৫টি সেরা পিসি ওয়েবক্যাম অ্যাপস (Webcam apps for computer)

মোবাইল ফোনকে কম্পিউটার ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করার জন্য আজ আমরা দেখে নেবো ৫টি সেরা ও ফ্রি এন্ড্রয়েড ওয়েবক্যাম অ্যাপস।

যেরকম আজ আমাদের প্রায় প্রত্যেকের কাছেই স্মার্ট ফোন আছে, সেরকমই অনেকের বাড়িতেই এখন কম্পিউটার বা ল্যাপটপ আছে।

যা আমরা নিজেদের স্টাডি বা পড়াশোনা ও কাজের জন্য ব্যবহার করে থাকি। আর যেহেতু এখন বেশিরভাগ কাজটাই অনলাইন হয় বা হওয়া শুরু করেছে।

তাই এরকম বিশেষ কিছু কাজে আমাদের কম্পিউটার ওয়েবক্যাম এর প্রয়োজন পরে। আর যারা ডেস্কটপ পিসি ব্যবহার করে

তাদের জন্য বেশ সমস্যা দেখা দেয়। কারণ ল্যাপটপে ইনবিল্ট ক্যামেরা আসলেও ডেস্কটপ কম্পিউটার এর সাথে তা থাকে না।

ফলে আপনাকে আলাদাভাবে প্রয়োজনে ওয়েবক্যাম ক্রয় করতে হয় আর যার মূল্যও যে খুব একটা কম তা একদমই না। কিন্তু,

আপনি কি জানেন? আপনি চাইলে নিজের স্মার্ট ফোনটিকেও কম্পিউটার ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারেন।

আর যা আপনাকে ল্যাপটপ ও ওয়েবক্যামেরার থেকেও অধিক ভালো পিকচার কোয়ালিটি দেবে। আর চাইলে আপনি ভিডিও রেকর্ড,

অনলাইন স্ট্রিমিং, ইভেন্টস এবং সাধারণ ভাবেই মিটিং ও অনলাইন ভিডিও ক্লাস এর জন্যেও খুব সহজে তা ব্যবহার করতে পারেন।

তাই আপনার বাড়িতে যদি পুরোনো বা নতুন এন্ড্রোয়েড স্মার্ট ফোন থাকে আর আপনার ওয়েবক্যাম এর প্রয়োজন পরে তাহলে

অবশ্যই নিজের এই সেরা ৫টি ফ্রি ওয়েবক্যামেরা অ্যাপস গুলি দেখেনিন আপনার ফোনকে ওয়েবক্যামে কনভার্ট করার জন্য।

আরো পড়ুন: কিভাবে পিসি থেকে মোবাইলে ফাইল শেয়ার বা ট্রান্সফার করবেন

সেরা ৫টি ওয়েবক্যাম বা ওয়েবক্যামেরা অ্যাপস (Android Webcam Apps)

নিচে উল্লেখিত প্রতিটি এপ্লিকেশনই ফ্রি অর্থাৎ আপনি প্লে স্টোর থেকে ফ্রিতে নিজের ফোনে তা ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন।

এবং প্রতিটি অ্যাপস ব্যবহার করার শুরুতেই আপনি কিভাবে মোবাইল ক্যামেরা কম্পিউটার ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করবেন তার গাইডেন্সও পেয়ে যাবেন।

১. DroidCam

Droidcam বা ডিরোয়েড ওয়েবক্যাম

প্লে স্টোরে উপলব্ধ সেরা কম্পিউটার ওয়েবক্যাম অ্যাপস গুলির মধ্যে একটি হল DroidCam. খুবই ছোট, সিম্পেল ও জনপ্রিয় একটি এপ্লিকেশন।

যা সহজেই আপনার মোবাইল ক্যামেরাকে হাই কোয়ালিটি ওয়েবক্যামে পরিবর্তন করতে সাহায্য করবে। আপনি নিজের ফোনকে

কম্পিউটার এর সাথে ওয়াইফাই অথবা ইউএসবি (USB) ক্যাবেল দ্বারা কানেকশন করতে পারেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়

আপনি Zoom, Skype, MS Team ইত্যাদির মত প্রোগ্রাম গুলিতেও এর ওয়েবক্যাম ফীচারসটি ব্যবহার করতে পারবেন।

এছাড়াও আপনি কোনো ওয়াটারমার্ক ছাড়া আনলিমিটেড ব্যবহার, ফোন মাইক এর ব্যবহার এবং কানেক্ট করার পরে নিজের ফোন অন্য কাজেও ব্যবহার করতে পারবেন।

তো মিটিং হোক বা ইন্টারভিউ অথবা কন্টেটন ক্রিয়েশন। অবশ্যই এই এপ্লিকেশনটি একবার ট্রাই করে দেখতে পারেন।

২. iVCam Webcam

ivcam মোবাইল ক্যামেরা ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করার জন্য

আমাদের লিস্টের দ্বিতীয় সেরা পিসি ওয়েবক্যাম অ্যাপটি হল iVCam. পার্সোনালি এটি আমার পছন্দের এপ্লিকেশন নিজের মোবাইল কম্পিউটারের ওয়েবক্যামেরা হিসাবে ব্যবহার করার জন্য।

কারণ এই এপ্লিকেশনটির মধ্যে যে সমস্ত ফিচারস গুলি আপনি পাবেন যা সাধারনত আপনি কোনো ওয়েবক্যামেরার মধ্যেই পাবেন না।

