আজ আমরা জানবো যে কিভাবে কোন ব্লক বা ব্লকড ওয়েবসাইট ভিসিট বা প্রবেশ করতে হয় (how to access blocked websites)
ইন্টারনেট তথ্যের ভান্ডার আজ আপনি একরম কিছু পাবেন না, যা ইন্টারনেটে নেই বা ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়না।
তবে প্রায়শই আমরাদের একটি সমস্যায় বা অসুবিধায় পড়তেই হয়, আর তা হল “this site can’t be accessed or reached”
আবার কখন কখন দেখায় This site or URL has been blocked in your country as per instruction of your govt.
অর্থাৎ আপনি এই সাইটটি ভিসিট করতে পারবেন না বা করা যাবে না কারণ আপনার দেশের সরকারি আদেশ অনুযায়ী
আপনার দেশে এই সাইট ব্লক করা হয়েছে এবং এই সাইট একসেস করা অবৈধ। আবার কখন কখন প্রাইভেসী এবং
সিকিউরিটিটি জন্যেও ওয়েব ব্রাউজার এবং ইন্টারনেট প্রোভাইডাররাও কিছু সাইট বা ইউআরএল ব্লকড করে রাখে।
তবে আমি প্রথমেই আপনাদের যেটা বললাম যে ইন্টার হল তথ্যের ভান্ডার আর তাই সেখানেও এই সমস্যার সমাধান উপলব্ধ আছে।
অর্থাৎ ব্লক করা ওয়েবসাইট দেখার উপায় বা ভিসিট করার উপায় কি এবং কিভাবে সেই সাইট এক্সেস করতে হয় সেই সমাধান আছে।
আর আজকে এই আর্টিকেলে আমি আপনাদের ব্লক বা ব্লকড ওয়েবসাইট ভিসিট করার সহজ কিছু উপায় সম্পর্কে জানাবো।
অবশ্যই পড়ুন: ৫টি সেরা ওয়েবসাইট যা প্রত্যেকের জানা দরকার
ব্লক করা ওয়েবসাইট ভিসিট বা দেখার উপায় গুলি হল

১. ভিপিন বা VPN দ্বারা
VPN যার পুরো অর্থ হল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এর নাম দেখেই আপনি বুছতে পারছেন যে এই সফটওয়্যার
কোন ইন্টারনেট ইউসারের পাবলিক নেটওয়ার্ককে, ভার্চুয়ালি প্রাইভেট নেটওয়ার্ক -এ কনভার্ট করে অনলাইন প্রাইভেসি প্রদান করে।
অর্থাৎ ভিপিন আপনার নিজের অ্যাকচুয়াল আইপি প্রবর্তন করে বা লুকিয়ে একটি ভার্চুয়াল আইপি তৈরী করে দেয়।
আর VPN ব্যবহার করলে যেহেতু আপনার নেটওয়ার্ক ভিপিন সার্ভার থেকে পাস হয় এবং আইপি পরিবর্তন করে দেয়
যেই আইপি আপনার গভর্মেন্ট এবং ইন্টারনেট প্রোভাইডারদের দ্বারা ব্লক না তাই আপনি যেকোন ওয়েবসাইট ভিসিট বা প্রবেশ করতে পারেন।
অর্থাৎ ব্লক ওয়েবসাইট প্রবেশ করার সেরা একটি উপায় হল VPN ব্যবহার করা যা কম্পিউটার ও মোবাইল উভয়ের জন্যই উপলব্ধ আছে।
২. প্রক্সি সার্ভার বা ওয়েবসাইট (Proxy websites)
Proxy server হল এমন একটি সার্ভার কানেক্শন যা ব্যবহারকারি বা ইন্টারনেট ইউসার এবং ভিসিট করা ওয়েবসাইটের
মধ্যে মধ্যস্তকারী হিসাবে কাজ করে থাকে অর্থাৎ এটি সার্ভার ব্যবহারকারী এবং ইন্টারনেটের মধ্যে একটি গেটওয়ে বা প্রবেশপথ হিসাবে কাজ করে।
এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে, তাহলে প্রক্সি সাইট বা সার্ভার ব্যবহার করে কিভাবে আমি ব্লক সাইট দেখতে পারি ?
প্রক্সি সাইট বা সার্ভার দ্বারা আপনি ব্লক সাইট প্রবেশ করতে পারেন কারণ, আপনার দেশের সরকার ও ISP দ্বারা
আপনা আইপি কোন নির্দিষ্ট সাইট ভিসিটি করা থেকে অবরুদ্ধ থাকলেও, প্রক্সি সার্ভার যে আইপি ব্যবহার করে
তা আপনার দেশের সরকার বা ইন্টারনেট প্রোভাইডারদের দ্বারা ব্লক করা না। অর্থাৎ আপনি যখন কোন প্রক্সি সার্ভার বা
ওয়েবসাইট ব্যবহার করেন তখন আপনার আইপির পরিবর্তে, আপনি প্রক্সি সার্ভারের আইপি ব্যবহার করেন তাই যে কোন ব্লক সাইট ভিসিট করতে পারেন বা পারবেন।
অবশ্যই পড়ুন: ৬টি ওয়েবসাইট ফ্রিতে কম্পিউটার গেম ডাউনলোড করার
3. গুগল ট্রান্সলেট (Google Translate)
অনেকেই জানেন না যে গুগল ট্রান্সলেট দ্বারাও কোন ব্লক করা ওয়েবসাইট ভিসিট বা প্রবেশ করা যায়, কারণ এটি একটি ট্রিকস।
কিন্তু এর মানে এই না যে কেউই জানেনা বা গুগল নিজেও জানেনা, অবশ্যই জানে তবে হতে পারে যে যেহেতু এটি একটি
এডুকেশনাল টুল বা প্লাটফর্ম তাই এটিকে ব্যান বা অবরুদ্ধ করা হয়নি, যতই হোক খারাপ এর থেকে হাজারগুন ভালো দিক গুগল ট্রান্সলেট এর আছে।
তবে আপনি যদি এই বিষয়ে না জেনে থাকেন তাহলে জেনেনিন যে আপনি গুগল ট্রান্সলেটে এর মধ্যে কোন সাইট এর ইউআরএল
কে যদি ট্রান্সলেট করতে চান তাহলে গুগল সেই লিংকে সম্পূর্ণভাবে সেই ভাষাতে সেই ওয়েবসাইটটি ট্রান্সলেট করে
সেই সিটটি প্রবেশ করার সুবিধা দেয়, যদিও সেই সাইট আপনার দেশে বা ইন্টারনেট প্রোভাডারদের দ্বারা বন্ধ থাকে তাও।
অর্থাৎ গুগল ট্রান্সলেট এর একপাশে ইউআরএল লিখে অন্যদিকে যদি বাংলাতে কনভার্ট করার চেস্ট করেন তাহলে
কোন সাইট ব্লক হওয়ার সত্ত্বেও গুগল আপনাকে সেই সাইট প্রবেশ করার সুযোগ করে দেবে। (অবশ্যই সাইটটির অনুবাদও বাংলাতে হয়ে যাবে)
৪. ক্রোম এক্সটেনশন (Chrome Extensions)
ক্রোম এক্সটেনশন বলতে আমি এখানে আপনাদের ভিপিন এবং প্রক্সি সার্ভার এরই ক্রোম এক্সটেনশন এর কথাই বলবো।
কারণ আপনাকে যদি প্রায়শই এরকম ব্লক ওয়েবসাইট ভিসিট করতে হয় বা হতে পারে সেই ক্ষেত্রে সব থেকে দ্রুত সমাধান হল
গুগল ক্রোম এক্সটেনশন, আপনি ক্রোম ওয়েব স্টোরে এরকম প্রচুর ভিপিন এবং প্রক্সি সার্ভার এসিটেনশন পেয়ে যাবেন
যাদের দ্বারা খুবই দ্রুত যেকোন ব্লক সাইট দেখতে বা প্রবেশ করতে পারবেন। আর সব থেকে বড় কথা হল সম্পূর্ণ ফ্রিতে।
তবে আপনি যদি নিজের প্রিভিসি নিয়ে বেশ সতর্ক হন তাহলে অবশ্যই পরামর্শ দেবো যে কোন পেইড VPN সফটওয়্যার ব্যবহার করার।
আরো পড়ুন: ৬টি সেরা অনলাইন ফ্রি কল করার ওয়েবসাইট ২০২০
৫. অন্যান্য
ব্লক বা ব্লকড ওয়েবসাইট ভিসিট বা প্রবেশ করার আরো বেশ কিছু উপায় গুলি হল:
- Tor Browser দ্বারা, এটি একটি ব্রাউজার যার দ্বারা আপনি যেকোন ব্লক ওয়েবসাইট ভিসিট করতে পারেন এমনকি ডার্ক ওয়েবও। এটি সব থেকে সিকিউর এবং সেরা ফ্রি উপায়।
- কাস্টম DNS বা ডিএনএস পরিবর্তন করে আপনি যেকোন ব্লক ওয়েবসাইট ভিসিট করতে পারেন। পরামর্শ দেবো মোবাইলের জন্য 1.1.1.1 এপটি ব্যবহার করার।
আমাদের শেষ কথা:
তো বন্ধুরা আশা করছি এখন আপনারা জানতে পেরেছেন যে কোন ব্লক ওয়েবসাইট ভিসিট বা প্রবেশ করার উপায় ও ট্রিকস গুলি কি।
আপনাদের যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন এবং কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান।
ওপরের উল্লেখিত ট্রিকস বা উপায়গুলি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার জন্য technobong.in কখনোই প্রচার করছে না।
এগুলি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে জন্য এবং এর দ্বারা পাঠক কোনরূপ ক্ষতিগ্রস্ত হলে technobong.in কোন ভাবে দায়ী হবে না।