কিভাবে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবো বা করার নিয়ম ?

এই পোস্টটি পড়ছেন তার মানে নিঃসন্দেহে আপনিও আমার এবং বাকিদের মতোই ফেসবুক ইউসার আর এখন কোনো কারণে জানতে চান কিভাবে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবো

জন্য স তাহলে আমিও বলে রাখি যে একদম সঠিক জায়গায় এসে থেমেছেন। কারণ এই আর্টিকেলের মধ্যে আজকে আমরা জানবো

নিজের ফোন বা মোবাইল থেকে এবং কম্পিউটার বা ব্রাউজার দ্বারা ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম কি

আমরা অনেকেই আছি যারা বহুদিন ধরে এই ফেসবুক ব্যবহার করছি তাই স্বাভাবিক ভাবেই পাসওয়ার্ড মনে থাকে না।

অথবা কোনো কারণে আমাদের পাসওয়ার্ড এক্সপোজ হয়ে গেলে বা কেউ জেনে গেলে অথবা ফোন হারিয়ে যাওয়া বা হ্যাক হয়ে যাওয়ার জন্য

পাসওয়ার্ড পরিবর্তন এর আবশ্যিকতা থাকে। এছাড়াও আমার মতে আমাদের সবারই এই বিয়য়টি জেনে রাখাও ভালো।

তাই আর বেশি সময় ব্যয় না করে চলুন এখনই জেনেনি ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম কি বা কিভাবে চেঞ্জ করতে হয়।

আরো জেনেনি: কিভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করতে হয় (Permanently)

যেভাবে ফোন থেকে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবেন (How to change Facebook passwords)

সবার প্রথমে আমরা জেনে নেবো মোবাইল ফোন থেকে Facebook password পরিবর্তন করার নিয়ম কি?

ধাপ ১: সবার প্রথমে নিজের ফোন থেকে ফেসবুক অ্যাপটি অন বা ওপেন করুন। এরপর নিজের প্রোফাইল এর মধ্যে চান।

ধাপ ২: প্রোফাইলে প্রবেশ করার পর ওপরের Settings আইকনে ক্লিক করুন অথবা নিচে > Settings & Privacy এর মধ্যে ক্লিক করুন।

এবং তার পর > Settings ক্লিক করুন।

ধাপ ৩: Settings ক্লিক করার পর এবার > Security & login ক্লিক করে নিচে > Change password এর মধ্যে ক্লিক করুন।

ধাপ ৪: Change password এর মধ্যে ঢোকার পর আপনার সামনে তিনটি অপসন বা বক্স আসবে,

  • Current password – এখানে আপনার বর্তমান বা এখন যে পাসওয়ার্ড আছে তা প্রদান করুন।
  • New password – এখানে নতুন যে পাসওয়ার্ড আপনি দিতে চান তা প্রদান করুন
  • Re-type new password – এখানে আবার পুনরায় নতুন পাসওয়ার্ড প্রদান করুন

এবং তারপর নিচে > Update password এর মধ্যে ক্লিক করুন আমার পাসওয়ার্ড চেঞ্জ বা পরিবর্তন হয়ে যাবে।

যদি ফেসবুক পাসওয়ার্ড মনে না থাকে বা ভুলে যান তাহলে কি করণীয়?

যেরকমটি দেখতেই পেলেন যে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অবশ্যই আপনার বর্তমান বা কারেন্ট পাসওয়ার্ড জানা থাকতে হবে।

আর যদি জানা থাকে তাহলে ওপরের ধাপ গুলি অনুসরণ করলেই হয়ে যাবে। আরোযদি না জানা থাকে বা ভুলে চান।

সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা ট্রিকস বা চান্স বলে দিচ্ছি যা দ্বারা হয়তো আপনি নিজের ফেসবুক পাসওয়ার্ড জানতে পারবেন।

আর তা হলো Google Account, আসলে আমাদের ফোনে গুগল একাউন্ট লগইন থাকেই আর যখন আমরা কোনো এপ্লিকেশন

