কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় জানুন

আজকে আমরা জানবো যে কিভাবে একটি ফেসবুক পেজ বা ফেসবুক ফ্যান পেজ খুলতে হয় ও পেজটি সেটআপ করতে হয়।

যদিও ফেসবুকে একটি পেজ তৈরি করা সেরকম কিছু কঠিন কাজ না কিন্তু প্রথমবার বানাতে গেলে একটু অসুবিধা হয়।

আমি এখানে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো ফেসবুকে পেজ খোলার নিয়ম ও সেই পেজটিকে কিভাবে সেটিংবা সেটআপ করতে হয়।

ফেসবুক কি?

ফেসবুক হল একটি আমেরিকান সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এবং পৃথিবীর সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।

যার প্রতিষ্ঠাতা হলে মার্ক জুকারবার্গ। যিনি ২রা ফেব্রয়ারী ২০০৪ সালে থেকে তার কিছু সহকর্মীদের নিয়ে এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি শুরু করেছিলেন।

ফেসবুক প্রতি মাসে ২.৬ বিলিয়নের বেশি মানুষ ব্যবহার করে থাকেন তাহলে বুঝতেই পারছেন এটি কেনো এত জনপ্রিয়।

ফেসবুক পেজ কি এবং এর সুবিধা

ফেসবুকের পেজ হল সেই জায়গা যেখানে বিভিন্ন আর্টিস্ট, পাবলিক ফিগার, বিসনেস, ব্র্যান্ডস এবং বিভিন্ন সংস্থা তাদের ফ্যান বা কাস্টমারদের সাথে যুক্ত থাকতে পারে।

অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে তারা কেনো ফেসবুকে পেজ তৈরী করবে বা পেজটি কি বা কোন কাজে লাগবে?

ফেসবুকে একটি পেজ তৈরী করার সুবিধাগুলি হল:

  • প্রথমত আপনি বিভিন্ন লোকের সাথে যুক্ত থাকতে পারবেন যেটা সাধারণত একটি ফেইসবুক প্রোফাইল থেকে হয়না।
  • আপনি যদি কোনো কাজে অভিজ্ঞ হন তাহলে ফেসবুক পেজে নিজের পোর্টফোলিও তৈরী করতে পারবেন।
  • আপনি ফেসবুকে নিজেকে ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করতে পারবেন।
  • একটি পেজ থেকে আপনি নিজের কোনো প্রোডাক্ট বিভিন্ন দেশের মানুষকে বিক্রি করতে পারবেন।
  • আপনার যদি একটি পেজ থাকে এবং তাতে বেশি ফলোয়ার্স থাকে তাহলে স্পন্সরশিপ এবং প্রমোশনের মাধ্যমে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন।
  • আপনি একজন কনটেন্ট ক্রিয়েট হিসাবে নিজের কন্টেন্টকে মনিটাইজ করে অর্থ উপার্জন করতে পারবেন।
  • ফেইসবুক মার্কেটিং করতে পারবেন।
  • এবং ফেসবুকে পেজ বানিয়ে তাতে কিছু মজাদার পোস্ট বানিয়ে জনপ্রিয় হয়ে উঠতে পারবেন।

এরকম আরো বহু সুবিধা আছে যা আপনি ফেসবুকে একটি পেজ তৈরী করে নিজের বা ব্যাবসার উন্নতিতে কাজে লাগাতে পারবেন।

তো চলুন এবার দেরি না করে আমাদের আসল বিষয় “ফেসবুক পেজ খোলার নিয়ম কি” তা জেনেনি।

কিভাবে ফেসবুক পেজ বানাবেন ও সেটিংস করবেন।

আমি এখানে কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারের মাধমে ফেসবুকে পেজ তৈরির পদ্ধতি দেখাবো আপনি যদি মোবাইল থেকে চান তাও করতে পারেন।

মোবাইল থেকে পেজ তৈরির জন্য প্রথমে ফোন থেকে ক্রোম ব্রাউজার খুলে ডেস্কটপ মোড (Desktop Mode) অন করে নিন তার পর ফলো করুন।

১. সবার প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে Facebook.com লিখে সার্চ করুন এবং তারপর নিজের ইমেইল বা ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুক একাউন্ট লগ ইন করে নিন।

২. লগ ইন হয়ে যাওয়ার পর একদম ওপরে ডান দিকে দেখবেন “Create” বাটান আছে সেখানে ক্লিক করুন তারপর > “Page”-এ ক্লিক করুন।

