৬টি ফ্রি ইনস্টাগ্রাম রিল ভিডিও এডিটর অ্যাপ (Reels Editing Apps)

আজকের এই পোস্টে দেখবো এরকম ৬টি সেরা ও ফ্রি মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ, আপনার ইনস্টাগ্রাম রিল সম্পাদন করার জন্য।

শর্ট ভিডিও এখন একটি ট্রেন্ডিং বিষয় তা আমার সবাই জানি আর আমরা অনেকেই এই শর্ট ভিডিও দেখতেও বেশ পছন্দ করি।

আর এই ছোট ভিডিওর দুনিয়ায় ইনস্টাগ্রাম রিলস -ও যে রাজ করছে যে বিষয়ে একদমই সন্দেহ নেই। এখানে বিভিন্ন

কনটেন্ট ক্রিয়েটর তাদের প্রতিভা দেখাচ্ছে কেউ গান করে তো কেউ নেচে, আবার কেউ নিজের আর্ট বা কলা প্রদর্শন করে ইত্যাদি।

এছাড়াও এই সমস্ত বাদেও প্রায় সমস্ত কিছুই আপনি শর্ট ভিডিও প্লাটফর্ম এর মধ্যে পেয়ে যাবেন। তো আপনিও যদি

একজন ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটর হন অথবা ইনস্টাগ্রাম এর মধ্যে ভিডিও বা রিল বানাতে চান তাহলে অবশ্যই আপনার একটি

ভিডিও এডিটিং অ্যাপ এর প্রয়োজন পরবে। তাই এই পোস্টে এরকম ৬টি সেরা ও ফ্রি ইনস্টাগ্রাম রিল এডিটর (Instagram reels editor)

আপনাদের সামনে তুলি ধরবো যা ব্যবহার করা খুবই সহজ ও অনেক ভালো ভাবে ভিডিও সম্পাদন করা যায় এবং

এই সমস্ত এন্ড্রোয়েড এডিটিং অ্যাপস গুলি বড় বড় কনটেন্ট ক্রিয়েটর যারা মোবাইল দ্বারা এডিট করে তারাও ব্যবহার করে থাকে।

পড়তে ভুলবেন না:

৬টি ইনস্টাগ্রাম রিল ভিডিও এডিটর অ্যাপ হল (Reels videos editor apps)

১. VN Video Editor

ভিএন ভিডিও এডিটর রিলস ভিডিও এডিট করার জন্য

আমাদের এই রিলস ভিডিও সম্পাদন এপ্লিকেশনের লিস্টে আমি প্রথমে রেখেছি নিজের প্রিয় অ্যাপটিকে যা হল VN Video Editor.

প্রিয় হওয়ার কারণ, এটি ফ্রি এবং ব্যবহারে খুবই সহজ কিন্তু তার সাথে অবশ্যই একটি প্রফেশনাল লেভলের এডিটও এর দ্বারা করতে পারবেন।

খবুই ক্লিন ও মাল্টি-লেয়ার টাইমলাইন এবং যাবতীয় এডিটিং টুল এখানে আপনি পেয়ে যাবেন। বিশেষ বৈশিষ্ট্য গুলি হল।

  • মাল্টিলেয়ার টাইমলাইন
  • ক্রোম বা গ্রীন স্ক্রিন এডিটিং
  • কার্ভ বা Curve দ্বারা স্পিড কন্ট্রোল
  • Keyframe বা কিফ্রেম ও অ্যানিমেশন
  • মাস্কিং
  • ট্রানসেশন, এফএক্স ও কালার কারেক্শন
  • টেম্প্লেটস ও স্টিক লাইব্রেরি
  • এবং HD ও FHD এক্সপোর্ট

2. InShot

Inshot video editing app for reels

অনলাইন কনটেন্ট যারা মোবাইল দ্বারা তৈরি ও এডিট করে থাকেন তাদের মধ্যে InShot বেশ জনপ্রিয় ও ব্যবহৃত একটি এপ্লিকেশন।

এটি ফিচারসে পরিপূর্ন একটি অ্যাপ যেখানে আপনি আপনার চাহিদা মতো সমস্ত প্রয়োজনীয় টুল গুলি পেয়ে যাবেন।

এছাড়াও এই InShot স্লাইড শো বা ফটো ভিডিও তৈরি জন্যেও বেশ জনপ্রিয় যা হয়তো আপনারও পছন্দ হতে পারে।

