৬টি ফ্রি কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট

আজ আমরা দেখে নেবো ৬টি ফ্রি ওয়েবসাইট যেখান থেকে আপনি নিজের পছন্দের সমস্ত কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন ফ্রিতে।

কম্পিউটার এর জন্য সফটওয়্যার খুবই প্রয়োজনীয় বা এসেন্সিয়াল একটি প্রোগ্রাম যা কম্পিউটার হার্ডওয়্যার চালনা

করার সাথে আপনাকে নিজের কম্পিউটারকে আরো নমনীয় ও কম্পিউটার দ্বারা অন্য কাজ সহজ ও সাচ্ছন্দে করতে সাহায্য করে।

আমরা সবাই জানি যে এখন বেশিরভাগ কাজটাই কম্পিউটার পরিচালিত বা কম্পিউটার এর সাহায্যে আমরা করি।

তো আপনি যদি সদ্য নতুন কম্পিউটার যেরকম ডেস্কটপ বা ল্যাপটপ কিনে থাকেন এবং তার জন্য সফটওয়্যার ডাউনলোড করতে চান

অথবা নিজের পিসি এর জন্য ফ্রি সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে একটি সেফ ও বিশস্ত সাইট খুঁজে থাকেন

তাহলে অবশ্যই নিচের ৬টি ফ্রি কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট (free PC software download sites) সম্পর্কে জেনেনিন ও বুকমার্ক করেনিন।

৬টি ওয়েবসাইট ফ্রিতে কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার

সেরা ফ্রি কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট
সেরা ৬টি ফ্রি কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট

১. Ninite

আপনি যদি নতুন ল্যাপটপ বা ডেস্কটপ কিনে থাকেন এবং সেখানে প্রয়োজনীয় সমস্ত সফটওয়্যার গুলি ডাউনলোড ও ইনস্টল করতে চান।

তার জন্য Ninite হলো সব থেকে সেরা ওয়েবসাইট। কারণ এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির সমস্ত প্রয়োজনীয়

ফ্রি পিসি সফটওয়্যার গুলি একই জায়গায় পেয়ে যাবেন এবং তার থেকেও বড় বিষয় এক সাথেই বা একটি ক্লিক করে

নিজের পছন্দের সফটওয়্যার গুলি নিজের পিসিতে ডাউনলোড ও ইনস্টল করে নিতে পারবেন একদম আপ টু ডেট ভার্শনে।

Ninite সাইট ভিসিট করুন এবং নিজের প্রয়োজনীয় softwares গুলি পিক করে Get Your Ninite ক্লিক করুন।

২. Getintopc

ফ্রিতে PC software ডাউনলোড করার আরো একটি জনপ্রিয় ওয়েবসাইট হল এই Getintopc যেখানে আপনি

সমস্ত কিছুই ফ্রিতে ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন। অবশ্যই আপনাদের জানিয়ে রাখবো যে এটি একটি

পাইরেটেড ওয়েবসাইট যেখানে আপনি অবশ্যই ফ্রি সফটওয়্যারও পাবেন তার সাথে স্বাভাবিক ভাবেই ক্র্যাক Softwares -ও পাবেন।

তাই এই সাইটটি ব্যবহার করার উৎসাহ বা পরামর্শ তো অবশ্যই দেবোনা আর যদিও করেন সেই ক্ষেত্রে অবশ্যই VPN ব্যবহার করুন।

তবে একথা অবশ্যই জানিয়ে রাখবো যে নিরাপদ বা ভাইরাস ফ্রি পাইরেটেড সফটওয়্যার ও হিউজ কোলেকশন এর জন্য এটি সেরা।

৩. Giveawayoftheday

অনেকে ওয়েবসাইটটির নাম দেখেই হয়তো বুঝে গেছেন যে একটি Giveaway সাইট যেখানে বিভিন্ন ডিভাইস এর

এপ্লিকেশন ও গেমস ইত্যাদি Free Giveaway রাখা হয়। অর্থাৎ আপনি এখানে প্রত্যেকদিন যেকোন একটি পেইড বা

লাইসেন্সড কম্পিউটার সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড ও ব্যবহার করার সুযোগ পাবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে।

তো আপনি যদি পেইড সফটওয়্যার সম্পূর্ণ ফ্রিতে ও বৈধ ভাবে ডাউনলোড করে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে

অবশ্যই এই সাইটটি ব্যবহার করার কথা বলবো। এছাড়া এখানে আপনি Mac এবং Android এর এপ্লিকেশন এরও Free Giveaway পাবেন।

৪. 1337x

এটি একটি টোরেন্ট ওয়েবসাইট যেখানে আপনি সমস্ত নতুন ও পুরাতন বা পুরানো ভার্সন এর পিসি সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

পেইড সফটওয়্যার অথবা পাইরেটেড বা ক্র্যাক সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করার জন্য এটি বেশ জনপ্রিয় প্লাটফর্ম।

আপনার পছন্দের বা প্রয়োজীয়ন সমস্ত Computer software এখানে যে পেয়ে যাবেন তা নিয়ে সন্দেহ নেই। তবে

যেহেতু এটি একটি পাইরেটেড সাইট তাই সম্পূর্ণ রূপে বৈধ্য না এবং এড়িয়ে চলার ও ভিপিএন ব্যবহার করার পরামর্শ দেব।

৫. Filehippo

আমাদের লিস্টের প্রথম সাইট Ninite এর মতোই একই জায়গা থেকে সমস্ত প্রয়োজনীয় লেটেস্ট সফটওয়্যার ডাউনলোড সাইট হল এই Filehippo

এটি হল একটি থার্ড পার্টি উইন্ডোজ পিসি সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট যা আপনাকে ফ্রি ও পেইড সফটওয়্যার প্রদান করে।

জনপ্রিয় Software download website গুলির মধ্যে এটি একটি, যেখানে আপনি ডাউনলোড ছাড়াও টেকনোলজি

সংক্রান্ত বিভিন্ন আপডেটসও এখানে পেয়ে যাবেন এবং নিজের কম্পিউটারকে কিভাবে আরো প্রোডাকটিভ করা যায় তাও শিখতে পারবেন।

6. Softpedia

আমাদের তালিকার শেষ সেরা ও ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইটটি হল Softpedia যা বেশ জনপ্রিয় ও বড় একটি প্লাটফর্ম।

নিঃসন্দেহে এখানে আপনি সমস্ত প্রয়োজনীয় কম্পিউটার সফটওয়্যার গুলি পেয়ে যাবেন একদম লেটেস্ট ও আপ টু ডেট।

এখানে অসাধারণ এবং অনেক সফটওয়্যার ক্যাটাগরি আছে যেখানে আপনি উইন্ডোস এর প্রায় সমস্ত প্রোগ্রাম পেয়ে যাবেন।

এছাড়াও এখানে আপনি নিজের পিসির কোনো হার্ডওয়্যার ড্রাইভারও লেটেস্ট ভার্শন পেয়ে যাবেন। এছাড়াও Mac, android, linux

এবং গেম থেকে শুরু করে লেটেস্ট টেক নিউজও এখানে আপনি পেয়ে যাবেন।

আমাদের শেষ কথা,

ওপরের উল্লেখিত এই ৬টি ওয়েবসাইট আপনার জানা থাকলে আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে আপনাকে নিজের পিসির

জন্য সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে বিভিন্ন সাইট বা সার্চ ইঞ্জিন বেশি খোজা খুঁজি করতে হবেনা। তো আপনাদের

পোস্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই এই ৬টি ফ্রি কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট শেয়ার করুন।