৫টি সেরা ফ্রি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার ২০২২

আমরা অনেকেই আছি যারা ইন্টারনেট থেকে বিভিন্ন ফাইল ডাউনলোড করার জন্য এখনো ডিফল্ট ব্রাউজারের ডাউনলোড ম্যানেজার ব্যবহার করি।

আর যার ফলে আমাদের ডাউনলোড স্পী অনেক স্লো হয় এবং অন্যান্য পেজ বা ট্যাব ওপেন করে ইন্টারনেট ব্যবহার করা যায়না।

আর যদি একসাথে মাল্টিপেল ফাইল ডাউনলোডে বসানো হয় তাহলে তো কোনো কোথায় নেই, ডাউনলোডিং স্পিড KB তে নেমে যায়।

আবার কখনো কখনো তো মাল্টিপেল ফাইল ডাউনলোড করাই যায় না হয়তো ডাউনলোড বন্ধ হয়ে যায় নাহলে পুরো ব্রাউজারই ক্র্যাশ করে যায়।

আর ঠিক এই সমস্যার সমাধানের জন্যই ইন্টারনেটে আজকের দিনে বেশ কিছু অসাধারণ ফিচারস যুক্ত download manager উপস্থিত আছে।

যাদের ব্যবহার করে আপনি আরো দ্রুত এবং একসাথে মাল্টিপেল ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও আপনি এরকম কিছু ফিচারস এদের মধ্যে পাবেন যা ব্রাউসারের ডিফল্ট ডাউনলোড ম্যানেজারের মধ্যে একদমই থাকে না।

তবে ইন্টারনেটে যে সমস্ত ডাউনলোড ম্যানেজারগুলি উপস্থিত আছে তাদের মধ্যে বেশিরভাগই পেইড সফটওয়্যার।

অর্থাৎ আপনাকে তা ব্যবহার করার জন্য প্রথমে ক্রয় করতে হবে তার পরেই সেই সফটওয়্যার গুলি ব্যবহার করতে পারবেন।

কিন্তু আপনি যদি সম্পূর্ণ ফ্রি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার চান যার জন্য আপনাকে এক পয়সাও ব্যয় করতে হবে না।

এবং সেই সমস্ত ফিচারস গুলিই পেয়ে যাবেন যা একটি পেইড সফটওয়্যারের মধ্যে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।

এছাড়াও আপনি নিশ্চই জনপ্রিয় download manager IDM এর কথা শুনেছেন, সেই আইডিএম এর বিকল্প হিসাবেও এই গুলি ব্যবহার করতে পড়েন।

অবশ্যই পড়ুন: কিভাবে কম্পিউটারে বাংলা লেখা যায় (বাংলা টাইপিং সফটওয়্যার)

১. Free Download Manager (FDM)

ফ্রি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার
Free download manager

আপনি এর নাম দেখেই বুছতে পারছেন যে এটি সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার আর যা সত্যিই আপনাকে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো প্রদান করছে।

যা একটি পেইড সফটওয়্যারের মধ্যে আপনি পাবেন। এটি খুব সহজেই যেকোনো ব্রাউসারের সাথে ইন্টিগ্রেট হয়ে যায়।

অর্থাৎ কোনো ফাইল ডাউনলোড করার জন্য আপনি যে ব্রাউসারই ব্যবহার করুন না কেন এর মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।

আপনি এর মাধ্যমে কোনো ফাইল ডাউনলোড করার সময় তা pause রাখতে পারবেন এবং পরে resume করে দিতে পারবেন।

ব্যাচ ডাউনলোড ফাইল তৈরি, টোরেন্ট ফাইল ডাউনলোড এবং জিপ ফাইল ডাউনলোড করার আগে তা প্রিভিউ করে দেখার মতো সমস্ত বৈশিষ্ট্যগুলি এখানে পেয়ে যাবেন।

২. Ninja Download Manager

নিনজা ডাউনলোড ম্যানেজার
Ninja download manager

ইন্টারনেটে উপলব্ধ যেসমস্ত ফ্রি ডাউনলোডিং ক্লায়েন্ট গুলি আছে তাদের মধ্যে নিনজা ডাউনলোডার নতুন এবং মডার্ন সফটওয়্যার।

যার মধ্যে আপনি খুবই সাধারণ, পরিষ্কার এবং নতুন অর্থাৎ মডার্ন ইন্টারফেস দেখতে পাবেন এখনকার প্রচলিত ডার্ক মোড সহ।

Ninja Download Manager আপনার ফাইল ডাউনলোডিং স্পিড এক্সেলারেট করে আরো ১০ গুন্ দ্রুত বৃদ্ধি করে দেবে।

আপনি কোনো মুভি, ভিডিও অথবা গান ডাউনলোড হাওয়া অবস্থায় তা প্লে করে দেখতে পারেন যতটুকু ডাউনলোড হবে।

তার সাথে আপনি এখানে বিল্ট ইন ইউটিউব ও ভিমিও ভিডিও বিভিন্ন ফরম্যাটে ফাইল কনভার্ট করে ডাউনলোড করতে পারবেন।

এছাড়াও বাকি সমস্ত ফিচারস যেরকম pause এবং resume, মাল্টিপেল ফাইল ডাউনলোড এবং সময়সূচী করে ফাইল ডাউনলোডও আছে।

অবশ্যই পড়ুন: সেরা ৫টি ফ্রি কম্পিউটার স্ক্রিন রেকর্ডার

৩. JDownloader

jdownloader free download manager
JDownloader

কম্পিউটারের জন্য ফ্রি ডাউনলোড ম্যানেজারস গুলির মধ্যে JDownloader নিঃসন্দেহে জনপ্রিয় এবং সেরা ডাউনলোডার সফটওয়্যার।

আর যেহেতু এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার তাই এটি সম্পূর্ণ রূপে ফ্রি এবং আপনি কোনো অ্যাডও এর মধ্যে দেখতে পাবেন না।

আর যদি এর ফিচারস নিয়ে কথা বলি তাহলে ডাউনলোড প্লে, স্টপ এবং রিজিউম, মাল্টিপেল ফাইল ডাউনলোডস এবং schedule ডাউনলোডও পেয়ে যাবেন।

তার সাথে ইউটিউব এবং ভিমিওর মতো সাইট থেকে আপনি সরাসরি এর মাধ্যমে বিভিন্ন ফাইল ফরম্যাটে ভিডিও ডাউনলোড করতে পারেন।

আপনি যদি এর আগে JDownloader ব্যাপারে না শুনে থাকেন তাহলে অবশ্যই আপনার এটি একবার ব্যবহার করে দেখান উচিত।

৪. EagleGet

eagleget আইডিএম এর বিকল্প ডাউনলোড ম্যানেজার
EagleGet Downloader

ঈগলগেট হল স্মার্ট, মডার্ন এবং অল ইন ওয়ান ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যেকোনো ধরণের ফাইল ডাউনলোডের জন্য।

ঈগল গেট এর এক্সটেনশন নতুন সমস্ত ব্রাউসার যেরকম ক্রম, ফায়ারফক্স এবং ওপেরা ইত্যাদিতে খুব সহজেই কাজ করে যায়।

ফলে আপনি যেকোনো ফাইলের ডাউনলোড লিংকে ক্লিক করলেই দ্রুত EagleGet তা ক্যাচ করে নিয়ে আপনার সামনে ডাউনলোড মেনু তুলে ধরে।

অন্যান্য ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার গুলির মতোই ঈগল গেটও আপনার ডাউনলোড স্পিড এক্সেলারেট করে।

ফলে সাধারণ ডাউনলোড স্পিডের থেকেও কয়েক গুন্ বেশি স্পিডে আপনি ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করতে পারেন।

এছাড়াও এটি বাকি সমস্ত ফিচারস গুলি সাপোর্ট করে যা আমরা ওপরের সফটওয়্যার গুলির ক্ষেত্রে আগে জেনেছি।

তবে এর সবথেকে সেরা ফিচারস বা বৈশিষ্ট্যটি হল এর বিল্ট ইন ম্যালওয়্যার চেকার এবং ফাইল ইন্টিগ্রিটি ভেরিফায়ার।

যা আপনাকে ইন্টারনেট থেকে কোনো ভাইরাস এফেক্টেড ফাইল ডাউনলোড হওয়া থেকে বিরত রাখে এবং সাবধান করে দেয়।

অবশ্যই পড়ুন: রিসেলার বিজনেস কি এবং কেন করবেন?

৫. FlashGet

ফ্ল্যাশ ডাউনলোড ম্যানেজার্স সফটওয়্যার
FlashGet Free Download Managers

আমাদের লিস্টের পঞ্চম এবং শেষ ফ্রি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি হল FlashGet যা ১০০% ফ্রি, ক্লিন এবং ফাস্ট।

FlashGet HTTP, FTP, BitTorrent এবং অন্যান্য প্রোটোকলও সাপোর্ট করে যা একে একটি অল ইন ওয়ান ডাউনলোডার বানায়।

আপনি টরেন্ট ও সাধারণ ফাইল ডাউনলোড করার সাথে সাথে তা pause এবং resume, schedule ও মাল্টিপল ফাইল ডাউনলোড সবই করতে পারেন।

শুধু তাই না ফ্রি ইন্টারনেট ডাউনলোডার গুলির মধ্যে এটি অনেক জনপ্রিয় এবং সব থেকে বেশি ডাউনলোড ও ব্যবহৃত ডাউনলোডার।

তবে এর কিছু দুর্বল দিকও আছে যেরকম HTTPS ডাউনলোড সাপোর্ট করে না এবং ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড ট্র্যাক করতে পারে না।

আমাদের শেষ কথা:

এই মুহূর্তে কম্পিউটারের জন্য শ্রেষ্ঠ ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার হল আইডিএম (IDM) কিন্তু আমরা জানি যে IDM ফ্রি সফটওয়্যার না।

তবে আইডিএম এর বিকল্প ফ্রি সফটওয়্যার হিসাবে আমাদের লিস্টের প্রতিটি ডাউনলোডারই সেরা যা আপনি ব্যবহার করতে পারেন।

পরিশেষে বলবো যে এই লিস্ট থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় এডিশনাল সফটওয়্যার গুলি অবশ্যই আনচেক করে নেবেন।

আর আপনার যদি এই আর্টিকেলেটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে এবং বাকিদের সাথে শেয়ার করতে ভুলবেন না।