তাহলে এবার চলুন আপনার Instagram রিল ভিডিও সম্পদন করার জন্য এই app এর মধ্যে কি কি ফিচারস আছে দেখেনি।

  • ভিডিও Cutter, স্প্লিটার ও মার্জ
  • ভিডিও ফিল্টারস ও ইফেক্টস
  • বিভিন্ন ট্রানসেশন এফেক্টস
  • টেক্সট ও স্টিকারস
  • স্লো মো বা স্পিড কন্ট্রোল
  • ফটো স্লাইড শো মেকার
  • ভিডিও কোলাজ মেকার ইত্যাদি
  • আরো বিভিন্ন এডিটিং এলিমেন্টস

আরো জেনেনিন:

3. KineMaster

কিভাবে কাইনমাস্টার দিয়ে ইনস্টাগ্রাম রিল এডিট করবো

কাইনমাস্টার মোবাইল ভিডিও এডিটিং এপ্লিকেশনটি সম্পর্কে আমরা অনেকেই জানি এটি বেশ পুরানো, জনপ্রিয় ও পাওয়ারফুল একটি অ্যাপ।

এটি ইউটিউবারদের প্রথম পছন্দের ভিডিও সম্পাদন সফটওয়্যার কারণ এর মধ্যে আপনি তাবড় তাবড় ফিচারস বা টুল পেয়ে যাবেন।

তবে আপনাদের জানিয়ে রাখবো যে KineMaster একটু কমপ্লিকেটেড অ্যাপ তো আপনার Instagram Reels edit করতে

প্রথমের দিকে অল্পবুছতে সমস্যা হতে পারে। তবে তারও সমাধান আছে আর তা হলো ইউটিউব থেকে একটি গাইড টিউটোরিয়াল দেখে নেওয়া।

জেরকমটি বললাম যে এটি একটি মোবাইল এর প্রফেশনাল লেভেল এর এডিটিং সফটওয়্যার তাই অসাধারন এবং

কম্পিউটার ভিডিও এডিটিং সফটওয়্যার এর মতোই বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য আপনি এর মধ্যে পেয়ে যাবেন।

  • প্রি-মেড ভিডিও টেমপ্লেট, স্টক ফটো ও ফুটেজ
  • বেসিক ও অ্যাডভান্স সমস্ত এডিটিং টুল
  • এনিমেটেড এলিমেন্টস, স্টিকারস, টেক্সট ও এফেক্টস
  • সাউন্ড এফেক্টস ও মিউজিক
  • 720p, 1080p ও 4K এক্সপোর্ট ও এডিট
  • ট্রানজেশান
  • কালার কারেকশন ও গ্রেডিং
  • স্পিড কন্ট্রো
  • গ্রীন স্ক্রিন ও আরো অনেক কিছু।

4. VITA

VITA ফ্রি ইনস্টাগ্রাম রিল এডিটিং মোবাইল অ্যাপ

এটিও খুবই সুন্দর এবং Must use একটি editing এপ্লিকেশন। এখানে আপনি প্রচুর প্রি-মেড জিনিসপত্র পেয়ে যাবেন।

যা আপনার এডিটিংকে আরো অনেকে সহজ করে তুলবে। সাধারণ ভাবেই বুঝতেই পারছেন বেশ Easy to use একটি app

এর মধ্যেও আপনি পাবেন মাল্টি লেয়ার টাইমলাইন এর মধ্যে কাজ করার জন্য আর ফিচারস বা টুলস এর দিক থেকেও একদমই কম যায় না।

এফেক্টস, ট্রানসেশন, টেক্সট, স্টিকারস ও টেমপ্লেটস থেকে শুরু করে যাবতীয় জিনিস আপনি এর মধ্যে ব্যবহার করার জন্য পেয়ে যাবেন।

  • কোলাজ ও ওভারলে ভিডিও
  • HD Quality এক্সপোর্ট
  • Pre-made ফন্টস, এনিমেটেড টেক্সট, স্টিকার ইত্যাদি
  • ভিডিও টেম্প্লেটস ও অডিও লাইব্রেরি
  • প্রি-মেড কালার ফিল্টারস ও কালার গ্রেডিং
  • সিনেমাটিকে ট্রানসেশন ও এফেক্টস
  • এবং স্পিড কন্ট্রোল এর মতো আরো অনেক কিছু

অবশ্যই পড়ুন: ৫টি অনলাইন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইট

5. VideoShow – Video Editor & maker

Free Instagram reels editor apps for android

আমাদের এই লিস্টে এটি আরো একটি অ্যাডভান্স মোবাইল ভিডিও এডিটর অ্যাপ যা আপনি হাই ওয়ালিটি Reels এডিট করার জন্য

ব্যবহার করতে পারেন। এটি একটি প্রফেশনাল, পাওয়ারফুল ও অল ইন ওয়ান Android or mobile video editor.

