৬টি ছোট বা বাটন ফোনের ওয়ালপেপার ডাউনলোড সাইট

আজ আপনাদের ৬টি ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দেবো যেখান থেকে আপনি ছোট ফোন এর জন্য বা বাটন ফোনের ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন।

আমরা অনেকেই আছি যারা এখনো সেই ছোট ফোন বা বাটান ফোন ব্যবহার করি প্রাইমারি অথবা সেকেন্ডারি হ্যান্ডসেট হিসাবে।

এছাড়াও আমাদের বাড়িরই কোনো না কোনো সদস্য থাকে যারা এখনো সেই ছোট কিপ্যাড বা বাটন ফোন ব্যবহার করে।

তো এই সমস্ত Button বা Keypad Phone এর জন্য যদি আপনি স্টিল অথবা লাইভ ওয়ালপেপার ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ পোস্টটি পড়ুন।

কারণ এই পোস্টে আপনাদের যে 6 টি ওয়ালপেপার ডাউনলোড সাইট বলবো সেখান থেকে আপনি একদমই সঠিক

ছোট সাইজ এর Wallpapers বা Live Wallpapers ডাউনলোড করে কিপ্যাড ফোনে সেট বা ব্যবহার করতে পারবেন।

আর আপনার ছোট ফোনে যদি ইন্টারনেট কানেকশন ব্যবহার করার সুযোগ থাকে তাহলে আপনি সরাসরি সেই ফোন

থেকেই ছবি ডাউনলোড করে একদম ফোনে ওয়ালপেপার সেভ বা সেট করে নিতে পারবেন। তাহলে চলুন সেই সাইট গুলি দেখেনি।

আরো জানুন: সেরা ৬টি মোবাইল ওয়ালপেপার ডাউনলোড করার ওয়েবসাইট

ছোট বা বাটন বা কিপ্যাড ফোন এর স্টিল ও লাইভ ওয়ালপেপার ডাউনলোড সাইট গুলি হল

ছোট বা বাটন ফোন এর মোবাইল ওয়ালপেপার ডাউনলোড ওয়েবসাইট
৬টি ফ্রি কিপ্যাড বা বাটন ফোন এর ওয়ালপেপার ডাউনলোড সাইট

১. Peakpx

এই লিস্টের সবার প্রথমে আছে Peakpx যা মোবাইল ওয়ালপেপার থেকে শুরু করে পিসি বা কম্পিউটার ওয়ালপেপার এর জন্যেও বেশ পরিচিত।

এখানে আপনি সমস্ত ক্যাটাগরির ছবি পেয়ে যাবেন তাও আবার ছোট ফোন থেকে শুরু করে বড় বা স্মার্ট ফোন এর জন্যেও।

এই সাইটটির একটি বিশেষত্ব হল আপনি নিজের ফোন এর স্ক্রিন সাইজ অনুযায়ী Wallpapers এর সাইট বা ডাইমেনশন

নির্বাচন করে বা কাস্টমাইজ করে তা নিজের ফোনের জন্য ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন। এখানে আপনি

বহু বিভাগের ছবি বা ওয়ালপেপার হাই বা উচ্চ কয়ালিটিতে পেয়ে যাবেন আর যা সমস্ত ডিভাইস এর জন্যই উপযুক্ত।

2. Google Images

Google সম্পর্কে আমরা সবাই জানি আর যেকোনো ধরণের মোবাইল এর জন্য যেকোনো ক্যাটাগরির ওয়ালপেপার ডাউনলোড করা জন্য

গুগল এর থেকে বড় ও ভালো কিছু হয়না। কারণ এটি একটি সার্চ ইঞ্জিন অর্থাৎ সমস্ত ওয়েবসাইট এর মধ্যে যে wallpaper আছে প্রায় তাই Google Image এর মধ্যে পেয়ে যাবেন।

এবং অবশ্যই আপনাদের জানিয়ে রাখবো এখান থেকে আপনি নিজের ছোট বাটন ফোন বা কিপ্যাড ফোন এর জন্য লাইভ ওয়ালপেপার -ও ডাউনলোড করতে পারবেন।

এখানে আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখবো যে, যেহেতু আপনি শুধু নিজের ফোন এর জন্যই এই ছবি গুলি ব্যবহার করবেন

তাই কপিরাইট ইত্যাদির কোনো সমস্যার বিষয় নেই। তবে আপনি চাইলে কপিরাইটি মুক্ত ফটোও এখানে পেয়ে যাবেন।

জানুন: কিভাবে জিও ফোনে মুভি ডাউনলোড করা যায়

3. Wallpapercave

কম্পিউটার বা পিসি ওয়ালপেপার এর জন্য Wallpapercave বেশ জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি সাইট যা আমি নিজেও ব্যবহার করি।

তবে শুধু কম্পিউটারই না আপনি নিজের ছোট ফোন এর জন্যেও অসাধারণ সব হাজার হাজার ওয়ালপেপার এখানে পেয়ে যাবেন।

আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে এই Wallpaper download site -টি আপনাদের সবার পছন্দ হবে আর তার একটাই কারণ,

এই যে এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে যেখানে আপনি ক্রিয়েটিভ সব ছবি পেয়ে যাবেন নিজের বাটন ফোনের জন্য।

আর এই সাইটে সর্বদা নতুন নতুন ওয়ালপেপারস আপডেট বা আপলোড হতে থাকে যা আরো একটি ভালো বিষয়।

৪. Zedge

স্মার্টফোন এর Wallpapers এর জগতে Zedge বেশ জনপ্রিয় একটি ওয়ালপেপার ডাউনলোড এপ্লিকেশন ও ওয়েব বেসড প্লাটফর্ম।

Zedge বিশেষত এন্ড্রোয়েড ও আইফোন এর ওয়ালপেপার এপ্লিকেশন এর জন্য জনপ্রিয়। স্মার্ট ফোন ইউসারদের জন্য

এটি ওয়ান স্টপ সল্যুশন, যেখানে অসাধারন সব ক্রিয়েটিভ ও প্রচুর পরিমান ওয়ালপেপার কালেকশন উপলব্ধ আছে।

আর যেহেতু ওপরেই বললাম এটি একটি ওয়েব বেসড প্লাটফর্মও অর্থাৎ যার একটি ওয়েবসাইটও আছে। তাই আপনি

নিজের কিপ্যাড বা বাটন ফনের জন্যেও এই সমস্ত ক্রিয়েটিভ ও লেটেস্ট ট্রেন্ডিং ওয়ালপেপার ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

এখানে আপনি নরমাল, লাইভ ও এনিমেটেড সমস্ত ধরণের মোবাইল ওয়ালপেপার পেয়ে যাবেন।

৫. Pexels

পিক্সেলস বা Pexels হল একটি কপিরাইট ফ্রি ইমেজ বা ফটো ডাউনলোড ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন ডাইমেনশন বা,

রিসোলিউশন এর ইমেজ পেয়ে যাবেন তা সে মোবাইল এর জন্য হোক অথবা কম্পিউটার এর জন্য। ভেরাইটি অফ ইমেজ কালেকশন

আপনি এখানে পেয়ে যাবেন নিজের কিপ্যাড ফোন এর জন্য। বিশেষ করে যদি আপনি কপিরাইটি মুক্ত ওয়ালপেপার খোঁজেন

সেই ক্ষেত্রে চোখ বন্ধে করে আপনি এই সাইটটির ওপর রিলাইবেল হতে পারেন আপনি অবশ্যই নিজের পছন্দের ছবি পেয়ে যাবেন।

৬. Wallpaper.mob.org

ছোট Keypad mobile এর wallpaper download করার জন্য আমাদের তালিকার শেষ ও সেরা আরো একই জায়গা হল wallpaper.mob.org

এখানে আপনি 2D, 3D, Cartoon থেকে শুরু করে আরো বিভিন্ন ক্যাটাগরির ওপর অসাধারণ সব সুন্দর ও ক্রিয়েটিভ লেটেস্ট

মোবাইলও ওয়ালপেপার পেয়ে যাবেন। আপনি যদি একদমই নতুনত্ব ও আলাদা ক্রিয়েটিভ ওয়াল পেপার ব্যবহার করে

বন্ধুদের নজর কাড়তে চান তাহলে অবশ্যই এই সাইট আপনার ব্যবহার করা উচিত। আর এখানে আপনি শুধু Keypad ফোন বা মোবাইলই না,

নিজের স্মার্টফোন বা ডেস্কটপ কম্পিউটার এর জন্যেও wallpapers পেয়ে যাবেন একদমই ফ্রিতে।

পড়তে ভুলবেন না:

আমাদের শেষ কথা,

আশা করছি এখন আর আপনার অথবা আপনার বাড়ির কারো ছোট ফোন এর ওয়ালপেপার বদলানোর ক্ষেত্রে বিশেষ অসুবিধা হবে না।

আপনাদের এই ৬টি ছোট বা বাটন ফোনের ওয়ালপেপার ডাউনলোড সাইট পোস্টটি যদি একটুও সাহায্য করে থাকে

তাহলে বাকিদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরো পোস্ট এর জন্য আমাদের সাইট অবশ্যই অনুসরণ করুন।