যেরকমটি নিচের ফটোতে দেখতে পাচ্ছেন।

ফেসবুক পেজ খোলার নিয়ম
Facebook Page Create

৩. তারপর একটি নিতুন পেজ আসবে যেখানে আপনাকে পেজ ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে আপনি দুটি পেজ ক্যাটাগরি দেখতে পাবেন।

একটি হল “Business” এবং আরেকটি হল “Community or public figure” আপনার উদেশ্য অনুযায়ী পেজ ক্যাটাগরির নিচে >Get started” – এ ক্লিক করুন।

ফেসবুক বিসনেস পেজ তৈরি
Facebook Page Category

আমি এখানে “Business” ক্যাটাগরি সিলেক্ট করছি কারণ এটিই বেশিরভাগ লোকে তৈরি করতে চান তাছাড়াও আপনি এখানে কিছু বেশি ফাঙ্কশন ব্যবহার করতে পারবেন।

৪. এরপর আপনাকে আপনার পেজ নাম এবং কোন ক্যাটেগরির মধ্যে আপনার পেজটি পরে তা সিলেক্ট করতে হবে।

পেজ নাম এবং ক্যাটেগরি প্রদান করার পর নিচে “Continue” ক্লিক করুন।

পেজ নাম
Page name & Category

৫. এরপর আপনাকে একটি স্টেপে পেজের জন্য প্রোফাইল ফটো এবং আরেকটি স্টেপে কভার ফটো আপলোড করতে বলা হবে।

আপনার যদি আগে থেকে পেজের জন্য প্রোফাইল ও কভার ফটো তৈরী করা থাকে তাহলে “Upload a Profile Picture” এবং তার পরের স্টেপে “Upload a cover photo” ক্লিক করুন।

আর যদি প্রোফাইল ও কভার ফটো রেডি না থাকে বা পরে আপলোড করতে চান তাহলে দুটি স্টেপেই “Skip” বাটনে ক্লিক করুন।

৬. এরপর প্রোফাইল ও কভার ফটো আপলোড করে বা স্কিপ করার পর আপনার সামনে আপনার পেজটি খুলে যাবে।

অর্থ্যাৎ আপনার ফেসবুক পেজটি এখন তৈরি হয়ে গেছে। এবার আপনাকে শুধু আপনার পজিটিকে সেটআপ করতে হবে এবং আগে যদি প্রোফাইল ও কভার ফটো না দিয়ে থাকেন তাহলে সেগুলি আপলোড করতে হবে।

ফেসবুক পেজের ফাঙ্কশন ও সেটআপ

ক) চলুন সবার প্রথমে ফেসবুক পেজের ফাঙ্কশনগুলি জেনেনি

ফেসবুক পেজ
Facebook page

১. ওপরের ফটোতে বাঁ-দিকে যেই প্লাস বা যোগ আইকনটি দেখতে পেছনে ওখানে ক্লিক করে আপনি প্রোফাইল ফটো আপলোড করতে পারবেন।

২. “Add a Cover” বলে ওপরে যে বড় জায়গাটি দেখতে পাচ্ছেন ওখান থেকে পেজের কভার ফটো বা ভিডিও আপলোড করতে পারবেন

৩. মাঝ বরাবর ডানদিকে “Add a Button” থেকে আপনি আপনার পেজ অনুযায়ী কল টু অ্যাকশন ফাঙ্কশন অ্যাড করতে পারবেন। যেরকম:

  • “Shop Now” যদি কোনো শপিং পেজ হয়ে থাকে।
  • “Make a Booking
  • Contact Us
  • Learn More
  • Download App or Play Game

৪. ওপরে বাঁ-দিকে আপনার পেজ নামের নিচে আপনার পেজার “User Name” ক্রিয়েট করতে পারবেন এবং যা বাধ্যতামূলক।

আপনার পেজের ইউসার নাম পেজের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই অবশ্যই একটি ইউসার নাম দিন।

৫. পেজের একদম ওপরের সেকশনে যে মেনুগুলি দেখতে পাচ্ছেন। যেরকম:

