Processing Unit যা আমাদের কম্পিউটার এর
একটি এক্সটার্নাল হার্ডওয়্যার এবং যেটি Motherboard এর সাথে যুক্ত করা হয়। একে অনেকে Video card, Graphics adopter ইত্যাদিও বলে থাকে।
আসলে এটি একটি ভিডিও মেমরি যা আমাদের ডিসপ্লে এর মধ্যে হাই কোয়ালিওটি ইমেজ বা ভিজ্যুয়াল দেখতে সাহায্য করে।
অর্থাৎ গ্রাফিক্স কার্ড ব্যবহার এর ফলে আমাদের কম্পিউটার আরো পাওয়াফুল হয়ে যায় গ্রাফিক্স প্রদর্শনের ক্ষেত্রে।
তাই দেখবেন হাই গ্রাফিক্স কোয়ালিটি গেম খেলতে এবং ভিডিও এডিটিং এর জন্য অবশ্যই একটি ভালো গ্রাফিক্স কার্ড প্রয়োজন পরে।
জানুন: কম্পিউটার কীবোর্ড ও মাউস কি? (What is Keyboard & Mouse)
গ্রাফিক্স কার্ড এর কাজ বা ব্যবহার কি? (Uses of Graphics Card)
যদিও আপনারা ওপরে এর ব্যাখ্যা থেকে কিছুটা হোক বুঝেই গেছেন যে একটি GPU -এর কি কি কাজ বা ব্যবহার হতে পারে।
তবুও চলুন নিচে আমরা কিছু পয়েন্ট বা সংক্ষেপে গ্রাফিক্স কার্ড এর কাজ বা ব্যবহার সম্পর্কে জেনেনি।
- আরো উন্নত ও হাই কোয়ালিটি ইমেজ, ভিডিও ও ভিজ্যুয়ালে সাহায্য করে
- গেমিং পারফরমেন্স বুস্ট বা বৃদ্ধি করে ও হাই গ্রাফিক্স গেমিং করা যায়
- ভিডিও এডিটিং, VFX ও 3D ডিসাইনিং ও রেন্ডার আরো দ্রুত হয় এবং ওভারঅল পারফরমেন্স বৃদ্ধি পায়
- কম্পিউটার প্রোগ্রামে বা সফটওয়্যার পারফরমেন্স বুস্ট পায় ইত্যাদি
আমাদের অনেকেকেরই ধারণা থাকে যে হাই বা উচ্চ মানের ও এক্সপেন্সিভ CPU হলেই আমাদের কম্পিউটার সব কিছু ১০০% দেবে।
তা কিন্তু পুরোপুরি ঠিক না আর এই সমস্ত ক্ষত্রে এবং বিশেষ করে যেখানে গ্রাফিক্স বা ভিজুয়াল বিষয় গুলিতে গ্রাফিক্স কার্ড অবশ্যই লাগে।
কারণ এই ক্ষেত্রে CPU এর থেকে GPU বা Graphics কার্ড অধিক শক্তিশালী হয় এবং যা ছাড়া আমাদের বিশেষ কাজ কাজ গুলি সঠিক ভাবে করা যায়না অথবা সমস্যা হয়।
GPU এর কিছু বৈশিষ্ট্য (Features of a GPU)
- Memory: গ্রাফিক্স কার্ড এরও মেমরি সাইজ হয়ে থাকে এটি 128 MB থেকে শুরু করে এখন 48 GB -ও GPU আছে এবং ভবিষ্যতে এর থেকেও বেশি সাইজ এর GPU মার্কেটে আসতে পারে
- Multiple Outputs: একটি গ্রাফিক্স কার্ড এর মধ্যে একাধিক এবং ভিন্ন ডিসপ্লে আউটপুট পোর্ট হতে পারে। যেমন VGA, HDMI, DVI, Display Port ইত্যাদি।
- Memory Bandwidth: GPU এর ক্ষেত্রেও মেমরি ব্যান্ডউইথ থাকে। যেরকম GDDR4 বা GDDR5
- Cores/Processors: একটি গ্রাফিক্স এর মধ্যেও নির্দিষ্ট কোর থাকে
- Core Clock: কম্পিউটার CPU বা প্রসেসসির এর মধ্যে যেরকম ক্লক স্পিড বা কোর ক্লক থাকে GPU তেও আপনি নির্দিষ্ট ক্লক স্পিড পাবেন এবং এটি যত বেশি হবে আপনি ততই ভালো GPU পারফরমেন্স পাবেন।
গ্রাফিক্স কার্ড এর প্রকার (Different types of GPU)
Graphics card দুই প্রকার বা রকমের হয়ে থাকে। একটি হল Integrated এবং অপরটি হল Dedicated গ্রাফিক্স কার্ড।
- Integrated : এই ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড হল যা CPU র মধ্যেই built-in হয়ে মাদারবোর্ড এর সাথে সংযুক্ত থাকে। আর যা না আলাদা করতে পারবেন আর না আপগ্রেড অথবা পরিবর্তন করতে পারবেন। উদাহরণ হিসাব আপনি ল্যাপটপ এর মধ্যে থাকা গ্রাফিক্স কার্ড কে ধরতে পারেন।
- Dedicated : এটি হল একটি এক্সটার্নাল হার্ডওয়্যার যা আপনি মাদারবোর্ড এর সাথে পরে যুক্ত করতে পারেবন, আপগ্রেড ও চাইলে পরে পরিবর্তনও করতে পারবেন।
অবশ্যই পড়ুন: Ram ও Rom কাকে বলে এবং রেম ও রম এর মধ্যে পার্থক্য কি ?
আমাদের শেষ কথা,
আশা করছি এখন আপনারা বুছতে পেরেছেন যে গ্রাফিক্স কার্ড কি বা Graphics card (GPU) কাকে বলে এর কাজ ও প্রকার।
আপনাদের যদি এই পোস্টটি ভালো লেগে থাকে এবং এখান থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই বাকিদের সাথেও পোস্টটি শেয়ার করুন।
এবং কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই নিচে নিজের মন্তব্য ছেড়ে যেতে পারেন। তো আবার আপনাদর সাথে কথা হচ্ছে পরবর্তী আর্টিকেলে।