NFT কি? এনএফটি এর কাজ ও ক্রিপ্টোকারেন্সি মধ্যে পার্থক্য

চলুন আজকে জেনেনি এই NFT কি? এর কাজ কি আর ক্রিপ্টোকারেন্সি এর সাথেই বা এনএফটি সম্পর্কে কি সেই সমস্ত বিষয়।

সোশ্যাল মিডিয়া, গুগল অথবা ইউটিউব কোথাও না কোথাও আপনি এই শব্দ বা ওয়ার্ডটি শুনেছেন ও দেখেছেন।

তাই স্বাভাবিকভাবেই আপনার মনেও প্রশ্ন আসতেই পারে যে আরে ভাই এই NFT টা আসলে কি, খায় না গায়ে মাখে।

আর ইটা নিয়ে এতো লোকে সব জায়গায় কোথায় বলছে কেন? তাহলে চলুন নিচে আমরা এই সমস্ত বিষয় গুলি জেনেনি,

NFT কি বা meaning in bengali
জানুন NFT কি? এনএফটির কাজ, ক্রিপ্টোকারেন্সি এর সাথে পার্থক্য এবং কিভাবে NFT ক্রয় করতে হয়।

NFT কি বা কাকে বলে? (NFT meaning in Bengali)

এনএফটি বা NFT এর পুরো অর্থ বা মানে হলো Non-Fungible Token. এটি হলো একটি ডিজিটাল অ্যাসেট বা সম্পদ

যা সম্পূর্ণ ইউনিক বা ভিন্ন হয় এবং যা নকল বা প্রতিলিপি করা যায় না আর এটি বাকি সমস্ত ডিজিটাল সম্পদ বা মুদ্রার মতো বিনিময়যোগ্য হয় না।

যদি উদাহরণ দিয়ে বলি যেরকম YouTube, Twitter বা Facebook শুরু হয়েছিল তখন যে সবার প্রথম ভিডিও, Tweet বা টুইট অথবা পোস্ট করেছে।

সেই ভিডিও, টুইট বা পোস্ট কে NFT হিসাবে ধরতে পারেন কারণ তা ইউনিক এবং তা আর হবে না বা কেউ করতে পারবে না এবং তার ভ্যালু বা মূল্যও আলাদা ও বেশি।

তো এই এনএফটি কোনো ডিজিটাল অ্যাসেট বা সম্পদকে বলে যেরকম আর্টওয়ার্ক, ছবি, ভিডিও, মিউজিক, এবং অন্যান্য মিডিয়া ইত্যাদি।

এই NFT বা Non-Fungible Token একটি ব্লকচেইন এর মধ্যে তৈরী ও স্টোর করে রাখা যায় যা প্রতিটি NFTs কে একটি

ইউনিক সনাক্তকরণ কোড প্রদান করে যা বিভিন্ন ভাবে এই ডিজিটাল অ্যাসেটকে সুরক্ষা দেয় যেরকম অনুলিপি ও মালিকানার প্রমান হিসাবে।

অবশ্যই পড়ুন: ডিপ লার্নিং কি? (What is Deep learning?)

এনএফটি এর কাজ কি? (Importance of NFT)

এখন আমরা জানবো যে এই NFT এর কাজটা কি অর্থাৎ কি করে এটাকে নিয়ে বা এর ব্যবহারই বা কি আছে মানুষের মধ্যে।

  • যেহেতু এটি একটি ডিজিটেল আর্ট ও অ্যাসেট এবং ইউনিক তাই এগুলি কালেক্ট করা হয়ে থাকে।
  • বাকি আর্ট এর মতোই অর্থাৎ NFT ক্রিয়েটর এই সম্পদ অর্থের জন্য মনিটাইজ করতে পারে।
  • গেম এর মধ্যে বিশেষ ও ইউনিক আইটেম হিসাবে ক্রয়, বিক্রয় ও ট্রেড হয়ে থাকে।
  • ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে একটি ভার্চুয়াল অ্যাসেটস হিসাবে ব্যবহৃত হয়ে থাকে ইত্যাদি।
  • এমনকটি এনএফটি এর ক্ষেত্রেও ইনভেস্ট করা হয়ে থাকে।

NFT এবং ক্রিপ্টোকারেন্সি এর মধ্যে পার্থক্য কি? (NFT vs. Cryptocurrency)

অনেকেই আছেন যারা এই এনএফটি কে ক্রিপ্টোকারেন্সি এর সাথে গুলিয়ে ফেলেন ভাবেন যে দুটি জিনিসই হয়তো একই।

অথবা স্বাভাবিক ভাবেই আমাদের মনে প্রশ্ন এসেও যায় যে NFT এবং Cryptocurrency কি একই, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে অথবা এদের মধ্যে পার্থক্যই বা কি?

তাহলে চলুন এবার নিচে আমরা জেনেনি এনএফটি এবং ক্রিপ্টোকারেন্সি এর মধ্যে পার্থক্য। যা জানার পর আপনি এদের মধ্যে সমতা ও বৈষম্য জানতে পারবেন।

NFT (এনএফটি)Cryptocurrency (ক্রিপ্টোকারেন্সি)
এনএফটি হল Non-Fungibleক্রিপ্টোকারেন্সি Fungible হয়ে থাকে
NFT বিনিময়যোগ্য হয় না অন্যদিকে ক্রিপ্টো বিনিময়যোগ্য হয়
এটিকে ভাগ করে বা এর অল্প কিছু অংশ বিক্রয় বা বিনিময় করা যায় না Cryptocurrency এর ক্ষেত্রে এর কিছু অংশ ভাগ করে লেনদেনে করা যায়
NFT কলেকটিং, কার্ড ট্রেডিং, গেমআইটেমস, আভাটার, রিয়েল এস্টেট ও লোন হিসাবে ব্যবহার করা হয়। ক্রিপ্টোকারেন্সিকে পণ্য ও সেবা ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহার করা হয়।
এনএফটি যে কেউ তৈরী করতে পারেCryptocurrency তৈরি করার জন্য নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হয়। যেরকম মাইনিং
NFT এবং Cryptocurrency এর মধ্যে পার্থক্য।

জানুন: ৭টি অসাধারণ AI ওয়েবসাইট যা আপনি বিশ্বাস করবেন না

কিভাবে NFT বা এনএফটি ক্রয় করতে হয়?

প্রথমেই আপনাদের বলে রাখি যে অনলাইনে বাকি সমস্ত ডিজিটাল ও ভার্চুয়াল দ্রব্য কেনার মতো NFT ক্রয় এতো সহজ না।

এই ক্ষেত্রে আপনাকে বেশ কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে। যেরকম,

  1. আপনাকে একটি Wallet তৈরি করতে হবে
  2. তারপর Wallet -টি NFT মার্কেটপ্লেস এর সাথে কানেক্ট বা সংযোগ করতে হবে
  3. আপনার Wallet এর মধ্যে ফান্ড ট্রান্সফার করতে হবে
  4. তারপর আপনি এনএফটি মার্কেটপ্লেস থেকে পছন্দের NFT সার্চ করে তা ক্রয় করতে পারবেন।

সেরা কিছু NFT বা Crypto Wallets হল

  • Metamask
  • Coinbase Wallet
  • Math Wallet
  • Trust Wallet
  • ZenGo
  • AlphaWallet

জনপ্রিয় কিছু NFT বা এনএফটি মার্কেটপ্লেস হল

  • OpenSea
  • Rarible
  • Nifty Gateway
  • Larva Labs/CryptoPunks

আমাদের শেষ কথা,

তো এই হল সংক্ষেপে NFT কি? এনএফটি এর কাজ এবং Cryptocurrency এর সাথে NFT টির বেশ কিছু পার্থক্য।

পোস্টটি থেকে যদি কিছু নতুন জেনে থাকেন এবং কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

আর এরকম আরো পোস্ট এর জন্য অবশ্যই আমাদের সাইট অনুসরণ করুন এবং ভিসিট করতে থাকুন নিজেকে আপডেট রাখতে।