Amazon Mechanical Turk কি? কিভাবে MTurk থেকে আয় করবেন?

বাড়িতে বসে অনলাইন ইনকাম করার আজ আমরা আরো একটি জেনিউইন বা আসল ও বৈধ উপায় সম্পর্কে জানবো।

এই পোস্টে আমার আজ জানবো Amazon Mechanical Turk বা MTurk কি এবং কিভাবে এখান থেকে Online income করা যায়।

এ বিষয় বলার একদমই প্রয়োজন রাখে না যে এখানে ঠিক কত বড় কোম্পানিটির নাম জড়িয়ে আছে। তাই বিশ্বাস যোগ্যতা

অথবা এর আসলোত্ব বিষয়টি বিশেষ খুঁটিয়ে দেখারও দরকারও পরবে না। তবে এই বিষয়টি অর্থাৎ এই এমটার্ক বা,

আমাজন মেকানিক্যাল টার্ক থেকে যে আয় করা একদমই জলের মত সহজ হবে সেই ধারণাটিইও রাখবেন না।

তো এই বিষয়ে আরো গভীরে যাওয়ার আগে চলুন আমরা জেনেনি এই Mechanical Turk বা MTurk কি? এবং ঠিক কিভাবে এখান থেকে টাকা উপার্জন করা যাবে।

জেনেনিন: Meesho অ্যাপ থেকে কিভাবে রিসেলিং করে আয় করবেন

Amazon Mechanical Turk বা আমাজোন মেকানিক্যাল তুর্ক থেকে অনলাইন ইনকাম
Amazon Mechanical Turk

Amazon Mechanical Turk কি? (what is mturk ?)

তো এই Amazon Mechanical Turk অথবা MTurk হল একটি ক্রাউডসোর্সিং (crowdsourcing) প্লাটফ্রম যেখানে

বিভিন্ন বিজনেস রিমোটলী বেসড ওয়ার্কারদের হায়ার (hire) করে থাকে বিভিন্ন রকমের ছোটো খাটো কাজ বা টাস্ক গুলির জন্য।

আর এই সম্পূর্ণ কাজটি হয়ে থাকে আমাজন ওয়েব সার্ভার দ্বারা। মানে এই mturk এর মালিকও হল এই Amazon.

আরো সহজ ভাবে বোঝালে, এটি হল আমাজন এর একটি মাইক্রোওয়ার্ক প্লাটফর্ম যেখানে বিভিন্ন টাস্ক যেরকম

সার্ভে, ডাটা এন্ট্রি এবং এরকম আরো বিভিন্ন ছোট টাস্ক বা মাইক্রোওয়ার্ক গুলি সম্পাদন করে অনলাইন অর্থ উপার্জন করতে পারেন।

এখানে এই টাস্ক গুলিকে Human Intelligence Tasks বা HITs বলা হয়। যেই সমস্ত কাজগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা,

কম্পিউটার করতে পারেনা কিন্ত মানুষ খুব সহজেই করে নিতে পারে। সেই সমস্ত টাস্ক গুলি এখানে প্রদান করা হয়।

অবশ্যই পড়ুন: অনলাইন ইনকাম করার ৭টি সহজ উপায় ২০২২

আমাজোন মেকানিক্যাল তুর্ক কিভাবে কাজ করে?

জেরকমটি ওপরে জানলেন যে এটি একটি মাইক্রোওয়ার্ক বা ক্রাউডসোর্সিং প্লাটফ্রম। আর এখান থেকে আয় করার জন্য

আপনাকে এখানে বিভিন্ন ছোটোখাটো টাস্ক বা কাজ করতে হবে যা HITs নামে পরিচিত এবং যারা এই কাজ গুলি করবে

বা এই আমাজোন মেকানিক্যাল তুর্ক ওয়ার্কার্সদের Turkers বলা হয়। তো এখানের টাস্ক গলি সম্পাদন করার পর

আপনাকে তা সাবমিট করতে হবে এবং আপনার প্রদান করা কাজগুলি রিভিউ করে দেখা হবে। আর আপনার কাজ গুলি

রিভিউ করার পর যদি দেখা যায় তা সঠিক। তাহলে আপনাকে ওই টাস্ক সম্পাদন করার জন্য পূর্ব উল্লেখিত পারিশ্রমিক দেওয়া হবে।

এই সাইটে আপনি ২৪ ঘন্টা টাস্ক পাবেন এবং যত বেশি টাস্ক বা HITs গুলি সঠিকভাবে সম্পাদন করতে পারবেন

আপনার ইনকাম তত বেশি হবে। তার সাথে দিন দিন আপনার টাস্ক প্রতি অর্থের পরিমান অর্থাৎ অধিক অর্থের কাজ গুলিও পাবেন।

তবে অবশ্যই মনে রাখবেন যে টাস্ক এর রিয়ার্ডস বেশি আবার কখন কম হতে পারে। তার সাথে আপনার কাজ করার দক্ষতা যাচাই,

এবং সম্পাধন করা কাজের যাচাই করার পর তা অপ্প্রভ ও একসেপ্ট করার পরেই আপনি সেই টাস্ক করার জন্য অর্থ পাবেন।

যে সমস্ত টাস্ক গুলি Mechanical Turk বা MTruk -এ পাবেন

Amazon Mechanical Turk এর মধ্যে যে সমস্ত জনপ্রিয় ও অধিক সম্পাদিত কাজ গুলি পাবেন। তা হল,

  • সার্ভে করে আয় (ySense থেকে অনলাইন সার্ভে করে আয় করুন)
  • ডাটা এন্ট্রি
  • এসইও রিসার্চ
  • ট্রান্সক্রিপশন
  • রাইটিং
  • ভয়েস রেকর্ডিং আর্টিস্ট
  • তথ্য অনুসন্ধান
  • সঠিক তথ্য বা শব্দ যাচাই
  • এবং এরকম আরো বেশ কিছু টাস্ক

আরো জানুন: ৫টি সেরা অনলাইন ইনকাম অ্যাপস ২০২২

কিভাবে Amazon Mechanical Turk একাউন্ট তৈরী করবেন?

ধাপ ১: সবার প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিটার ব্রাউজার খুলে সেখানে MTurk.com এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধাপ ২: ওয়েবসাইটে প্রবেশ করার পর সেখান থেকে > Get Started with Amazon Mechanical Turk ক্লিক করেন।

এবং তারপর এর পেজে আপনি দুটি অপসন দেখতে পাবেন,

  • Create Tasks
  • Make Money

তো যেহেতু আমরা এখানে আমাজন মেকানিক্যাল তুর্ক থেকে ইনকাম করার বিষয়টি জানছি। তাই দ্বিতীয় অপশন অর্থাৎ > Make Money এর নিচে Request a Worker account ক্লিক করুন।

ধাপ ৩: এরপর আপনার সামনে আমাজন এর একাউন্ট লগ ইন পেজ আসবে। তো আপনার যদি আমাজন একাউন্ট থাকে

তাহলে তা দিয়ে লগ ইন করে নিন। আর যদি না থাকে সেই ক্ষেত্রে নিচে > Create your Amazon account ক্লিক করে একটি Amazon account তৈরী করে লগ ইন করেনিন।

ধাপ ৪: আমাজন একাউন্ট দ্বারা লগ ইন করার পর এখন আপনার সামনে MTurk এর রেজিস্ট্রেশন পেজ খুলবে।

তো সেখানে প্রয়োজনীয় পার্সোনাল ইনফরমেশন গুলি প্রদান করে নিচে Create account ক্লিক করুন। আপনার একাউন্ট তৈরী হয়ে যাবে।

তবে আপনার একাউন্টটি তৈরীর পর তা রিভিউ করা হবে এবং এপ্রভড হয়ে গেলে সাথে সাথেই আপনাকে তা মেইল করে জানিয়ে দেওয়া হবে।

এবং তারপর থেকে আপনি Amazon Mechanical Turk ড্যাশবোর্ড একসেস করতে পারবেন এবং সেখানে টাস্ক গুলিও করতে পারবেন।

Amazon MTurk থেকে কত টাকা আয় করা যায়?

MTurk থেকে আপনি একদম সঠিক ভাবে কত টাকা যে আয় করতে পারবেন তা বলা সম্ভব না। কারণ এখানে বিভিন্ন রকমের টাস্ক আছে যাদের মূল্যও ভিন্ন হয়।

তবে এটি বলতে পারি যে আপনি যত বেশি সময় দিতে পারবেন এবং অধিক টাস্ক কমপ্লিট করবেন আপনার, আর্নিং তত বেশি হবে।

এখানে আপনি ১-২ ঘন্টা প্রতি $০.০১ থেকে $১০ ডলার এরও অধিক আয় করতে পারেন। যা আপনি ব্যাঙ্ক একাউন্ট, আমাজন পে, পেপাল অথবা আমাজন গিফট কার্ড দ্বারা উত্তলোন করতে পারেন।

অবশ্যই পড়ুন: Amazon Flex কি? কিভাবে আমাজন ফ্লেক্স থেকে আয় করবেন?

আমাদের শেষ কথা,

এই হল অনলাইন ইনকাম এর করার আরো একটি জেনুইন ও বৈধ উপায় Amazon Mechanical Turk যার সম্পর্কে আপনি জানলেন।

আপনাদের এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করেদিন।

আর এরকম আরো পোস্ট বা আর্টিকেল এর জন্য অবশ্যই আমাদের সাইটটিকে সাবস্ক্রাইব করেনিন সমস্ত লেটেস্ট আপডেটর জন্য।