জেনেনিন কিভাবে নিজের উইন্ডোজ পিসি বা কম্পিউটারে ফ্রিতে Minecraft ডাউনলোড ও ইনস্টল করে খেলতে পারবেন।
মাইনক্রাফট হল খুবই জনপ্রিয় একটি বিল্ড, এক্সপ্লোর ও সারভাইভাল ভিডিও গেম যা ছোট থেকে শুরু করে বড় সবাই খেলে থাকে।
এটি সব থেকে জনপ্রিয় ও বেশি খেলা গেম গুলের মধ্যে একটি যার প্লেয়ার সংখ্যা দিন দিন ক্রমাগত বেড়েই চলেছে।
আপনি যদি গেমিং করেন সেই ক্ষেত্রে অবশ্যই এর নাম শুনে থাকবেন এবং এর সম্পর্কে বিশেষ ভাবে বলার প্রয়োজনও পড়বে না।
তাহলে চলুন আমরা এখন জেনেনি কিভাবে মাইনক্রাফট ফ্রিতে উইন্ডোজে ডাউনলোড করা যায় তা দেখেনি।
তবে অবশ্যই আপনাদের জানিয়ে রাখবো যে ফ্রিতে বলতে এখানে আপনি ট্রায়াল ভার্শন ডাউনলোড করতে পারবেন।
কিন্তু সরাসরি আপনি Windows store থেকে ট্রায়াল ভার্শন পাবেন না। এখানে আমি আপনাদের ফ্রি ট্রায়াল এর একটি উপায় বলে দেবো,
যা অবশ্যই অফিসিয়ালি এবং সেই মাধ্যমেই আপনি ফ্রিতে ডাউনলোড করে নিজের Windows PC তে Minecraft ডাউনলোড ও ইনস্টল করে খেলতে পারবেন।
আরো জানুন: ৬টি ফ্রি অনলাইন মাল্টিপ্লেয়ার পিসি গেম ২০২২
যেভাবে Windows পিসিতে Minecraft ডাউনলোড ও ইনস্টল করতে
তো আপনার যদি Windows 10 অথবা 11 পিসি থাকে তাহলে নিচের উপায়ে আপনি মাইনক্রাফট গেমটি ডাউনলোড করতে পারবেন।
উপায় ১
ধাপ ১: সবার প্রথমে আপনার উইন্ডোস পিসি থেকে Microsoft Store টি খুলুন এবং সেখানে Minecraft Launcher লিখে সার্চ করুন।
ধাপ ২: সার্চ করার পর আপনার সামনে Minecraft Launcher এপ্লিকেশনটি আসবে। এখন তার মধ্যে ক্লিক করে > Get বাটানে ক্লিক করুন।
ধাপ ৩: Get এর মধ্যে ক্লিক করার পর Minecraft Launcher টি আপনার কম্পিউটারে ডাউনলোড ও ইনস্টল হতে শুরু হয়ে যাবে।
এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন ওই একই জায়গায় > Play বাটানে ক্লিক করে লঞ্চারটি ওপেন করেনিন।
ধাপ ৪: Minecraft Launcher ওপেন হওয়ার পর আপনাকে Microsoft account or Xbox Game Pass subscription লগ ইন করতে বলা হবে।
তো আপনার কাছে যেই একাউন্টটি থাকবে তা দিয়ে লগ ইন করেনিন। অথবা একটি নতুন মাইক্রোসফট একাউন্ট তৈরী করে লগইন করেনিন।
ধাপ ৫: লগইন করার পর আপনি বামদিকের প্যানেলে ৩টি মাইনক্রাফট এর এডিশন দেখতে পাবেন। সেখান থেকে আপনি সিলেক্ট করে ডাউনলোড বা ইনস্টল করতে পারবেন।

আরো পড়ুন: সেরা ৮ ফ্রি স্টিম গেম ডাউনলোড (Free Steam Games)
উপায় ২
এই ধাপে আমরা জেনে নেবো যে মাইনক্রাফট এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি কিভাবে ফ্রি ট্রায়াল ভার্শন ডাউনলোড করে খেলতে পারবেন।
ধাপ ১: প্রথমে, ব্রাউজার ওপেন করে সেখানে Download Mincecraft লিখে সার্চ করুন এবং ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।
ধাপ ২: ওয়েবসাইটতে প্রবেশ করার পর এখন ওপরের > Games ড্রপডাউন মেনুতে ক্লিক করে > Mincecraft এর মধ্যে ক্লিক করুন।
ধাপ ৩: এখন আপনার সামনে যে পেজটি খুলবে সেখানে ওপরে, কিন্তু মেনুবারের নিচে দেখবেন Try It Free অপশন আছে সেখানে ক্লিক করুন।
ধাপ ৪: তারপর আপনি যেই ডিভাইস এর জন্য Mincecraft free Trial চান তা নির্বাচন করুন এবং তারপর GET Free Trial ক্লিক করে মাইক্রোসফট একাউন্ট দ্বারা লগইন করে তা ডাউনলোড করেনিন।
বোনাস টিপস
ওপরের উপায়গুলি হলো আপনি কিভাবে নিজের উইন্ডোজ পিসিতে ট্রায়াল বা ডেমো Minecraft ডাউনলোড করে খেলতে পারবেন।
কিন্তু আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার বন্ধুদের সাথে মাইনক্রাফট খেলতে চান। তাহলে তারও একটি খুবই সহজ উপায় আছে।
সবার প্রথমে আপনার কম্পিউটার ব্রাউজারটি ওপেন করুন এবং সার্চ বারে Classic.minecraft.net লিখে সার্চ করুন।
এটি হল মাইনক্রাফট এর ক্লাসিক ওয়েব বেসড ভার্শন যা আপনি নিজের ব্রাউজারের মধ্যেই অনলাইনে বন্ধুদের সাথে খেলতে পারবেন।
অবশ্যই পড়ুন: ৬টি ওয়েবসাইট ফ্রিতে কম্পিউটার গেম ডাউনলোড করার
আমাদের শেষ কথা,
তো এই হলো উপায় উইন্ডোজ পিসিতে Minecraft ডাউনলোড ও ইনস্টল করার। আপনি চাইলে ফ্রিতে এর ট্রায়াল ভার্সন নিয়ে খেলতে পারেন।
অথবা চাইলে এই একই উপায়েই ফুল ভার্শনভিটি ক্রয় করেও খেলতে পারেন। তার সাথে আমি আপনাদের এও বললাম যে,
একদমই ফ্রিতে আপনি কিভাবে নিজের ওয়েব ব্রাউজার এর মধ্যেও বন্ধুদের সাথে Minecraft ক্লাসিক খেলতে পারেন।
তো পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কোনো মতামতের জন্য কমেন্ট করে জানান।