এটি অবশ্যই আপনাদের রেকমেন্ড করবো বিশেষ করে যদি আপনি ইন্সটা রিলস ছাড়াও আরো অন্যান্য কনটেন্ট তৈরি করে থাকেন।

যেরকম ইনস্টাগ্রাম পোস্ট ভিডিও, ব্লগ ও IGTV এর মত। কারণ সমস্ত ধরণ বা টাইপ এর এডিটিং আপনি এর মধ্যে করতে পারবেন।

  • সমস্ত ধরণের ভিডিও সম্পাদনের জন্য উপযোগী
  • অডিও এক্সট্র্যাক্ট, ইফেক্ট, এডজাস্ট, একুয়ালাইজ ও কনভার্ট
  • রেডি মেড ভিডিও ও ফটো ভিডিও থিম এবং টেমপ্লেটস
  • হাই কোয়ালিটি এক্সপোর্ট
  • ভয়েস ওভার, টেক্সট স্টাইল ও সাবটাইটেল
  • মাল্টিপল ভিডিও, ওভারলে, ডাবল এক্সপোজার, ব্লার ব্যাকগ্রাউন্ড
  • ট্রানসেশন, স্পিড কন্ট্রোল, FX, অ্যানিমেশন, স্টিকার ইত্যাদি।

6. YouCut

YouCut ইনস্টাগ্রাম রিল ভিডিও এডিটর

আমাদের তালিকার শেষ সেরা, সহজ, পাওয়ারফুল, ফ্রি ও ওয়াটারমার্ক বিভিন্ন Insta reels এডিটরটি হল এই YouCut.

বেশ আকর্ষণীয় ও Easy to use ইন্টারফেস যুক্ত এই এপ্লিকেশনটির মধ্যে আপনি নিজের Reels ভিডিও খুবই ক্রিয়েটিভ ভাবে সম্পাদন করতে পারবেন।

আর বাকি সমস্ত এপ্লিকেশন গুলির মতোই Features এর দিক থেকেও কোনো রকমের কমি এর মধ্যে আপনি খুঁজে পাবেন না।

এখানে আপনি ওয়াটারমার্ক ছাড়া হাই কোয়ালিটি ভিডিও রেন্ডার করতে পারবেন। এবং বিভিন্ন প্লাটফর্ম এর জন্য

প্রিমেড এস্পেক্ট রেশিও আগে থেকে করা আছে যা আপনার কাজকে আরো সহজ করতে তুলবে। এর বিশেষ বৈশিষ্ট্য গুলি হল,

  • ফ্রি এবং ওয়াটারমার্ক ছাড়া হাই কোয়ালিটি এক্সপোর্ট
  • ভিডিও ট্রিম, স্প্লিট, মার্জ ও জয়েন্ট
  • স্পিড কন্ট্রোল
  • ফটো স্লাইড শো মেকার
  • ভিডিও ফিল্টারস ও এফএক্স (FX)
  • কালার অ্যাডজাস্টমেন্ট
  • চেঞ্জ ব্যাকগ্রাউন বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন
  • ভিডিও কনভার্টার ও কম্প্রেসর
  • মিউজিক, টেক্সট ও স্টিকারস ইত্যাদি।

আরো পড়ুন:

আমাদের শেষ কথা,

তো বুন্ধুরা এই হলো আমাদের তালিকা ৬টি সেরা ও ফ্রি এন্ড্রয়েড মোবাইল এর জন্য ইনস্টাগ্রাম রিল ভিডিও এডিটর এর।

আশা করছি আপনারা এখানে থেকে নিজেদের সব থেকে পছন্দের Instagram Reels editor app -টি অবশ্যই খুঁজে পাবেন।

আর আপনাদের যদি এই পোস্টটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরো পোস্ট

ও আপডেটস এর জন্য অবশ্যই আমাদের সাইট অনুসরণ করুন।