আজকে আমার জানবো সেরা ৭টি জনপ্রিয় ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড ওয়েবসাইট সম্পর্কে, যেখানে আপনি সমস্ত বাংলা ফন্টস পেয়ে যাবেন।
বাকি সমস্ত ফন্টস এর মতোই বাংলা ফন্টস এর চাহিদা বা প্রয়োজন আমাদের অনেকেরই আছে। বিশেষ করে আপনি যদি,
অনলাইন ক্রিটোরর, ফ্রিল্যান্সার, ব্লগার অথবা গ্রাফিক্স ডিসাইনিং ইত্যাদির মত কাজে যুক্ত থাকেন, সেই ক্ষেত্রে আবশ্যিক ভাবে
আমাদের বাংলা ফন্টস এর দরকার পরেই পরেই। তবে প্রশ্ন হল যে, জনপ্রিয় ও বিভিন্ন স্টাইলিশ বাংলা ফন্টস ডাউনলোড কোথা থেকে করবো?
কারণ যেসমস্ত ভালো স্টাইল এর ও জনপ্রিয় ফন্ট গুলি আছে তা সহজে পাওয়া যায়না এবং পাওয়া গেলেও তাদের ক্রয় করতে হয়।
তবে আজকে এই পোস্টের মধ্যে আপনি এই সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন। কারণ আমি আপনাদের এরকম
সেরা ৭টি নতুন বাংলা ফন্ট ডাউনলোড সাইট সম্পর্কে পরিচয় করিয়ে দেবো, যেখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে
এবং বৈধ ভাবে জনপ্রিয় সব স্টাইলিশ বাংলা ফন্ট আপনার কম্পিউটার এবংকি এন্ড্রয়েড ফোন এর জন্যও ব্যবহার করতে পারবেন।
তাহলে চলুন আমরা নিচে সেই ৭টি Bangla fonts download website সম্পর্কে জেনেনি।
অবশ্যই পড়ুন: কিভাবে কম্পিউটারে বাংলা লেখা যায় (বাংলা টাইপিং সফটওয়্যার)
জনপ্রিয় ৭টি ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড সাইট হল

১. Lipighor
লিপিঘর বা Lipighor ভারত ও বাংলাদেশ এর যৌথ উদ্যোগ বা টীম দ্বারা গঠিত একটি ওয়েবসাইট, যা ইন্টারনেটে উপলব্ধ
সব থেকে সেরা ও জনপ্রিয় ওয়েবসাইট বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য। আমার মতে এখানে আপনি বাংলা ফন্টস এর
সমস্ত কালেকশনই পেয়ে যাবেন। আর যদি স্টাইলিশ বাংলা ফন্ট এর কথা বলেন সেই ক্ষেত্রে লিপিঘর আপনার জন্য স্বর্ণ ঘনি।
এছাড়া আপনি এখানে বাংলা কীবোর্ড লেআউট এবং প্রিমিয়াম ফন্টসও পেয়ে যাবেন যা সব মিলিয়ে এটি হল ওয়ান স্টপ সল্যুশন।
তাই আমার পরামর্শ থাকবে যে বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আপনার অবশ্যই লিপিঘর সাইটটি ভিসিট করা উচিত।
২. Omicronlab
আমাদের লিস্টের দ্বিতীয় Bangla fonts website -টি হল Omicronlab. যেটি কিনা জনপ্রিয় বাংলা কীবোর্ড সফটওয়্যার
অভ্র বা Avro keyboard এর অফিসিয়াল ওয়েবসাইট। অভ্র কীবোর্ড সম্পর্কে তো অনেকেই পরিচিত সে বিষয়ে কোন সন্দেহ নেই।
তবে আপনি কি জানেন এই সাইটেই আপনি পেয়ে যাবেন জনপ্রিয় ও নতুন সমস্ত Unicode/ANSI বাংলা ফন্ট
যা আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড ও ইনস্টল করে ব্যবহার করতে পারেন। যেখানে আপনি কালপুরুষ, সিয়াম রুপালি,
এবং নিকষ ইত্যাদির মত জনপ্রিয় বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য পেয়ে যাবেন এই ওয়েবসাইটে একদমই ফ্রিতে।
আপনি যদি একজন অভ্র কীবোর্ড ব্যবহারকারী হন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এই সাইটটি ভিসিট করা উচিত।
৩. Freebanglafont
নতুন, জনপ্রিয় এবং স্টাইলিশ বাংলা ফন্টস এর জন্য আরো একটি সেরা ওয়েবসাইট হল এই Freebanglafont.com
এর নাম দেখেই আপনি বুঝে যাবেন যে এখানে সমস্ত ফন্ট গুলি আপনি ফ্রিতেই ডাউনলোড করার জন্য পেয়ে যাবেন।
আর যদি স্টাইল এর কথা বলি তাহলে, এখানে অসাধারন সমস্ত নতুন ও পুরানো বাংলা ফন্ট এর কালেকশন পেয়ে যাবেন।
যেরকম বাংলাদেশী স্টাইলিশ, ইন্ডিয়ান, নিউজপেপার এবং বাংলা সিম্বল ফন্টও এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন।
এখানে আপনি স্টাইলিশ, ইউনিকোড এই সব মিলিয়ে ১০০ এরও বেশি Bengali fonts কালেকশন দেখতে পাবেন।
যাদের মধ্যে সেরা কিছু হল রাজন শৈলী, কল্পনা, লিপিশ্রী, মহানন্দা, ইন্ডিয়ান, বিজয়, লেখনী, পরিশিকা ও সুশ্রী ইত্যাদি।
৪. Okkhor52
বেক্তিগত ভাবে এটি আমার সব থেকে পছন্দের ওয়েবসাইট বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য অথবা বলতে পারেন যে এটিই আমি ব্যবহার করি।
আপনাদের অবশ্যই জানিয়ে রাখব যে ওপরে উল্লেখিত লিপিঘির সাইটটিরই আরো একটি সাইট হল এই Okkhor52.
অক্ষর৫২ ওয়েবসাইটটি যেরকম সুন্দর দেখতে, এখানে বাংলা ফন্ট এর যে সংগ্রহ আছে তাও মুগ্ধ করে দেওয়ার মত।
ANSI/UNICODE সাপোর্টেড নতুন ও পুরানো স্টাইলিশ বাংলা ফন্ট এর জন্য এটি হল আল্টিমেট জায়গা আপনার জন্য।
৫. Google Fonts
আপনি কি জানেন গুগল এর নিজেস্ব একটি ফন্ট সাইট আছে যেখানে আপনি পৃথিবীর বিভিন্ন ভাষার ফন্টস গুলি পেয়ে যাবেন।
আর যাদের মধ্যে অবশ্যই আমাদের প্রিয় বাংলা ভাষার ফন্টসও উপলব্ধ আছে। তবে এখানে আপনি বিশাল পরিমান
Bangla fonts download করার জন্য কালেকশন পাবেন না। তবে গুটি কয়েক সংগ্রহ থাকলেও তা অনেকেই ভালো স্টাইল এর।
এবং সব থেকে বড় বিষয় হল আপনি ফন্ট এর পুরো ফ্যামিলি অর্থাৎ বোল্ড, ইটালিক, রেগুলার, মিডিয়াম ও বাকি যা হয়ে থাকে সব ভেরিয়েশনই এক সাথে পেয়ে যাবেন।
আপনি যদি সাধারণ বাংলা টাইপিং বা লেখার জন্য অথবা ওয়েবসাইটে ব্যবহার করার জন্য ফন্ট খুঁজে থাকেন,
সেই ক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে গুগল ফন্টসই ব্যবহার করার পরামর্শ দেবো। অবশ্যই জানিয়ে রাখবো যে
এখানের fonts গুলি সম্পূর্ণ ফ্রি বা ওপেন ফন্টস লাইসেন্স এর অধীনে।
৬. Banglafontlibrary
৪০ টির বেশি নতুন, পুরানো সব বিভিন্ন জনপ্রিয় বাংলা স্টাইলিস ফন্ট নিয়ে গঠিত এই বাংলা ফন্ট লাইব্রেরি ওয়েবসাইটটি।
বালু দা, সিয়াম রুপালি, কালপুরুষ, হিন্দ শিলিগুড়ি চারুকলা এবং নিকশ বা নিকষ (Nikosh) এর মত বাংলা ফন্ট গুলি ডাউনলোড করতে পারবেন।
এমনকি গুগল ফন্টস এর মতোই আপনি কিছু কিছু ফন্টসের ফ্যামিলি ভেরিয়েশনও পেয়ে যাবেন এই সাইটটি থেকেও।
ওপরের বাকি ওয়েবসাইট গুলির মতোই এখান থেকেও আপনি ফ্রিতে ডাউনলোড করে নিজের কম্পিউটার অথবা
যদি কোন ফোন এপ্লিকেশন ফন্ট সাপোর্ট করে থাকে সেখানে ব্যবহার করতে পারেন।
৭. Bengalifont.com
আমাদের লিস্টের এটি হল শেষ ওয়েবসাইট Bengali বা Bangla fonts download করার জন্য।
Bengalifont.com সাইটটি ইউনিকোড ও বাংলা স্টাইলিশ font ডাউনলোড করার জন্য বেশ জনপ্রিয় এবং ব্যবহৃত সাইট।
আপনি এখানে সমস্ত Nikosh বা নিকষ ফন্ট, বিজয় ফন্ট, একুশে এই সমস্ত বাংলা ফন্টস গুলিও পেয়ে যাবেন।
এছাড়াও আপনার যদি ফন্ট ব্যবহার সংক্রান্ত কোন সমস্যা হয় অথবা কিভাবে ব্যবহার করতে হয় তা না জানা থাকে,
সেই ক্ষেত্রে আপনি এদের মেইল করতে পারেন, কারণ এরা দাবি করেন যে এই সমস্ত অসুবিধা হলে এদের সাপোর্ট টীম আপনাকে সাহায্য করে দেবে।
সব মিলিয়ে আপনি এখানে ৫০+ ফ্রি বাংলা ফন্ট এর কালেকশন পেয়ে যাবেন, যা আপনি আপনার উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার করতে পারেন।
আরো জানুন: কিভাবে গুগল ইনপুট টুলস কম্পিউটারে ইনস্টল করবেন
আমাদের শেষ কথা,
আপনি একজন অনলাইন কনটেন্ট ক্রিয়েটর, গ্রাফিক্স ডিসাইনার, লেখক বা ব্লগার অথবা ফ্রিল্যান্সার যাই হন না কেনো।
আমার দীর্ঘ বিশ্বাস আপনার পছন্দের স্টাইল এর বাংলা ফন্টস আপনি ওপরে সাইট গুলি থেকে এখন অবশ্যই পেয়ে যাবেন।
তো আপনাদের যদি এই ৭টি জনপ্রিয় ও ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড করার ওয়েবসাইট গুলি ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই বাকিদের সাথেও শেয়ার করুন এবং কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমায় কমেন্ট এর মধ্যে জানান।