ফেসবুক থেকে আয় করুন ৬টি উপায়ে

একথা বললে হয়তো একদমই ভুল হবেনা যে আজ আমাদের প্রত্যেকের ফোনেই ফেসবুক আছে আর যা আমরা প্রতিদিনই ব্যবহার করি।

আর আমাদের একথাও কারো অজানা নেই যে ফেসবুক হল সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্ম।

কিন্তু আপনি কি জানেন ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাটিং করা, ফটো ও ভিডিও আপলোড করা এবং কোনো পোস্ট লাইক ও শেয়ার করা ছাড়াও ফেসবুক থেকে আয় করতে পারেন।

হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন আর শুধু একটি উপায় না আপনি বিভিন্ন উপায়ে বা পথে ফেসবুক থেকে ইনকাম করতে পারেন।

হয়তো আবার অনেকেই এই বিষয়ে জ্ঞাত কিন্তু সঠিক উপায় জানেন না যে কিভাবে কি করলে এখান থেকে আয় করা যাবে।

তো আজকে আমি আপনাদের এরকমই ৬টি উপায় বলবো যাদের কাজে লাগিয়ে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন।

প্রথমেই বলে রাখি এখানে যে ৬টি ফেসবুক ইনকাম উপায় আমরা জানবো তা সম্পূর্ণ ফ্রি যা আপনি মোবাইল ও কম্পিউটারের দ্বারা করতে পারবেন।

তো চলুন আর বেশি সময় ব্যয় না করে আমরা জেনেনি সেই ৬টি উপায়।

অবশ্যই পড়ুন: ৫টি সেরা অনলাইন ইনকাম অ্যাপস ২০২০

১. In-stream ads বা ফেসবুক ভিডিও থেকে আয়

In-stream ads হল ফেসবুকের নিজেস্ব একটি মনিটাইজশন টুল যার দ্বারা আপনি আপনার ভিডিওতে অ্যাড দেখিয়ে আয় করতে পারবেন।

আপনারা নিশ্চই লক্ষ করে থাকবেন যে বিভিন্ন ফেসবুক ভিডিও দেখার সময় তার মাঝে মধ্যেই বেশ কিছু বার অ্যাড আসছে।

আসলে আপনি যেই ভিডিওটি দেখছেন ওই ভিডিও যেই পেজ থেকে আপলোড করা হয়েছে তার মালিক ওই ভিডিওটি In-stream ads দ্বারা মনিটাইজ করে রেখেছে।

আরো ভালো বললে যেরকম ইউটিউবাররা তাদের ভিডিও এডসেন্স দ্বারা মনিটাইজ করে ভিডিও তে অ্যাড দেখিয়ে আয় করে ঠিক সেরকমই।

তো এখন প্রশ্ন হল আপনি কিভাবে আপনার ভিডিও In-stream ads দ্বারা মনিটাইজ করে আপনার ভিডিও থেকে আয় করবেন।

  • সবার প্রথমে আপনাকে একটি ফেসবুক পেজ বানাতে হবে এবং যার ক্যাটাগরি ভিডিও পেজ রাখতে হবে।
  • তারপর আপনার পেজের জন্য উন্নত মানের ভিডিও তৈরি ও আপলোড করতে থাকুন তবে ভিডিও অবশ্যই কম করে ৩ মিনিটের হতে হবে।
  • যখন আপনার পেজের ১০,০০০ ফলোয়ার্স হয়ে যাবে এবং ৬০ দিনের মধ্যে আপনার ভিডিও গুলি ৩০,০০০+ ১ মিনিট ভিউস পেয়ে যাবে তখন আপনি In-stream ads ব্যবহারের অনুমোদন পেয়ে যাবেন।

আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই ক্রাইটেরিয়া পূরণ করা সম্ভব হবে না বা করতে অনেকেই সময় লেগে যাবে।

সত্যি কথা বলতে সেরকম একদমই না আপনি ৬০ দিনের মধ্যেই তা কমপ্লিট করতে পারবেন নিয়মিত ভালো ভিডিও কনটেন্ট আপলোড করার মাধ্যমে।

ইউটিউবে কোনো ভিডিওর ভিউস পেতে অনেক সমস্যা হয় কিন্তু ফেসবুকে বেশ কিছু বার কোনো পোস্ট শেয়ার ও লাইক পেলে তা খুব তারাতারি ভাইরাল হয়ে যায়।

