আমাদের স্মার্ট ফোন পার্সোনালাইজ করার ক্ষেত্রে সব থেকে বেশি যে জিনিসটি ব্যবহার করা হয় তা হল মোবাইল রিংটোন।
আর ঠিক এই কারণেই, আপনি হাজার হাজার রিংটোন ডাউনলোড অ্যাপস পেয়ে যাবেন নিজের ফোন কে নিজের মত করে পার্সোনালাইজ করতে।
অবশ্যই আমার ফোনের ডিফোল্ট রিংটোন ও নোটিফিকেশন টোন থাকে, তবে তা মনের মত পছন্দ সই বা আপ টু মার্ক হয়না।
কিন্তু ইন্টারনেটে উপলব্ধ অসাধারণ সব রিংটোন এপ্লিকেশন গুলি দ্বারা আপনি খুব সহজে বিভিন্ন ক্যাটাগরি এবং মুড মত
হাজার হাজার রিংটোন এবং নোটিফিকেশন টোন পেয়ে যান নিজের কন্টাক্ট এবং মেসেজ এর সেট করার ক্ষেত্রে।
আর আজকে এই আর্টিকেলে এরকমই ৭টি সেরা android ringtone download apps সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেবো।
আরো জানুন: ৬টি ফ্রি রিংটোন ডাউনলোড ওয়েবসাইট
ফ্রি অ্যান্ড্রয়েড মোবাইল রিংটোন ডাউনলোড অ্যাপস গুলি হল

১. Zedge
আজকের আমাদের এই অ্যান্ড্রয়েড রিংটোন ডাউনলোড করার অ্যাপস এর মধ্যে শীর্ষ স্থানে রাখছি Zedge app টিকে।
কারণ জনপ্রিয়তা এবং কাজ এই দুই দিক থেকেই এটি সবার থেকে আগে। আর রিংটোন এর কথা মুখে আসলে সবার প্রথমে এর নামি আসে।
আপনি যদি Zedge সম্পর্কে না জেনে থাকেন তাহলে বলে রাখি যে এটি ইন্টারনেটে উপলব্ধ সব থেকে সেরা ও জনপ্রিয় mobile ringtone download app.
এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির ওপর এবং প্রায় সমস্ত উপলব্ধ ভাষার রিংটোন আপনার মোবাইল এর জন্য পেয়ে যাবেন।
এটি ফ্রি একটি অ্যাপ এবং আপনি যদি এর আগে কখন এটি ব্যবহার না কে থাকেন তাহলে অবশ্যই ব্যবহার করুন।
২. Free Ringtones for Android
এটি হল আমাদের খাতার দ্বিতীয় এপ্লিকেশন, আর যার নাম দেখেই আপনি বুঝে গেছেন যে এটি একটি ফ্রি রিংটোন এপ্লিকেশন।
Zedge এবং প্লে স্টোরে উপলব্ধ বাকি রিংটোন ডাউনলোড এপ্লিকেশন গুলির মধ্যে এটিও বেশ জনপ্রিয়, সেরা রিংটোন কালেকশন এর জন্য।
আপনার ফোনকে পার্সোনালাইজ করার ক্ষেত্রে মাস্ট হ্যাভ একটি এপ্লিকেশন ৮০০+ এর বেশি ভ্যারাইটির ওপর রিংটোন সহ।
এবং অবশ্যই এখানে আপনি রিংটোনে বাদেও, অ্যালার্ম টোন, কনটাক্ট টোন এবং নোটিফিকেশন টোনও ডাউনলোড করতে পারবেন।
প্লে স্টোরে ৫০ মিলিয়ন এর ওপর ডাউনলোড সহ এই অ্যাপটির ৪.৬ ইউসার রেটিং আছে, যা সত্যিই চিত্তাকর্ষক।
৩. Audiko
আমরা অনেকেই আছি যাদের কিছু গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদির কিছু বিশেষ অংশ খুব পছন্দ হয়ে যায়।
এবং আমরা চাই সেই গানের অংশটুকুকে নিজের মোবাইল রিংটোন হিসাবে ব্যবহার করার জন্য, তো বন্ধুরা ঠিক এই ক্ষেত্রে
Audiko খুব কাজে আসে, কারণ আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরির ওপর প্রি-লোডেড রিংটোন, অ্যালার্ম টোন এবং,
নোটিফিকেশন টোন ইত্যাদি তো পাবেনই তার সাথে Audiko দ্বারা আপনি নিজেই রিংটোন cut বা তৈরী করতে পারবেন।
তাই Audiko আমার বেক্তিগত ভাবে খুবই পছন্দের একটি free ringtone download app যা আমি বহু দিন থেকে ব্যবহার করছি।
অবশ্যই পড়ুন: ৬টি ফ্রি মোবাইল ভয়েস চেঞ্জার অ্যাপ ডাউনলোড
আর আপনিও যদি একটি অ্যাপ এর মধ্যেই রিংটোন ডাউনলোড ও তৈরি করার সুবিধা চান তাহলে অবশ্যই এটি ব্যবহার করতে পারেন।
৪. Super Funny Ringtones Free
ফ্রি রিংটোন ডাউনলোড অ্যাপস গুলির মধ্যে এটি একটু ভিন্ন, অবশ্যই এটিও রিংটোন অ্যাপই কিন্তু আপনি এখনে,
শুধু মজাদার ফানি বা হাস্যকর মোবাইল রিংটোন পাবেন আর যার কালেকশনও সত্যিই অসাধারণ এবং প্রশংসনীয়।
অনেকেই আছেন যারা একটু ইউনিক এবং এই ধরণের মজাদার রিংটোন এবং নোটিফিকেশন টোন খুঁজে থাকেন।
তাদের জন্যই এই অ্যাপটি অবশ্যই সেরা প্রমাণিত হবে কারণে এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির ফানি রিংটোন পেয়ে যাবেন।
প্লে স্টোরে এই অ্যাপটি যথেষ্ট জনপ্রিয়, ৪.৭ রেটিং সহ সর্বমোট ১ মিলিয়ন এর বেশি ডাউনলোড আছে।
৫. NCS Ringtones
NCS এর পুরো অর্থ হল No copyright sounds, যা কিনা একটি জনপ্রিয় কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউব চ্যানেল।
এটি ইউটিউবে উপলব্ধ সেরা একটি মিউজিক চ্যানেল যার প্রচুর প্রচুর ফ্যান আছে এবং এর মিউজিক গুলি এতটাই ভালো যে এর ওপর
স্পেসিফিক আন-অফিসিয়াল ইউটিউব চ্যানেলও আছে যারা NCS এর গান থেকে রিংটোন বানিয়ে ইউটিউবে শেয়ার করা থাকেন।
NCS -এ আপনি সব ধরণের মিউজিক পেয়ে যাবেন যা যে কাউকেই মুগ্ধ করার জন্য যথেষ্ট, আর আপনি যদি
আগে থেকেই এর সম্পর্কে জেনে থাকেন তাহলে কখনো না কখনো এর মিউজিককে রিংটোন হিসাবে ব্যবহারের ইচ্ছাও হয়ে থাকবে।
আর ঠিক এই সমস্যার সমাধান হল এই NCS Ringtones অ্যাপ, যেখানে আপনি NCS এর জনপ্রিয় সমস্ত মিউজিক এর রিংটোনে পেয়ে যাবেন ফ্রীতেই।
৬. Ringo
Ringo প্লে স্টোরে নতুন এবং সাধারণ ভাবে এর ইউসার মিলিয়ন এর মত না। তবে রিংটোন কোলেকশন দিক থেকেই অবশ্যই বাকি অ্যাপস গুলির মতই সেরা।
রিঙ্গর মধ্যে আপনি Zedge এর মতোই বিভিন্ন ক্যাটাগরির ওপর প্রচুর রিংটোন ও নোটিফিকেশন টোন পেয়ে যাবেন।
এবং তার সাথে এর ইউসার ইন্টার ফেস খুবই সুন্দর এবং সহজ হওয়ায় খুব সহজেই নিজের পছন্দের মোবাইল রিংটোনটি সেট ও ডাউনলোড করা যায়।
এখানে আপনি Classical, Children, Dance, Hip Hop, Love, Movies, Pop, R&B, RAP, Soul, Reggae, Religious, Rock, এবং Country অনুযায়ী,
বিভিন্ন বিভাগের ওপর সাউন্ড পেয়ে যাবেন। প্লে স্টোরে এর রেটিং ৪.৬ সহ ১,০০,০০০ বেশি ডাউনলোড আছে।
৭. Ringtone Maker
ফ্রি রিংটোন ডাউনলোড অ্যাপস এর এই লিস্টের আজকের আমাদের শেষ এপ্লিকেশনটি হল Ringtone Maker.
যার নাম দেখেই আপনি বুঝে গেছেন যে এটি ডাউনলোড এপ্লিকেশন না তবে এর মাধ্যমে আপনি নিজেই রিংটোনে বানাতে পারবেন।
এই অ্যাপটি শেষে দেওয়ার এটাই উদ্দেশ যে অনেকেই আছে সে বিভিন্ন সোর্স থেকে ডাউনলোড করা বা পাওয়া গান অথবা,
মিউজিককে নিজের রিংটোন হিসাবে ব্যবহার করতে চায়। তো সেই ক্ষেত্রে এই অ্যাপটি ব্যবহার করে তা আপনি করতে পারবেন।
আরো জানুন: সেরা ৬টি মোবাইল ওয়ালপেপার ডাউনলোড করার ওয়েবসাইট
আমাদের শেষ কথা,
ওপরের উল্লেখ করা প্রতিটি অ্যান্ড্রয়েড রিংটোন ডাউনলোড অ্যাপস এর নামের মধ্যেই তাদের ডাউনলোড লিংক স্থাপন করা আছে।
এবং শেষে আর বেশি কিছু বলবোনা, শুধু একটি ইচ্ছা রাখবো যে যদি আপনাদের এই free mobile ringtone download apps আর্টিকেলটি ভালো লেগে থাকে।
তাহলে অবশ্যই অন্যদের সাথেও শেয়ার করুন এবং কোন প্রশ্ন, পরামর্শ বা জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট করে জানান।