বা ওয়েবসাইটে একাউন্ট তৈরী করি বা লগইন করি তখন সেই পাসওয়ার্ড গুগল সেভ করে রাখে বা রাখার জন্য জিজ্ঞাসা করে থাকে।

তাই আপনি একবার Google account এর মধ্যে গিয়ে সেখানের Password সেকশন এর মধ্যে খুঁজে দেখতে পারেন।

এছাড়াও আপনার Chrome ব্রাউজার এর মধ্যেও যদি গুগল একাউন্ট লগ ইন থাকে সেই ক্ষেত্রেও ক্রোম ব্রাউজার এর

Settings এর মধ্যে Password অপসন বা সেকশন এর দেখতে পারেন সেখানে আপনার ফেসবুক পাসওয়ার্ড আছে কিনা।

যদি থাকে তাহলে সেখান থেকে আপনি আসলেই Facebook পাসওয়ার্ডটি দেখতে পাবেন।

অবশ্যই পড়ুন: কিভাবে ফেসবুক থেকে ফটো Google Photos ট্রান্সফার করবেন

কিভাবে কম্পিউটার বা ব্রাউজার দ্বারা ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করবো

তো কম্পিউটার বা ব্রাউজার দ্বারা ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার পদ্ধতিও প্রায় একই। তো যে ধাপ গুলি আপনাকে অনুসরণ করতে হবে তা হল,

ধাপ ১: ল্যাপটপ বা কম্পিউটার থেকে নিজের ব্রাউজারটি ওপেন করে সবার প্রথমে Facebook সাইটে প্রবেশ করুন বা লগ ইন করেনিন।

ধাপ ২: ফেসবুক এর মধ্যে প্রবেশ করে সবার প্রথমে ওপরে নিজের প্রোফাইল আইকনে ক্লিক করে > Settings & privacy তে ক্লিক করুন।

তারপর > Settings ক্লিক করে নিচে > Security and login করুন।

ধাপ ৩: Security and login এর মধ্যে পেজের মাঝামাঝি Login সেকশন এর মধ্যে দেখুন Change password আছে তাতে ক্লিক করুন।

ধাপ ৪: এবার মোবাইলে যেমন ধাপ অনুসরণ করতে বলেছিলাম ঠিক একই ভাবে,

  • Current password – এখানে আপনার বর্তমান বা এখন যে পাসওয়ার্ড আছে তা প্রদান করুন।
  • New password – এখানে নতুন যে পাসওয়ার্ড আপনি দিতে চান তা প্রদান করুন
  • Re-type new password – এখানে আবার পুনরায় নতুন পাসওয়ার্ড প্রদান করুন

এবং সবার শেষে > Save changes ক্লিক করে নতুন এখন নতুন পাসওয়ার্ড সেভ করেনিন।

আর আপনার যদি পাসওয়ার্ড মনে না থাকে সেই ক্ষেত্রে ওপরের ট্রিকসটি অনুসরণ করে দেখতে পারেন। অথবা

Forgotten your password? ক্লিক করে ধাপ গুলি অনুসণর করেও একবার চেষ্টা করতে পারেন।

জানুন: কিভাবে গুগল সার্চ থেকে ফেসবুক প্রোফাইল সরাবেন

আমাদের শেষ কথা,

তাহলে এখন আমরা জেনেই গেলাম যে ফেসবুক একাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম কি বা কিভাবে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করবো।

তার সাথে আপনাদের একটি ট্রিকস দিয়ে দিলাম যদি ফেসবুক এর পাসওয়ার্ড মনে না থাকে অথবা ভুলে যান সেই ক্ষেত্রে কি করবেন।

তো আপনাদের পোস্টটি কেমন লাগলো বা যদি হিলফুল লেগে থাকে তাহলে অবশ্যই বাকিদের সাথেও শেয়ার করুন।

আর আপনার মতামত নিচে কমেন্ট করে জানিয়ে যান এবং এরকম আরো অনলাইন টিপস ও গাইড এর জন্য আমাদের সাইট অনুসরণ করুন।