কিভাবে পিডিএফ ফাইল এডিট করা যায়

পিডিএফ বা PDF হল এমন একটি ফাইল ফরমেট যা ছাত্র থেকে শুরু করে চাকুরীজীবি এবং সাধারণ বেক্তিরাও ব্যবহার করে থাকেন।

আর তার কারণ হল এই ফাইল ফরমেট পৃথিবীর যেকোন জায়গায় ব্যবহারযোগ্য এবং সহজেই অন্যদের সাথে শেয়ারও করা যায়।

তাই আজ পিডিএফ সংক্রান্ত বিভিন্ন টুল যেরকম পিডিএফ কনভার্টার, মার্জ, কমপ্রেস এবং স্প্লিট ইত্যাদি ইন্টারনেটে উপলব্ধ আছে।

এবং যার মধ্যে সম্প্রতি পিডিএফ ফাইল এডিট বা পিডিএফ ফাইল এডিটর (pdf editor) টুল বা সফটওয়্যার ব্যবহারকারীদের সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে।

কারণ এর সাহায্যে আপনি খুব সহজেই একটি পিডিএফ ফাইলকে প্রায় সম্পূর্ণ ভাবে এডিট বা সম্পাদন করতে পারেন। যেরকম,

পিডিএফ এর কোন অংশ মুছে দেওয়া, নতুন টেক্সট যুক্ত করা, ইমেজ ও শেপ যুক্ত করা, ড্রয়িং, লিংক এবং annotate text অ্যাড করা ইত্যাদি।

আর আজকে এই আর্টিকেলে আমরা এরকমই কিছু কম্পিউটার, মোবাইল এবং অনলাইন পিডিএফ এডিট বা এডিটর টুল সম্পর্কে জানবো।

পিডিএফ ফাইল যেভাবে এডিট করবেন

পিডিএফ ফাইল এডিটর খুবই দরকারি ও জনপ্রিয় একটি টুল, বিশেষ করে যারা ডেইলি লাইফ পিডিএফ ফাইল হ্যান্ডেল করে থাকে।

আপনিও যদি তাদের মধ্যে একজন হন যাদের বেশির ভাগ সময় বা অনেক সময়েই পিডিএফ ফাইল নিয়ে কাজ করতে হয়। অথবা,

সাময়িক সময়ের জন্যও যদি কোন পিডিএফ ফাইল এডিট করার প্রয়োজন পরে তাহলে অবশ্যই নিচে সেই উপায় গুলি দেখেনিন।

অবশ্যই পড়ুন: ৬টি সেরা অনলাইন ফ্রি কল করার ওয়েবসাইট ২০২০

১. অনলাইন পিডিএফ এডিটর দ্বারা

PDF File এডিট করার জন্য এটি সব থেকে সহজ এবং বেশি ব্যবহৃত উপায় যেখানে কম্পিউটারের মধ্যে কোন সফটওয়্যার,

ইন্সটল না করেই সরাসরি ব্রাউজার থেকে অনলাইন পিডিএফ এডিটর ওয়েবসাইট দ্বারা কোন পিডিএফ ফাইলকে এডিট করা যায়।

কোন PDF ফাইলকে ওয়েব বেসড online pdf editor ওয়েবসাইট থেকে এডিট যেভাবে করবেন:

ধাপ ১: সবার প্রথমে SodaPDF.com ওয়েবসাইটটিতে যান এবং সেখান থেকে Online Tool >> PDF Editor এর মধ্যে ক্লিক করুন।

অথবা সরাসরি PDF Editor Tool এর মধ্যে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন

ধাপ ২: PDF Editor টুলের মধ্যে যাওয়ার পর সেখানে “CHOOSE FILE” ক্লিক করে আপনি যে পিডিএফ ফাইলটি এডিট করতে চান তা সিলেক্ট করেনিন।

অনলাইন পিডিএফ এডিটর

ধাপ ৩: আপনার ফাইলটি আপলোড হয়ে গেলে অটোমেটিক আপনার সামনে পিডিএফ এডিটিং টুলটি ওপেন হয়ে যাবে।

যেভাবে পিডিএফ ফাইল এডিট করা যায়

যেখানে ওপরের দিকে বেশ কিছু এডিটিং টুল পাবেন এবং আপনার পিডিএফ ফাইলের কোন টেক্সট পরিবর্তন করার জন্য।

আপনি সরাসরি টেক্সট এর ওপর ক্লিক করে তা এডিট ও ডিলেট করতে পারেন। আর চাইলে টুল বার থেকে ফ্রন্ট স্টাইলও চেঞ্জ করতে পারেন।

অনলাইন পিডিএফ এডিটিং টুল ব্যবহার করা খুবই সহজ তাই আর বেশি গভীরে যাচ্ছিনা অর্থাৎ স্টেপ বাই স্টেপ গাইড এর দরকার নেই।

তাই আপনার পিডিএফ ফাইল এডিট হয়ে গেলে তা ডাউনলোড করার জন্য সরাসরি ওপরে “Download File” এর মধ্যে ক্লিক করুন।

ইন্টারনেটে এরকম আরো অনলাইন পিডিএফ এডিটর ওয়েবসাইট উপলব্ধ আছে যেগুলি আপনি ব্যবহার করতে পারেন। যেরকম,

আরো জানুন: কিভাবে ল্যাপটপে ওয়াইফাই হটস্পট চালু করবেন?

২. কম্পিউটার সফটওয়্যার দ্বারা পিডিএফ ফাইল এডিট

কম্পিউটারের জন্য অনেক পিডিএফ এডিটর সফটওয়্যার উপলব্ধ থাকলেও বেশিরভাগ তা পেইড সফটওয়্যার অথবা ওয়াটারমার্ক থাকবে।

আর তাই এখানে আমি আপনাদের কোনো সফটওয়্যার ব্যবহার করার কথা বলবো না, সরাসরি মাইক্রোসফট অফিস ওয়ার্ড দ্বারা,

কিভাবে কোন পিডিএফ ফাইলকে সম্পাদন করতে পারবেন সেই বিষয় বলবো।

ধাপ ১: প্রথমে আপনার কম্পিউটার থেকে Microsoft Office ওপেন করুন।

ধাপ ২: Microsoft Office ওপেন হয়ে যাওয়ার পর সেখান থেকে “File > Open” এগিয়ে আপনার PDF ফাইলটি সিলেক্ট বা ওপেন করেনিন।

ধাপ ৩: এখন সেই PDF file-টি ওয়ার্ড বা ডক ফাইলে কনভার্ট হয়ে সাধারণ ডকুমেন্ট এর মতোই আপনার সামনে ওপেন হয়ে যাবে।

এবং যেরকম ভাবে আপনি কোন ওয়ার্ড ডকুমেন্ট, টাইপ বা এডিট করে থাকেন সেরকম ভাবেই এখন পিডিএফ ফাইলটি এডিট করতে পারবেন।

ধাপ ৪: মাইক্রোসফট অফিসে আপনার পিডিএফ ফাইলটি মোডিফাই বা সম্পাদন হয়ে গেলে তা এখন PDF ফরম্যাটে সেভ করার জন্য।

কম্পিউটার থেকে মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা যেভাবে পিডিএফ ফাইল এডিট করবেন

File > Save As গিয়ে আপনার ফাইল লোকেশন ঠিক করে নিয়ে নিচে “Save as type” থেকে PDF সিলেক্ট করে নিচে “Save” ক্লিক করুন।

আর আপনি যদি একান্তই কম্পিউটারের জন্য পিডিএফ এডিটর সফটওয়্যার চান তাহলে নিচের ২টি সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

  • PDF-XChange Viewer
  • PDFescape Editor

অবশ্যই পড়ুন: কিভাবে মোবাইল ক্যামেরাকে কম্পিউটার ওয়েবক্যাম বানাবেন

৩. মোবাইল থেকে যেভাবে পিডিএফ ফাইল এডিট করবেন

আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ না থাকে এবং পিডিএফ ফাইল সম্পাদন করার প্রয়োজন পরে তাহলে আপনি,

আপনার ফোন ব্রাউজার থেকে ডেস্কটপ মোড অন করে ওপরের উল্লেখিত যেকোন অনলাইন পিডিএফ এডিটর গুলি ব্যবহার করতে পারেন।

আর আপনি যদি Online PDF Editor ব্যবহার করতে না চান তাহলে Play Store বিভিন্ন PDF ফাইল এডিট করার এপ্লিকেশন আছে।

যাদের মাধ্যমে আপনি মোবাইল ফোন থেকেই কোন পিডিএফ ফাইলকে এডিট করতে পারবেন বাকি সফটওয়্যার বা টুলের মতোই।

তাহলে চলুন মোবাইল থেকে কিভাবে পিডিএফ ফাইল সম্পাদন বা মোডিফাই করা যায় তা আমরা নিচে জেনেনি।

ধাপ ১: সবার প্রথমে প্লে স্টোর থেকে Xodo PDF এপ্লিকেশনটি সার্চ কে আপনার ফোন বা মোবাইলে ইন্সটল করে নিন।

ডাউনলোড Xodo মোবাইল পিডিএফ ফাইল এডিটর এপ্লিকেশন

ধাপ ২: এপ্লিকেশনটি আপনার ফোনে ইন্সটল হয়ে গেলে তা ওপেন করুন এবং সেখান থেকে আপনি যে পিডিএফ ফাইলটি সম্পাদন করতে চান।

মোবাইল থেকে পিডিএফ সম্পাদন করার জন্য ফাইল সিলেক্ট করুন

তা ব্রাউস অথবা যেখানে PDF ফাইলটি আছে তা লোকেট করে এপ্লিকেশনটির মধ্যে খুলে বা ওপেন করেনিন।

ধাপ ৩: এরপর আপনার পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে বা সেই ফাইলটি ভিউ করতে পারবেন। এখন ওই PDF ফাইলটি এডিট করার জন্য ওপরে ডান দিকে এডিট বা পেনসিল আইকনটিতে ক্লিক করুন।

তারপর আপনার সামনে পিডিএফ এডিট করার বিভিন্ন টুল ওই একই পেজে ওপরের দিকে চলে আসবে যাদের সাহায্যে,

মোবাইল থেকে যেভাবে পিডিএফ ফাইল এডিট করবেন

আপনি মোবাইল থেকেই সেই নির্দিষ্ট পিডিএফ ফাইলটিকে যেরকম বা যেই জিনিস গুলি চান তা মোডিফাই বা সম্পাদন করতে পারবেন।

আরো জানিনা: কিভাবে কম্পিউটারে বাংলা লেখা যায় (বাংলা টাইপিং সফটওয়্যার)

আমাদের শেষ কথা,

PDF ফাইল এডিট করার জন্য আমার মতে online pdf editor সব থেকে সহজ এবং ব্যবহারযোগ্য হবে মোবাইল অথবা কম্পিউটার সফটওয়্যার এর থেকে।

তাও আমি এখানে তিনটি উপায় বা পথ এর মাধ্যমেই কিভাবে একটি পিডিএফ ফাইলকে সম্পাদন করা যায় সেই বিষয় জানিয়েছি।

তো বন্ধুরা আমি আশা করছি যে এখন আপনারা জানতে পেরেছেন যে অনলাইনে, কম্পিউটার সফটওয়্যার দ্বারা অথবা মোবাইল থেকে কিভাবে পিডিএফ ফাইল এডিট করা যায়।

আপনাদের যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন এবং আমায় কমেন্ট করে জানান।

2 thoughts on “কিভাবে পিডিএফ ফাইল এডিট করা যায়”

  1. ধন্যবাদ আপনার সুন্দর লেখাটির জন্য।তবে ভাই আমার একটি হেল্প প্রয়োজন।এমন কোন টুলস আছে যে টুলস আমাকে পিডিএফ ফাইল থেকে বাংলা টেক্সট কপি করতে দিবে এবং সেই বাংলা টেক্সট আমি আমার ওয়েবসাইটে ব্যাবহার করতে পারব।আপনার যদি জানা থাকে তাহলে এই বিষয়ে একটি আর্টিকেল লিখবেন ভাই প্লিজ।

    1. Hey, Rasel

      প্রথমত টেকনোবং-এ আপনাকে স্বাগতম জানাই এবং আর্টিকেলটি পড়ার জন্যেও অসংখ্য ধন্যবাদ।
      আপনি জানতে চাইছেন যে এরকম কোন টুল আছে কিনা, যার মাধ্যমে পিডিএফ ফাইল থেকে বাংলা লেখা কপি করা যাবে আর যা আপনি নিজের ব্লগ সাইটে ব্যবহার করতে পারবেন।
      সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি বাংলা পিডিএফ ফাইলটি যেকোন অনলাইন PDF to Word কনভার্টার সাইট থেকে ডকুমেন্টস ফাইলে কনভার্ট করেনিন তাহলেই সেখান থেকে বাংলা লেখাগুলি কপি করতে পারবেন।
      তবে তা নিজের সাইটে পাবলিশ করার আগে অবশ্যই জেনে নেবেন যাতে কপিরাইট কনটেন্ট না হয় বা আগে কারো দ্বারা ওই টেক্সট যাতে পাবলিশ না করা থাকে।

Comments are closed.