আপনি হয়তো দেখে থাকবেন এরকম খুব ছোটোখাটো ভিডিও ফেসবুকে মিলিয়ন মিলিয়ান ভিউস পেয়ে যায় যা ইউটিউবে সম্ভব হয় না।

অবশ্যই পড়ুন: অনলাইন ইনকাম করার ৭টি সহজ উপায় ২০২০

২. ফেসবুক মার্কেটপ্লেস

ফেসবুক মার্কেটপ্লেস (Facebook marketplace) একটি অসাধারণ জায়গা কোনো দ্রব্য বা পরিষেবা বিক্রি করে আয় করার জন্য।

প্রথমত আপনার যদি নিজের কোন দ্রব্য বা প্রোডাক্ট থাকে যা আপনি তৈরি করেন তা এখানে বিক্রি করতে পারবেন।

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেরই নিজেস্ব কোনো দ্রব থাকেনা যা সে বিক্রি করে ফেসবুক মার্কেটপ্লেস থেকে আয় করতে পারবে।

তো তাদের জন্য ফেসবুক মার্কেটপ্লেস থেকে আয় করার একটি ভালো সুযোগ হল রিসেলিং বিজনেস করে ইনকাম করা।

এরকম বিভিন্ন রিসলিং অ্যাপ ও ওয়েবসাইট আছে যেখান থেকে পণ্য নিয়ে আপনি এখানে রেসেল বা পুনর্বিক্রয় করে ইনকাম করতে পারবেন।

আমি নিজে বেক্তিগত ভাবে Facebook marketplace এর মধ্যে রিসলিং করে ইনকাম করছি এবং যার আউটকাম অনেকেই ভালো।

৩. সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের

আপনি কি জানেন একজন ইনফ্লুয়েন্সের হয়ে আপনার নিজের ফেসবুক প্রোফাইল থেকেই ইনকাম করতে পারেন।

আপনার প্রোফাইলের রিচ যদি ভালো হয় অর্থাৎ আপনার পোস্টগুলি যদি বেশ ভালো লাইক, শেয়ার এবং কমেন্ট পায়।

তার সাথে আপনার প্রোফাইলের যদি ভালো ফ্যান ফলোয়িং থাকে তাহলে একজন ইনফ্লুয়েন্সের হয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন।

এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনি নিজের ইনফ্লুয়েন্সের একাউন্ট তৈরি করে কোনো প্রোডাক্ট প্রমোট করতে কত চার্জ নেবেন তা উল্লেখ করতে পারেন।

এতে যখন কোনো বেক্তি আপনার মাধ্যমে কোনো কিছু প্রমোট করতে চাইবে তার পরিবর্তে আপনাকে নির্দিষ্ট চার্জ প্রদান করবে।

৪. ফেসবুক গ্রুপ থেকে আয়

ফেসবুক মার্কেটপ্লেসের মতোই ফেসবুক গ্রুপ একটি ভালো জায়গা নিজের প্রোডাক্ট অথবা রিসলিং প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করার জন্য।

শুধু তাই না, আপনি মার্কেটপ্লেসের থেকেও বেশি টাকা ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করতে পারেন যদি আপনার ভালো পরিমান গ্রুপ মেম্বার্স থেকে।

তাই আমি পরামর্শ দেবো নির্দিষ্ট Niche এর ওপরে একটি গ্রুপ বানিয়ে সেখানে বিভিন্ন পোস্ট, কনটেন্ট প্রশ্ন ও পুল এর মাধ্যমে এনগেজ থাকার।

যখন আপনার মেম্বার্সের সংখ্যা বেড়ে যাবে এবং বুছতে পারবেন যে সেখান থেকে কতটা পরিমান কনভার্সন পেতে পারেন।

তখন নিজের প্রোডাক্ট বা রিসলিং প্রোডাক্ট গ্রুপের মধ্যে রিসল করে ভালো পরিমান অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও,

  • পেইড সার্ভে
  • স্পন্সর কনটেন্ট এর মাধমেও আয় করতে পারবেন।

অবশ্যই পড়ুন: কিভাবে অনলাইনে ছবি বিক্রি করে আয় করবেন

৫. ফ্রিল্যান্স ফেসবুক মার্কেটার

একজন ফ্রিল্যান্স ফেসবুক মার্কেটার প্রতিদিন কম করে ৫০-১০০ মার্কিন ডলারও রোজগার করতে পারে কোনো ক্লাইন্টের থেকে।

তবে একজন ফেসবুক মার্কেটার হিসাবে কাজ করার জন্য আপনার অবশ্যই সেই সম্পর্কিত শিক্ষা ও দক্ষতার প্রয়োজন হবে। যেমন:

  • আপনাকে ফেসবুক স্টেটস বা পরিসংখ্যান বুঝতে হবে এবং সেই পরিসংখ্যান অনুযায়ী পূর্বাভাস করতে হবে যে কোন পোস্ট, কোন দিনে এবং কিভাবে করলে ভালো মার্কেটিং করা যাবে। কারণ মার্কেটিংয়ে সফল হতে হলে আপনার সঠিক পূর্ব-পুরিকল্পনা করার দক্ষতা থাকা অবশ্যই দরকার।
  • এছাড়াও আপনার মধ্যে মার্কেটিংয়ের বিভিন্ন কৌশল এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে যাতে আপনি সঠিক পরিকল্পনা অনুযায়ী ক্যাম্পেইন বা প্রচার করতে পারেন এবং ক্যাম্পেইনের শেষে যাতে তার ফলাফল অবশ্যই ভালো ও লাভ জনক হয়।

আপনি বিভিন্ন সংস্থা বা ই-লার্নিং সাইট থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স কমপ্লিট করতে পারেন।

এছাড়াও ফ্রিতে কোর্স শেখার জন্য ইউটিউবের সাহায্যও নিতে পারেন এবং একজন ফ্রিল্যান্স ফেসবুক মার্কেটের হিসাবে কাজ করতে পারেন।

৬. ফেসবুক পেজ থেকে আয়

একটি ফেসবুক পেজ থেকে এক না একাধিক উপায়ে আপনি আয় করতে পারেন তবে এদের মধ্যে সব থেকে বেশি কার্যকরী হল এফিলিয়াতে মার্কেটিং।

আপনাকে প্রথমে নির্দিষ্ট Niche এর ওপরে একটি পেজ তৈরি করতে হবে এবং সেখানে সেই সংক্রান্ত পোস্টের মাধ্যমে অডিয়েন্স গড়ে তুলতে হবে।

অবশ্যই পরামর্শ দেবো আপনি যেই niche পছন্দ করেন ও জানেন তার ওপরেই পেজ তৈরি করার জন্য কারণ একটি পেজ বাড়িয়ে তুলতে বেশ সময় ও পরিশ্রম লাগে।

এক সময় যখন আপনার পেজে ফ্যান ফলোয়িং বেড়ে যাবে আপনি খুব সহজেই সেখানে আপনার পেজার niche অনুযায়ী,

প্রোডাক্ট খুঁজে প্রোমোট করতে পারবেন এছাড়াও বিভিন্ন এফিলিয়েট প্লাটফর্ম থেকেও নির্দিষ্ট niche প্রোডাক্ট নিয়ে প্রমোট করতে পারবেন। যেরকম Clickbank, Amazon affiliate এবং Shareasale ইত্যাদি।

এরকম বিভিন্ন niche পেজ আছে যারা তাদের পেজে এফিলিয়েট প্রোডাক্ট প্রমোট করার মাধ্যমে ইনকাম করে আসছে।

যেরকম জনপ্রিয় কিছু ফেসবুক পেজ niche হল Tech, pet, and other animals, fitness and health, love relationship ইত্যাদি।

এছাড়াও কোনো ফ্যান পেজ থেকে ইনকাম করার অন্যান্য রাস্তাগুলি হল:

  • ফেসবুক পেজ বিক্রি করে।
  • স্পন্সর পোস্টের মাধ্যমে।
  • লাইক এবং শেয়ার বিক্রয়ের মাধ্যমে।
  • অন্যান্য পেজার পেইড প্রমোশন করার মাধ্যমে ইত্যাদি।

অবশ্যই পড়ুন: ySense থেকে অনলাইন সার্ভে করে আয় করুন

আমাদের শেষ কথা:

তো বন্ধুরা আমি আশা করছি যে আপনারা এইবার জানতে পেরেছেন কিভাবে ফেসবুক থেকে বিভিন্ন উপায়ে ইনকাম করা যায়।

আপনিও যদি ফেসবুকের মাধ্যমে ইনকাম করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই আপনার পছন্দের ওপরের যেকোনো একটি উপায় বেছে নিতে পারেন।

আপনি চাইলে এক না একই সাথে ওপরের আলোচিত একাধিক উপায়ের ওপরেও কাজ করতে পারেন অধিক আয়ের জন্য।

আপনাদের যদি ৬টি উপায় ফেসবুক থেকে আয় করার এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন।