সেরা ৫টি টরেন্ট মুভি ডাউনলোড ওয়েবসাইট

আজ এই আর্টিকেলে আমরা জানবো জনপ্রিয় ৫টি সেরা টরেন্ট মুভি ডাউনলোড ওয়েবসাইট সম্পর্কে যা এখনও আনব্লকড আছে।

তবে শুরু করার আগেই আপনাদের বলবো যে টরেন্ট থেকে কপিরাইট কনটেন্ট যেরকম মুভি, টেলিভশন শো কিংবা ওয়েব সিরিস ইত্যাদি,

ডাউনলোড করা বা টোরেন্টিং করা একটি আইনত অবৈধ কাজ বা একটিভিটি, যা “টেকনো বং” কখনোই তা করার পরামর্শ দেবেনা ও দিচ্ছে না।

যদিও টরেন্টিং করাটা কখনোই অবৈধ কাজ না কিন্তু সেখান থেকে ইল্লিগ্যাল বা কপিরাইট কনটেন্ট ডাউনলোড করা অবৈধ।

তাই আপনি যদি টরেন্টিং করেনও তাহলে আমি আপনাকে অবশ্যই রেকমেন্ড করবো সেই ক্ষেত্রে ভিপিন (VPN) ব্যবহার করার।

সেরা বাংলা হিন্দি এবং হলিউড টরেন্ট মুভি ডাউনলোড সাইট

৫টি টরেন্ট মুভি ডাউনলোড সাইট হল

১. YTS

আমার মতে YTS হল ইন্টারনেটে উপলব্ধ সমস্ত মুভি টরেন্ট এবং সাধারণ মুভি ওয়েবসাইট গুলির মধ্যে সব থেকে সেরা।

আপনাদের অবশ্যই বলবো যে এটি সম্পূর্ণ রূপে একটি টরেন্ট মুভি সাইট অর্থাৎ এখনে আপনি শুধু মুভিজই পাবেন।

এই সাইটকে সেরা বলার কারন হল এখানে আপনি ইংলিশ, হিন্দি ভাষার মুভির পাশাপাশি বাংলা এবং আরো বিভিন্ন ভাষার মুভি পেয়ে যাবেন।

এখানে আপনি HD কোয়ালিটি থেকে 4K এবং 3D মুভিও পেয়ে যাবেন এবং যার ফাইল সাইজ তুলনামূলক ভাবে অনেকেই ছোট।

আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে আপনি প্রায় নতুন থেকে পুরানো সমস্ত মুভিই এই সাইটে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে।

অ্যাকশন হোক কিংবা হরর ১৯০০ সাল থেকে কারেন্ট বছর পর্যন্ত মুক্তি পাওয়া বিভিন্ন ক্যাটাগরির মুভি এখানে আপনি পেয়ে যাবেন।

আরো জানুন: সেরা ৬টি মোবাইল ওয়ালপেপার ডাউনলোড করার ওয়েবসাইট

২. The Pirate Bay

দি পাইরেট বে হল সমস্ত টরেন্ট সাইট গুলির মধ্যে সবথেকে জনপ্রিয় এবং ট্রাস্টেড একটি টরেন্ট সাইট যা এখনো আনব্লকড আছে।

এবং এখনো যথেষ্ট পরিমান ভিসিটর্স প্রতিদিন এই সাইটে ভিসিট করছে বিভিন্ন রকমের ফাইল ডাউনলোড করার জন্য।

The Pirate Bay মুভি এবং গেম ডাউনলোড করার জন্য সবথেকে জনপ্রিয় তবে এখানে আরো বিভিন্ন টরেন্ট ফাইল আপনি পেয়ে যাবেন।

যেহেতু এটি জনপ্রিয় একটি টরেন্ট সাইট এবং ডেইলি ভিসিটসও বেশি, তাই সিডার্স বেশি থাকার জন্য দ্রুত ডাউনলোড সম্ভব।

৩. 1337x

1337x ও জনপ্রিয় টরেন্ট সাইট গুলির মধ্যে একটি যা এখনও সক্রিয় (প্রকক্সি ) আছে। যেই বছর থেকে কিকঅ্যাস

সাইট ডাউন হয় বা বন্ধ হয়ে যায় তার পর থেকেই 1337x বেশ জনপ্রিয়তা পেতে থাকে এবং বেশিরভাগ টরেন্ট ব্যাবহারকারী,

যারা কিকঅ্যাস টরেন্ট ব্যবহার করতেন তারা 1337x সাইটটি ব্যবহার করা শুরু করল। ফলে 1337x, টরেন্ট সাইট গুলির মধ্যে জনপ্রিয়তা পেতে থাকলো।

আপনি যদি হলিউড ও বলিউড মুভির জন্য একটি সেরা টরেন্ট সাইট খোঁজেন থলে 1337x ব্যবহার করে দেখতে পারেন।

তবে এটি মুভি ও সিরিজ ভিডিও ডাউনলোডের পাশাপাশি, এপ্লিকেশন বা সফটওয়্যার ডাউনলোড এর জন্যেও বেশ জনপ্রিয়।

অবশ্যই পড়ুন: ৬টি ফ্রি রিংটোন ডাউনলোড ওয়েবসাইট

৪. EZTV

আপনি যদি মুভির পাশাপাশি টিভি ও ওয়েব সিরিজ এরও ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটি সেরা মুভি টোরেন্টও সাইট প্রমাণিত হবে।

YTS এরমতোই এখানেও আপনি বিভিন্ন ক্যাটাগরির ওপর পুরানো থেকে শুরু করে নতুন মুভি তো পেয়ে যাবেনই,

তার পাশাপাশি আপনি এখানে নতুন ও পুরানো টিভি বা ওয়েব সিরিজ গুলিও পেয়ে যাবেন ডাউনলোড করার জন্য।

তবে এই সমস্ত সাইট গুলি ব্যবহার করার জন্য আরো একবার পরামর্শ দেব ভিপিন দ্বারা সর্বদা আপনার অনলাইন পরিচয় গোপন রাখবেন।

৫. Rarbg

1337x এবং The Pirate Bay এর মতই এই টোরেন্টিং সাইট হল মাল্টিপল টরেন্ট ফাইল ডাউনলোড সাইট যেখানে

আপনি জনপ্রিয় সব নতুন এবং পুরানো মুভি ও সিরিজ ভিডিওর পাশাপাশি গেম, এনিমি, মিউজিক এবং সফটওয়্যার পেয়ে যাবেন।

তবে Rarbg সাইটটি গেম এবং মুভি ডাউনলোড করার জন্য সব থেকে বেশি জনপ্রিয়, এই সাইটটি ইন্টারনেটে এখন

পর্যন্ত আনব্লকড আছে। তবে আপনাকে প্রক্সি সাইট দ্বারা এই সাইট ভিসিট করতে হবে এখন থেকে ফাইল ডাউনলোড করার জন্য।

আরো পড়ুন: ৫টি ফ্রি বাংলা গান ডাউনলোড করার ওয়েবসাইট

আমাদের শেষ কথা,

অবশ্যই জেনে রাখুন যে ওপরের উল্লিখিত সাইট গুলিতে ভিসিট করার জন্য ভিপন (VPN) অথবা প্রক্সি সাইট ব্যবহার করতে হতে পারে।

অবসর সময়ে আমরা সবাই চাই মুভি দেখার, বিশেষ করে যে সমস্ত মুভির ক্লিপ বা ট্রেইলার গুলি আমরা সোশ্যাল সাইটে,

দেখে থাকি আর যা অনেকেই ভালো এবং রোমাঞ্চকর হয়ে থাকে। আবার হয়তো হতে পারে, বন্ধু রেকমেন্ড করেছে এরকম কোন মুভি।

কিন্তু সমস্যা হল দেখবো কিভাবে? টিভিতে আমরা যে মুভি দেখতে চাই, তাই যে টেলিকাস্ট হবে তা একদমই সম্ভব না।

আর এখনত আমরা টিভি দেখিই বা কতটুকু, আমাদের বেশিরভাগ সময়টাতো এই মুঠোফোন বা কম্পিউটের বন্দে হয়ে গেছে।

আর তাই কোন মুভি ডাউনলোড করার জন্য অনলাইন ইউটিউব অথবা কোন ওয়েবসাইটে খোঁজা শুরু করেদি।

কিন্তু ইউটিউবে ৯০% ক্ষেত্রে সেই মুভি পাইনা এবং ওয়েবসাইট থেকে ডাউনলোড করার ক্ষেত্রে সঠিক সাইট খুঁজে পাইনা।

তবে ওপরে যে পাঁচটি টরেন্ট মুভি সাইট উল্লেখ করেছি সেখানে আপনি ৯০% মুভিই পেয়ে যাবেন, আপনার পছন্দের তালিকার মধ্যে।

তো বন্ধুরা আপনাদের যদি এই ৫টি সেটা টরেন্ট মুভি ডাউনলোড ওয়েবসাইট পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন।