আজকে আমরা জানবো কিভাবে অনলাইন আধার কার্ড রেশন কার্ড লিংক করা যায় অর্থাৎ আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক পক্রিয়া।
Digital Ration Card সম্পর্কে তো অবশ্যই শুনে থাকবেন। যার দ্বারা এক দেশ, এক রেশন কার্ড প্রকল্প চালু করা হচ্ছে।
এবং যার নির্দেশ সুপ্রিম কোট নিজে সমস্ত রাজ্যকে দিয়েছে। আর ঠিক এই কারণেই বিভিন্ন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর
তাদের রাজ্যবাসীকে নির্দেশ দিচ্ছে যে, আপনাকে ও আমাকে সবারই রেশন কার্ড এর সাথে আধার কার্ড লিংক করতে হবে।
এছাড়াও আপনি যদি দুয়ারে রেশন প্রকল্প এর লাভ ওঠাতে চান, যার দ্বারা আপনার বাড়িতে গিয়ে রেশন প্রদান করা হবে।
তাহলে সেই ক্ষেত্রেও অবশ্যই আপনার রেশন কার্ডটি আধার কার্ড এর সাথে লিংক থাকতেই হবে ( Link aadhaar card with ration card)
চলুন আমরা নিচে জেনেনি ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে কিভাবে অনলাইন Aadhaar Card-এর সঙ্গে Ration Card লিংক করতে হয় মোবাইল এবং কম্পিউটার দ্বারা।
ওয়েস্ট বেঙ্গল আধার কার্ড রেশন কার্ড লিঙ্ক পক্রিয়া হল
ধাপ ১: সবার প্রথমে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন >> food.wb.gov.in
ধাপ ২: ওয়েবসাইটটি ওপেন বা খুলে গেলে, ডানদিকে >> Link Ration Card with Aadhaar Card ক্লিক করুন।
অথবা: সরাসরি এখানে > ক্লিক করুন
ধাপ ৩: এখন আপনার কাছে একটি নতুন পেজ খুলবে “Apply for Digital Ration Card” নাম যেখানে আপনি, দুটি অপসন দেখতে পাবেন।

- Get OTP: আপনার যদি রেশন কার্ডের সাথে ফোন নম্বর লিংক থাকে তাহলে ফোন নম্বর প্রদান করে Get OTP তে ক্লিক করুন। এবং OTP আসার পর তা প্রদান করে Procced বাটানে ক্লিক করুন।
- I don’t know which mobile number I have in my Ration Card: আপনার রেশন কার্ডের সাথে যদি ফোন নম্বর লিংক না থাকে। অথবা, কোন ফোন নম্বর লিংক আছে তা না জেনে থাকেন সেই ক্ষেত্রে এই অপসনটিতে ক্লিক করুন।
*আমি অবশ্যই আপনাদের এখানে প্রথম অপশন অর্থাৎ Get OTP টি ফলো করতে বলবো। আপনি যদি নম্বর জেনে নাও থাকেন,
অথবা নম্বর যুক্ত না থাকে, তাহলে এখানে আপনার চলতি একটি ফোন নম্বর প্রদান করুন যা ভবিষ্যতেও আপনার কাছে থাকবে।
ধাপ ৪: ওপরের দুটি অপশন এর মধ্যে যেকোন একটিতে ক্লিক বা সম্পন্ন করার পর আপনার সামনে আরো একটি পেজ খুলে যাবে।

যেখানে প্রথমে আপনাকে আপনার Ration card এর ক্যাটাগরি বা বিভাগ নির্বাচন করতে হবে এবং তারপর নিচে আপনাকে,
Ration Card Number টি প্রদান করতে হবে যা আপনার রেশন কার্ড এর মধ্যেই লেখা আছে। এবং তারপর >> Search ক্লিক করুন।
ধাপ ৫: রেশন নম্বর দিয়ে Search করার পর আপনার সামনে আর একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে আপনি
আপনার প্রদান করা রেশন নম্বর বা কার্ডটির সাথে আধার লিংক বা যুক্ত করার অপশন পাবেন। এছাড়াও ওই রেশন নম্বরের সাথে,
যদি আপনার পরিবারের আরো ফ্যামিলি মেম্বার্স যুক্ত থাকে তাহলে এক সাথেই আপনি তাদের রেশন কার্ড এর সাথেও আধার লিংক করার সুযোগ পেয়ে যাবেন।

তাহলে এখন ওখানে আধার নম্বর সহ প্রয়োজনীয় নথি বা তথ্য এই ধাপে সঠিক ভাবে প্রদান করুন। এবং সমস্ত টার্ম ও কন্ডিশন সিলেট করে নিচে >> Next ক্লিক করুন।
ধাপ ৬: Next এর মধ্যে ক্লিক করার পর। তথ্য সাবমিট এর জন্য কনফরমেশন বক্সে ক্লিক করে নিচে Get OTP তে ক্লিক করুন।
এবং প্রথমে প্রদান করা নম্বর অথবা আপনার রেশন কার্ডের সাথে যে নম্বর যুক্ত থাকবে সেখানে একটি OTP আসবে,
সেই ওটিপি নম্বরটি “ENTER YOUR OTP” বক্সে প্রদান করে >> SUBMIT OTP তে ক্লিক করুন।
ধাপ ৭: এখন আপনি সুম্পূর্ন ভাবে নিজের এবং পরিবারের সমস্ত বেক্তির রেশন কার্ড এর সাথে আধার কার্ড লিংক করতে পেরেছেন।
অবশ্যই পড়ুন: কিভাবে আধার পিভিসি কার্ড (Aadhaar PVC card) বানাবেন
কিভাবে অনলাইন আধার কার্ড রেশন কার্ড লিংক স্টেটাস চেক করবেন
ধাপ ১: প্রথমে food.wb.gov.in ওয়েবসাইট ওপেন করুন।
ধাপ ২: এরপর বামদিকে Ration Card >> Verify Ration Card (e-RC/DRC) তে যান। অথবা সরাসরি এখানে ক্লিক করুন।
ধাপ ৩: এখন আপনার কাছে আরো একটি পেজ ওপেন হবে। সেখানে,
- Category: আপনার রেশন কার্ড ক্যাটাগরি সিলেক্ট করুন।
- RC Number: এখানে আপনার রেশন কার্ড নম্বর প্রদান করুন।
- Captcha Code: তিন নম্বরে অপশনে কিছু শব্দ ও সংখ্যা দেখতে পাবেন, হুবহু একই পাশের বক্সে লিখে >> Search ক্লিক করুন।

ধাপ ৪: সার্চ করার সাথে সাথেই আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক হয়েছে কিনা।
আরো জানুন: কিভাবে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করবেন (How to link Pan with Aadhaar)
আমাদের শেষ কথা,
এখানে আমি আপনাদের অবশ্যই জানিয়ে রাখবো যে যদি আপনি জানতে চান যে আপনার রেশন কার্ড এর সাথে,
কোন ফোন নম্বর যুক্ত আছে, অথবা আদেও কোনো ফোন নম্বর যুক্ত আছে কিনা। সেই ক্ষেত্রে আমি আপনাদের শেষে যে,
আধার কার্ড রেশন কার্ড লিংক স্টেটাস চেক করার যে পক্রিয়া বা প্রসেসটি বলেছি তার মাধ্যমেই জেনে নিতে পারবেন।
কারণ যদি কম ফোন নবোৰ লিংক থাকে তাহলে দেখিয়ে দেওয়া হবে যে কোন নম্বরটি আছে। আর যদি না থাকে তাহলে,
মোবাইল নম্বর অপসনটি খালি থাকবে। তো বন্ধুরা আশা করছি যে এখন আপনারা জানতে পেরেছেন যে কিভাবে,
অনলাইন রেশন কার্ড এর সাথে আধার কার্ড লিংক করতে হয়। (How to link aadhaar with ration card)