অ্যান্ড্রয়েড অ্যাপ অথবা গেম ডাউনলোড করার জন্য আমাদের সবারই বিশ্বস্ত এবং সেরা জায়গা হল গুগল প্লে স্টোর।
গুগল প্লে স্টোর সব থেকে বড় অ্যাপ স্টোর বা প্লাটফর্ম যা এন্ড্রোইড মোবাইল ইউসারদের বাই ডিফোল্ট অ্যাপ স্টোর হয়ে থাকে।
এবং যেখানে আমরা অসংখ্য বা অগুনিত, প্রায় সমস্ত ধরণের অসাধারণ সব এন্ড্রোইড অ্যাপ ও গেম ডাউনলোড করার জন্য পেয়ে যাই।
তবে বন্ধুরা আপনাদের অবশ্যই এও জানিয়ে রাখবো যে এরকমও কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস আছে যা প্লে স্টোরে আপনি পাবেন না।
তবে কাজের দিক থেকে সেই সমস্ত অ্যাপস নিতান্তই ভালো এবং প্লে স্টোরে উপললব্ধ অ্যাপস গুলির থেকেও অনেক বেশি কার্যকর ও গুরুত্বপূর্ণ।
তাহলে চলুন আমরা জেনেনি এরকমই ৭টি সেরা ফ্রি এন্ড্রোইড অ্যাপস যা প্লে স্টোরে আপনি পাবেন না (7 best android apps that not available on Play Store)
আরো জানুন: ৫টি সেরা অনলাইন ইনকাম অ্যাপস ২০২০
সেরা ৭টি অ্যান্ড্রয়েড অ্যাপ যা প্লে স্টোরে উপলব্ধ নেই

১. YouTube Venced
গুটি কয়েক মানুষ ছাড়া অনেকেই এই অ্যাপটি সম্পর্কে জানেন না। তবে এই অ্যাপটির কাজ সম্পর্কে জানলে আপনিও,
এর ফ্যান হয়ে যাবেন। যদিও এর নাম দেখে কিছুটা অনুমান করতেই পারছেন যে এটি ইউটিউব এর সাথে সম্পর্কিত।
হ্যাঁ, এই অ্যাপটিকে আপনি ফ্রি ইউটিউব প্রিমিয়াম বলতে পারেন, অর্থাৎ ইউটিউব এর যে পেইড প্রিমিয়াম ভার্সন আছে,
সেখানে আপনি যে সমস্ত ফিচারস গুলি পান যেরকম অ্যাড ফ্রি এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লে অপশন,
সেই সমস্ত ফিচারস গুলি আপনি YouTube Venced এর মধ্যে পেয়ে যাবেন।
২. Adaway
Adaway একটি এন্ড্রোইড অ্যাড ব্লকার যা এক সময় প্লে স্টোরে উপলব্ধ ছিল এবং ওয়ান অফ দি বেস্ট অ্যাড ব্লকার হিসাবে জনপ্রিয়তা পেয়ে ছিল।
কিন্তু প্লে স্টোরের টার্মস ও কন্ডিশনস পরিবর্তন হওয়ার সাথে সাথে, Adaway এর জায়গা আর প্লে স্টোরে হয়নি একে ব্যান্ড করা হয়।
তবে এটি একটি সেরা এবং ওপেন সোর্স অ্যান্ড্রয়েড অ্যাড ব্লকার হওয়ায়, প্লে স্টোরে না পেলেও আপনি অফিসিয়াল সাইটে পেয়ে যাবেন।
আপনি যদি আপনার সম্পূর্ণ এন্ড্রোইড মোবাইলটিকে অ্যাড ফ্রি করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই এটি সেরা একটি অ্যাপ।
তবে বন্ধুরা অবশ্যই জেনে রাখুন যে কিছু গাইডলাইন অনুযায়ী বেশ কিছু ক্ষেত্রে অ্যাড ব্লক করা থেকে বিরত রাখে এই অ্যাপটি।
অবশ্যই পড়ুন: ৬টি ফ্রি মোবাইল ভয়েস চেঞ্জার অ্যাপ ডাউনলোড
৩. Blackmart Alpha
এটি শুধু একটি অ্যাপ না, এটি হল Google Play Store এর মতোই একটি অ্যাপ মার্কেট, যাকে আপনি প্লে স্টোর বিকল্প বলতে পারেন।
তবে এখানেই শেষ না, কারণ গুগল প্লে স্টোরে আপনি যে সমস্ত পেইড ও প্রিমিয়াম অ্যাপস গুলি দেখতে পান সেই সমস্ত,
অ্যাপস গুলি আপনি Blackmart Alpha থেকে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এটি হল Free Play Store.
এছাড়াও এরকম আরো বিভিন্ন অ্যাপস যা প্লে স্টোরেও উপলব্ধ নেই যেরকম ওপরের কিছু অ্যাপস YouTube Vanced বা Adaway,
এই সমস্ত এবং এরকম আরো বিভিন্ন এন্ড্রোইড এপ্লিকেশন গুলিও আপনি এখানে পেয়ে যাবেন একদমই ফ্রিতে ডাউনলোড করার জন্য।
৪. Fortnite
বন্ধুরা Fortnite কোন অ্যান্ড্রয়েড অ্যাপ না এটি একটি অ্যান্ড্রয়েড গেম এবং যার সম্পর্কে হয়তো অনেকেই জেনে থাকবেন।
কারণ Fortnite, পাবাজি (PUBG) এর মতোই বেশ জনপ্রিয় একটি ব্যাটেলরয়েল গেম যা বহু প্লেয়ার এখন খেলেন।
তবে এই লিস্টে Fortnite যে যুক্ত করার কারণ হল এটি ফ্রি একটি গেম যা কম্পিউটার ইউসারদের জন্যই উপলব্ধ ছিল।
কিন্তু এখন এর মোবাইল ভার্শন উপলব্ধ আছে, তবে প্লে স্টোরে Fortnite না থাকার কারণে অনেকেই এর বিষয়ে জানেন না।
তো আপনি যদি ব্যাটেলরয়েল গেম এর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই পরামর্শ দেবো এই গেমটি খেলার জন্য।
৫. Popcorn Time
সম্ভবত Popcorn Time হল সব থেকে সেরা ফ্রি মুভি ও ওয়েব সিরিজ ডাউনলোড এবং স্ট্রিম প্রোগ্রাম যা এই মুহূর্তে উপলব্ধ আছে।
এটি অসাধারন একটি মোবাইল অ্যাপ মুভি এবং ওয়েব সিরিজ দর্শকদের জন্য। কারণ এখানে আপনি প্রায় সমস্ত,
নতুন এবং পুরানো মুভি ও ওয়েব সিরিজ পেয়ে যাবেন দেখার জন্য ও ডাউনলোড করার জন্য, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে।
এটি একটি টোরেন্ট ফ্রি সার্ভিস যা আপনাকে সমস্ত লেটেস্ট রিলিজড ও আন-রিলিজড মুভি ও টিভি প্রোগ্রাম দেখার সুযোগ করে দেয়।
আপনি যদি নেটফ্লিক্স ও আমাজন প্রাইম ইত্যাদির ফ্যান হয়ে থাকেন তাহলে তাদের ফ্রি বিকল্প হিসাবে একে ব্যবহার করতে পারেন।
তবে আপনাদের আমি সাজেস্ট করবো যে এই অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই ভিপিন ব্যবহার করার জন্য।
আরো জানুন: সেরা ৫টি টরেন্ট মুভি ডাউনলোড ওয়েবসাইট
৬. TubeMate
TubeMate হল আরো একটি এপ্লিকেশন যা প্লে স্টোরে এক সময় পাওয়া যেত এবং এখন একে সেখান থেকে ব্যান করা হয়েছে।
এবং আপনি আমি বেশিরভাগই সবাই এই অ্যাপটির সম্পর্কে পরিচত হবো, কারণ এটি অনেক পুরানো এবং জনপ্রিয় একটি অ্যাপ।
আর যদি না জেনে থাকেন, তাহলে অবশ্যই বলবো যে এটি হল একটি ইউটিউব ভিডিও ডাউনলোডার এপ্লিকেশন।
যেখানে বা যার সাহায্যে আপনি সরাসরি ইউটিউব ভিডিও ডাউনলোড ও ইউটিউব ভিডিও কে MP3 তে কনভার্ট করতে পারেন।
আর ঠিক এই কারণের জন্যই YouTube এর গাইডলাইন উলঙ্ঘন করা হচ্ছে তাই একে প্লে স্টোরে আর স্থান দেওয়া হয়নি।
তবে আপনি এই অ্যান্ড্রয়েড অ্যাপটি এখনো বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট গুলি থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
৭. Lucky Patcher
এই অ্যাপটিকে অনেকেই অ্যান্ড্রয়েড হ্যাকিং অ্যাপও বলে থাকে কারণ সত্যিই এরকম বিশেষ কিছু এর মাধ্যমে আপনি করতে পারেন।
তবে আমার জানা কিছু কাজ যা আপনি এর দ্বারা করতে পারেন তা হল যেকোন ইন-অ্যাড অ্যাপ থেকে অ্যাড ব্লক করতে পারেন।
এছাড়াও পেইড অ্যাপ এর লাইসেন্স রিমুভ করা, অ্যাপ প্যাচিং করা, অ্যাপ ডাটা ব্যাকআপ ও রিস্টোর এবং সম্পূর্ণ
এন্ড্রোইড এপ্লিকেশনকে মোডিফাই (Mod Apk) করার মত কাজ গুলিও আপনি এর মাধ্যমে করতে পারেন।
আমাদের শেষ কথা,
তো বন্ধুরা এই হল সেই সেরা ৭টি ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ যা আপনি প্লে স্টোরে পাবেন না কিন্তু অবশ্যই আপনার ব্যবহার করা উচিত।
আপনাদের আর্টিকেলটি কেমন লাগলো তার মতামত অবশ্যই কমেন্ট করে জানান এবং ভালো লেগে থাকলে অবশ্যই,
অন্যদের সাথেও শেয়ার করুন। আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকলে আমার কমেন্ট করেও জানাতে পারেন।
দারুন দাদা সত্যি অসাধারণ।