আপনি খুব সহজে ওয়াইফাই অথবা ইউএসবি ক্যাবল দ্বারা পিসি ও ফোন কানেক্ট করতে পারবেন। তার সাথে আপনার

ফোন ক্যামেরার যা ক্যাপাসিটি সেই হিসাবেই আপনাকে iVCam ভিডিও রিসোলিউশন ব্যবহার করতে দেবে। এছাড়া আপনি

এখানে মাইক্রোফোন, ব্যাকগ্রাউন্ড ব্লার ও রিমুভাল, প্রোট্রেট ও ল্যান্ডস্ক্যাপ মোড, ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা সুইচ, ফ্রেম রেট পরিবর্তন,

গ্রীন স্ক্রিন সহ বিভিন্ন ফিল্টারও প্রদান করবে যা সত্যিই আপনি এরকম অন্য কোনো ফ্রি এপ্লিকেশন এর মধ্যে একদমই খুঁজে পাবেন না।

অবশ্যই পড়ুন: কিভাবে ইউটিউবে লাইভ ভিডিও স্ট্রিম করবেন?

৩. Camo

camo pc webcam application

Camo একটি iso বা apple মোবাইল এপ্লিকশন ছিল নিজের ফোনকে ওয়েবক্যাম বা এক্সটার্নাল ক্যামেরা হিসাবে ব্যবহার করার জন্য।

তবে এখন আপনি এন্ড্রোয়েড ডিভাইস এর জন্যও এটি প্লে স্টোরে পেয়ে যাবেন আর যা ফ্রিতে ডাউনলোড ও ইনস্টল করতে পারেন।

এটি আপনাকে অসাধারণ পিকচার বা ভিডিও কোয়ালিটি দেবে যেরকম 4k (ফোন যদি সাপোর্ট করে), ওয়াইড এঙ্গেল এবং পোট্রেট বুখে মোড।

এটি আপনি ভিডিও কলিং, লাইভ স্ট্রিমিং এবং অনলাইন ইভেন্টস এও ব্যবহার করতে পারবেন। আর সমস্ত জনপ্রিয় প্লাটফর্ম যেরকম,

জুম্ বা Zoom, MS Teams, Skype, OBS, Twitch ইত্যাদিতেও আপনি এই এপ্লিকেশন দ্বারা পিসি এর সাথে কানেক্ট করে মিজের মোবাইল ক্যামেরা ব্যবহার করতে পারেন।

৪. XSplit Connect: Webcam

XSplit বা এক্সস্পিলিট মোবাইল ওয়েবক্যাম অ্যাপস

XSplit হল একটি জনপ্রিয় পিসি বা কম্পিউটার স্ট্রিমিং ও স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। যা গেম রেকর্ডিং, স্ট্রিমিং ও অন্যান্য ইভেন্ট স্ট্রিম এর জন্য জনপ্রিয়।

XSplit Connect হল একটি আন্ড্রয়েড ভার্সন ওয়েবক্যাম এপ্লিকেশন যা দ্বারা আপনার ফোন ক্যামেরাকে পিসির সাথে কানেক্ট করতে সাহায্য করে।

এই এপ্লিকেশনটির দ্বারা আপনি নিজের ফোনকে বা ফোন ক্যামেরাকে ওয়্যারলেস ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করে তা অনলাইন স্ট্রিমিং,

ভিডিও কলিং এবং মিটিং, ক্লাস ও ইভেন্টস এর জন্য কাজে লাগাতে পারবেন। এছাড়াও এর বিশেষ কিছু ফিচারস যেরকম,

হাই কোয়ালিটি পিকচার কোয়ালিটি, ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার ও রিমুভ ইত্যাদি। আপনাকে আরো ভালো ওয়েবক্যামেরার অভিজ্ঞতা প্রদান করে।

আরো জানুন: মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করার নিয়ম

৫. Iriun 4K Webcam for PC

ফ্রি কম্পিউটার বা কি ওয়েবক্যাম অ্যাপস

আমাদের লিস্টের এটি হল শেষ Best Webcam apps for computer. যা দ্বারা আপনি ফোন ক্যামেরাকে পিসি ওয়েবক্যামে কনভার্ট করতে পারবেন।

Iriun খুবই সিম্পল বা সাধারণ তবে পাওয়ারফুল একটি এপ্লিকেশন যা আপনাকে 4k ভিডিও রিসোলিউশনও প্রদান করবে। (যদি আপনার ফোনে সেই ক্যাপাসিটি থাকে তো) .

এটি আপনাকে উভয় USB ও WiFi দুটি উপায়ই প্রদান করে কম্পিউটারের সাথে মোবাইল ক্যামেরা সংযুক্ত করার জন্য।

আর এর মধ্যে আপনি বাকি সমস্ত বেসিক মোবাইল ওয়েবক্যাম ফিচারস গুলিই পেয়ে যাবেন যা ওপরের এপ্লিকেশন গুলির মধ্যে আছে।

আরো পড়ুন: ৬টি ফ্রি ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপস

আমাদের শেষ কথা,

তো এই হল ৫টি সেরা ফ্রি ওয়েবক্যাম অ্যাপস যাদের দ্বারা আপনি খুব সহজেই নিজের স্মার্টফোনকে পিসি ওয়েবক্যাম হিসাবে ব্যবহার করতে পারবেন।

আশা করবো আপনাদের এই পোস্টটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাকিদের সাথেও শেয়ার করতে একদমই ভুলবেন না।

এবং এরকম আরো পোস্ট ও টিপস এর জন্য আমাদের সাইটকে সাবস্ক্রাইব করুন। আরো যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে।

তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে তা রেখে যান।