যারা অপেল বা ম্যাক পিসি ব্যবহার করে তাদের একটি সুবিধা হলো। তারা চাইলে সরাসরি নিজেদের কম্পিউটার ফোল্ডারের কালার বা রঙ পরিবর্তন করতে পারে।
আর অন্য দিকে আমরা যারা উইন্ডোস বা Windows PC ব্যবহার করি তাদের এরকম কোনো সুবিধাই মাইক্রোসফট প্রদান করেনি।
উইন্ডোজ ইউসারদের সেই একইরকম হলুদ-কমলা রং এর ফোল্ডারই ব্যবহার করতে হয়। কিন্তু নিরাশ হওয়ার একদমই কারণ নেই।
কারণ ইন্টারনেটে এর হাল বা সমাধান আছে। অর্থাৎ এরকম বেশ কিছু থার্ড পার্টি সফটওয়্যার ইন্টারনেটে আছে যাদের সাহায্যে আমরা,
খুবই সহজে আমাদের উইন্ডোজ পিসি ফোল্ডার এর রঙ চেঞ্জ বা পরিবর্তন করতে পারি একদমই ম্যাক ব্যবহারকারীদের মতই।
তাই আপনিও যদি উইন্ডোজ এর এক ঘেয়েমি সেই একই ফোল্ডার কালার ছেড়ে তা বিভিন্ন রঙের করে তুলতে চান। যাতে,
আপনার পিসি কাস্টোমাইজে হয়ে আরো সুন্দর ও আকর্ষণীয় দেখাক। তাহলে চলুন আর সময় ব্যয় না করে, এখনই জেনেনি তা কিভাবে করতে হয়।
অবশ্যই পড়ুন: কিভাবে কম্পিউটারে বাংলা লেখা যায় (বাংলা টাইপিং সফটওয়্যার)
যেভাবে ফোল্ডার কালার পরিবর্তন করবেন (Change folder color)
তো আমাদের উইন্ডোজ পিসির ফোল্ডার রং পরিবর্তন করার জন্য আমরা এখানে খুবই ছোট একটি থার্ড পার্টি সফটওয়্যার এর সাহায্য নেবো।
Folder colorize বা ফোল্ডার এর রং চেঞ্জ করার জন্য যে সফটওয়্যারটি আজ আমরা ব্যবহার করবো তার নাম হল Folder Painter.
ধাপ ১: প্রথমত, আপনাকে যা করতে হবে তা হল, ফোল্ডার কালারাইজ সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড করার জন্য,
আপনি গুগলে গিয়ে Folder Painter লিখে সার্চ করুন। একদম প্রথমের লিংকেই পেয়েই যাবেন, অথবা সরাসরি এখানে ক্লিক করুন।
ধাপ ২: ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর একদম নিচে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এখন সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল করেনিন।

অবশ্যই আপনাদের জানিয়ে রাখবো যে এখানে সেৱককম কিছুই ইনস্টল হবে না। শুধু আপনার কনটেক্সট মেনুতে কিছু অতিরিক্ত অপশন যুক্ত হয়ে যাবে।
ধাপ ৩: যাইহোক, ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনি একটি সাউন্ড নোটিফিকেশন পাবেন। যার অর্থ আপনার কাজ হয়ে গেছে।
তো এখন যেকোন একটি ফোল্ডার এর ওপর রাইট ক্লিক করুন। দেখবেন > Change Folder Icon নামে একটি অতিরিক্ত ফিচারস পেয়ে যাবেন।

এবার আপনি নিজের মাউস কার্সারটি Change folder icon অপশনে নিয়ে গেলেই ফোল্ডারের কালার পরিবর্তন করার বিভিন্ন রং পেয়ে যাবেন।
ব্যাস, এখন আপনি নিজের পছন্দ মত রং এর ওর ক্লিক করুন। দেখবেন সাথে সাথে ফোল্ডার এর কালার চেঞ্জ হয়ে গেছে।
ধাপ ৪: আর যদি কোন কারণ বসত আবার আগের ফোল্ডার রঙে ফিরে আসতে চান। তাহলে ফোল্ডার এর ওপর রাইট ক্লিক করে,
Change Folder Icon > Default Folder Icon ক্লিক করুন। দেখবেন আবার আগের ডিফল্ট ফোল্ডার রঙে ফায়ার গেছে সেই ফোল্ডারটি।
আরো পড়ুন: কিভাবে কম্পিউটার ফোল্ডার লক করা যায় ?
আমাদের শেষ কথা,
এই হল খুবই সহজ ও ছোট একটি উপায় বা ট্রিকস, নিজের উইন্ডোজ কম্পিউটার এর ফোল্ডার রং বা কালার পরিবর্তন করার জন্য।
আপনাদের যদি পোস্টটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাকিদের সাথেও শেয়ার করুন। আর যদি কোন প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে।
তাহলে অবশ্যই তা নিচের মন্তব্য বক্সে রেখে যান।
খুব সুন্দর ও দরকারি পোস্ট
ধন্যবাদ!