  • Home – এখানে ক্লিক করে আপনি পেজার একদম মেইন পেজে আস্তে পারবেন।
  • Inbox – সমস্ত পেজের ম্যাসেজগুলি এখানে দেখতে পারবেন ও তার রিপ্লাই করতে পারবেন।
  • Notification – আপনার পেজের বিভিন্ন কার্যকলাপের নোটিফিকেশনগুলি এখানে দেখতে পারবেন।
  • Insights – আপনার পেজের ও পোস্টের সামারি বা এনালিটিক্স এখন থেকে ট্রেক করতে পারবেন।
  • Publishing Tool – আমরা আমাদের ফেসবুক প্রোফাইল থেকে যেরকম ভাবে কোনো পোস্ট আপলোড করি সেরকমই পেজ থেকেও কোনো পোস্ট আপলোড করার নিয়ম এক। কিন্তু পেজের Publishing Tool থেকে কোনো পোস্ট আপলোডের ক্ষেত্রে আরো বিশেষ কিছু ফাঙ্কশন আপনি পাবেন।
  • More – এখানে ক্লিক করলে আবার দুটি অপসন পাবেন “Ad Center” এবং “Page Quality”. Ad Center থেকে আপনি ফেসবুক বিজ্ঞাপন তৈরি করতে পারবেন আর Page Quality থেকে আপনি আপনার পেজ কোনো ফেসবুক নীতি উলংখন করে থাকলে তা জানতে পারবেন।
  • Edit Page Info – একটি নতুন ফেসবুক পেজ তৈরির পরে অবশ্যই এই ফাঙ্কশনটি ব্যবহার করতে হবে। এখন থেকে আপনি আপনার পেজের বিষয়বস্তু বা ডিস্ক্রিপশন লিখতে পারবেন এছাড়াও যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট, ইমেইল এড্রেস, লোকেশন, পেজ ওপেন টাইম ইত্যাদি দিতে পারবেন।
  • Settings – এখন থেকে আপনি আপনার পেজের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা সেটিংস সম্পর্কে নিচে বিস্তিত আলোচনা করবো।

খ) ফেসবুক পেজের সেটিংস

ফেসবুক পেজ সেটিংস
Facebook page settings

ফেসবুক পেজের Settings-এ যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে ঠিক ওপরে দেখানো ফোটোটির মতোই একটি পেজ খুলবে।

আমি এখানে বিশেষ কিছু Settings-এর কাজই শুধু তুলে ধরছি।

পেজ সেটিংসের বিভিন্ন সেকশন বা বিভাগের কাজগুলি হল:

  • General – জেনারেল সেটিংসে আপনি পেজের সাধারণ সমস্ত সেটিংগুলি দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন যেরকম পেজ, পোস্ট, ভিসিটর্স সম্পর্কিত বিষয়গুলি।
  • Messaging – এখানে আপনি ম্যাসেজের কিছু বিশেষ বৈশিষ্ট্য এবং নোটিফাইভেশন সেটআপ করতে পারবেন। যেরকম অটো রিপ্লাই ইত্যাদি।
  • Templates and Tabs – এখান থেকে আপনি আপনার ফেসবুক পেজের টেমপ্লেট বা থিম পরিবর্তন করতে পারবেন। যেরকম আপনার যদি একটি শপিং পেজ হয় তো তার জন্য আলাদা থিম আছে এবং যদি বিসনেস বা ভিডিও পেজ হযে থাকে তার জন্য আলাদা থিম আছে। আপনার পেজের ক্যাটাগরি ও উদেশ্য অনুযায়ী আপনি থিম সিলেক্ট করতে পারবেন।
  • Notifications – আপনি আপনার পেজের সমস্ত রকম নোটিফিকেশন এখন থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
  • Page Role – এখানে আপনি যদি আপনার পেজে অন্য কাউকে যুক্ত করতে চান যেরকম Admin, Editor, Moderator বা Advertiser যারা আপনার সাথে পেজের কিছু অংশ নিয়ন্ত্রন করবে তাহলে তা করতে পারেন।
  • Instagram & WhatsApp – এই দুটি সেটিংসে আপনি আপনার WhatsApp নাম্বার এবং Instagram একাউন্ট বা পেজ যুক্ত করতে পারবেন।
  • Payments – এখানে আপনি আপনার দেশের কারেন্সী সিলেক্ট করতে পারবেন যেই কারেন্সিতে আপনি লেনদেন করতে চান।

আমাদের শেষ কথা:

তো বন্ধুরা আজ আমরা শিখলাম যে কিভাবে একটি ফেসবুক বিসনেস বা ফ্যান পেজ তৈরি করতে হয় ও সেটিংস করতে হয়।

ফেসবুক পেজ এখন খুবই জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে মজাদার এবং বিনোদন পেজগুলি। বেশিরভাগ লোকই ফেসবুক পেজ খুলছেন ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য।

তো বন্ধুরা ফেসবুক পেজ নিয়ে বা পেজ তৈরি করার সময় যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারতেন।