কিভাবে টরেন্ট ব্যবহার ও টরেন্ট ফাইল ডাউনলোড করবেন?

আপনার যদি একটি স্মার্ট ফোন অথবা কম্পিউটার থাকে এবং ইন্টারনেট ব্যবহার করেন তাহলে টরেন্ট বা Torrent শব্দটি অবশ্যই শুনে থাকবেন।

যেরকম, এই টোরেন্ট দ্বারা বা টোরেন্ট সাইটে সমস্ত ফাইল উপলব্ধ এবং বিভিন্ন ফাইল খুবই দ্রুততার সাথে ডাউনলোড করা যায়।

কিন্তু বিষয় হল যে Torrent কিভাবে ব্যবহার করতে হয় ও টরেন্ট ফাইল ডাউনলোড করতে হয়। আর তা যদি না জেনে থাকেন,

তাহলে অবশ্যই সম্পূর্ণ পোস্টটি পড়ুন। কারণ আজকে আমরা জানবো টরেন্ট কি, কিভাবে আপনি ব্যবহার করতে পারবেন

ও বিভিন্ন টরেন্ট ফাইল মোবাইল বা কম্পিউটার এর মধ্যে তা ডাউনলোড করতে পারবেন একদম সহজ উপায়ে।

তবে শুরু করার যে অবশ্যই জানিয়ে রাখবো যে, আপনি হয়তো শুনে থাকবেন এই টরেন্ট সাইট ব্যবহার করা অবৈধ।

আসলে তা সঠিক না তবে হ্যাঁ এই সমস্ত সাইটে অবশ্যই এরকম কিছু অবৈধ কনটেন্ট থাকে যা ডাউনলোড ও ব্যবহার করা থেকে

আপনাদের বিরত থাকতে বলবো। কারণ এই সমস্ত ফাইলগুলি কপিরাইটেড হয়ে থাকে এবং সফটওয়্যার ইত্যাদির মধ্যে ভাইরাসও থাকতে পারে।

তাই টরেন্ট ওয়েবসাইট ও ফাইল ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং শুধু মাত্র বৈধ ও নিরাপদ ফাইলসই ডাউনলোড করবেন।

জানুন: ৬টি ফ্রি কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট

কিভাবে টরেন্ট ফাইল ডাউনলোড করা যায়
Torrent কি ও কিভাবে টরেন্ট ফাইল ডাউনলোড করবেন

টরেন্ট কি ? ( What is Torrent? )

Torrent হল একটি peer-to-peer ফাইল শেয়ারিং ফর্ম বা সিস্টেম যেখানে BitTorrent নেটওয়ার্ক বা প্রোটোকল

দ্বারা বিভিন্ন ফাইল শেয়ার ও ডাউনলোড করা হয়। আরো বিশদে জানতে আপনি উইকিপিডিয়ার সাহায্য নিতে পরেন এখানে Click করে।

যেভাবে টরেন্ট ব্যবহার ও টরেন্ট ফাইল ডাউনলোড করতে হয়

মোবাইল ও পিসি উভয় ক্ষেত্রেই Torrent ব্যবহার ও ডাউনলোড করার পদ্ধতি একই হয় তাই উভয় ডিভাইস আলাদা ভাবে উল্লেখ করছি না।

ধাপ ১. প্রথমত, টরেন্ট সাইট ব্যবহার করার জন্য অথবা Torrent file download করার জন্য সবার প্রথমে আপনার টরেন্ট ডাউনলোড ক্লায়েন্ট চাই।

যেরকম কোনো সাধারণ ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করার জন্য ডাউনলোড ম্যানেজার ব্যবহার করি ঠিক সেরকমই

টরেন্ট থেকে কিছু download করতে হলে আপনাকে টোরেন্ট ক্লায়েন্ট এর সাহায্য নিতে হবে। এরকম বেশ কিছু

BitTorrent client উপলব্ধ আছে যা আপনি ব্যবহার করতে পারেন। কিছু ক্লায়েন্ট নিচে যুক্ত করছি।

ওপরে উল্লেখিত যেকোন টোরেন্ট ক্লাইন্ট এর মধ্যে আপনি একটি ডাউনলোড ও ইনস্টল করতে পারেন ব্যবহার করার জন্য।

এর মধ্যে বেক্তিগত ভাবে আমার qBittorrent পছন্দ করি কারণ এটি ওপেন সোর্স ও কোনো রকমের Ads থাকে না।

অবশ্যই পড়ুন: ৫টি সেরা ফ্রি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার ২০২২

ধাপ ২. তো এখন আপনার টরেন্ট ডাউনলোড করার জন্য ক্লায়েন্ট ডাউনলোড ও ইনস্টল হয়ে গেলে আপনার পছন্দের

যেকোন একটি টরেন্ট ওয়েবসাইট এর মধ্যে যান। আর যদি কোনো সাইট না জানা থাকে তাহলে আপনি Google করতে পারেন

আপনার সামনে অনেক ওয়েবসাইট এর লিস্ট চলে আসবে অথবা আপনি যেই নির্দিষ্ট ফাইলটি ডাউনলোড করতে চান

তা সার্চ ইঞ্জিন এর সার্চ বাড়ে লিখে তার পর Torrent বা Torrent download লিখে সার্চ করলেই সরাসরি আপনার সামনে

সেই ফাইলটি উপলব্ধ আছে এরকম অনেক ওয়েবসাইট এর লিংক চলে আসবে। সোরাসরটি সাইট থেকে ডাউনলোড করার জন্য,

উদাহরণ হিসাবে আমি এখানে Archive.org সাইটটি নিচ্ছি। এটি একটি পাবলিক ডোমেইন। তো এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে

আমি সার্চ বার থেকে একটি মুভি Night of the Living Dead -টি সার্চ করলাম এরপর সার্চ রেজাল্টটি আসার পর

তার ওপর ক্লিক করে আপনি Download বাটানে ক্লিক করে এই মুভিটি ডাউনলোড করতে পারবেন।

অবশ্যই জানিয়ে রাখবো যে বিভিন্ন টরেন্ট সাইট এর Download বাটন ভিন্ন হতে পারে যেরকম, Torrent, Torrent download,

শুধু Download এবং সাথে Magnet download অথবা Magnet এর চিহ্নও দেওয়া থাকতে পারে। তো যখন আপনি ডাউনলোড এর ওপর ক্লিক করবেন

সবার প্রথমে একটি ছোট ফাইল ডাউনলোড হবে kb -তে এবং তারপর ক্লিক করতে হবে। এরপর BitTorrent বা টরেন্ট ডাউনলোড ম্যানেজার

যা আমরা ওপরে দেখেছি সেটি ওপেন হবে যেখানে আপনি ডাউনলোড লোকেশন নির্বাচন করে এখন নির্দিষ্ট ফাইল ডাউনলোড শুরু করতে পারবেন।

এবং যখন আপনি Magnet download বা Magnet চিহ্ন ক্লিক করবেন তখন আর কোনো ছোট ফাইল ডাউনলোড হবে না।

সরাসরি আপনার টোরেন্ট ডাউনলোডার বা Torrent downloader (BitTorrent client) -টি ওপেন হয়ে যাবে।

আরো পড়ুন: ৬টি ফ্রি ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাপস

আমাদের শেষ কথা,

শেষে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে টরেন্ট থেকে মুভি গেম ও সফটওয়্যার ডাউনলোড থেকে বিরত থাকুন।

এবং কোনো ভাবে আমি বা Technobong.in তা করার পরামর্শ দেবোনা। এবং সর্বদা যেরকম আপানার ভালো পরামর্শ দিয়ে থাকি

সেইদিক থেকে টোরেন্টিং বা টরেন্ট ডাউনলোড বা ব্যবহার করার আগে অবশ্যই VPN ব্যবহার করুন উভয় মোবাইল ও পিসি এর জন্য।

তো আশা করছি আপনারা জানতে পেরেছেন টরেন্ট কি এবং টরেন্ট ডাউনলোড করার উপায় তাই পোস্টটি ভালো লাগলে

অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না আর এইরকম আরো আপডেটস এর জন্য অবশ্যই আমাদের সাইট অনুসরণ করুন।